• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

স্বাস্থ্য কথা

লাইফস্টাইল

শরীরচর্চা

১৮+

কথায় কথায় সম্পর্কে নাক গলাচ্ছেন শাশুড়ি? যেভাবে ঝামেলা এড়িয়ে বিয়ে বাঁচাবেন…

কথায় কথায় সম্পর্কে নাক গলাচ্ছেন শাশুড়ি? যেভাবে ঝামেলা এড়িয়ে বিয়ে বাঁচাবেন...
May 31, 2021

হাইলাইটস

  • শ্বশুর বা শাশুড়ির মনোভাব বদলে ফেলা তো সম্ভব নয়।
  • তাই, প্রথমে স্বামী বা স্ত্রীর সঙ্গে আলোচনা করুন।
  • তাঁকে বোঝান যে তিনি এখন প্রাপ্তবয়স্ক

এই সময় জীবনযাপন ডেস্ক: রিয়া আর দেবজিৎ এর প্রেম ৮ বছরের। এই বছর শীতে ওদের চার হাত এক হয়েছে। বিয়ের পর পরই ওরা দুজন পুনে চলে গিয়েছিল। কারণ দেবজিতের অফিস ওখানেই। এদিকে করোনার সংক্রমণ বাড়তেই ওরা ফিরে এসেছে বাড়িতে। শেষ দুমাস শ্বশুর-শাশুড়ি-ননদের সঙ্গে শ্বশুরবাড়িতেই রয়েছে রিয়া। অফিসের কাজ নিয়ে সারাদিন দুজনেই ব্যস্ত থাকে। এর আগে বাড়িতে কোনওদিনই সেইভাবে কাজের অভ্যাস ছিল না রিয়ার। কিন্তু শ্বশুরবাড়িতে এসে দেখেছে শ্বশুর-শাশুড়ি সকালের চা-টা দুজনেই বৌমার হাতে চান। রিমা আবার বরাবরই ঘুম থেকে একটু দেরি করে ওঠে। কয়েকদিন পর দেখল শাশুড়ি সরাসরি তাকে না বললেও বেশ বাঁকা কথা শোনাচ্ছে। এদিকে দেবজিৎ সেসবে বিশেষ পাত্তা দেয় না। বরং গৃহশান্তি বজায় রাখাতেই সে বিশেষ আগ্রহী।

শুধু তাই নয় দেবজিৎ আর ওর মা-বোন মিলে যখন গল্প করে তখনও সেখানে তাকে কেউ ডাকে না। রিয়ার খারাপ লাগলেও সেভাবে কিছু বলতে পারে না। মনের মধ্যে একরাশ ক্ষোভ জমা হয়। একসময় নিজেই অবাক হয়। এত ভুল মানুষ সে কীভাবে চিনল। সত্যিই কি আর সংসার কোনওদিন সুখের হবে না? আসলে রিমার শাশুড়ির মতো অনেক শাশুড়ি মা আমাদের চারপাশে আছেন। যাঁরা সংসার, সন্তান সব নিজের দখলে রাখতে চান। ভাবেন অল্পেই বুঝি সব হাতছাড়া হয়ে গেল। কিন্তু এঁদের সঙ্গে সব সময় ঝামেলায় গিয়ে লাভ নেই। বরং ঠান্ডা মাথায় পরিস্থিতির বিবেচনা করা দরকার।

একদিনেই শ্বশুর বা শাশুড়ির মনোভাব বদলে ফেলা তো সম্ভব নয়। তাই, প্রথমে স্বামী বা স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। তাঁকে বোঝান যে তিনি এখন প্রাপ্তবয়স্ক। অতএব, বাবা-মায়ের কথা শুনে চলার সঙ্গে সঙ্গে স্ত্রীর কথার গুরুত্ব দেওয়াও প্রয়োজন। সঙ্গীকে এটাও বোঝান যে আপনার ভালোমন্দ দেখার দায়িত্বও কিন্তু ওঁর। সে দায়িত্ব তিনি যেন অবহেলা না করেন।

শ্বশুর বা শাশুড়ির মনোভাব বদলে ফেলা তো সম্ভব নয়। তাই, প্রথমে স্বামী বা স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। তাঁকে বোঝান যে তিনি এখন প্রাপ্তবয়স্ক। অতএব, বাবা-মায়ের কথা শুনে চলার সঙ্গে সঙ্গে স্ত্রীর কথার গুরুত্ব দেওয়াও প্রয়োজন। সঙ্গীকে এটাও বোঝান যে আপনার ভালমন্দ দেখার দায়িত্বও কিন্তু ওঁর। সে দায়িত্ব তিনি যেন অবহেলা না করেন।

শাশুড়ির কোনও ব্যবহার খারাপ লাগলে সরাসরি বলুন। ভায়া মাধ্যমে কথা বলবেন না। এতে ভুল বোঝাবুঝি বাড়ে। সম্পর্ক আরও অনেক বেশি জটিল হয়। সব সমস্যা মুখ বুজে মেনে নেবেন না।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-31 01:17:08
Source link

Previous Post: « জলবায়ুর উপর কংক্রিটের প্রভাব কমাতে কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের ভূমিকা জলবায়ুর উপর কংক্রিটের প্রভাব কমাতে কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের ভূমিকা
Next Post: World No Tobacco Day 2021: রেজলিউশন নিয়েছেন, অথচ সিগারেট ছাড়তে পারছেন না? এই উপায়ে আজই ছাড়ুন… World No Tobacco Day 2021: রেজলিউশন নিয়েছেন, অথচ সিগারেট ছাড়তে পারছেন না? এই উপায়ে আজই ছাড়ুন... »

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health – Bangla Library – Bangla PDF

Return to top