• Skip to main content
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

বিষয়বস্তু অনুসারে

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

অন্যান্য সেকশন

  • লাইব্রেরি
  • ইবুক / PDF
  • জোকস
  • লিরিক
  • ডিকশনারি
  • ই-বাংলা

বাংলা লাইব্রেরি

Read Bangla Books (বাংলা বই) online FREE. No PDF download required for Bengali Books. Bangla Book Library is a Unicode based mobile friendly website.

Bangla Library

ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করবেন কিভাবে

You are here: Home / স্বাস্থ্য সংবাদ / ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করবেন কিভাবে

ব্রেস্ট বা ও মেয়েদের মাতৃত্ব ও সৌন্দর্যের প্রতীক শৈশব থেকে নারীত্ব এই সময়ের মধ্যে পূর্ণতা লাভ করে। নারীর এই স্তন ক্যান্সার মরণব্যাধি বাসা বাঁধতে পারে যে কোন সময় এবং সচেতন না হলে কেড়ে নিতে পারে আপনার মহামূল্যবান প্রাণ।

ব্রেস্ট ক্যান্সার কেন হয়?

নির্দিষ্ট কোন কারণ এখনো জানা যায়নি তাই একাধিক কারণে স্তন ক্যান্সার এর জন্য দায়ী করা হয়ঃ

০ মা-খালা এদের থাকলে সন্তানদের হওয়ার সম্ভাবনা বেশি।

০ অবিবাহিতা বা সন্তানহীনা মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের প্রকোপ বেশি।

০ একইরকমভাবে যারা সন্তানকে কখনো স্তন্য পান করাননি তাদের ব্রেস্ট ক্যান্সার বেশি হয়।

০ ৩০ বছরের পরে যারা প্রথম মা হয়েছেন তাদের স্তন ক্যান্সারের প্রবণতা একজন কমবয়সী মা হওয়া মহিলাদের থেকে অনেক বেশি।

০ বয়স যত বাড়ে স্তন ক্যান্সার এর ঝুঁকি তত বৃদ্ধি পায়।

০ অল্প বয়সে বাচ্চা নিলে, দেরীতে মাসিক শুরু হলে, তাড়াতাড়ি মাসিক বন্ধ হয়ে স্তন ক্যান্সার প্রকোপ বেড়ে যায়।

০ একাধারে অনেক দিন জন্ম নিরোধ বড়ি খেলে ও স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

উপরোক্ত কারণগুলো ব্রেস্ট ক্যান্সারের সহায়ক ভূমিকা পালন করে। তবে এগুলোই একমাত্র কারণ নয়।

কি করে স্তন ক্যান্সার বুঝবেনঃ

১। সাধারণত ৩০ বছর-এর পূর্বে এই রোগ কম হয়।

২। বেশিরভাগ রোগী বুকে চাকা নিয়ে ডাক্তার-এর শরণাপন্ন হয়।

৩। বুকে চাকা সেই সাথে কিছু কিছু রোগী ব্যথার কথাও বলে থাকে।

৪। কখনো কখনো বুকে চাকা বগলেও চাকা নিয়ে রোগী আসতে পারে।

৫। নিপল ডিসচার্জ এবং নিপল ভেতরের দিকে ঢুকে যাওয়াও এ রোগের লক্ষণ হিসাবে দেখা দিতে পারে।

৬। কিছু কিছু রোগী বুকে ফুলকপির মত ঘা নিয়ে ডাক্তারের কাছে আসে।

৭। অনেক সময় যে বুকে ব্যথা সেদিকের হাত ফোলা নিয়েও আসতে পারে।

৮। এগুলো ছাড়া ব্রেস্ট ক্যান্সার দূরবর্তী কোথাও ছড়িয়ে পড়েছে এমন উপসর্গ নিয়ে আসে যেমন-হাড়ে ব্যথা, মাথা ব্যথা, শ্বাসকষ্ট ও জন্ডিস ইত্যাদি।

কিভাবে রোগ নির্ণয় করা যাবেঃ

১। মেমোগ্রাম বা স্তনের বিশেষ ধরনের এক্সরে।

২। স্তনের আলট্রাসনোগ্রাম

৩। চাকা বা টিউমার থেকে রস (ঋঘঅঈ) নিয়ে পরীক্ষা করলে এই রোগ ধরা পড়বে।

ব্রেস্ট ক্যান্সারের কি কি চিকিৎসা আছে

সম্ভব হলে সার্জারি করাই উত্তম। তাছাড়া কেমোথেরাপি, রেডিও থেরাপি, হরমোন থেরাপি ইত্যাদি।

কিভাবে প্রাথমিক পর্যায়ে এই রোগ ধরা যায়

১। ৩০ বছরের বেশি বয়স হলে নিজে নিজে ব্রেস্ট পরীক্ষা করতে হবে। কোন চাকা পাওয়া যায় কিনা। চাকা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

২। বয়স ৫০-এর উপরে হলে বছরে ১বার মেমোগ্রাম করতে হবে।

৩। কোন প্রকার সন্দেহ হলে ডাক্তার-এর কাছে দেখা করতে হবে।

এই রোগ এড়ানোর উপায় কি?

