• Skip to main content
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

বিষয়বস্তু অনুসারে

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

অন্যান্য সেকশন

  • লাইব্রেরি
  • ইবুক / PDF
  • জোকস
  • লিরিক
  • ডিকশনারি
  • ই-বাংলা

বাংলা লাইব্রেরি

Read Bangla Books (বাংলা বই) online FREE. No PDF download required for Bengali Books. Bangla Book Library is a Unicode based mobile friendly website.

Bangla Library

উর্বর সময় (ফারটাইল পিরিওড) ও নিরাপদ সময় (সেফ পিরিওড)

You are here: Home / ১৮+ / উর্বর সময় (ফারটাইল পিরিওড) ও নিরাপদ সময় (সেফ পিরিওড)

মাসিক ঋতুচক্রের মাঝামাঝি (অর্থাৎ ১৪ দিনের মাথায়) লুটিনাইজিং হরমোন (LH) ক্ষরণের ৩৬-৩৮ ঘন্টার মধ্যে ডিম্বকোষ (Ovum) নির্গত হয়। এই বেরুনর পর ডিম্বকোষ যদি ৩৬ ঘন্টার মধ্যে উপযুক্ত সংখ্যক শুক্রকোষ পায় তবে তার একটির সাথে মিলিত হয়ে সন্তান দিতে পারে। তবে ডিম্বকোষটি জীবিত থাকে আরো প্রায় ৩৬ ঘন্টা অর্থাৎ ডিম্বকোষের আয়ু সর্বমোট ৭২ ঘন্টা বা তিনদিন। অন্যদিকে শারীরিক মিলনের পর জরায়ু তথা ডিম্বনালীতে প্রবেশের পর শুক্রকোষও (spermatorza) জীবিত থাকতে পারে সর্বাধিক ৭২ ঘন্টা। তাই ২৮ দিনের মাসিক ঋতুচক্রের মাঝামাঝি মোট প্রায় ১২০ ঘন্টা (৫দিন) হচ্ছে উর্বর সময়,–এই সময় শারীরিক মিলন হলে সন্তানের জন্ম হতে পারে। মোটামুটি মাসিকের ১৪ দিনের মাথায় ডিম্বকোষ হচ্ছে ধরে নিয়ে তার ২-৩ দিন আগে ও ২-৩ দিন পরে হচ্ছে এই উর্বর সময়।

তবে যারা সন্তান নিতে চান না, তাদের এটিও জেনে রাখা দরকার যে, এই ডিম্বকোষের নির্গমনের (ovalution) দিনটি প্রচণ্ড পালটায়। তাই এর সঙ্গে আগে ও পরে আরো দু’একদিন যোগ করা ভাল।

তবু মাসিক ঋতুচক্রের ৯ম দিনের আগের ও ২০শ দিনের পরেকার সময়কে মোটামুটি নিরাপদ সময় বলে ধরা যায়। এই সময় শারীরিক মিলন ঘটলে তার থেকে সন্তান ধারণের তথা গর্ভবতী হওয়ার সম্বাবনা থাকে না, কারণ এই সময় ডিম্বকোষ বেরোয়ই না।

কিন্তু বিরল হলেও এটিও দেখা গেছে যে, মাসিক চক্রের যে কোনওদিন (তথাকথিত ঐ নিরাপদ সময়ের দিনগুলিসহ) মাত্র একবারের শারীরিক মিলনেও নারী গর্ভবতী হতে পারে অর্থাৎ বিরল ক্ষেত্রের মাসিক চক্রের যে কোন সময়ই ডিম্বকোষ বেরুতে পারে। তাই এই হিসাবে তথাকথিত নিরাপদ সময় বলে কিছু নেই। তবে এটি নেহাৎই ব্যতিক্রম।

সাধারণভাবে ৯ম দিনের আগে ও ২০শ দিনের পরের সময়টি নিরাপদ সময় এবং ৯ম-২০শ দিনের মধ্যকার সময়টিকে উর্বর সময় হিসাবে ধরা যায়, আর এর মধ্যেও দ্বাদশ থেকে ষোড়শ (মতান্তরে ১৩ম থেকে ১৭ম) দিনটি উর্বরতম সময়।

সূত্র: বিজ্ঞানের আলোয় সংস্কারমুক্ত শারীরিক মিলন – ডাঃ ভবানীপ্রসাদ সাহু

May 15, 2012
Category: ১৮+Tag: জরায়ু, মাসিক

You May Also Like…

স্বাস্থ্যকর সম্পর্কই সুন্দরভাবে বেঁচে থাকার সবচেয়ে বড় ‘মোটিভেশন’

দাম্পত্য সম্পর্ক উন্নয়নে ঘনিষ্ঠতা কেন জরুরি

এই সাত অভ্যাস বলে দেবে আপনারা দুজন দুজনার

এই সাত অভ্যাস বলে দেবে আপনারা দুজন দুজনার

ছবির বিষয় যৌনতা আর গুপ্তরোগ নিয়ে সচেতনতা

Previous Post:মেয়েদের ঋতুচক্র বা মাসিক
Next Post:ডায়াবেটিস ব্যবস্থাপনার নির্দেশিকা

Reader Interactions

Comments

  1. AK

    May 16, 2012 at 9:37 pm

    আমি নতুন বিয়ে করেছি ।মাসিক এর হিসেবটা আমি ঠিক বুঝতে পারি না ।আমি কিছু প্রশ্ন করি এক কথায় উত্তর দিলে আশা করি বুঝতে পারবো ।
    ১।মাসিক যদি ১০তারিখ হয় তাহলে আমার সহবাস করার নিরাপদ সময় কত তারিখ থেকে ?
    ২।মাসিক যদি ১০ তারিখে না হয়ে আগে কিনবা পড়ে হয় তাহলে আমি কি করতে পারি ?

    অনেক প্রশ্ন মনে ।হেল্প চাই ?

    আপনি কি ফেসবুক ইউজ করেন ?করলে প্লিজ আমাকে এড করুন

    Reply
    • Bangla Health

      May 17, 2012 at 3:12 am

      ১. এক্ষেত্রে ১০ থেকে ১৮ তারিখ, এবং পরের মাসের ১ তারিখ থেকে মাসিক শুরুর আগের সময় পর্যন্ত নিরাপদ সময়।
      ২. মাসিক শুরুর তারিখ থেকে হিসাব করে নিতে হবে। মাসিক শুরুর প্রথম ৯ দিন নিরাপদ। মাসিক শুরুর ২০ দিন পর থেকে আবার নিরাপদ। এর মাঝের ১০/১১ দিন অনিরাপদ।

      Reply
      • Rajib Das

        December 3, 2018 at 9:49 am

        িআমার স্ত্রীর পিরিয়ডের সময় আজকে 03/12/2018 কিন্তু গত বৃহস্পতিবার 29/11/2018 আমি বীর্য ফেলি । তাহলে কি প্রেগনেট হওয়ার সম্ভবনা আছে ?? আবার বীর্য ফেলার সাথে সাথে আমার স্ত্রী বিছানা থেকে উঠে প্রস্রাব সেড়ে ফেলেছে … প্লিজ একটু বলুন

      • Bangla Health

        December 7, 2018 at 7:37 pm

        সাধারণত পিরিয়ড শুরুর এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পরে নিরাপদ সময়। তাই সম্ভাবনা খুবই কম।

      • জেসিয়া

        December 28, 2020 at 3:51 pm

        আমার বয়স ২৩ বছর। পিরিয়ড হবার কথা ছিলো  ডিসেম্বর ২৫ তারিখ কিন্তুু হয়নি। ২১ ডিসেম্বর আমি মিলন করেছি হাসবেন্ড এর সাথে কোন  বীর্য পরেনি। ২১ ডিসেম্বর থেকে আজ ২৮ ডিসেম্বর এখনও পিরিয়ড হচ্ছে না।
        এখন আমার করণিয় কি?
        দয়া করে জানাবেন।

      • Bangla Health

        January 6, 2021 at 3:40 pm

        দুশ্চিন্তামুক্ত থাকা। দুশ্চিন্তা অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ, দুশ্চিন্তা করলে পিরিয়ড অনিয়মিত হতে পারে।

      • জেসিয়া

        December 28, 2020 at 3:56 pm

        আমার বয়স ২৩ বছর। পিরিয়ড এ দেরি হয় ১,২ দিন। পিয়ড হবার কথা ছিলো  ডিসেম্বর ২৫ তারিখ কিন্তুু হয়নি। ২১ ডিসেম্বর আমি মিলন করেছি হাসবেন্ড এর সাথে কোন  বীর্য পরেনি।
        আমার অনিরাপদ সময় কতো তারিখ ।

      • Bangla Health

        January 6, 2021 at 3:42 pm

        ২৫ তারিখে পিরিয়ড হওয়ার কথা থাকলে আপনার মোটামুটি অনিরাপদ সময় ছিল ৪ থেকে ১৮ তারিখ পর্যন্ত।

