• Skip to main content
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

বিষয়বস্তু অনুসারে

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

অন্যান্য সেকশন

  • লাইব্রেরি
  • ইবুক / PDF
  • জোকস
  • লিরিক
  • ডিকশনারি
  • ই-বাংলা

বাংলা লাইব্রেরি

Read Bangla Books (বাংলা বই) online FREE. No PDF download required for Bengali Books. Bangla Book Library is a Unicode based mobile friendly website.

Bangla Library

মাথার যত সমস্যা

You are here: Home / স্বাস্থ্য সংবাদ / মাথার যত সমস্যা

মাথা ঘোরা অনুভব করা কোন মজার অভিজ্ঞতা নয়। আপনার মাথা যখন ঘোরে, মনে হয় একপাশে হেলে পড়ছেন আপনি। তখন ভর দেয়ার জন্য আপনাকে কোন কিছু আঁকড়ে ধরতে হয়। যতক্ষণ না মাথা ঘোরা চলে যায়, ততক্ষণ এক ভয়ঙ্কর অসুস্থতা আপনাকে গ্রাস করে থাকে। আপনার সমগ্র অস্তিত্বই যেন নড়বড়ে হয়ে যায়।

বিভিন্ন কারণে মাথা ঘুরতে পারে। শরীরের স্বাভাবিক ভারসাম্য নির্ভর করে অনেক অঙ্গের স্বাভাবিক কাজকর্মের ওপর। মস্তিষ্কের বিশেষ কেন্দ্রগুলো সঠিক সঙ্কেত পাঠানোর ফলে চোখ, কানের ভেতরের বিভিন্ন অংশ, অস্থিসন্ধিগুলোর ঐন্দ্রিয়ক গ্রাহকগুলো এবং ঘাড়, মধ্য শরীর ও পায়ের মাংসপেশি ঠিকমতো কাজ করে। যদি এসব অঙ্গের কোন একটি অথবা মস্তিôষ্ড়্গের কেন্দ্রগুলোর কোন একটি আঘাতপ্রাপ্ত হয় কিংবা স্নায়ু সংবাহী পথ বাধাপ্রাপ্ত হয় তাহলে দুনিয়া ঘুরতে থাকে।

তবে আপনি ভয় পাবেন না, কারণ আপনার ডাক্তার শার্লক হোমস-এর চেয়ে কম নন! তিনি শুধু আপনার লক্ষণগুলো যাচাই করে এবং আপনার ঘাড়, কান, স্নায়ুতন্ত্র, হ্নৎপিণ্ড ও প্রধান রক্তনালীগুলো পরীক্ষা করে মাথা ঘোরার সম্ভাব্য কারণ খুঁজে বের করতে পারেন।

মাথা ঘোরার কারণ

কীভাবে আপনার মাথা ঘোরা শুরু হয়? এটি কি হঠাৎ করে শুরু হয় এবং অল্প সময় থাকে? যদি তাই হয়, তাহলে সম্ভাব্য কারণের মধ্যে রয়েছেঃ

১· অতিরিক্ত পরিশ্রম
২· অন্তঃকর্ণের রক্তবাহী নালীর অস্বাভাবিকতা
৩· অন্তঃকর্ণের প্রদাহ
৪· অস্বাভাবিক দৃষ্টিগত সমস্যা যেমন অতি উঁচুতে উঠে নিচের দিকে তাকালে এবং চলন্ত ট্রেন বা গাড়ি থেকে পস্নাটফর্মের দিকে তাকালে মাথা ঘোরা।

আপনার মাথা ঘোরা কি দীর্ঘ সময় থাকে এবং এটি মাঝে মধ্যেই হয়? যদি উত্তর হ্যাঁ হয় এবং আপনার কারণে উপসর্গ থাকে, তাহলে মাথা ঘোরার সম্ভাব্য কারণ হলোঃ

১· মধ্যকানের প্রদাহ
২· মেনিয়ার’স রোগ
৩· অ্যাকোয়াসটিক নিউরোমা (ভেস্টিব্যুলো ককলিয়ার নার্ভের টিউমার)।

আর যদি আপনার কানের উপসর্গ না থাকে এবং অঙ্গ বিন্যাসজনিত সমস্যা থাকে, তাহলে মাথা ঘোরার সম্ভাব্য কারণ হলোঃ

১· অঙ্গভঙ্গিজনিত মাথা ঘোরা
২· সার্ভাইক্যাল স্পন্ডাইলোসিস।

আবার যদি আপনার কানের উপসর্গ না থাকে এবং অঙ্গ বিন্যাসজনিত সমস্যা না থাকে, তাহলে মাথা ঘোরার সম্ভাব্য কারণঃ

