• Skip to main content
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

বিষয়বস্তু অনুসারে

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

অন্যান্য সেকশন

  • লাইব্রেরি
  • ইবুক / PDF
  • জোকস
  • লিরিক
  • ডিকশনারি
  • ই-বাংলা

বাংলা লাইব্রেরি

Read Bangla Books (বাংলা বই) online FREE. No PDF download required for Bengali Books. Bangla Book Library is a Unicode based mobile friendly website.

Bangla Library

রং ফর্সাকারী ক্রিমে ক্যান্সার হতে পারে

You are here: Home / লাইফস্টাইল / রং ফর্সাকারী ক্রিমে ক্যান্সার হতে পারে
রং ফর্সাকারী ক্রিমে ত্বকের ক্ষতি
রংয়ে নয়, সদগুণে হোক মানুষের পরিচয়।

প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারি- কথাটা সব ক্ষেত্রে সত্যি না হলেও এখনও নারীদের ক্ষেত্রে বিষয়টা বেদবাক্যের মতো আমাদের সমাজে প্রচলিত। আর এই ধারণাকে আশ্রয় করে চলছে ‘রং ফর্সা’ করা ক্রিমের ব্যবসা।

অনেক আগে থেকেই বাজারে রং ফর্সাকারী ক্রিমের প্রচার ও ব্যবহার দেখা যাচ্ছিল।  সম্প্রতি বেশ কিছু অনলাইন পেইজেও দেখা যাচ্ছে এই ধরনের পণ্য। এসব পণ্য ব্যবহারকারীদের সংখ্যাও চোখে পড়ার মতো বাড়ছে। একদল গায়ের রংকে কেন্দ্র করে নিজের অবস্থান মাপছেন আর অন্য একদল এই বিষয়কে ব্যবসার অংশ হিসেবে বেছে নিয়েছেন। 

‘নারী হলেই তাকে ফর্সা হতে হবে, না হলে এই সমাজে তার কোনো মূল্য নেই’ এ বিষয়কে নারীরা আসলে কীভাবে দেখছেন তা জানতে চাওয়া হয় কয়েকজন নারীর কাছে। প্রত্যেকের উত্তরেই একটা সাদৃশ্য পাওয়া যায় আর তা হলে গায়ের রংকে মুখ্য না করে নিজের যোগ্যতা ও দক্ষতার প্রতি বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।

‘সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশ’য়ের কমিউনিকেইশন অ্যান্ড মিডিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা সাজিয়া আফরিন বলেন, “গায়ের রংয়ের চেয়ে ব্যক্তিত্ব আকর্ষণীয় হওয়াটা জরুরি। মানুষ হিসেবে তার কথাবার্তা, আচার-আচরণ ও ব্যবহার সুন্দর হওয়াটা প্রয়োজন বেশি। কারও ব্যক্তিত্ব সুন্দর ও আকর্ষণীয় হলে তা গায়ের রংকেও ছাপিয়ে যায়। তাই গায়ের রংয়ের প্রতি বেশি মনোযোগ দেওয়ার চেয়ে নিজেকে সুন্দরভাবে গড়ে তোলার প্রতি মনোযোগী হওয়া উচিত।”

তিনি নিজে কখনও এমন বৈষম্যের স্বীকার হননি। এর পেছনে তিনি নিজের ব্যক্তিত্ব, শিক্ষা ও অন্যকে সম্মান করার গুণাবলীকেই মুখ্য বলে মনে করেন। তবে সমাজে অনেক ক্ষেত্রে, অনেক নারীকেই এমন পরিস্থিতি ও অপমানের মুখোমুখি হতে হয় । এমন ক্ষেত্রে নিজের যোগ্যতা অর্জন ও সুশিক্ষিত হয়ে ওঠাই উপযুক্ত জবাব বলে মনে করেন তিনি।

সহজেই হয়ত বর্ণের বৈষম্য দূর করা সম্ভব না। তবে এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হলে, গায়ের রংকে প্রাধান্য দিচ্ছে এমন পরিচিত কেউ থাকলে তাদের বুঝিয়ে বলা ইত্যাদি নানাভাবে মানসিক পরিবর্তন আনা গেলে গায়ের রং দিয়ে অন্যকে যাচাই করার মনমানসিকতা অনেকটাই পরিবর্তন হবে বলে মনে করেন, সাজিয়া।

আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলাতে রং ফর্সাকারী ক্রিমের প্রচার ও বিক্রয় চোখে পড়ার মত। একবিংশ শতাব্দীতে এসেও মানুষ বাহ্যিক তথাকথিত সৌন্দর্যের দিকে বেশি গুরুত্ব দেয়। বিষয়টা বেশ অবাক করা। এ থেকে একটা বিষয়ই বোঝা যায় আমরা পড়াশুনা করে কেবল শিক্ষিতই হচ্ছি প্রকৃত অর্থে কিছুই শিখছি না।

ইউএন উইমেন’য়ের প্রোগ্রাম সহকারী তেরেজা জেনী গোনছালবেছ বলেন, “যারা এসব ক্রিম বিক্রি করেন তারা হয়ত ব্যবসায়ের উদ্দেশ্যেই করে থাকেন। তবে যারা নিয়মিত এসব ক্রিম ও লোশন ব্যবহার করেন তারা আসলে নিজেদের ভালোবাসেন না। তারা অন্যের চোখ দিয়ে নিজেকে দেখতে চান; ভালোবাসতে চায়। আর এভাবে কখনও নিজেকে ভালোবাসা যায় না।”

পাত্রী দেখতে গেলে বাছাই করা হয় গায়ের রং সুন্দর কিনা, তার উচ্চতা কেমন, সে মোটা না চিকন ইত্যাদি নানাভাবে। পাত্রীর শিক্ষা, যোগ্যতা বা তার অন্যান্য গুণাবলীর চাইতেও বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় সে দেখতে কেমন তার গায়ের রং ফর্সা না শ্যামলা। এর পেছনে অন্যতম কারণ হল, বউ ফর্সা হলে বংশধরেরা দেখতে ফর্সা হয়।

এই ধারণা থেকে বেরিয়ে আসতে চাইলে কী করণীয় জানতে চাইলে তেরেজা বলেন, “মুখে বলে বলে এই ধারণা পরিবর্তন করা সম্ভব নয়। কারণ, কথা বলার সময় সবাই বর্ণবাদের বিরুদ্ধে কথা বলে কিন্তু কাজের ক্ষেত্রে নয়। তাই এই ধারণায় বিশ্বাসীরা নিজের ঘর থেকেই এর চর্চা শুরু করলে তা বাস্তব রূপ পাবে।”

উদাহরণ দিয়ে জেনী বলেন, “যেমন- পরিবারের কারও জন্য পাত্রী দেখতে গেলে  সুন্দর গায়ের রংয়ের প্রতি গুরুত্ব না দিয়ে সুন্দর মনের প্রতি মনোযোগ দেওয়া, কার গায়ের রং কেমন সে বিষয়ে মাথা না ঘামিয়ে বরং তার মানবিক গুণাবলী ও দক্ষতার প্রতি সম্মান প্রদর্শন করা হলে, অন্যান্য যারা গায়ের ফর্সা রংকেই প্রাধান্য দেয় তাদেরকে এবিষয়ে বুঝিয়ে বলে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার চেষ্টা করা যেতে পারে। মানুষকে মানুষের মতো করেই সম্মান করা উচিত। সৃষ্টিকর্তা যেভাবে সৃষ্টি করেছেন সেটাকেই ভালোবাসা উচিত।” 

যে কোনো বিজ্ঞাপনে ফর্সা, লম্বা ও চিকন নারীকে মডেল হিসেবে ব্যবহার করে সকলের সামনে সুন্দরের একটা উদাহরণ দাঁড় করানো হয়েছে যে, সুন্দর হতে হলে এমনই হতে হবে এবং সুন্দর হলে সবাই তোমাকে পছন্দ করবে, না হলে নয়। এটা সামাজিকভাবেই কিশোরদেরকে প্রভাবিত করছে। কিশোর অবস্থায় একজন ছেলে ধরে নিচ্ছে ফর্সা মেয়ে মানেই সুন্দর আবার কিশোরী মেয়েটাও ধরে নিচ্ছে সে যদি ফর্সা না হয় তাহলে কেউ তাকে পছন্দ করবে না। শিশুরা এমন মনোভাব নিয়ে বড় হতে থাকলে এই ধ্যান ধারণা থেকে কখনও বেড়িয়ে আসা সম্ভব না। সমাজ পরিবর্তন করতে চাইলে এই ক্ষুদ্র স্তর থেকেই শিক্ষা শুরু করতে হবে। মানুষকে মানুষ হিসেবে ভালোবাসা সম্মান করা এবং তার আভ্যন্তরীণ গুণের কদর করা উচিত।   