      • saker

        March 15, 2021 at 1:42 am

        আমি আমার বউ এর সাথে সেক্স করি যখন তার পিরিয়ড় ৩ য় দিন হয়েই সকাল থেকেই অফ, সে সেক্স করতে চাইলো, ভাবলাম পিরিয়ড় অফ, কিন্তু সেক্স এর ১ পর্যায় রক্ত বের হওয়া শুরু হলো, তার পর থেকে পিরিয়ড় অফ ১ দম ই, ০৬.০২.২০২১ এ সেক্স হয়েছিল, ১ মাস হয়ে পিরিয়ড় এর ডেট ও ওভার এখনও পিরিয়ড় হচ্ছেনা, ওর তল পেট ফুলে আছে, এখন আমার কি করনীয় প্লীজ সাহায্য করুন।

      • Ankita Roy

        April 6, 2021 at 5:19 pm

        আমার মাসিক হয়েছিল লাস্ট ১২ মার্চ।। তারপর আমরা শারীরিক মিলন করি এপ্রিল এর ২ তারিখে যেটা ছিল ২২তম দিন ।।।। আমি কি কনসিভ করতে পারি?? এর আগেও আমি কনসিভ করেছিলাম তখুন ছিল মাসিক এর ১৯তম দিন ।। দয়া করে reply দেবেন ।।

      • Ador

        September 13, 2022 at 11:18 pm

        Amr wife ar period 25 tharik hoisy,, wife ar sathy milon korsi atodin a pblm hoynai,, ajky hotat 2bar halka blood ar moto gesy, period ar moto o na,, just kmn jno blood gsy halka,, ata kno hoisy? R koronio ki?

    • MD.ALa=-al-alamin

      July 15, 2018 at 6:20 pm

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ

      Reply
    • শবনম

      March 20, 2020 at 5:13 pm

      আসসালামু আলাইকুম
      আমি বিবাহিত, আমার একটা ছোট বাচ্চা আছে, আমার মাসিক ৫,৬ আবার পুরোপুরি ভালো হতে ৭দিনও কখনো কখনো লেগে যায়, আমার মাসিক ভালো হয়েছিল ৪দিনে তারপরও বাথরুমে গেলে ২, ১ ফোটা দেখা দিত, আমি ষষ্ঠ দিন আমার স্বামী সহবাস করি আর ৭ম দিন জরুরি পিল খেয়েছিলাম এর পর ৫, ৭ দিন পার হয়ে গেলেও মাঝে মাঝেই দেখছি আমার ২,১ফোটা করে ব্লাড দেখা দিচ্ছে এর কারন টা কি আমি জানতে চাই??

      Reply
    • শামীম

      June 14, 2020 at 12:53 am

      আমরা বাচ্চা নিতে চাই কিন্তু আমার বউ প্রতি বার সেক্স করার ১০ মিনিট পরে যদি প্রসাব করে এবং যৌনাঙ্গ সাবান পানি দিয়ে ধুয়ে ফেলে তাহলে কি গর্ভবতী হবে? প্লীজ উত্তরটা দিবেন

      Reply
      • Bangla Health

        June 15, 2020 at 2:28 am

        হবে, সমস্যা নেই। তবে মিলিত হওয়া শেষ হলে কিছুক্ষণ শুয়ে থাকলে ভালো।

    • মহাসিন

      January 13, 2021 at 6:56 pm

      আমার গালফ্রেন্ঢের বয়স ১৬ আমার বয়স ১৯ আমরা আনেকদিন পর স্রেক্স করি আমরা কনডম ও েববহার করেছি এবং ওকে পিল ও খাউয়েছি ১মাস ২০দিন ধরে ওর মাসিক হচ্ছে না। তলপেট ব্রেথা করে কিন্তু মাসিক হচ্ছে না এটা কি স্ভাবিক নাকি বাচ্চা হওয়ার সম্ভাবনা।

      Reply
    • mim

      October 24, 2022 at 1:02 am

      19 tarekh masik ses hoise rate…. 20 tarekh..sokal a sex hoise spam vitore porse…. tarpor pill khawa hoise….akhn amr masik offf…akhn ki korte pare…. tahole ki ami pragnent?… plz reply

      Reply
      • Bangla Health

        November 1, 2022 at 1:45 am

        মাসিক শুরুর দিন থেকে প্রথম ৭দিন নিরাপদ সময়। আপনার এটা কোন মাসের ঘটনা?

  2. anil

    May 18, 2012 at 3:36 pm

    amr gf r age 18 . masik r tarik 27 . r 2 din age ba 2 din pore mase mase hoy . tahole nirapord tarik konta ? mane pregnant howar voy kom . date bolben pls

    Reply
    • Bangla Health

      May 18, 2012 at 9:57 pm

      মাসিকদের তারিখ যেহেতু পরিবর্তন হয় তাই তারিখ ধরে হিসাব রাখতে পারবেন না।
      হিসাবটা খুবই সহজ। জেনে নেবেন কবে মাসিক শুরু হয়েছে। মাসিক শুরুর প্রথম ৯ দিন এবং ২১ দিনের পরের সময়টা নিরাপদ। মাঝের ৯ম দিন থেকে ২১তম দিন পর্যন্ত অনিরাপদ।

      Reply
      • nusrat

        February 25, 2020 at 4:52 pm

        যদি মাসে একদিন সেক্স করি তাইলে শুধু ওইদিন একটা পিল খেলেই কি আর বাচ্চা হবেনা?নাকি একদিন সেক্স করলেও পিল প্রতিদিন খেতে হবে?

    • rahat

      May 20, 2012 at 12:00 pm

      Easy hisab,je din masik suru hoy tar purber 9 din r porer 9 din.ai 19 din nirapod din.
      Exm: jodi gfriendr masik 18 tarik suru hoy tahole 9-27 tarik porjonto nirapod.tobe somoy 2 din komia doro valo 11-25 tarik.
      => masik oniomito hole ai hisab kon kaje asbe na.{Becareful}.

      Reply
    • Saha

      November 19, 2018 at 10:42 pm

      Amar 25 th october period er date chilo 19th november period na hoye kalo kalo chibre moto porchilo tai ami urin test korlam report positive asche kintu oi kalo kalo chibre akhono porche amar ki koronio amar 9months biye hoyeche baby chai plz jodi help koren tahole bishesh badhito hobo

      Reply
    • Badhon Roy

      March 5, 2020 at 1:02 pm

      আমার স্ত্রীর মাসিক ২৮ ফেব্রুয়ারি তারিখে সারে।২৯ তারিখে আমরা সেক্স করি।আবার ২ মার্চ করি।এম কন বড়ি খাওয়াই ছিলাম।৪ মার্চ আমার স্ত্রীর আবার মাসিক হইছে কারণ কি?কোন সমস্যা আছে নাকি?

      Reply
  3. Nayan

    May 20, 2012 at 12:59 pm

    Amar wife er age 27 r amar 31. Amar wife er masik 24 tarik theke shuru hoy.ekhon amar que hochche safe day konti?
    **Ritu chokro koto dine shomponno hoy?
    **Ritu chokrer hiseb kon mase rakhle valo hoy,bangla,hizri,english konti?
    **tahole ek ritu chokre protection chara total kotodin sohobash korte parbo? Ans please! Thankyou.

    Reply
    • Bangla Health

      May 20, 2012 at 9:34 pm

      এই মন্তব্যটি দেখুন।
      ঋতুচক্র ২৮ থেকে ২৯ দিনের মধ্যে সম্পন্ন হয়। কারো কারো এর আগে-পরেও হতে পারে।
      হিসাবটা কোন ক্যালেন্ডার ধরেই সঠিক ভাবে রাখা যাবে না। প্রতিমাসেই তারিখ এদিক-ওদিক হতে পারে।
      মাসিক শুরুর দিন থেকে প্রথম ৯ দিন এবং মাসিক শুরুর ২১তম দিনের পরের থেকে শুরু করে আবার মাসিক হওয়া অবধি সময়টাতে প্রোটেকশন ছাড়া মিলিত হতে পারেন।

      Reply
  4. নীলা মহসিন

    May 21, 2012 at 3:13 pm

    আমার মাসিক নিয়মিত। কিন্তু প্রতি মাসে ঠিক তারিখে শুরু হয়না।
    ডিসেম্বর ২০১১ তে শুরু হয়েছিলো- ১৭ তারিখে।
    জানুয়ারী ২০১২ তে শুরু হয়েছিলো- ৩১ তারিখে।
    ফেব্রুয়ারিতে হয়নি।
    মার্চ মাসে শুরু হয়েছে- ৮ তারিখে।
    এপ্রিলে শুরু হয়েছে- ৭ তারিখ (এই প্রথম আগে হয়েছে।)
    মে মানে, বর্তমান মাসে শুরু হয়েছে ১০ তারিখে।

