• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

স্বাস্থ্য কথা

লাইফস্টাইল

শরীরচর্চা

১৮+

আলঝাইমারঃ প্রবীণদের স্মৃতিভ্রংশ রোগ

January 30, 2008

ডিমেনশিয়া। চিত্তভ্রংশ রোগ। প্রবীণদের এ রোগ এখন বেশ দেখা যায়। পুরো রোগকে বলা যেতে পারে আলঝাইমার রোগ।

সারা পৃথিবীতে প্রবীণের সংখ্যা যেহেতু বাড়ছে, এ জন্য এসব রোগ নিয়ে বেশ কথাবার্তাও হচ্ছে।

ঠিকমতো স্বাস্থ্যকর খাবার খাওয়ার, ব্যায়াম করার এবং শরীরের বাড়তি ওজন ঝেড়ে ফেলার অঙ্গীকার করছে অসংখ্য লোক। কেবল হৃদরোগ ঠেকানোর জন্য নয়, এখন বলা হচ্ছে এমন জীবন চর্চা করতে থাকলে আলঝাইমার রোগও অনেকটা ঠেকানো যাবে।

কোন বুড়ো লোকের যে হবে কেউ জানে না-ডিমেনশিয়ার কাছে হারবে, না একে পরাভূত করবে, কেউ জানে না। বিজ্ঞানীরা জেনেছেন, সঠিক খাবার ও ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণ করলে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্তবাহজনিত ডিমেনশিয়ার ঝুঁকি কমানো সম্ভব।

যুক্তরাষ্ট্রের শিকাগোর আলঝাইমার সমিতির মেডিকেল ও সায়েন্টিফিক অ্যাফেয়ার্সের সভাপতি বিল থাইস বলেন, ‘গত তিন বছরে গবেষণার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ যে ফলাফল, তা হলো হৃদরোগের ঝুঁকি উপাদানগুলো আলঝাইমার রোগের ঝুঁকির একই পথে চলা।’

আরও বেশ কিছু মস্তিষ্ক পরীক্ষা করে দেখা গেল, যেসব লোকের হৃদরোগ ছিল, তাদের মস্তিষ্কে সেসব প্লাক ও স্মায়ুজট তিন গুণ বেশি দেখা যায়। ডা· স্পার্ক এখন কাজ করেন আরিজোনায় সান হেলথ রিসার্চ ইনস্টিটিউটে। তাঁর বক্তব্য, ‘সেসব লোক ৬০ বছর বয়সে হৃদরোগ জয় করে বেঁচে থাকলেও, ৮০ বছর পর্যন্ত বাঁচলে, এরপর তাদের হয়তো ডিমেনশিয়া ধরত।’
এখন এ কথা অনেক বিজ্ঞানীই বিশ্বাস করলেন না। তারপর দীর্ঘমেয়াদি এপিডেমিওলজিক্যাল নিরীক্ষাগুলোর ফলাফল আসতে শুরু করল। ১৯৯৬ সালে সুইডেনের গোটবর্গ বিশ্ববিদ্যালয়ের একজন মনোবিজ্ঞানী ডা· ইগমার স্কুগ একটি গবেষণাপত্র প্রকাশ করলেন বিশ্বখ্যাত মেডিকেল জর্নাল ল্যানসেট-এ। বিষয় ছিল ‘৭০ বছর বয়সে উচ্চ রক্তচাপ হলে ১৫ বছর পর আলঝাইমার রোগ হওয়ার প্রবণতার মধ্যে সম্পর্ক’। বছরাধিককাল আগে উপরিউক্ত চাপ হলে কি আরও বৃদ্ধ বয়সে আলঝাইমার হওয়ার পথ প্রশস্ত করে দেয়?
অন্যান্য গবেষকও এর উত্তরে ইতিবাচক তথ্যই দিলেন।

২০০০ সালে হনলুলু-এশিয়া এজিং নিরীক্ষায় জানা গেল, মধ্যবয়সী জাপানি-আমেরিকান লোক, যাদের ডায়াসটোলিক রক্তচাপ ৯০-এর বেশি, তাদের ২০-২৫ বছর পর আলঝাইমার রোগের আশঙ্কা পাঁচ গুণ বেশি; যাদের ডায়াসটোলিক চাপ ৮০-৮৯-এর মধ্যে, তাদের তুলনায় অবশ্যই। তাদের যদি উচ্চ রক্তচাপের চিকিৎসা করা যায়, তাহলে পরবর্তী সময় আলঝাইমার রোগের ঝুঁকি অনেক কমে যায়।

গত তিন বছরে হৃদরোগের আরও কিছু ঝুঁকি উপাদান আলঝাইমার রোগের সঙ্গে সম্পর্কিত বলে জানা গেছে।

সেগুলো হলো-ধূমপান, এথারোক্লেরোসিস, রক্তে উঁচু মানের কোলেস্টেরল, রক্তে হোমোসিসটিন নামে একটি পদার্থের উপস্থিতি। দুটো গবেষণায় দেখা গেছে, মাঝারি ধূমপান আলঝাইমার রোগের ঝুঁকি বাড়ায় দ্বিগুণ থেকে তিন গুণ। মেদস্থূলতাও একটি বড় ঝুঁকি বটে। সুইডেনে গোটবর্গ গবেষণায় দেখা গেছে, ৭০ বছর বয়সে বডি মাস ইনডেক্স (বিএমআই) এক পয়েন্ট বাড়লে ১৫ বছর পর আলঝাইমার রোগের ঝুঁকি বাড়ে ৩৬ শতাংশ।

বড় আরও দুটি গবেষণায় দেখা গেছে, ভারী শরীরের সঙ্গে ডায়াবেটিস যুক্ত থাকলে আলঝাইমার রোগের ঝুঁকি বাড়ে দ্বিগুণ। ডিমেনশিয়া বা চিত্তভ্রংশের আশঙ্কা কমাতে চাইলে কী করতে হবে?