বাজারে কিনতে পাওয়া এসব ক্রিম আসলে কতটা কার্যকর এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া কী? জানতে চাইলে নিউ ইউর্কের কস্মেটোলজিস্ট ল্যাভলী শেখ বলেন, “প্রসাধনী হিসেবে রং ফর্সাকারী ক্রিমের মত ক্ষতিকারক কোনো ক্রিম আর নেই।”

সম্প্রতি দেশে এসে রং ফর্সাকারী ক্রিমের চাহিদা ও এর ব্যবহারের পরিমাণ দেখে অবাক হয়ে তিনি বলে, “আমাদের দেশের মানুষ এখনও গায়ের রং নিয়ে এতটা মাথা ঘামায় যে তারা এর ভালো-মন্দ দিক যাচাই করতেই ভুলে যায়। এরা একবারও ভেবে দেখেনা যে, সত্যি যদি কোনো ক্রিম ক্ষতি ছাড়া ত্বক ফর্সা করত তাহলে এই পৃথিবীতে কোন শ্যামলা মানুষ থাকত না।”

রং ফর্সাকারী ক্রিমে ব্লিচ-সহ আরও নানা রকমের শক্তিশালী রসায়নিক পদার্থ থাকে যা ত্বককে সাময়িকভাবে ও দ্রুত ফর্সা করে। তবে ভবিষ্যতের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনে।

ত্বকে র‍্যাশ বা ক্যান্সার ছাড়াও আরও নানান রকমের সমস্যার সৃষ্টি করে। এসব ক্রিম ব্যবহারে এর রাসায়নিক উপাদান মানুষের লিভারে জটিলতা সৃষ্টি করে ও হতাশা ও দুশ্চিন্তার মতো সমস্যা দেখা দেয়।

তাই এই ধরনের কোনো ক্রিম ব্যবহার না করার পরামর্শ দেন লাভলি শেখ।

ছবির মডেল: অর্পা, বিনি, অনন্যা এবং ইমু। ছবি: আসাদুজ্জামান প্রামানিক।

সূত্র : বিডিনিউজ২৪

March 8, 2020
Category: লাইফস্টাইল

You May Also Like…

শীত যাই যাই করলেও অসাবধান হওয়া যাবে না—এই বিষয়গুলো খেয়াল রাখুন

কোমরব্যথায় চাই যেমন বিছানা 

শরীরের মেদ কমানোর শত্রু যেসব অভ্যাস

ক্রিম ব্যবহার করলে কি আসলেই ত্বক ফরসা হয়?

Previous Post:করোনা ভাইরাসকরোনা ভাইরাস কী এবং কীভাবে
Next Post:করোনাভাইরাস এড়িয়ে ব্যায়ামজিম

Reader Interactions

Comments

  1. Ik parves

    March 21, 2020 at 7:38 pm

    Ami apnr sathe aktu kotha bolte chai….SEO niyea + website development niyea…. But apnr website a kono About us page nai…./ kono email o nai….
    To akhon apnr sathe ki kore jogagog korbo….?
    Amr contact nbr 01742376123
    Or apnr mobile number t amk mail korun
    [email protected]

    Reply
  2. Sonia Akter

    June 9, 2020 at 7:53 pm

    এই ক্রিম গুলো অনেক ক্ষতি করে … আমার বান্ধবীর ক্যান্সার হইছে এই গুলো মুখে ব্যাবহার করার কারনে .. সবাই সাবধান হন

    Reply
  3. Alamin

    June 23, 2020 at 11:01 pm

    আপনাকে অনেক ধন্যবাদ
    ,এটি খুব ভাল সাইট ,যা আমাদের সবার খুব প্রয়োজন ।আপনার সাইট খুব তত্ত্ব ভিত্তিক

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ , আর সময় পেলে আমাদের কম্পিউটার বিষয়ক ব্লগ সাইট https://www.outsourcinghelp.net/ ভুবনেঘুরে আসবেন

    Reply
  4. Reaz Tuhen

    August 6, 2020 at 11:53 am

    thanks sir very helpful articles
    Bangla Hadis

    Reply
  5. Ik parves

    August 23, 2020 at 1:19 am

    ami apnr web site ta kinte chi…..my phone number 01742376123

    Reply
  6. Jibon

    August 25, 2020 at 3:11 pm

    সুন্দর তথ্যের জন্য ধন্যবাদ। স্বাস্থ্য বিষয়ক আমারও একটি ওয়েবসাইট রয়েছে। সময় থাকলে ঘুুরে আসবেন। ওয়েবসাইটের নাম সানরাইজ৭১ (Sunrise71).

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips

Return to top