    একটা ঘটনা শেয়ার করছি-
    “১৮ মে ২০১২ আমার বয় ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। উল্লেখ্য, আমি খুবই হর্নি। যদিও আমি কখনো কোন ছেলেকে ছুয়ে দেখিনি। তবে, প্রচুর মাস্টারবেট করি। আমার বয়স ৩১ চলছে। আর ওর ৩৭। মাসিকের আগের সময় হতে মাসিকের সময় এবং এর পরের বেশ কয়েকদিন আমি ভীষণ উত্তেজিত থাকি। ওর সাথে আমার প্রথম চুমোচুমি হয় ১৩ মে ২০১২। এর পরে আমি আরো উত্তেজিত হয়ে যাই। এর পরে আবার দেখাদেখির ইচ্ছে হয়। সেই জন্যেই ওর বাসায় যাওয়া। কিন্তু, আমি সেদিন একটু কম উত্তেজিত ছিলাম। অন্যান্য দিন আমি একা একা থাকলেও যে পরিমাণ *যৌ*ন* রস নিঃসরণ হয় সেদিন সেরকম কিছু হচ্ছিলো না, বা অনেকটাই কম হয়েছিলো। সে যখন তার বাড়া’টা আমার নগ্ন যোনীতে ঢুকাতে চেষ্টা করে, আমি হাল্কা ব্যাথা ও ফেঁটে রক্ত বের হবার ভয়ে চিতকার করে উঠে তাকে মানা করি। ব্যস! এই এর পরে ও সরে যায়। ওটা আর ঢুকানোর চেষ্টা করেনা। এর পরে গোসল খানায় আমরা পরস্পরকে জড়িয়ে ধরে শুয়ে পরি। ও আমার পেটের উপরে বাড়াটাকে উঠিয়ে দিয়ে মাস্টারবেট করার মত করে নিজের মাল আউট করে, আমার পেটের উপরে রস গড়িয়ে পরে। ”

    এত কথা বলার উদ্দেশ্য হল, আমি আসলে জানতে চাইছি, যেটাকে সেক্স করা বলে; আমরা কি সেটা করতে সক্ষম হয়েছিলাম? যেভাবে যা ঘটেছে তাই একেবারে নিখুঁত বর্ণনা করেছি। ব্যাপারটাকে পরিস্কার ভাবে বুঝার জন্য।

    আপনার অন্যান্য প্রশ্নের জবাব থেকে দেখলাম, মাসিক শুরু হতে ৯ম দিন পর্যন্ত নিরাপদ দিন। তাতে নিশ্চিন্ত বোধ করছি। আবার কোথাও আপনার জবাব দেখলাম, “মাঝের ৯ম দিন থেকে ২১তম দিন পর্যন্ত অনিরাপদ”! এটা বুঝতে পারিনি। এই ৯ম দিনটি নিয়েই আমি একটু চিন্তিত!

    আমার মাসিক শুরুর চার্ট আর বিস্তারিত জেনে যদি সঠিক তথ্য ও পরামর্শ দিতেন ভালো হতো।

    ধন্যবাদ।

    Reply
    • Bangla Health

      May 27, 2012 at 12:56 am

      মাসিক একটু আগে পরে হওয়াটাই স্বাভাবিক। কেননা মাসিক হয় চান্দ্রমাসের উপর নির্ভর করে, যা ২৮ থেকে ২৯ দিনে হয়ে থাকে। অনেকের আবার কয়েকদিন আগে-পরেও হতে পারে। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই।
      ঐদিন আপনার আগে থেকে ইচ্ছা থাকলেও একটু ভয় বা দুশ্চিন্তার জন্য উত্তেজনা কম হয়েছিল। প্রথম প্রথম এমন হওয়াটাই স্বাভাবিক। তবে যেটুকু হয়েছে, সেটাকে পূর্ণ সেক্স বলা যাবে না কোন ভাবেই।
      আর নিরাপদ সময় বলতে ১০০% নিশ্চয়তা দিয়ে কিছু বলা যায় না। কেন যায় না, সেটা পোস্টেই বিস্তারিত লেখা আছে। মাসিক অনেক সময় এড়িয়ে বা পিছিয়ে যায়। সেরকম এই উর্বর সময়ও মাঝে মাঝে এগিয়ে বা পিছিয়ে যেতে পারে। তাই রিস্ক না নিয়ে নিরাপদ সময় যত কমিয়ে আনবেন, ততই ভালো। সেই হিসাবে ঐ ৯ম ও ২১তম দিনটাকে আপনি যে কোন দিকে ফেলতে পারেন। রিক্স কমাতে অনিরাপদ হিসাবেই দেখা ভালো।
      আপনার মাসিক প্রতিমাসে হলেও সেটাকে ঠিক “নিয়মিত” বলা যাবে না। কেননা অনেকটাই আগে বা পরে হচ্ছে। তাই নির্দিষ্ট ক্যালেণ্ডার ধরে হিসাব করতে পারবেন না। আপনার উচিত হবে যেদিন মাসিক শুরু হয়, সেই দিন থেকে হিসাব করার।

      আপনার মন্তব্যটি স্পার্ম ফোল্ডারে চলে যাওয়াতে উত্তর দিতে দেরী হলো। এজন্য আমরা দুঃখিত।

      Reply
  5. soikat

    May 29, 2012 at 6:05 pm

    ami kivabe ai khane question korte parbo.pls bolen

    Reply
    • Bangla Health

      May 29, 2012 at 8:50 pm

      যেভাবে এই কমেন্ট করেছেন, সেভাবেই প্রশ্ন করতে পারেন। দয়া করে বাংলায় লিখলে আমাদের জন্য সুবিধা হয়।

      Reply
      • shiplo

        August 30, 2012 at 4:57 am

        hello,,,, ami jani je apnara shob somoy shothik answer diye thaken R tai apnader kase amar ekta proshno,,,???
        proshno holo :- ami biye koresi goto mas age,r biyer por ami & amar wife dojon shiddhanto nilam je amra baby nibo aro koyek bosor por,,, but > goto 15 din age hotat kore amra pagoler moto shohobash kori condom bihin R ek porjay amr birjo or onto shottay probesh kore r ekhon or mashik hossena,,? kinto gotokal o DR. er kase jay ,tarpor dhora pore +positive ,,,,, so ekhon amra bacca nite cassina,, r ekhon apnader kase amr ei proshno je kibave ota nistej kora jabe,,,judi ekto taratari answer ta diten ,tahole onek opokrito hobo…r kono kiso korte gele ki kono vobisshote kono khoti hote pare kina kindly sheta o janaben please,,,please,,,please,,,,,,,,………………………. Thanks.

      • Bangla Health

        October 3, 2012 at 2:41 am

        দেরী হওয়ার জন্য দুঃখিত।
        ডাক্তারের কাছে যখন গেছেন তখন তিনি দেখে শুনে আরো ভালো ভাবে উত্তর দিয়ে পারতেন।

      • Payel datta

        October 14, 2022 at 3:23 am

        Ami r husband14 tarikh milon kori .15 tarikh amar period date. Seman Amar vitorei diye dei.to amar ki pregnant howar chance ache?

  6. ফারহান

    June 1, 2012 at 8:34 am

    আমি অনেক কষ্টের সহিত জানাছ্ছি যে আমি মাসিক এর হিসাব তা কোনো ভাবেই মিলাতে পারছি না।সব POST & COMMENT পরলাম তবুও বুঝে উঠতে পারলাম না। দয়া করে আমাকে একটু সাহায্য করবেন।

    প্রশ্ন-১ ::::> আমার GF এর মাসিক ১৬ তারিখ থেকে শুরু হয়।এখন আমাদের সেক্স করার জন্য নিরাপদ সময় কোনটা???

    প্রশ্ন-২ ::::> মাসিক শুরু হওয়ার আগের ৯ দিন নিরাপদ। এর মানে টা কি ??? এর মাধ্যমে কি এটা বুঝায় যে ১৬ তারিখ এর আগের ৯ দিন??? মানে ৮-১৬ তারিখ নিরাপদ সময়???

    প্রশ্ন-৩ ::::> আপনি বলেছেন “মাসিক শুরুর ২০ দিন পর থেকে আবার নিরাপদ।” তাহলে সেই দিন টা আবার কতো তারিখ পড়ে????

