আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী
মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
ফুটবল খেলার হাফ-টাইমকে আমরা বোধহয় হাঁফ ছাড়ার টাইম বা দম ফেলার সময়ও বলতে পারি। জীবনের ব্যস্ততায় ওই রকম ছোট্ট বিরতি এবং বিশ্রাম আমাদের খুবই দরকার। এতে কর্মক্ষমতা বাড়ে। প্রিয় মেষ, এ সপ্তাহে টানা কাজের মধ্যে একাধিকবার বিরতির ব্যবস্থা রাখবেন।
বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
মুখে মুখে ছড়িয়ে গেছে, আমাদের কৃতী বিজ্ঞানী মাকসুদুল আলম পাটের জিন-নকশা বের করেছেন। গ্রামের হতবিহ্বল চাষি গফুর চান্দ প্রাথমিক স্কুল শিক্ষক ভজহরি সাহাকে জিজ্ঞেস করেন, ‘পাটগাছের থন কেডায় বলে জিন বাইর করছে?!’ ভজহরি একগাল হেসে বলেন, ‘হয়। এখন আর জিন-ভূত নাই। ইচ্ছামতো পাটের চাষ করেনগা, যান।’ আমিও বৃষকে বলছি, এ সপ্তাহ থেকে আর ভয় নেই; মন দিয়ে কাজকর্ম শুরু করুন।
মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >
শুনুন, কথায় কথায় অমন হিটলারের মতো রেগে যাওয়ার দরকার নেই। দেখলেন না, খোদ হিটলারের দেশ জার্মানির ফুটবল খেলোয়াড়েরা কত শান্ত আর ভদ্র? মেজাজখানা ঠান্ডা পানিতে চুবিয়ে রাখুন। লাভ হোয়েংগা।
কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >
এ সপ্তাহে কারও যুক্তিহীন কথাবার্তা আপনাকে বিরক্ত করে তুলতে পারে। সংযতভাবে হলেও এর জবাব দিন। আমাদের সমাজে সর্বদা অপ্রীতিকর অবস্থা এড়িয়ে চলার উপদেশ দেওয়া হয়। কিন্তু এই ‘এড়িয়ে চলার’ নীতি সব ক্ষেত্রে সমীচীন নয়। এতে অন্যায় বেড়ে ওঠার সুযোগ পায়।
সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>
মেষের মতোই এ সপ্তাহে আপনার উচিত কাজের ফাঁকে একটু করে বিশ্রাম নেওয়া। এ সপ্তাহে আপনার টাকাপয়সা একটু অতিরিক্ত খরচ হতে পারে। পেশাগত ক্ষেত্রে নতুন যোগাযোগ হবে। এ থেকে আপনি লাভবান হবেন। শিক্ষার্থীদের জন্য এই সাতটি দিন বিশেষ শুভ।
কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >
‘এসেমেস’ মানে হচ্ছে এসএমএস। তো, আপনি কি আমার মতো প্রায়ই এই ভাষার এসেমেস পান—ক্রেচি (করেছি), স্রাই (সরি), ব্লেচি (বলেছি), ভ্লোচি (ভালো আছি), প্রিখা দিসি (পরীক্ষা দিয়েছি) ইত্যাদি? এ সপ্তাহে আপনার নবপরিচিতের সংখ্যা বাড়বে। এতে খুব ‘ভ্লো’ ফল পাবেন!
তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >
টাকার কথা ভেবে ভালো কাজটা করার সিদ্ধান্ত বাতিল করে দেবেন না। ‘মনি ইজ নো ফ্রবলেম’ আপ্তবাক্যটি স্মরণ রাখুন। পয়সার জন্য কিছু আটকাবে না।
বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >
শাস্ত্রমতে, বৃশ্চিকের রয়েছে একটি দার্শনিক মন। তাই যদি হয়, তাহলে দার্শনিকতা ফলানোর একটা সুযোগ আসবে এ সপ্তাহে বৃশ্চিকের জন্য। উপার্জনে এককালীন কিছু অতিরিক্ত পয়সা যোগ হবে, তবে তা দ্রুত বিয়োগও হয়ে যাবে।
ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >
বাঙালি যে শুধু ইতিহাসবিস্মৃত তা-ই নয়, ইতিহাসবিচ্ছিন্ন এবং ইতিহাসবিমুখ একটি জাতি। এ কারণেই কি বাঙালি অতি সহজেই অপমান ভুলে গিয়ে হেঁ-হেঁ করে হাসে? বলে, ‘আরে, ওসব পুরোনো কথা বাদ দাও।’ নিজ অতীতের গৌরবগাথাও বাঙালি ভুলে যায়। যা-ই হোক, এ সপ্তাহেও ধনু আগের মতো অতীতচারী হয়ে উঠবেন। তাঁর অতীত একটা প্রামাণ্যচিত্রের মতোই মনের মধ্যে ভেসে উঠবে। সেই চিত্রে কিছু থাকবে আনন্দ, কিছু বেদনা। এতে মন হবে সুস্থ।
মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >
কোনো কাজে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত এগিয়ে যাওয়া যায়। আপনিও পারবেন। কিছুতেই হাল ছাড়বেন না।
কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >
এবারের বিশ্বকাপ ফুংবং-এ আমরা হাফ গোল, এক গোল, দেড় গোল, এমনকি আড়াই গোলও দেখলাম। এ সপ্তাহে কোনো কাজে যদি পূর্ণ সাফল্য না-ও পান, মাইন্ড ব্যাড করবেন না, প্রিয় কুম্ভ।
মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >
মুগ্ধ বা অবাক হওয়া যাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাঁরা সৃজনশীল হন। সামাজিকতা হয়ে থাকে তাঁদের স্বভাবের বড় একটা দিক। মীনের মধ্যে এটা থাকতে দেখা যায়। এ সপ্তাহে মীন একটা নতুন কাজ নিয়ে মাথা ঘামাতে পারেন।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১০, ২০১০
Leave a Reply