• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

স্বাস্থ্য কথা

লাইফস্টাইল

শরীরচর্চা

১৮+

হাতের কব্জির ব্যথা

May 25, 2008

নানা কারণে হাতের কব্জিতে ব্যথা হতে পারে, যেমন- আঘাত পাওয়া, দীর্ঘক্ষণ কব্জির মাধ্যমে কোন কাজ করা, ডিকোয়ারবেইনস ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাঁউট ও অন্যান্য বাতজাতীয় রোগ। এসব রোগে কব্জিতে ব্যথা ছাড়াও অন্য জোড়ায় ব্যথা হতে পারে। ডান হাতের কব্জিতে ব্যথা হলে লিখতে এমনকি খেতেও অসুবিধা হয়। বাতজাতীয় রোগে হাতের কব্জিতে ব্যথা হলে তা সাধারণত বিশ্রাম নিলে ও সকালে বেড়ে যায়, কাজ করলে কিছুটা কমে আসে। এক্ষেত্রে নির্দিষ্ট বাত রোগটি নির্নয় করা জরুরি ও সেই অনুযায়ী চিকিৎসা করা দরকার। কিছু কিছু ক্ষেত্রে কব্জিতে ব্যথা হলে তা সাধারণত বিশ্রাম নিলে কমে, কাজ করলে বাড়ে। সবক্ষেত্রেই কারণ নির্ণয় করে চিকিৎসা দিতে হবে। তবে সাধারণভাবে নিম্নলিখিত চিকিৎসা দেয়া যেতে পারে।
প্রথমত আক্রান্ত হাতের কব্জিকে বিশ্রামে রাখতে হবে।

যদি কোনো নির্দিষ্ট রোগের কারণে কব্জিতে ব্যথা হয়ে থাকে তবে তার উপযুক্ত চিকিৎসা দিতে হবে।

ব্যথানাশক অষুধ, যেমন- প্যারাসিটামল বা এনএসএআইডি দেয়া যেতে পারে। এনএসএআইডি ট্যাবলেট হিসেবে মুখে খাওয়া ছাড়াও এনএসএআইডি জেল আক্রান্ত স্থানে লাগান যেতে পারে। তবে কোনোভাবেই জেল দিয়ে মালিশ করা যাবে না।
ফিজিক্যাল থেরাপি হিসেবে আলট্রাসাউন্ড থেরাপি বা ফোনোফরোসিস ব্যবহার করলে বেশ উপকার পাওয়া যায়।

অল্প গরম পানিতে হাতের কব্জিকে ডুবিয়ে নির্দিষ্ট নিয়মে নড়াচড়া করালেও বেশ উপকার হয়।

আক্রান্ত কব্জির সাহায্যে কাপড় ধোয়া বা মোচরানো, হাতপাখা দিয়ে বাতাস করা, টেনিস খেলা ইত্যাদি কাজ অর্থাৎ যে কাজ করতে হলে হাতের কব্জিকে বারবার ঘুরাতে হয় সে ধরনের কাজ করা যাবে না।

া আক্রান্ত হাতের কব্জিকে নড়াচড়া করা থেকে কিছুটা রক্ষা করার জন্য রিস্ট ব্যান্ড ব্যবহার করা যেতে পারে।

এভাবে চিকিৎসা করালে ও নিয়ম মেনে চললে হাতের কব্জির ব্যথা হতে পরিত্রাণ পাওয়া সহজ হবে। নিত্যপ্রয়োজনীয় কাজ নিজের হাতে ব্যথাহীনভাবে করা সম্ভব হবে।

—————————-
ডা. এম এ শাকুর
লেখকঃ বাত, ব্যথা ও প্যারালাইসিস বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, ফিজিক্যাল মেডিসিন, বিএসএমএমইউ (পিজি হাসপাতাল)। চেম্বারঃ ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, বাড়ি নং-৪৮, রোড নং-৯/এ, ধানমন্ডি, ঢাকা।
দৈনিক নয়া দিগন্ত, ২৫ মে ২০০৮

Previous Post: « নাক কান গলায় লেজার সার্জারি এখন দেশেই
Next Post: অ্যাপেনডিসাইটিস »

Reader Interactions

Comments

  1. mahade

    September 29, 2011 at 9:25 pm

    hi…..amar saalam niban.ami goto 20may accident hoicilam.ata amar matha faita gacilo.
    porobortita amar hata batha kora & pora ta paya cola jai..akhon batha paya still hoa aca.akhon amar paya onek batha.ami doctor dakhaici,doctor amaka bathar onek teblat dica,jamonROKAC.ETIRAC,VITABION,BOST ami ai teblat khaoar pora datha koma but abar shuro hoi.ata kora amar hata shombob hoi na…ami akhon ki korbo???kono tharapi dibo naki onno kono tablat khabo?amar pa banga nai…

    Reply
    • Bangla Health

      September 30, 2011 at 8:58 am

      মনে হচ্ছে মাথা ফাটার সাথে সাথে হাত ও পায়েও ব্যথা পেয়েছিলেন কিন্তু সব নজর চলে গেছে মাথার। সেজন্য তখন অন্যান্য দিকে নজর দেয়া হয় নাই। পেশীতে ব্যথা হলে সবসময় হওয়ার কথা না। কিছু দিন পর পর হতে পারে। তাই হাড়ে সমস্যা কিনা, দেখা দরকার। এখন যদি সম্ভব হয় ডাক্তার দেখিয়ে আগে নিশ্চিত হওয়া দরকার পায়ের হাড়ে কোথাও চিঁড় ধরেছিল কিনা বা মচকে গিয়েছিল কিনা।

      Reply
  2. Asad

    June 13, 2012 at 11:08 pm

    আমার 2টা হাত আজ দুপর থেকে ঝি ঝি ধরে আছে… যতই হাত টিপা টিপি করি ঝি ঝি ছাড়ছে না। আর হাত দুইটা একটু ঠাণ্ডা ঠাণ্ডা হইয়া রয়েছে… কি সমস্যা বুজ তে পারছি না… জানালেয় উপকৃত হতাম…… ধন্যবাদ

    Reply
    • Bangla Health

      June 19, 2012 at 6:09 am

      খাওয়া-দাওয়া কম হলে রক্ত-সঞ্চালন ঠিক মতো হয় না। তখন অনেকটা লো প্রেসারের সমস্যা হয়।

      Reply
      • Asad

        June 19, 2012 at 5:41 pm

        Apnake osonkho donnobad…… Thanks……

  3. Asad

    June 13, 2012 at 11:12 pm

    Sathe aktu jor o ace…. Kindly amake aktu janaben pllzzzz….

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health – Bangla Library – Bangla PDF

Return to top