    রশ্ন-৪ ::::> মাসিক এর যে সময় টা অর্থাৎ যে ৫-৬ দিন মেয়েদের রক্ত যায় ওই সময় টা তে কি সেক্স করা যাবে???রক্ত পড়া অবস্থায় কি সেক্স করা টা ভালো না খারাপ plz বলবেন…।।

    N:B:::> স্যার/মেডাম আপনি হয়তো বা বুঝতে পেরেছেন আমি মাসিক এর নিরাপদ এবং অনিরাপদ সময় টার ব্যাপারে কি পরিমান Confused হয়ে আছি।PLZ আমাকে আমার ১৬ তারিখ এর বিষয়ে exact safe & unsafe time টা date সহ বলবেন…।।

    Reply
    • Bangla Health

      June 1, 2012 at 8:10 pm

      মাসিক সব সময় একই তারিখে হবে না। যাদের সব কিছু ঠিক থাকে তাদের মাসিক ২৮ থেকে ২৯ দিনের মাথায় হয়। তাই হিসাবটা মাসিক শুরু হওয়ার পর থেকে করতে হবে, আগে নয়।
      ১৬ তারিখে মাসিক হলে ১৬ থেকে ২৪ তারিখে পর্যন্ত নিরাপদ। ২৫ থেকে ৬ তারিখ পর্যন্ত অনিরাপদ। এর পর ৭ তারিখ থেকে আবার মাসিক শুরু হওয়ার পর্যন্ত সময়টা নিরাপদ। আরো নিশ্চিত হওয়ার জন্য অনিরাপদ সময়ের আগে ও পরে আরো ২ দিন করে যোগ করে নিতে পারেন।
      মাসিকের সময় সেক্স করা যাবে। তবে এসময় জননাঙ্গমধ্যে রক্তচলাচল বেশি হয় বলে খুব পরিস্কার-পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে।

      Reply
  7. shemu, bhola

    June 1, 2012 at 12:25 pm

    kokhon mayra beshi uttajito thaka. ki uttajito karta hoi?

    Reply
    • Bangla Health

      June 2, 2012 at 1:36 am

      উত্তেজিত করা নিয়ে এই লেখাটি পড়ুন।
      কামসূত্র মতে সবচেয়ে মিলনের সবচেয়ে ভালো সময় হলো, মেয়েরা রাতে হালকা একটু ঘুমিয়ে বা বিশ্রাম নেয়ার পরের সময়টা।

      Reply
  8. নীলা মহসিন

    June 2, 2012 at 11:20 am

    জবাব দেবার জন্য ও আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।

    পুনরায় দুটি প্রশ্ন করছি। জবাবগুলো পেলে মানসিকভাবে স্বস্তি পেতাম।
    প্রতি মাসেই আমার মাসিক শুরু হওয়ার প্রায় ১০-১২ দিন আগে থেকেই তলপেটে ব্যাথা হয়, যেমন ব্যথা মাসিক শুরু হলে থাকে, সেইরকম কিন্তু তাঁর চেয়ে কম বা হালকা। মাসিক শুরু হওয়ার কয়েকদিন আগে থেকে আমার ভীষণ ঘুম পায়। এমনি সময়েও আমার ঘুম ভালো হয়। মাসিক শুরুর আগের কয়েকদিন আমি প্রায় বেহুশ হয়ে ঘুমাই। কাজে কর্মে অস্বস্তি হতে থাকে, কাজকর্মে অলসতা আসে, কাজ করতে ভালো লাগে না। বেশি বেশি প্রস্রাবের বেগ থাকে একেবারে যেদিন শুরু হবে তাঁর আগেরদিন বা শুরুরদিনে।
    —আজ মাসের ২ তারিখ। আগের মাসের হিসেব অনুযায়ী আমার এই মাসে মাসিক ১০তারিখে শুরু হবার কথা। আবার মাঝেমাঝেই একদম কারেক্ট ঐ দিনেই শুরু না হয়ে ১,২ বা ৭-৮দিন পিছিয়ে মাসিক শুরু হয়। জানিনা এ মাসে ঠিক কত তারিখে শুরু হবে। কিন্তু, গতকাল হতেই আমার ঐ সিম্পটমগুলো দেখা দিয়েছে। অলসতা! খুব ঘুম পাচ্ছে! আর গত রাতে খুব প্রস্রাবের বেগ বেড়ে গিয়েছে। মা বললো, পানি বেশি খেয়েছি বলে।
    বই ঘেঁটে দেখলাম, বেশি বেশি প্রস্রাবের বেগ হওয়া গর্ভবতী হওয়ারও লক্ষণ!
    আমার প্রশ্ন হলোঃ আপনার জবাব থেকেই পেলাম, “সেদিন আমাদের মধ্যে যা হয়েছিলো, ঐটুকুকে কখনই পূর্ণ সেক্স বলা যাবেনা।“ তাহলে এক্ষেত্রে কোনটি ঘটছে? আমি কি গর্ভবতী হয়ে পরেছি? জননাঙ্গর ভেতরে ওর পেনিস তো ঢুকেনি। শুধু ছোয়া লাগিয়ে ফুঁটো বরাবর এক সেকেন্ড রেখেছিল। ফুঁটো বরাবর রেখেছিলো তাও বলা যায় না, যোনীর উপর রেখেছিলো। আর, ও মাস্টারবেট করে সিমেন বের করেছিলো, আমার পেটের উপরে পরে সেটা। …এর মধ্যে গর্ভবতী হওয়ার ব্যাপার থাকে কিনা, জানতে চাইছি।

    জবাবগুলো তাড়াতাড়ি পেলে ভালো হতো।

    ধন্যবাদ।

    Reply
    • Bangla Health

      June 3, 2012 at 7:56 pm

      যেহেতু আপনার মাসিক নিয়মিত হচ্ছে, এই মাসেও হওয়ার মুখে, তাই আপনাদের মধ্যে যা হয়েছিল, তাতে গর্ভবতী হওয়া সম্ভাবনা নেই।
      শুক্রানু ২৪ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে। আর এদের ধর্ম হলো মেয়েদের ডিম্বাশয়ের দিকে ধাবিত হওয়া। তাই পুরুষের বীর্য মেয়েদের শরীর বা জামাকাপড়ে লেগে থাকলে সেখান থেকে শুক্রানু জননাঙ্গমধ্যে হেঁটে হেঁটে চলে যেতে পারে। তাই সেক্সের পর অবশ্যই শরীর ভালো করে ধুয়ে নেয়া উচিত। জামাকাপড়ে লেগে থাকলে সেগুলোও যত তাড়াতাড়ি সম্ভব ধুয়ে ফেলা উচিত।
      মাসিকের আগে বা সময় আপনার যা হয় বা হচ্ছে, সেগুলো অনেকটাই স্বাভাবিক। তবে আপনার শরীর বোধহয় খুব একটা ফিট নয়। নিয়মিত কিছু না কিছু ব্যায়াম করলে মাসিকের আগে ও সময়ে এত সমস্যা হবে না।

      Reply
  9. রাহাত

    June 3, 2012 at 3:16 pm

    মাসিক এর সময় সেক্স করলে কি কি সুবিধা আছে?
    মাসিক এর সময় সেক্স করার কি কি অসুবিধা আছে?

    Reply
    • Bangla Health

      June 3, 2012 at 11:19 pm

      ১. গর্ভবতী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভিতরের জমাত বাধা রক্ত তাড়াতাড়ি বেরিয়ে আসে। ব্যথা কমে যায়। মাসিকের সময় কমে আসে।
      ২. কোন অসুবিধা নাই, শুধু পরিস্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হয়।

      Reply
    • মোঃ রাহাত

      June 4, 2012 at 11:35 pm

      শারিরীক কোন সমস্যা নেই। তবে ইসলাম ধর্মে – মাসিক অবস্থায় ও পায়ু পথে স্ত্রী সহবাস করা সম্পূর্ন হারাম। তবে মাসিক অবস্থায় স্বামীর জন্য স্ত্রী দেহের উপরীভাগ অর্থাত্‍ নাভী প্রর্যন্ত সম্পূর্ন হালাল। আর আমার জানামতে হিন্দু ধর্মেও মাসিক অবস্থায় স্ত্রী সহবাসে বেসকিছু বাধা-নিষেধ আছে।

      Reply
      • Bangla Health

        June 5, 2012 at 1:44 am

        ধর্মে অনেক কিছুই আছে, কিন্তু বিজ্ঞান ভিন্ন কথা বলে। ধর্ম যার যার ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার ব্যাপার।

  10. RAKI

    June 7, 2012 at 10:33 am

    আমরা সন্তান নিতে চা্ই। আমার প্রশ্ন Ovulation টা কি? আমি কি ভাবে বুজবো Ovulation time.এই সময় কি শরীর এ কোনো পরিবর্তন হয় ? আমরা menstrual cycle 40- 42 DAYS.I LIVE IN LONDON.PLEASE HELP ME.