১· বিভিন্ন ওষুধ
২· দুশ্চিন্ত্যা
৩· ঘাড়ে আঘাত
৪· কপালের একপাশে ব্যথা
৫· রজঃনিবৃতি (মহিলাদের ক্ষেত্রে)

যদি আপনার মাথাব্যথা দীর্ঘ সময় এবং অবিরাম থাকে, সেইসাথে যদি আপনার কানের উপসর্গ থাকে, তাহলে আপনার মাথা ঘোরার সম্ভাব্য কারণঃ

১, অ্যাকোয়াসটিক নিউরোমা
২· সেরেবেলো পনটাইন অ্যাংগেল টিউমার।

আর যদি আপনার কানের উপসর্গ না থাকে এবং আপনি অজ্ঞান হয়ে পড়েন, তাহলে মাথা ঘোরার সম্ভাব্য কারণ হলোঃ

১· মস্তিষ্কের অপর্যাপ্ত রক্ত সরবরাহ,
২· হৃদরোগ,
৩· ক্যারোটিভ সাইনাস সংবেদনশীলতা।

আর যদি আপনি অজ্ঞান হয়ে না পড়েন, তাহলে আপনার মাথা ঘোরার সম্ভাব্য কারণ হলোঃ

১· রক্তস্বল্পতা,
২· উচ্চরক্তচাপ,
৩· ডায়বেটিস,
৪· থাইরয়েডের অসুখ,
৫· মানসিক দুশ্চিন্ত্যাগ্রস্ত্যতা।

মাথা ঘোরার চিকিৎসাধারা নির্ভর করে মাথা ঘোরার কারণের ওপর। তবে আপনার ডাক্তার যদি আপনার সমস্যার সুনির্দিষ্ট কারণ খুঁজে না পান এবং আপনাকে স্রেফ সান্ত্যাবনা দেন, তাহলে নিচের পরামর্শগুলো অনুসরণ করম্নন। এতে আপনার মাথা ঘোরা কমবে এবং আপনি অনেক ভালো অনুভব করবেন।

সাহসী হবার চেষ্টা করবেন না, যদি আপনার হঠাৎ মাথা ঘুরতে থাকে, তাহলে আপনি যে কাজটা করছিলেন সেই কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন। চিৎ হয়ে শুয়ে পড় ন। বন্ধ করুন চোখ দুটো। সহজভাবে শ্বাস নিন এবং সাহায্যের জন্য কাউকে ডাকুন।

যদি আপনি গাড়ি চালাতে থাকেন, আপনার পা ব্রেকের ওপর রাখুন এবং থেমে পড়ুন। শুয়ে পড়ুন পাশের আসনে। ভাগ্যের ওপর নিজেকে ছাড়বেন না কখনোই। আপনি সহজেই দুর্ঘটনা ঘটিয়ে ফেলবেন, বিশেষ করে যদি আপনার মাথা ঘোরা মারাত্মক হয়।

দুশ্চিন্তা পুষে রাখবেন না, মানসিক চাপ ও দুশ্চিন্তা দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে এগুলো পুষে না রেখে স্বাস্থ্যকর উপায়ে তা কাটানো শিখতে হবে।

অনেক লোক তাদের ফুসফুসে চাপ নেয় এবং খুব দ্রুত শ্বাস-প্রশ্বাস নিতে শুরু করে। এতে তাদের মাথা ঘুরতে পারে। এরকম কখনো করবেন না। সর্বদা ধীরে নিয়মিতভাবে শ্বাস নেবেন।

কান দুটো পরিষ্কার রাখুন, কানের মধ্যে খৈল জমা হয়ে এবং শ্রবণনালী বন্ধ হয়ে যাওয়ায় মৃদু মাথা ঘোরা হতে পারে। তাই সর্বদা কান পরিষ্কার রাখবেন। যদি আপনার কানের ভেতরটা বন্ধ থাকে কিংবা কানে নিঃসরণ থাকে, তাহলে নাক ও গলা বিশেষজ্ঞকে দেখাবেন। যেকোন ক্ষেত্রে, রোগীর বার বার মাথা ঘোরালে তার ভালোভাবে নাক, কান ও গলা পরীক্ষা করার প্রয়োজন হয়।