যেহেতু রোগটির নির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। তাই এই রোগ এড়ানোর জন্য কয়েকটি নিয়ম মেনে চলার জন্য পরামর্শ দেয়া হয়ঃ

১। ৩০ বছর বয়স থেকে নিজে নিজে ব্রেস্ট পরীক্ষা করুন।

২। রিক্স ফ্যাক্টর থাকলে সে ক্ষেত্রে মেমোগ্রাফি করুন। যেমন-ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার থাকলে।

৩। ৩০ বছর বয়সের মধ্যে ১ম সন্তান জন্ম দেয়ার চেষ্টা করুন।

৪। সন্তানকে বুকের দুধ পান করান।

৫। টাটকা শাক-সবজি ও ফল খান।

৬। সন্দেহ হলে ক্যান্সার সার্জনের শরণাপন্ন হন।

৭। ধূমপান ও এলকোহল পরিহার করুন।

উপসংহারঃ

মনে রাখবেন প্রাথমিক পর্যায়ে রোগ নিরূপণ করলে এবং চিকিৎসা করলে আপনি অনেকদিন সুস্থ থাকবেন। সার্জারি করার সময় টিউমারটি বগলে লসিকা গ্রন্থিসহ অপসারণ করলে এই রোগ পুনর্বার দেখা দেয়ার সম্ভাবনা খুব কম। অসম্পূর্ণভাবে টিউমার অপসারণ করলে এই রোগ আবার হতে পারে। বর্তমানে অপারেশন টেকনোলজি অনেক উন্নতি লাভ করেছে যার ফলে এই রোগের চিকিৎসা এখন বাংলাদেশেই সম্ভব। তাছাড়া এডভান্স ব্রেস্ট ক্যান্সারে এখন টিউমার ফেলে দিয়ে ব্রেস্ট এরিয়া রিকস্ট্রাকশনও করা হচ্ছে।

————————-
ডাঃ এম এ হাসেম ভুঁইয়া
জেনারেল ও কলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক, সার্জারি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।
দৈনিক ইত্তেফাক, ৭ জুন ২০০৮

June 23, 2008
Category: স্বাস্থ্য সংবাদTag: ক্যান্সার, স্তন

You May Also Like…

কানে পানি গেলে কি বের করে আনাটা জরুরি?

ব্যায়ামে আলসেমি কাজ করলে কিছু সহজ নিয়ম মেনে চলুন, মিলবে সমান উপকার

মুখের দুর্গন্ধ কি শুধু মুখ থেকেই আসে?

জিম শুরু করার ৭ উপায়

Previous Post:সর্দি-কাশি হলে কি করবেন
Next Post:পিত্তপাথর ও ল্যাপারোস্কপি

Reader Interactions

Comments

  1. জুনাইদ

    October 11, 2011 at 3:12 pm

    ছেলেদের ব্রেস্ট ক্যান্সার হলে করনিও কি, কোথায় এবং কোন ডাক্তারের সাথে পরামর্শ করব দয়া করে জানাবেন কি?

    Reply
    • Bangla Health

      October 14, 2011 at 1:12 am

      ছেলেদের প্রায় ছয় রকমের ব্রেস্ট ক্যান্সার হতে পারে যার ২/১টা বাদে বাকিগুলো খুব জটিল না এবং চিকিৎসা করলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশী থাকে। আরে যে ২/১টা আছে সেগুলো একটু জটিল তবে সচরাচর দেখা যায় না। আপনাকে আগে রেগুলার ডাক্তার দিয়ে পরীক্ষা করে নিতে হবে। প্রথমে কিছু টেস্ট করে সন্দেহজনক কিছু পাওয়া গেলেই উনারাই পরবর্তি ধাপগুলো বলে দেবেন।

      Reply
  2. sanaul habib

    April 14, 2012 at 11:54 pm

    cheleder breast cancer chikitshate koto taka lagte pare?

    Reply
    • Bangla Health

      April 16, 2012 at 9:05 am

      নির্দিষ্ট করে বলা যায় না। নির্ভর করে এর ধরণের উপর। কি ধরনের পরীক্ষা করা লাগবে- এসবের উপর। ডাক্তাররাই ভালো বলতে পারবেন।

      Reply
      • ‍পপিলস

        June 4, 2012 at 11:45 am

        Amar ma brasttumar hoye chilo uni onek din jabot homio chikicha korche tumarta goley feleche kintu ek botsor hoye gelo gha sukay na. ey muhurte ki elopoti ba oparetion kora jabe.

      • Bangla Health

        June 4, 2012 at 11:26 pm

        এই ধরনের ব্যাপারে এখন এলোপ্যাথি ডাক্তার দেখানো উচিত।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips

Return to top