    Reply
    • Bangla Health

      June 8, 2012 at 12:53 am

      ডিম্বকোষের নির্গমনের ঘটনাকে Ovulation বলে। এসময় প্রোটেকশন ছাড়া মিলিত হলে বাচ্চা হবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সাধারনত ২৮-২৯ দিনে মাসিক হলে মাসিক শুরুর ১৩ থেকে ১৭ তম দিন পর্যন্ত সময়টা খুব উর্বর সময় হিসাবে ধরা হয়।
      আপনার কি সবসময় ৪০-৪২দিনে মাসিক হয়? আপনার মাসিক ৪১ দিনে ধরলে মাসিক শুরুর ২৫ থেকে ৩০ তম দিন পর্যন্ত সময়টাকে সবচেয়ে বেশি উর্বর সময় হিসাবে ধরতে হবে।
      এই সময়টাতে শরীরের তাপমাত্রা ০.৪ থেকে ১ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। এটা এমনিতে বুঝতে পারবেন না। থার্মোমিটার দিয়ে মাপলে ধরা পড়বে। এছাড়া এসময় অনেকের তলপেটে মাঝে মঝে ব্যথা হয় যেটা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।

      Reply
      • Nashin

        April 24, 2021 at 2:46 pm

        ami amar wifer sathe onirapod sex kori sex ar somoy e tar roktopat hoi pill khai then oi bola j oi blood ber hobar por masik oo hoi kin2 probaho ta olpo cilo
        amr wife ar ki pregnent hobar somvabo na ase

  11. ডোজি আহমেদ

    June 11, 2012 at 5:36 pm

    অনেক জ্ঞানগর্ভ আলোচনা! অজানা অনেক গোপন কথা ও সমস্যার আলোচনা হয় এখানে! আপনাদের ওয়েবসাইট দেখে আমার খুব ভাল লাগল। যাইহোক, আমি নিজেও একজন ব্লগার এবং পাবলিশার, আপনাদের প্রকাশিত স্বাস্থ্য ও *যৌ*ন* বিষয়ক পোস্ট গুলো কি আমি নিজের ব্লগে শেয়ার করতে পারি। আমার মনে হয় স্বাস্থ্য ও *যৌ*ন* বিষয়ক আলোচনা গুলো সবার মাঝে শেয়ার করা উচিৎ। ধন্যবাদ।

    Reply
    • Bangla Health

      June 15, 2012 at 7:30 am

      আমাদের সব কন্টেন্ট ওপেন। মানুষের উপকারে লাগলেই হলো। তবে দয়া করে সূত্র এবং লিঙ্ক উল্লেখ করাটা স্বাভাবিক ভদ্রতা।

      Reply
      • Rain

        January 21, 2018 at 1:50 am

        আমি ঝুকিপূর্ণ সময়ে শারীরিক মিলনের পর ইমকন -১ খাইয়ে দেই সেদিন ই। ঐ মাসে তার মাসিকে অল্প রক্ত গিয়েছিল এবং অল্পদিন স্থায়ী হইছিল। পরের মাসে আবারও ঝুকিপূর্ণ সময়ে মিলন হয় কিন্তু বীর্য বের করি বাইরে তাই কোন ওষুধ খাওয়াই নাই। তার মাসিকের সময় ১মাস পেরিয়ে ৫দিন হল। এখনও মাসিক হচ্ছেনা। বাচ্চা নিতে চাইনা আমরা। এমতাবস্থায় আরও ২/৩ দিন অপেক্ষা করব না কি করতে পারি জানালে উপকৃত হব। ধন্যবাদ।

      • Bangla Health

        January 21, 2018 at 4:30 am

        বাইরে ফেললেও যদি শরীরের সাথে লেগে থাকে, যদি ভালো করে না ধুইয়ে ফেলা হয়, তাহলেও রিস্ক থাকে।
        আপাতত অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। প্রেগন্যান্সি টেস্ট করাতে পারেন।
        তবে আমাদের মনে হচ্ছে দুশ্চিন্তা বা অন্য কোনও কারণে মাসিক হচ্ছে না।

  12. viper

    June 12, 2012 at 6:00 pm

    onek khon sex korar jonno ami kon poddoti obolombon korbo…?
    amar age 20. height-5.8 weight 70.
    amon kono tablet ache ki ja kheye onek khon sex kora jai . r simen dayrite bahir hoi.
    r sei tablet kivabe khete hoi…..?
    pls ans. ta den

    Reply
    • Bangla Health

      June 15, 2012 at 8:58 am

      ডাক্তারের সাথে পরামর্শ করে ভায়াগ্রা জাতীয় ঔষধ খেতে হয়। তবে আপনার এই বয়সে এসব না খাওয়াই ভালো।
      আগে শরীরের ফিটনেস বাড়ান। তারপর মনের স্থিরতা বাড়ান। কেজেল ব্যায়াম করেন। সেক্সের বিভিন্ন আসন, কলাকৌশল আছে, সেগুলো রপ্ত করেন। কামসূত্র ভাল করে পড়ে নিন।

      Reply
  13. আকাশ

    June 16, 2012 at 1:06 pm

    ধন্যবাদ, এডমনি-Bangla Health ক েএমন চমৎকার একট িসাইট পরচিালনা করার জন্য।

    আমার প্রশ্ন হচ্ছ,ে ‍পরিয়িড চলাকালীন স্ত্রীর সা‍‍থ েসেক্স করল েকোনরকম সংক্রমন বা রো‍গরে ভয় আছ েকি?

    Reply
    • Bangla Health

      June 20, 2012 at 10:07 am

      এসময় রক্ত চলাচল বেশি হয় বলে বাড়তি পরিস্কার-পরিচ্ছন্নতা অবলম্বন করলে আর কোন ভয় থাকে না।

      Reply
  14. Robi

    June 17, 2012 at 3:35 pm

    কেউ গর্ভবতী হয়েছে কি ভাবে বুঝা যাবে ।যদি কারো মাসিকের তারিখ ৮ পেরিয়ে যায় এবংআজ ও( ১৭) হয়নি তাহলে কি সন্ধেহ করা যায়?

    Reply
    • Bangla Health

      June 22, 2012 at 6:53 am

      তলপেটে ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব- এসব প্রাথমিক লক্ষণ।
      সন্দেহ করা যেতে পারে আবার নাও পারে। অনেক সময় লাইফস্টাইল ঠিক না থাকলে, দুশ্চিন্তা থাকলে মাসিক এলোমেলো হয়ে যায়।

      Reply
  15. তুহিন

    June 20, 2012 at 1:14 pm

    আমার বয়স ২১
    উচ্চতা ৫.৫”
    ওজন ৪৪(44)কেজি মাত্র
    আমার ১২ বছর বয়সে বাতজ্বর ধরা পরে
    তখন A.S.O Titre ছিল 400 IU/ML
    প্রায় ২ ১/২ বছর ১২ লাখ পাওয়ারের পেনিসিলিন ইনজেকশন দেওয়ার পর 200 IU/ML নেমে আসে
    তারপর কিছু খাবার ঔষধ দিয়েছিল
    ১২ বছর বয়সের পর থেকে আমার *যৌ*ন*াঙ্গের কোন পরিবর্তন হয়নি
    লিঙ্গ স্বাভাবিক অবস্হায় ৩”র মত
    লম্বা ও ২.৫”র মত girth(চওড়া) উত্থানের পর ৪(4)”লম্বা ও ৩”চওড়া হয়
    লিঙ্গ স্বাভাবিক অবস্থায় খুবই নরম থাকে এবং উত্থানের পরেও স্বাভাবিক মানুষের মত শক্ত হয় না
    আমার ১৪ থেকে ২০ বছর পর্যন্ত অতিরিক্ত হস্তমৈথুনের অভ্যাস ছিল
    মাঝেমাঝে প্রসাব করার সময় তলপেট ব্যথা করে
    প্রসাবও দুই নালে বের হয়
    এখন ASO টেস্টে ২৫১ আসছে
    আমার খাবার দেখলেই বমি আসে
    আমি আমার *যৌ*ন* জীবন নিয়ে খুবই চিন্তিত
    বিশেষ করে girthবারানোর কোন পথ আছে কি? কোন বিভাগের ডাক্তার দেখানো উচিত?

    Reply
    • Bangla Health

      June 24, 2012 at 12:39 am

      আপনার এখনই *যৌ*ন*তা নিয়ে চিন্তা না করে শরীরের দিক নজর দেয়া উচিত। পারলে জিমে ভর্তি হন। খাওয়া দাওয়া করুন। ওজন বাড়ান। শরীর ফিট হলে তখন এসব নিয়ে চিন্তা করবেন।
      আপনাদের প্রশ্ন এবং পোস্ট সম্পর্কযুক্ত হলে ভাল হয়।

      Reply
  16. lima

    June 20, 2012 at 2:35 pm

    আমার মাসিক শুরু হয়েছিল 06/0612 তারিখে এবং শেষ হয়েছে 11/06/12তারিখে৷ সহবাসের নিরাপদ সময় কত থেকে কত?
    বিস্তারিত জানালে উপকৃত হব ৷

    Reply
    • Bangla Health

      June 24, 2012 at 12:52 am

      ৬ থেকে ১৪ এবং ২৭ থেকে পরবর্তি মাসিকের সময়টা পর্যন্ত নিরাপদ মনে করতে পারেন।
      শেষ কবে, সেটা বড় নয়। শুরুর দিন থেকে হিসাবে করবেন।

      Reply
  17. নিঃসঙ্গ গ্রহচারী

    June 21, 2012 at 3:22 pm

    আমার বয়স ৩০ বছর। বিবাহিত। প্রথম থেকেই আমার মাসিক অনিয়মিত। এর জন্য অনেক ডাক্তার দেখিয়েছি। কিন্তু কোন লাভ হয়নি। অনেকেই বলে অনিয়মিত মাসিক গর্ভধারণে বাধা সৃষ্টি করে। বর্তমানে আমি গর্ভধারণ করতে চাই। গত ২মাস ধরে আমার মাসিক ঋতুচক্র হচ্ছে ২০দিন। আমার প্রশ্ন হল এই অবস্থায় আমি কি গর্ভধারণে সক্ষম? যদি সক্ষম হই তাহলে আমার ovalution দিনটি কোনটি? জানালে খুব উপকৃত হব। ধন্যবাদ।

