• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

স্বাস্থ্য কথা

লাইফস্টাইল

শরীরচর্চা

১৮+

খুশকির কারণ ও চিকিৎসা

August 15, 2009

খুশকি খুবই সাধারণ সমস্যা। প্রায় প্রত্যেক মানুষের মাথায় জীবনে কোনো না কোনো সময় খুশকি হয়েছে। মাথার ত্বক বা স্কাল্পে সব সময় কিছু নতুন কোষ হয় আর কিছু পুরনো কোষ ঝরে যায়। এটা একটা চক্র। কিন্তু যখন পুরনো মরা কোষ জমে যায় এবং ফাঙ্গাস সংক্রমিত হয় তখন খুশকি হয়। মাথা থেকে সাদা আঁশের মতো গুঁড়া পড়তে থাকে এবং সে সাথে চুলকানি হয়।

খুশকির কারণ

তেলের ব্যবহার : প্রচুর তেলের ব্যবহার খুশকি হওয়ার একটি কারণ। মাথার ত্বক তেলের কারণে চিটটিটে হয়ে খুশকি হয়। আবার তেল ব্যবহার করলে খুশকি হয়েছে সেটা বোঝা যায় না।

যথাযথ শ্যাম্পু ব্যবহার না করা : যথাযথ শ্যাম্পু ব্যবহার না করার কারণেও খুশকি হতে পারে। মাথার ত্বক বা স্কাল্প তৈলাক্ত হলেও খুশকি হওয়ার প্রবণতা থাকে। কিশোর বা তরুণ বয়সে ব্রণের সাথে খুশকিও খুব স্বাভাবিক সমস্যা।

স্কাল্প অত্যাধিক শুষ্ক হলেও খুশকি হতে পারে। কিন্তু ত্বক সমস্যা যেমন সেবোরিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস, একজিমা, ফাঙ্গাল ইনফেকশন এবং অন্যান্য ব্যাক্টেরিয়াল ইনফেকশন বা সংক্রমণ খুশকির মতো মনে হতে পারে। মানসিক দুশ্চিন্তার কারণেও মাথায় খুশকি হয়।

খুশকি সমস্যার সমাধান

প্রথমেই মাথায় তেল ব্যবহার করা বন্ধ করুন। তারপর শ্যাম্পু বদলে ফেলুন। খুশকিনাশক শ্যাম্পু ব্যবহার করতে হবে। জেড পিটি অর্থাৎ জিঙ্ক পাইরিথিওনযুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন। পরের সপ্তাহে একদিন করে পরের এক মাসে ব্যবহার করবেন। এতে কোনো উপকার না হলে এক বা দুই শতাংশ কিটোনোনাজলযুক্ত শ্যাম্পু ও উপরিউক্ত নিয়মে ব্যবহার করতে হবে। আর স্কাল্প যদি শুষ্ক প্রকৃতির হয় তবে শ্যাম্পু করার আগের রাতে অলিভ তেল মাথায় লাগাতে পারেন অথবা শ্যাম্পু করার ২ ঘন্টা আগেও অলিভ তেল লাগাতে পারেন। এরপরও সমস্যা থাকলেও অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। রোগের কারণে খুশকি হলে তার যথাযথ চিকিৎসা প্রয়োজন।

ডা. ওয়ানাইজা
চেম্বার : জেনারেল মেডিক্যাল হাসপাতাল (প্রা.) লি., ১০৩, এলিফ্যান্ট রোড (তৃতীয় তলা), বাটা সিগন্যালের পশ্চিম দিকে, ঢাকা, ফোন : ০১৯১১৫৬৬৮৪২।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক, আগস্ট , ২০০৯

Previous Post: « শিশুর কথা বলার জড়তা
Next Post: ইনগুইনাল হার্নিয়া পুরুষদের বেশি হয় »

Reader Interactions

Comments

  1. durea

    January 4, 2012 at 3:19 pm

    Chul pakteche, age dui akta pakto kintu akhon chul besi paka hochche. Boyos 17. Mathay alpo khuski ache. Doya kore poramorso diben.

    Reply
    • Bangla Health

      January 5, 2012 at 11:08 pm

      শুধু বয়স নয় পেটের গন্ডোগোল, মানসিক দুশ্চিন্তা ও অন্যান্য শারীরক সমস্যার কারণেও চুল পেকে যায়৷ এ নিয়ে টেনশনের কিছু নাই। সঠিক চিকিৎসা করাতে পারলে এটা ভালো হয়ে যায়। তবে আগে চিকিৎসকের সঙ্গে বসে চুল পাকার কারণ খুঁজে বের করতে হবে, তারপর চিকিৎসা।

      Reply
  2. Man

    January 5, 2012 at 8:00 am

    I am 31 Years old male . My hair are turning to grey. What is the soulution for this ??

    Reply
    • Bangla Health

      January 5, 2012 at 11:20 pm

      শুধু বয়স নয় পেটের গন্ডোগোল, মানসিক দুশ্চিন্তা ও অন্যান্য শারীরক সমস্যা বিশেষ করে চর্মরোগের কারণেও চুল পেকে যায়৷ এছাড়া ধূলোবালিও চুলের অনেক ক্ষতি করে।
      সঠিক চিকিৎসা করাতে পারলে এটা ভালো হয়ে যায়। তবে আগে চিকিৎসকের সঙ্গে বসে চুল পাকার কারণ খুঁজে বের করতে হবে, তারপর চিকিৎসা।

      Reply
  3. নয়ন

    January 20, 2012 at 1:07 am

    আমার চুলে খুশ‍কি .কিন্তু চামডায় এলাজির্র মত দেখা যায়.একটু সমাধান ‍দেন .এখন আমি আরব আমিরিাতে আিিছ ।

    Reply
    • Bangla Health

      January 20, 2012 at 9:10 am

      নিয়মিত গোসল করবেন। গোসলের সময় ভালো শ্যাম্পু ব্যবহার করবেন। পরিস্কার-পরিচ্ছন্ন থাকবেন। জামা-কাপড়, বিছানা-পত্র পরিস্কার রাখবেন। অন্যের জিনিস ব্যবহার করবেন না বা নিজের ব্যক্তিগত ব্যবহার্য জিনিসও অন্যের কাছ থেকে দূরে রাখবেন।
      কিছু কিছু খাবারে অনেকের এলার্জি থাকে। আপনার এমন কিছু থাকলে সে ধরনের খাবার এড়িয়ে চলবেন। সাধারণত ইলিশ মাছ, বেগুন, চিংড়ি মাছ, নাটস্‌- এসবে অনেকের সমস্যা হয়। এরপরও এলার্জি না কমলে একজন ডাক্তার দেখিয়ে নেবেন।

      Reply
  4. river

    July 21, 2012 at 11:05 am

    ami jani na, amer chul wash korer por sob shomoy sticky and oily hoye jei, r tokhon prochur primane chul pore. please dr. help me.

    Reply
    • Bangla Health

      August 28, 2012 at 10:04 pm

      ভালো শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করতে পারেন।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health – Bangla Library – Bangla PDF

Return to top