• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

স্বাস্থ্য কথা

লাইফস্টাইল

শরীরচর্চা

১৮+

জীবন বাঁচানোর প্রাথমিক চিকিত্সা

January 19, 2010

সরকার হাইতিতে চিকিত্সা দল পাঠাচ্ছে। ভূমিকম্প, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সময়হার্টঅ্যাটাকের রোগীদের প্রাথমিক চিকিত্সা দেওয়ার জন্যসিপিআর প্রশিক্ষণখুবই জরুরি।
সিপিআর কী
সিপিআর মানে কার্ডিয়োপালমোনারি রিসালিটেশন। কার্ডিয়ো অর্থ হার্ট, পালমোনারি অর্থ ফুসফুস, রিসালিটেশন অর্থ পুনর্জাগরণ। জীবন ফিরিয়ে আনা, যার শ্বাস-প্রশ্বাস ও হূত্স্পন্দন বন্ধ হয়ে গেছে তাঁকে বাঁচিয়ে রাখা।
শুধু চিকিত্সক বা সেবিকা নন, যে কর্মিগোষ্ঠী ইমারজেন্সি দায়িত্ব পালন করে থাকেন—যেমন, পুলিশ কর্মকর্তা, অগ্নিনির্বাপণকর্মী, শিক্ষক বা প্রয়োজনে প্যারামেডিকেল, জনগণ, মা-বাবারাও এ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে রাখতে পারেন। যে ব্যক্তি সিপিআর দেবেন তাঁকে বলা হয় রেসকিওর। যার শ্বাস থমকে গেছে, তাকে মুখে মুখে শ্বাস দেবেন—যান্ত্রিক শ্বাস-প্রশ্বাসক্রিয়ার মতো।
কীভাবে করা হয়
সাহায্যকারী ব্যক্তি শ্বাস-হূত্স্পন্দন বন্ধ হয়ে যাওয়া ব্যক্তির বা শিশুর মুখে মুখ লাগিয়ে জোরে বাতাস ঢোকানোর চেষ্টা করবেন, যেন ফুসফুসে অক্সিজেন পৌঁছে যায়। তবে সরাসরি মুখে মুখ না লাগিয়ে বিশেষ মাস্ক ব্যবহার করা যেতে পারে। এভাবে দুবার ফুঁ দিতে হবে। এরপর ওই ব্যক্তির বুকের ওপর এক হাতের ওপর অন্য হাত রেখে দুই হাতের সাহায্যে চাপ দিতে হবে। এতে হার্টের অক্সিজেনযুক্ত রক্ত দেহের গুরুত্বপূর্ণ অংশে প্রবাহিত হবে। এভাবে ৩০ বার বুকে চাপ দেওয়ার পর আবারও দুবার মুখে মুখ লাগিয়ে ফুসফুসে বাতাস ভরে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিকিত্সক, অক্সিজেন নল, অক্সিজেন ব্যাগ, সিলিন্ডার ও অ্যাম্বুলেন্স না পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এভাবে সিপিআর চালিয়ে যেতে হবে।
কখন সিপিআর লাগতে পারে
 হার্ট অ্যাটাক হলে
 যখন মস্তিষ্কের কোনো অংশে রক্তসঞ্চালন সাময়িক বন্ধ থাকে (স্ট্রোক)
 কিছু গিলে ফেলার ফলে ফুসফুসে বায়ু চলাচলের পথ অবরুদ্ধ হয়ে গেলে
 পুকুরে বা জলে নিমজ্জন বা শ্বাস-প্রশ্বাস বন্ধ হলে
 ঘাড়ে, মাথায়, পিঠে খারাপ ইনজুরি বা আঘাত পেলে
 মারাত্মক তড়িতাহত হলে (অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনে হাত লেগে যাওয়া)
 ইনফেকশনজনিত গুরুতর অসুস্থতা
 মারাত্মক অ্যালার্জি-জনিত প্রতিক্রিয়া।

শেষ কথা
জরুরি মুহূর্তে প্রথমে অসুস্থ ব্যক্তির কাঁধ ও হাত ধরে সামান্য ঝাঁকুনিসমেত জিজ্ঞেস করা যায়, ‘ভালো আছেন!’ যদি কোনো উত্তর না আসে এবং আপনার কাছে সিপিআর প্রশিক্ষণের সনদ থাকে, তাহলে সিপিআর শুরু করতে পারেন।

প্রণব কুমার চৌধুরী
ভূমিকম্প, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সময় হার্ট অ্যাটাকের রোগীদের প্রাথমিক চিকিত্� সহকারী অধ্যাপক, শিশু বিভাগ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ২০, ২০১০

Previous Post: « ঘাড়ব্যথায় কী করবেন
Next Post: ডায়াবেটিস নির্ণয়ের সহজ পরীক্ষা »

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health – Bangla Library – Bangla PDF

Return to top