    Reply
    • Bangla Health

      June 24, 2012 at 5:47 am

      অনিয়মিত মাসিক নানা কারণে হতে পারে। দুই মাস ধরে যখন মাসিক হচ্ছে তখন খুব সমস্যা আছে বলে মনে হয় না। দুইটা মাসিকের মাঝামাঝি সময়টা উর্বর। ২৮ দিনে মাসিক হলে ১৩ থেকে ১৭ তম দিন পর্যন্ত সবচেয়ে বেশি উর্বর। আপনার মাসিক শেষ হয়ে যাওয়ার পর থেকেই বাচ্চা নেয়ার জন্য চেষ্টা করে দেখতে পারেন।

      Reply
  18. ধ্রুভ

    June 21, 2012 at 7:27 pm

    আমার স্ত্রীর এবং আমার বয়স ৩০। আমর স্ত্রীর মাসিক অনিয়মিত। আমরা সন্তান নেওয়ার জন্য এই মাস থেকে চেষ্টা করছি। চেষ্টা করার পর থেকেই আমার স্ত্রীর অনেক পরিমানের সাদা স্রাব বা পানির মত নির্গত হচ্ছে। উল্লেখ্য যে আগে ওর এভাবে এত বেশী বের হত না (তখন আমাদের নিরাপদ ভাবে সহবাস হত)। আমার প্রশ্ন হচ্ছে, (১) যেটা বের হচ্ছে ওগুলা কি আমার শুক্রাণু না এটা স্বাভাবিক যে বের হওয়া? (২) এটার জন্য কি সন্তান হওয়া সমস্যা হতে পারে এবং কি করা উচিৎ? অনুগ্রহ করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

    Reply
    • Bangla Health

      June 26, 2012 at 10:27 pm

      আপনার বীর্য হতে পারে। তবে যখন বীর্যপাত করবেন, তখন আপনার স্ত্রী যেন নিচে চিত হয়ে শুয়ে থাকেন আর আপনি উপরে। বীর্যপাতের সাথে সাথে লিঙ্গ বের করে আনবেন না। ওভাবে কিছুক্ষণ শুয়ে থাকবেন। স্ত্রীকে আরো কিছুক্ষণ ওভাবে শুয়ে থাকতে বলবেন। এতে বীর্যর শুক্রানু গর্ভাশয়ের ডিম্বানুর দিকে ধাবিত হতে সময় পাবে।

      Reply
  19. Jahid

    June 26, 2012 at 4:23 pm

    যদিও প্রশ্নটা টপিক্স রিলেটেড নয়,তবুও প্রশ্নটা করছি,ছেলের লিঙ্গ সর্বনিম্ন কতোটুকো হলে মেয়েদের জন্য যথেষ্ট এবং কতোটা মোটা প্রয়োজন?উত্তরটা জানালে উপকৃত হবো

    Reply
    • Bangla Health

      June 30, 2012 at 8:57 pm

      নির্দিষ্ট করে বলা যায় না। ছেলেদের লিঙ্গ যেমন একেক সাইজের; মেয়েদের জননাঙ্গর গভীরতাও সবার সমান নয়।
      লিঙ্গ আর জননাঙ্গর শ্রেণীবিভাগ নিয়ে এই লেখাটি পড়ুন, তাহলে সব বুঝতে পারবেন।

      Reply
      • Mr.nurul

        January 13, 2021 at 6:41 pm

        আমরা আনেক দিন পর স্কেক্স করি কিন্তু ১মাস হয়ে জাচ্ছে আমার wife এর মাসিক হচ্ছে না স্কেক্স এর পর পিল খায়ছিল এটা কি কোন সমস্রা?

  20. ফাতেমা

    June 27, 2012 at 12:00 am

    আমার বয়স 32 বছর।আমার উচচতা ৫”। ওজন 73 কেজি। আমি বিবাহিত।আমাদের বিয়ে হয়েছে 8 বছর।আমাদের একটা 7 বছরের ছেলে আছে।ছেলে হওয়ার পর থেকে আমরা ক*ন*ড*ম বেবহার করি।

    গত 1 বছর 8 মাস ধরে আমরা বাচচা নেওয়ার জন্য ক*ন*ড*ম বেবহার করি নাই। কোন ফল হয় নাই।উলেলখ যে, গত বছরের সেপটেমবর মাসের 23 তারিখে আমাদের মিলনের পরে পরের মাসের 23 তারিখ যখন ছাড়িয়ে গেল, মাসিক শুরু হলো না,তখন ভেবে ছিলাম আমি pregnent হয়ে গিয়েছি।উলেলখ যে, মাসিকের তারিখ ছাড়িয়ে যাওয়ার পর থেকে আমার যোনি থেকে এক ফোঁটা এক ফোঁটা করে রকত পরতে থাকে ।তবে একে আমি নরমাল ভেবে নিজেকে pregnent ভাবি।কিনতু নভেমবর মাসের 28 তারিখে আমার তলপেটে এত বেথা হল যে, আমি দাড়িয়ে থাকতে পারি না,এমনকি বসেও থাকতেও পারিনা।তারপর তাড়িতাড়ি করে আমি ফামেসি থেকে ঔষধ নিয়ে আসলাম,প্রচনড বেথার জন একসাথে দুটো টেবলেট খেলাম।তারপর আধা ঘনটা পর বেথা একটু কমল।তারপর আমি আমার আমমাকে নিয়ে গুলশানের মা ও শিশু কিলনিকে গেলাম।সেখানে আলটাসোনোগ্রাম করলে গাইনী মহিলা ডাকতার বললেন যে,আমার oval এর ভিতরে sis এর পরিব্রতন হয়েছে। তাই এমন হয়েছে।কিনতু আমি কিছু বুঝলাম না।সেদিন থেকে আমার অনেক রকত পরেছিল।সেদিন থেকে একটানা 18 দিন রকত গেছিল।উনি কতগুলি ঔষধ লিখে দিলেন,তাই খেলাম।উনি পরের মাসের মাসিক পর্যন্ত ঔষধ দিলেন যা মাসিক হওয়ার উপর নিভর করবে।তারপর 18 দিন পর বনধ হলো। কিনতু পরের 4 মাস মাসিকের সময়ের চেয়ে বেশী রকত গিয়েছিল।এখন নিয়মিত।

    আমার প্রশন হলো : – আমি কি আবার মা হতে পারব ????? আমার কি কোন সমসা আছে ????? আমার জন্য কোন সময়টা সহবাস ঠিক বাচচা নেওয়ার জন্য????? দয়া করে বলবেন please .

    Reply
    • Bangla Health

      June 30, 2012 at 9:19 pm

      এখন মাসিক নিয়মিত হলে বাচ্চা নিতে সমস্যা হবে বলে মনে হয় না। তবে লাইফস্টাইল ঠিক রাখবেন। খাওয়া-দাওয়া-ঘুম ঠিক রাখবেন। ওজনটা কন্ট্রোলে নাই। নিয়মিত ব্যায়াম করে ওজন কমিয়ে আনবেন। হাঁটতে পারেন নিয়মিত।
      মাসিক শুরু হওয়ার ১৩ থেকে ১৭তম দিন পর্যন্ত সবচেয়ে উর্বর সময়। ঐ সময়টাতে সহবাস করে বাচ্চা নেয়ার চেষ্টা করবেন।

      Reply
  21. Nil

    June 30, 2012 at 8:17 am

    Amr gf r masik 4/5 month por por hoi. Amr gf r old 15. R ami or sate sex korle or kono problem hobe na to. Amr old 17.

    Reply
    • Bangla Health

      July 1, 2012 at 9:48 pm

      অল্প বয়সে মাসিক অনিয়মিত হতে পারে। এটা সমস্যা না।
      তবে এই বয়সে সেক্স করলে নানা সমস্যা হতে পারে। ১৮-এর আগে না করাই ভালো।

      Reply
  22. SAHEL

    July 4, 2012 at 5:43 pm

    Sorry, amar bijou softwear na thakar karone English word dia type korte hoiache…
    amar age 22 years, amr gf er age 16 years.. ami or shate sex korechi… ekn amar mone hoi or nogno jonite amar 1pota 2pota birjo duke chilo… ekn ami voi korchi..or kno problem hobe kina pls amke ektu help koren…
    english e type korate ami khuboi dukkito..!!

