• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

স্বাস্থ্য কথা

লাইফস্টাইল

শরীরচর্চা

১৮+

ফ্রেমবন্দী স্মৃতি

January 28, 2011

বিয়ের দিনের স্মৃতি ধরে রাখতে কে না চায়! বিয়ের মুহূর্তটি সবার জীবনের একটি বিশেষ ঘটনা। বিয়ের সময়ের স্মরণীয় মুহূর্তগুলো কীভাবে বাঁচিয়ে রাখা যায় সে প্রশ্নের উত্তর অনেকেরই জানা। বিয়ের স্মৃতি ধরে রাখার সবচেয়ে ভালো মাধ্যম হলো ছবি বা ভিডিও। আগামী দিনগুলোয় স্মৃতির পাতা হাতড়ে যেন বিয়ের মুহূর্তগুলো ফিরে পাওয়া যায় ছবি বা ভিডিওতে, এর জন্য ব্যবস্থা রাখতে হবে বিয়ের সময়। বিয়ের ছবিগুলো মনের মতো করে আপনার হাতে পৌঁছে দিতে পারেন একজন ভালো চিত্রগ্রাহক। তাই বিয়েতে ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ ও পেশাদার চিত্রগ্রাহকের সাহায্য নিতে হয়। বলছিলেন ওয়েডিং ডায়েরির প্রধান পরিচালন কর্মকর্তা আলোকচিত্রী প্রীত রেজা। তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানে ছবি তোলার ক্ষেত্রে কিছু বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া উচিত। জেনে নিন এমন কিছু পরামর্শ—
বর বা কনের পোশাক যেন উজ্জ্বল রঙের হয় সেদিকে নজর দিতে হবে।
বর বা কনের পোশাকের সঙ্গে স্টেজ বা ব্যাকগ্রাউন্ডের রং যেন মিলে না যায়। এতে ছবি ভালোমতো ফুটবে।
বিয়ের অনুষ্ঠানে আলোর ব্যবস্থা ভালো হতে হবে।
যে আলোকচিত্রীকে দিয়ে ছবি তোলাবেন, তাঁর সঙ্গে ভালোভাবে কথা বলে নিন। প্রয়োজনে তাঁর তোলা আগের ছবি ও অভিজ্ঞতা যাচাই করে দেখতে পারেন।
বিয়েবাড়িতে যাঁরা ছবি তুলছেন, তাঁদের সমস্যা হলে তা জেনে নিন ও তা সমাধান করার ব্যবস্থা করুন।
একটা পুরো দল কাজ করলে ভালো হয়। এতে আলোকচিত্রীরা নিজেদের মধ্যে সমন্বয় করতে পারেন।
দক্ষ আলোকচিত্রী নির্বাচন করার পর বিয়ের কয়েক দিন আগেই তাঁর সঙ্গে দিনক্ষণ নিয়ে কথা চূড়ান্ত করে নিন।
বিয়ের ছবি তোলার সঙ্গে সঙ্গে এসব ছবি সম্পাদন করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আলোকচিত্রী সাফাওয়াত খান বলেন, ছবি সম্পাদন করাও ফটোগ্রাফির একটি বিশেষ অংশ। বিশেষ করে, ডিজিটাল মাধ্যম হওয়ার পর এ দিকটি ছবিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। এতে ছবির নান্দনিকতা বেড়ে যায় অনেক গুণ। তবে আলোকচিত্রী নিজেই যদি ছবি সম্পাদন করতে পারেন, তাহলে ভালো হয়। এতে আলোকচিত্রীর চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ভালোমতো হয় বলে জানান সাফাওয়াত খান।
বিয়ের অনুষ্ঠানে ছবি তুলতে খরচ কেমন পড়বে, এ প্রশ্ন আসতেই পারে। এ বিষয়ে প্রীত রেজা বললেন, খরচের ব্যাপারটি নির্ভর করছে আপনি কী ধরনের সেবা পেতে চান তার ওপর। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু বিয়ের সময় তিন-চার ঘণ্টা ছবি তুলতে খরচ পড়বে পাঁচ থেকে ১২ হাজার টাকা। বিয়ের সারা দিন পুরো অনুষ্ঠানের ছবি তুলতে খরচ পড়বে ছয় থেকে ১২ হাজার টাকা। এ ছাড়া আরও বড় পরিসরে একাধিক চিত্রগ্রাহক দিয়ে ছবি তুলতে খরচ পড়বে ১০ থেকে ১৮ হাজার টাকা। অনুষ্ঠানে যদি ভিডিও করতে চান তাহলে ভিডিও সম্পাদনাসহ খরচ পড়বে পাঁচ থেকে ১০ হাজার টাকা। বিভিন্ন সময় বর-কনে বিয়ের পর আলাদাভাবে স্টুডিওতে গিয়ে ছবি তুলতে চাইলে খরচ পড়বে সাত থেকে ২০ হাজার টাকা। এ ছাড়া বিভিন্ন স্থানে ভ্রমণের ছবি তুলতে পারেন, এতে খরচ পড়বে ১০ থেকে ১৫ হাজার টাকা। বিয়ের ছবি তোলার বিভিন্ন প্রতিষ্ঠান সাধারণত ১০০টি ছবি অ্যালবামসহ প্রিন্ট করে দেয় ও বাকি ছবি ডিভিডিতে ভরে দেয়। তবে আপনার চাহিদা আরও বেশি থাকলে সে ক্ষেত্রে দামের কিছুটা হেরফের হতে পারে। এখন অনেকেই ডিজিটাল ডায়েরি বা ফটোবুকে ছবি সেট করে নেন। ছবি অনেক দিন সংরক্ষণের এটিও একটি আধুনিক মাধ্যম।

