• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

স্বাস্থ্য কথা

লাইফস্টাইল

শরীরচর্চা

১৮+

Dr VK Paul I “ভয় পাবেন না, Third Wave-য়ে বাচ্চারা বেশি আক্রান্ত হবে, এমন কোনও বৈজ্ঞানিক তথ্য নেই”

"ভয় পাবেন না, Third Wave-য়ে বাচ্চারা বেশি আক্রান্ত হবে, এমন কোনও বৈজ্ঞানিক তথ্য নেই"
June 8, 2021

নিজস্ব প্রতিবেদন: বেশ কিছু বিশেষজ্ঞের মতে থার্ড ওয়েভের (third wave of Covid-19) আঁচ বেশি পড়বে শিশুদের (impact kids) উপর! মূলত, প্রথম ওয়েভের তুলনায় দ্বিতীয় ওয়েভে (Second Wave) বাচ্চাদের আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায়, এই ধারণা পুঞ্জীভূত হয়েছে। মনে করা হচ্ছে, তৃতীয় ঢেউ (third wave) আছড়ে পড়তেই শিশুরা বেশি আক্রান্ত হবে। কিন্তু সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বললেন, ডাক্তার ভি. কে পাল। ইনি, নরেন্দ্র মোদীর (PM Modi) তৈরি করা কোভিড ব্যবস্থাপনা দলের গুরুত্বপূর্ণ সদস্য। 

তাঁর কথায়, এখনও কোনও প্রমাণই মেলেনি। তাহলে কেন এই ভয়ের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে! যা শুনে রাতের ঘুম উড়েছে বাবা-মায়েদের। সামান্য জ্বর সর্দি কাশি হলেই তাদের ভয়ে বুক কেঁপে উঠছে। এই পরিস্থিতি তৈরি করা অর্থহীন। 

আরও পড়ুন: Covid Update: ৬৩ দিন পর লাখের নিচে দৈনিক আক্রান্তের সংখ্যা, কমেছে সক্রিয় রোগী

তাঁর কথায়, “হয়ত শিশুরা আক্রান্ত (threat to children) হবে করোনায় (Corona), তবে এই নয় যে শুধুমাত্র তারাই বেশি করে আক্রান্ত হবে। ঠিক যেমনভাবে বড়রা আক্রান্ত হচ্ছেন, তেমন ভাবেই শিশুরা করোনা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এলে সংক্রমিত হবে”। 

অন্যদিকে, AIIMS-র ডিরেক্টর  Dr. Randeep Guleria স্পষ্ট ভাবে জানিয়েছেন, কোনও সঠিক তথ্য নেই, যা দিয়ে প্রমাণ করা যাবে, যে বাচ্চারাই বেশি আক্রান্ত হবে Third Covid-19 wave-য়ে। ইতিমধ্যে সরকার পরিকল্পনা করেছে, বাচ্চাদের ভ্যাকসিন (Vaccine) দেওয়ার বিষয়ে অভিভাবকদের ত্বরান্বিত করা হবে। ডাঃ পাল বলেন, “যদি অভিভাবকরা ভ্যাকসিন নিয়ে থাকেন, তাহলে বাচ্চার কাছে ভাইরাস (Virus) পৌঁছাতে পাড়বে না”। 

আরও পড়ুন: ‘সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় প্রাণ হারালেন বহু মানুষ’, বিনামূল্যে টিকাকরণ নিয়ে নমো-কে নিশানা মমতার

The Indian Academy of Pediatrics (IAP) অভিভাবকদের উদ্দেশ্যে জানায়, ভয় পাবেন না। কোনও বৈজ্ঞানিক তথ্য নেই, যে করোনার তৃতীয় ঢেউ (Third Wave) এলে তাতে শিশুরাই বেশি করে আক্রান্ত হবে। অভিভাবক উদ্দেশ্যে পরামর্শ, সাবধানে থাকুন, দ্রুত ভ্যাকসিন নিয়ে নিন। অযথা ভয় পাবেন না। কঠোরভাবে মেনে চলুন করোনা বিধি।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-06-08 11:11:09
Source link

Previous Post: « Covid Update: ৬৩ দিন পর লাখের নিচে দৈনিক আক্রান্তের সংখ্যা, কমেছে সক্রিয় রোগী India reports 86,498 new #COVID19 cases, 1,82,282 discharges, and 2123 deaths in the last 24 hours, as per Health Ministry
Next Post: Weight loss Calories: ব্রেকফাস্ট নাকি লাঞ্চ? দ্রুত ওজন কমাতে হাই ক্যালরিযুক্ত খাবার কখন খাওয়া উচিত Weight loss Calories: ব্রেকফাস্ট নাকি লাঞ্চ? দ্রুত ওজন কমাতে হাই ক্যালরিযুক্ত খাবার কখন খাওয়া উচিত »

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health – Bangla Library – Bangla PDF

Return to top