    Reply
    • Bangla Health

      July 7, 2012 at 6:49 pm

      ১৮ বছরের নীচে কারো সাথে সেক্স করা ঠিক নয়। যখন বীর্যপাত হয়েছিল তখন লিঙ্গ কি জননাঙ্গর ভিতর ছিল, নাকি বের করে নিয়ে ছিলেন? নাকি বীর্য জননাঙ্গর বাইরের দিকে মুখের কাছে পড়েছে?
      Avro Keyobard ইনস্টল করে নিন। এটা ফ্রি।

      Reply
      • Sahel

        July 13, 2012 at 12:21 am

        amar mone hoi 1pota 2 pota vetore duke chilo , er por ami tara tari ber kore pelchilam… ekn ki kora jai ..
        pls amake ektu early ans din..pls bhaia!!

      • Bangla Health

        August 7, 2012 at 7:43 am

        দুঃখিত, দেরী হয়ে যাওয়াতে। এতদিনে কি মাসিক হয়েছে?

  23. sojib

    July 5, 2012 at 12:55 pm

    masiker o nira pot somy condom vabohar korle nirapot thaka jaby ki

    Reply
    • Bangla Health

      July 10, 2012 at 8:45 am

      মাসিকের সময় প্রেগন্যান্ট হওয়ার ভয় থাকে না। তবে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ক*ন*ড*ম ব্যবহার করা যেতে পারে। ক*ন*ড*ম বা যে কোন জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা ৯৭% নিশ্চয়তা দেয়। তাই একেবারেই বাচ্চা নিতে না চাইলে, রিস্ক এড়াতে প্রোটেকশন ব্যবহার করতে পারেন।

      Reply
  24. গাফফার

    July 5, 2012 at 2:07 pm

    আমার গার্লফ্রেন্ড এর মাসিক হয়েছিলো ২৭ মে ২০১২। তার আগের মাসে মাসিক হয়েছিলো ২৪ এপ্রিল ২০১২। আমরা ২০, ২৩ এবং ২৪ জুন ক*ন*ড*ম ছাড়া মিলিত হয়। আজ ৫ জুলাই ২০১২, এখনো তার মাসিক শুরু হয় নি।
    আমি বুঝতে পারছি না, কি করবো? সে কি প্রেগন্যান্ট হবে? খুব চিন্তায় আছি। লজ্জায় কাউকে বলতে পারছি না। Please সমাধান দিবেন?

    Reply
    • Bangla Health

      July 10, 2012 at 8:46 am

      না হবার সম্ভাবনাই বেশি। তবে টেস্ট করে দেখতে পারেন।

      Reply
  25. আজম

    July 6, 2012 at 3:55 pm

    আমার বয়স ২১ ওজন ৫৫ কেজি উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি আমি একদিন পরপর হস্থমৈথন করি আমার লিঙ্গ ঊত্তেজিত অবস্থাতেও নরম থাকে এবং লিঙ্গের চামরাও অনেক ঢিলা এটা কি আমার কোন সমস্যা ? যদি সমস্যা হয় তাহলে আমার করনীয় কি? কোন ওষধ খেতে হবে কি । জানালে খুব উপকার হবে

    Reply
    • Bangla Health

      July 10, 2012 at 9:10 am

      হস্তমৈথুনের মাঝে আরেকটু গ্যাপ দিন। শরীরের যত্ন নিন। ওজন বাড়ানোর দিকে নজর দিন। পারলে জিম করুন। ঔষধ লাগবে না।

      Reply
  26. মাসুদ রানা

    July 10, 2012 at 11:46 am

    আমার প্রেমিকার বয়স ২০ বছর। আমাদের মিলন হইছিল ১৮,২০,২১ মে। এখন ও প্রেগনেন্ট। আমি ভার্সিটিতে পড়ি । এবরশন করাতে চাই। কতোদিনের মদ্ধে করালে ভাল হয়………। জরুরি এক্তু জানালে বাধিত হব…।।

    Reply
    • Bangla Health

      July 20, 2012 at 3:27 am

      যত তাড়াতাড়ি পারেন ডাক্তারের সাথে যোগাযোগ করেন।

      Reply
  27. H.M.E.A

    July 12, 2012 at 4:54 pm

    আমার বয়স ১৯ , আর গার্লফ্রেন্ড এর বয়স ১৭…. কি রকম কথা বললে আমার গার্লফ্রেন্ড আমার সাথে সহবাস করতে রাজি হবে ?

    Reply
    • Bangla Health

      August 7, 2012 at 6:35 am

      ১৮-এর আগে সহবাস না করাই ভালো। ১৮ পার হলে সরাসরি জিজ্ঞেস করবেন।

      Reply
  28. তুসার

    July 15, 2012 at 6:19 pm

    আমার গার্ল ফ্রেন্ড যদি আমার বীর্য খায়।তাহলে কি কোন প্রব্লেম হবে?

    Reply
    • Bangla Health

      August 24, 2012 at 8:55 pm

      না, সমস্যা হবে না।

      Reply
      • সব্যসাচী

        September 10, 2012 at 5:38 pm

        প্রশ ঃ সেক্স করার আগে আমাদের ধোন থেকে এক ধরনের লালা বের হয় । সেই লালা কি ? ফাকা (ক*ন*ড*ম ছারা)সেক্স করলে এই লালাটি যৈনির মধে প্রবেশ করে ? কিনতু বীয্ ফেলি না বীয বারে ফেলি । এই লালাটি কি গভবতী করাতে পারে ।

      • Bangla Health

        April 23, 2013 at 1:41 am

        এটা জননাঙ্গপথ পিচ্ছিল করতে ব্যবহৃত হয়। প্রবেশ করতে পারে। সাধারণত করে না।

  29. তুসার

    July 15, 2012 at 6:20 pm

    মেয়েদের জওনাঙ্গ তে চুমু দিলে কোন রোগ হবে কিনা?

    Reply
    • Bangla Health

      August 24, 2012 at 8:55 pm

      না, রোগ হবে না।

      Reply
  30. শর

    July 18, 2012 at 1:38 pm

    আ‍মার বয়স ২৯ বছর েজন ৫৭ ‍‍কেজি উচ্চতা ৫’-২” আ‍মী ১৪ বছর বয়স থেকে হস্থমৈথুন করেছি এখন করি না ।হস্থমৈথুন বাদ দিলে দু/এক দিন পর পর রাতে দু/এক বার সপ্নদোস হয় এজন্য আমার শরীর খুব দুর্বল হয়ে পরে তারপর আমি হামদর্দ এর চিকিৎসা নিই নিয়মিত
    মেডিসিন খাই । মেডিসিন যতদিন খেয়েছি ততিদন স্বাভাবিক ছিল যা সপ্তাহে ১ দিন হত ।
    কিন্তু এখন আবার সপ্তাহে ২/৩ দিন হচ্ছে ।এজন্য আমি কি করব ।এজন্য আমি বিয়ে করতে ভয় পাচ্ছি । আমার পেনিস আকারে ছোট মনে হয় আমার পেনিস শক্ত অবস্থায় ৪” লম্বা হয় । আমার বিযর্ খুবই পাতলা । এবং একটুতেই বিযর্পাত হয় । এজন্য আমি বিয়ে করতে ভয় পাচ্ছি এ অবস্থায় আমি বিয়ে করলে কি স্ত্রীকে আনন্দ দিতে পারব না অপারগ হব । জানাবেন
    প্লিজ ।

    Reply
    • Bangla Health

      August 25, 2012 at 8:51 am

      সেক্স নিয়ে বেশি ভাববেন না। মেয়েদের ব্যাপারে নজর ভালো করুন। আজে বাজে ব্যাপার এড়িয়ে চলুন।
      সেক্সের কৌশল জানলে আনন্দ দিতে সমস্যা হওয়ার কথা নয়।

      Reply
  31. n

    July 20, 2012 at 9:26 am

    Amr gf er masik motamuti oniomito besir vag somoy 4~7 din late a hoy, r prochur pain hoy, tokhon butapen khay kokhono 2/3 ta khawa lage ata ki khotikor? Or age 18 wait 45kg

    Reply
    • Bangla Health

      August 28, 2012 at 8:40 pm

      এই বয়সে অনিয়মিত হতে পারে। এটা সমস্যা না। ডাক্তার না দেখিয়ে ঔষধ খাওয়া ঠিক নয়। পেটে ব্যথার জন্য এই লেখাটা পড়ে নিন।

      Reply
  32. CHONDO

    July 21, 2012 at 1:07 am

    আমার বয়স ৩৩।আমার পেনিশ এর প্রশাব রাস্তা চিকণ। পেনিশ এর মাথার ছ্যাদর ছোটো এতে শেক্স এর কোণ সমস্যা হবে।আমি বাচ্চা নিতে চাই। কিভাবে বাচ্চা নিতে ভালো হবে।

    Reply
    • Bangla Health

      August 28, 2012 at 9:58 pm

      সমস্যা হওয়ার কথা নয়। বাচ্চা নিতে চাইলে মাসিকের ১৩ থেকে ১৭ তম দিনে বেশি চেষ্টা করবেন।

      Reply
  33. zamil

    July 24, 2012 at 12:43 am

    আমার বয়স ৩৩।আমার লিঙ্গ প্রসাব এর রাস্তা ছিকন।লিঙ্গর ছিদ্র তা ছোট।লিঙ্গর ছিদ্র তা ছোট থাকলে কি সেক্স এর সমস্যা হবে।আমার অণ্ডকোষ এর উপর কিছু রগ হয়েছে। এতে কি বীর্য তৈরি হতে সমস্যা হবে।

    Reply
    • Bangla Health

      August 31, 2012 at 11:17 pm

      সমস্যা না হওয়ার সম্ভাবনাই বেশী।

      Reply
  34. Mah

    July 27, 2012 at 12:49 am

    What is english name of female “Vangkuur”???