ঘাড় সোজা রাখুন, বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, ঘাড় ঠিকমতো সোজা না রাখার জন্য মাথা ঘোরে। ঘাড়ে স্পনডাইলোসিসের পরিবর্তন হলে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ধমনীগুলোর ওপর চাপ পড়তে পারে এবং এর কারণে দফায় দফায় মাথা ঘোরে। ঘাড়ের শক্তিশালী মাংসপেশী ও ঘাড়ের সুন্দর স্থিতি অবস্থা এটিকে প্রতিরোধ করতে পারে।

অতিরিক্ত পরিশ্রম করবেন না, যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করেন, তাহলে আপনার মাথা ঘোরার অভিজ্ঞতা হতে পারে। কাজ করবেন পরিকল্পনামাফিক এবং আপনার সাধ্যের মধ্যে। কখনো সীমা অতিক্রম করবেন না। আগে চিন্তা করে তারপর কাজে হাত দেবেন।

চিনির মাত্রা কমাবেন না, যতি কাজের চাপে আপনি একবেলার খাবার না খান এবং আপনার রক্তে চিনির মাত্রা কমে যায়, তাহলে আপনি দ্রুত খেয়ে নিন। রক্তে চিনির মাত্রা কমে গেলে আপনার মাথা ব্যথা ও মাথা ঘোরা সমস্যা দেখা দিতে পারে।

পর্যাপ্ত পানি পান করুন, বিশেষ করে, গরমের সময় প্রচুর তরল পান করবেন। শরীরে পানির পরিমাণ কমে গেলে মাথা ঘোরা সমস্যা দেখা দেয়। তাই শরীর যাতে পানিশূন্য হয়ে না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। শরীরকে সব সময় পানিপূর্ণ রাখবেন।

সতর্কতার সাথে ওষুধ খান, অনেক ওষুধ আমরা সচরাচর গ্রহণ করে থাকি। যেমন- অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিবায়োটিক, উচ্চ রক্তচাপের ওষুধ ও আলসারের ওষুধ। এসব ওষুধ মাথা ঘোরা উপসর্গ সৃষ্টি করতে পারে। যদি আপনার কোন ওষুধ গ্রহণে এমন সমস্যার সৃষ্টি হয় তাহলে ডাক্তারকে জানান। তিনি ওষুধ পরিবর্তন করে দেবেন।

মাথা ঘোরা অবহেলা করবেন না যদি আপনার মাঝে মধ্যেই মাথা ঝিমঝিম করে কিংবা মাথা ঘোরে, তাহলে তা অবহেলা করবেন না।

উপরের পরামর্শ মেনে চলবেন এবং ডাক্তারের সঙ্গে কথা বলবেন। ডাক্তারকে বলুন আপনাকে পরীক্ষা করে দেখতে। আপনার কী কারণে মাথা ঘুরছে সেটি ঠিকমতো নির্ণয় করা গেলে সঠিক ও কার্যকর চিকিৎসা দেয়া সম্ভব হবে। কার্যকর চিকিৎসার জন্য সঠিক রোগ নির্ণয় জরুরি। যখন মাথা ঘোরার নির্দিষ্ট কারণ খুঁজে না পাবেন তখন মধ্যকান ও মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায় এমন ওষুধ যেমন সিনারিজিন (সিনারন/সিনাজিন/ইনারজিন) গ্রহণ করতে পারেন, তাতে মাথা ঘোরা কমবে।

উৎসঃ দৈনিক ইত্তেফাক, ১৮ নভেম্বর ২০০৭
লেখকঃ ডাঃ মিজানুর রহমান কল্লোল
চেম্বারঃ কমপ্যাথ লিমিটেড
১৩৬, এলিফ্যান্ট রোড, ঢাকা।

November 18, 2007
Category: স্বাস্থ্য সংবাদTag: কান, ঘাড়, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, হৃদপিণ্ড

You May Also Like…

কানে পানি গেলে কি বের করে আনাটা জরুরি?

ব্যায়ামে আলসেমি কাজ করলে কিছু সহজ নিয়ম মেনে চলুন, মিলবে সমান উপকার

মুখের দুর্গন্ধ কি শুধু মুখ থেকেই আসে?