শুভ সূচনা করুন হৃৎস্বাস্থ্যকর খাবার খেয়ে। বছর তিনেক আগে শিকাগোর বাশ ইনস্টিটিউট অব হেলদি এজিংয়ের মার্থা ক্লেয়ার মরিস একটি এপিডেমিওলজিক্যাল গবেষণা নিবন্ধ প্রকাশ করে দেখিয়েছেন, বয়স্ক লোক, যাঁরা সপ্তাহে অন্তত এক দিন মাছ খেয়েছেন, চার বছর পর তাঁদের আলঝাইমার রোগের ঝুঁকি কমেছে ৬০ শতাংশ। এর কার্যকারণ সম্পর্কে বলার সময় এখনো আসেনি। তবে মরিস বলেন, লক্ষ করা গেছে, মাছে রয়েছে একটি ওমেগা-৩-মেদ অ্ল, ‘ডিএইচএ’-এই পুষ্টি উপকরণ গ্রহণের সঙ্গে আলঝাইমার রোগের আশঙ্কা হ্রাসের একটি সম্পর্ক আছে। তিনি বলেন, ডিএইচএ হলো মস্তিষ্কের একটি মুখ্য চর্বি পদার্থ। আরেকটি গবেষণায় তিনি লক্ষ করেছেন, যাঁরা ভিটামিন-ই-সমৃদ্ধ খাবার বেশি গ্রহণ করেন, যেমন-উদ্ভিজ্জ তেল, গমের অঙ্কুর, গোটা শস্য, সূর্যমুখীর বীজ ও সবুজ সবজি-তাঁদের এ রোগের ঝুঁকি কমে ৭০ শতাংশ। আবার অন্যপক্ষে, যাঁরা সম্পৃক্ত চর্বি ও ট্যান্সফ্যাট বেশি গ্রহণ করেন, তাঁদের আলঝাইমার রোগের আশঙ্কা অনেক বাড়ে।

হৃদরোগের ঝুঁকিগুলো যদি আমরা পরিহার করি, তাহলে এ রোগের আশঙ্কা কমবে সন্দেহ নেই, যদিও এগুলোর কার্যকারণ এখনো স্পষ্ট নয়।

তবুও হৃৎস্বাস্থ্যকর জীবনচর্চা আরও বেশি করে করলে হৃৎপিণ্ড ও মস্তিষ্ক দুটোরই হিত হবে-এ হচ্ছে মোদ্দা কথা। শিল্পোন্নত দেশে আলঝাইমার রোগীদের পুনর্বাসন ও স্বস্তিকর জীবনের জন্য উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। এর একটি হলো এসব রোগীকে বাগান চাষে নিয়োজিত করা। বাগান চর্চা করলে কেবল আলঝাইমার রোগীদের জীবনের গুণগত মানই বাড়ে না, ডিমেনশিয়া থেকে মনে যে উদ্বেগ হয় এরও উপশম হয়।

রোগীর মনমেজাজ ভালো হয়, বিশৃঙ্খল আচরণও হ্রাস পায়। ওয়াশিংটন ডিসির রিসার্চ ইনস্টিটিউট অন এজিংয়ের ডিরেক্টর জিসকা কোহেন মেনসফিল্ড ১৯৮৮ সালে এক গবেষণায় দেখিয়েছেন, যেসব রোগী নিয়মিত উদ্যানে আসে তাদের বিশৃঙ্খল আচরণ বদলে যায়, চনমনে হয় মেজাজ। তিনি বলেন, ‘উদ্যান পালন থেরাপিটি, যাঁরা জীবনে উদ্যান চর্চাকে অর্থবহ মনে করেছেন, তাঁদের জন্য খুবই উপকারী।’

এসব উদ্যান বিশেষভাবে নির্মিত হতে হবে তাঁদের জন্য। থাকতে হবে বেষ্টনী, যাতে রোগীরা উদ্যানের বাইরে হঠাৎ বেরিয়ে যেতে না পারেন। থাকবে একটি ঘূর্ণায়মান ঝরনা, সুবাসিত ও উজ্জ্বল ফুলের সমারোহ, ইংরেজি আট অক্ষরের আকারে নির্মিত পায়ে চলার পথ, যাতে রোগীরা পথে চলতে হারিয়ে না যায়। আর অনেক আলঝাইমার রোগীর জন্য উদ্যানে বারবার যাওয়া উসকে দিতে পারে অনেক মধুর ্নৃতি। আমরা তো জানি, ‘ফুলের বনে যার পাশে যাই, তারেই লাগে ভালো।’ পরিকল্পনাটি যদি ভালো লাগে, তাহলে আমরা কি এক হতে পারি এমন একটি থেরাপিউটিক গার্ডেন রচনার জন্য

সূত্রঃ দৈনিক প্রথম আলো,
লেখকঃ অধ্যাপক শুভাগত চৌধুরী

Previous Post: « শীতে সাধারণ স্বাস্থ্য সচেতনতা
Next Post: ওষুধের যথাযথ সংরক্ষণ »

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health – Bangla Library – Bangla PDF

Return to top