পাঠকদের সুবিধার জন্য বিয়ের ছবি তোলা বা ভিডিও ধারণ করে এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো—
চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি
রোড-২, বাড়ি-১, ধানমন্ডি, ঢাকা।
ওয়েডিং চ্যাপেল
ফোন: ০১৭১৬-৪৮০৫০৩
স্টুডিও স্ন্যাপ শটস
তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা।
ওয়েডিং ডায়েরি
ওয়েবসাইট: www.weddingdiary.com.bd
ফোন: ০১৯২৪-২৭৭২৭৭
এক্সপোজার
মোতালিব প্লাজা, ঢাকা। ফোন : ০১৭১৫-৯১১১৮৮
ক্লিক আই
ব্লক-জি, রোড-৭, বাসা-৩৯, বনানী, ঢাকা। ফোন: ০১৭১৩-১৪৮২৮২
আশীষ সেনগুপ্ত ফটোগ্রাফি
পুরানা পল্টন লাইন, কুষ্টিয়া সমিতি বিল্ডিং, শান্তিনগর, ঢাকা।
ফোন: ০১৭১১৫৩৮৬১৯
আক্কাস মাহমুদ
কালার প্লাস, ইস্কাটন, ঢাকা।
ফোন: ০১৭১৫০০৫৬৭৬
দি ইমেজ বাই ফাহাদ আলম
কনকর্ড আর্কেড, ১৪, সোনারগাঁও জনপথ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা।
দ্য স্টোরি লিমিটেড
বাসা-১, রোড-৩৫, গুলশান-২, ঢাকা।
ডেভিড বারিকদার ফটোগ্রাফি
ধানমন্ডি (রাইফেলস স্কয়ারের পাশে) ঢাকা।
তাহের মানিক ফটোগ্রাফি
১৫/১০ তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা। ফোন: ০১৭১৪-২২২২০২
আবু নাসের: ০১৭১১২০৯৬৫৬
রুদ্র ইউসুফ: ০১৭১৭৭৪০১৫৬
সাফাওয়াত খান সাফু ফটোগ্রাফি
ধানমন্ডি, রোড-২৮, মিরপুর রোড, ঢাকা।
ফোন: ০১৭১১১৩৯৩৮০।

মোছাব্বের হোসেন
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ০৪, ২০১০

Previous Post: « জীবনযাত্রায় শৌখিনতা
Next Post: বিয়ের আয়োজন যেখানে »

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health – Bangla Library – Bangla PDF

Return to top