জিম শুরু করার ৭ উপায়

Previous Post:শিশুর দৈহিক বৃদ্ধি
Next Post:উচ্চ রক্তচাপঃ আপনার করণীয়

Reader Interactions

Comments

  1. utm

    January 13, 2012 at 6:08 pm

    sir,ami alpo(100km) jarny korle math ghore na kintu besi journey(400-500km) korle matha betha kore bomi hote chay,hoy. Doya kore help korben, bomi na hoyar jonno ki khaoa jay? Age-17

    Reply
    • Bangla Health

      January 15, 2012 at 9:23 am

      গাড়ির ধোঁয়া, গ্যাসের গন্ধ ইত্যাদি অনেক সময় এই সমস্যা সৃষ্টি করে। এছাড়া শারীরিক ফিটনেস একটা বড় ব্যাপার। লং জার্নিতে বাস বা গাড়ির চেয়ে রেলে ভ্রমণ করলে ভালো করবেন। মাঝে মাঝে একটু আদা বা লবঙ্গ খেলে বমিভাব কমে যাবে। এছাড়া কমলালেবুও খেতে পারেন।
      বড় হলে ধীরে ধীরে এই সমস্যা কমে আসবে।

      Reply
  2. tUmal

    January 15, 2012 at 6:44 pm

    sir, ami 2-3 km gele bomi vab hoy, 5-10km gele bomi hoy, vane chorleo eki obostha, motorcycle hoy na , please sir amake bolun ki korbo. Age-16

    Reply
    • Bangla Health

      January 18, 2012 at 8:21 am

      গাড়িতে চড়ার সময় কাছাকাছি গাছাগাছালি বা অন্য কোন বস্তু থাকলে সেদিকে তাকাবেন না। পারলে সোজা সামনের দিকে বা দূরে কোথাও তাকাবেন যাতে মনে না হয় যে ঐ সব বস্তুগুলো মুভ হচ্ছে। সেই সাথে চুইংগাম বা মিষ্টিজাতীয় কিছু চিবুতে পারেন। বমি ভাবে এলে একটু আদা মুখে নিয়ে চিবুলে উপকার পাবেন।
      তবে এটা নিয়ে ভাববেন না। বড় হলে এ সমস্যা সাধারণত থাকে না।

      Reply
  3. Su

    May 31, 2012 at 10:41 pm

    স্যার, আমার বাবার সিজোফ্রনিয়া রোগ আছে তার বয়স ৬০ আমার বয়স ২৪ আমি সিজোফ্রনিয়া রোগ সম্পর্কে পড়েছি আমার মনে হয় এই রোগটা আমাকে ধীরে ধীরে গ্রাস করছে আপনি দয়া করে আমাকে কিছু ঔষধ লিখে দিন আর life style কেমন কোরব লিখে দিন আমার পরিবারের অর্থ নৈতিক অবস্থা ভালোনা আপনার প্রতি ঋনী থাকবো please please.

    Reply
    • Bangla Health

      June 1, 2012 at 6:58 am

      নিয়মিত ব্যায়াম করে শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন। আজে-বাজে খাবার এড়িয়ে পুষ্টিকর খাবার গ্রহণ করবেন। রাতে ঘুমাবেন। মাঝে মাঝে ডাক্তার দিয়ে শরীর স্বাস্থ্য পরীক্ষা করাবেন। বাবার ব্যাপারটা ডাক্তারকে জানিয়ে রাখবেন। কখনোই উত্তেজিত হবেন না। সবসময় মনকে শান্ত রাখার চেষ্টা করবেন। কারো সাথে তর্ক বা ঝগড়া করতে যাবেন না। বাবার সাথে বেশি কথা বলবেন না। তবে অন্যান্যদের সাথে ভালো ব্যবহার করবেন। যারা আপনার ব্যাপারে কেয়ার করে, তাদের সাথে সুখ-দুঃখ শেয়ার করবেন। কখনোই খুব বেশি সিরিয়াস হবেন না। জীবনটাকে হাসি-খুশি ভাবে দেখবেন। কখনো আশাহত বা ভেঙে পড়বেন না।

      Reply
  4. SAIDUR

    July 31, 2012 at 3:44 am

    sir amar SOTO BONER MATAR AKTA SOMUSAH TA HOLO OR MATAR BETORE NAKI POKA JEBABE DAKDYE THAKE SEBABE DAK DEY TOKON ONEK KANAKATE KORE R BOLE MATAY PANE DETE KINTO ONEK OSOD KAHWYICE KINTO KONO OPKAR HOY NE APONE KONO AKTA PORAMOSO DEBEN JATE KORE OR MATA JENO ALLA PAK BALO KORE DEYE APONAR KACE KITOGO TAKBO

    Reply
    • Bangla Health

      September 5, 2012 at 1:50 am

      বড় ডাক্তার দেখান। পরীক্ষা না করে কিছু বলা যাচ্ছে না।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips

Return to top