    Reply
    • Bangla Health

      September 1, 2012 at 2:50 am

      Clitoris

      Reply
  35. তমাল

    July 30, 2012 at 4:02 pm

    আমি পতিদিন হস্তমৈথুন করি.মাঝে মাঝে দৈনিক ২ বার ও হয়.এতে কি আমার শারিরিক অথবা সেক্স করতে future এ কোনো সমস্যা হবে?pls taratari janale bhalo hobe.

    Reply
    • Bangla Health

      September 5, 2012 at 1:28 am

      হ্যাঁ সমস্যা হতে পারে।

      Reply
  36. IBRAHIM KARDI

    August 2, 2012 at 10:49 pm

    আমার স্রীর বয়স ১৪ বছর আমি ৭ বছর পর বাচ্ছা নিতে চাচ্ছি .ক*ন*ড*ম বাদে কোন পদ্ধতি নিলে পরবর্তিতে বাচ্ছা নিতে গেলে সমস্যা হবে না জানাবেন কি ?

    Reply
    • Bangla Health

      September 5, 2012 at 9:44 pm

      ১৪ বছরের মেয়ে বিয়ে করেন কিভাবে?
      পিলের ব্যবস্থা করতে পারেন।

      Reply
  37. জুই

    August 6, 2012 at 10:13 am

    মাসিক হওয়ার কত দিন পরে সহবাস করলে গর্ভবতী হওয়ার সম্ভবনা থাকে না এবং মাসিক হওয়ার কত দিন আগে সহবাস করলে গর্ভবতী হওয়ার সম্ভবনা থাকে না

    Reply
    • Bangla Health

      September 6, 2012 at 10:14 pm

      মাসিক শুরুর আগের সপ্তাহ এবং পরের সপ্তাহ। এই দুই সপ্তাহ মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারেন।

      Reply
  38. মরিচিকা

    August 7, 2012 at 12:53 am

    আমার বউর মাশিক এর তারিখ হচ্ছ ে১৩/১৪, আর আমার সাথে তার প্রথম sex হয় গত মাস এর ২৮ তারিখ। ওইদিন ওর অনেক রক্ত জায়, ও প্রথম ওর জুনিচ্ছদে হয়, কিন্তু আমি আমার বিরজ বার হওআর আ‍গ‍ই লিংঙ্গ বেরকরে ফেলি। এখন আমার প্রশ্ন হচ্ছ েআমাদের কি baby হওআর ভয় আ‍‍ছে? আম‍রা আপাতত bay নিতে চাচ্ছ িনা.

    Reply
    • morichika

      August 12, 2012 at 1:03 am

      amar answer akhono palam na, answarar ar opakhay asi…

      Reply
    • Bangla Health

      September 6, 2012 at 2:46 am

      ভিতরে বীর্যপাত না হলে বাচ্চা আসার সম্ভাবনা নাই।

      Reply
  39. morichika

    August 8, 2012 at 12:55 am

    আমি আমার গার্লফ্রেন্ড এর শাথে প্রথম sex করি ২৮ তারিখ। আর অর মাশিক এর তারিখ হতছে ১৩/১৪। আর sex এর শময় আমার বিরজ বার হwআর আগেই লিংঅ বেরকরে ফেলি, অই দিন আম্রা ২ বার sex করি, কিন্তু আখন ভয় হতছে, অর কি baby হবার শম্ভাবনা আসে? আম্রা আখন baby নিব না।

    Reply
    • Bangla Health

      September 6, 2012 at 11:50 pm

      ভিতরে বীর্যপাত না করলে সম্ভাবনা নাই।

      Reply
  40. moytry

    August 9, 2012 at 1:34 am

    Amr Name Moytry amr jonita onk baja gondho hoy..amr age 22.. amr bf sex karar somoy condom brand chang korsa tao amr jonita khub baja gondho thaka..plz amr awnser ta aktu daoyar try korban

    Reply
    • Bangla Health

      September 7, 2012 at 1:46 am

      দুর্গন্ধ হলে ডাক্তার দেখানো উচিত।

      Reply
  41. ogosalo

    August 9, 2012 at 1:26 pm

    amar wife er boyosh 17 bosor 8 mash. tar goto masher 28 tarikh mashik hoy ebong amra ei masher 1 tarikh sex kori. sex korar dinei ami amar wife k Contraceptive pill khaoai (i pill, 10 ghonta por).kin2 hothat kore mashiker kono lokkhon sara eimasher 7 tarikh tar jonite rokto dekha jay. ebong ta aj shokale bondho hoye jay. ekhon ei oniomito mashik ta ki pill neoar karone??? amra ei muhurte baby nite chachsi na(notun & gopone bie koresi). jodi baby chole ashe, tahole abortion kothay gopone korate parbo??? r khoroch ta kirokom hobe???? plz taratari janaben. 7 tarikh 1bar likhsilam. kin2, lekha ta ekhon khuje pachsi na. (amar laptop er keyboard layout e bangla borno nai. screen e bangla layout ene kaj korata onek shomoy shapekkho. tai english e likhlam. asha kori lekha bujhben o khoma shundor drishtite dekhben)

    Reply
    • Bangla Health

      September 7, 2012 at 3:38 am

      মাসিক শুরু হওয়ার প্রথম ৯ দিনের মধ্যে বাচ্চা আসার সম্ভাবনা খুব কম।

      Reply
  42. রানা

    August 13, 2012 at 4:46 pm

    বীর্যপাত হওয়ার পর বা সহবাস করার পর কী করলে শরীর সুস্থ থাকে।

    Reply
    • Bangla Health

      September 11, 2012 at 3:06 am

      একটু মধু দিয়ে একগ্লাস দুধ খেলে উপকার পাবেন।

      Reply
  43. জামিউল বারী

    August 17, 2012 at 7:49 am

    আমার প্রেমিকার বয়স ২১ বছর।বিগত ২ বছর ধরে ওর নিয়মিত মাসিক হচ্ছে।আমরা জুলাই মাসের ১১ এবং ১৮ তারিখে মিলিত হএছি।কিন্তু আমি একবারও ওর জননাঙ্গতে বীর্য ফেলিনি।এবং সহবাস এর পর ও প্রস্রাব করেছে এবং জননাঙ্গ ধুয়ে ফেলেছে।ওর জুলাই মাসের ১ তারিখ মাসিক শুরু হয়েছে এবং ৫ তারিখ শেষ হয়েছে।কিন্তু আজ আগস্ট মাসের ১৭ তারিখ হয়ার পর ও ওর মাসিক হয়নি এবং কোন বাথাও হয়নি।আমি এই মাসের ১৪ তারিখে প্রেগনেঞ্ছি স্ট্রিপ দিয়ে টেস্ট করিয়েছি কিন্তু রেজাল্ট নেগেটিভ এসেছে।এখন কি করতে পারি?ও কি গর্ভধারণ করেছে?

    Reply
    • Bangla Health

      August 24, 2012 at 12:36 am

      রেজাল্ট পেতে হলে পরের মাসিকের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখনো মাসিক না হলে সপ্তাহ দুয়েক পরে টেস্ট করতে হবে। আরো নিশ্চিত হতে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাতে পারেন। অনেক সময় টেনশনের জন্য মাসিক এদিক-ওদিক হয়ে যায়। তাই দুশ্চিন্তা করা ঠিক হবে না।

      Reply
  44. shuvro

    August 18, 2012 at 1:38 am

    ami notun biye korechi. biyer pore ami bideshe chole asi. ebar deshe gele
    1 mas thakbo. ei 1 mas ami amar bou er sathe kono protection chara
    milon korte chai but kono baby chai na. amar bou ke pill khaowate chai.
    ami 1 mas thakbo. tai amar bou ke ki pill khaowabo and kotodin khaowabo.
    janaben plz.

    Reply
    • Bangla Health

      September 13, 2012 at 4:25 am

      লংটার্ম না হলে ক*ন*ড*ম ব্যবহারই ভালো। পিল খেতে হলে সেক্স শুরু করার ১ সপ্তাহ আগে থেকে পিল খেতে শুরু করতে বলবেন।

      Reply
  45. Riaz

    August 22, 2012 at 10:06 pm

    Sir,Ami 13 march,09 date bea kore.Bear por 2.5 years barth control system hesebe pill & condom babohar kore. Jar onupat holo pill:condom 1:3. Tar por concep karanor chesta korse but hosse na. Amar wife ar boys 27.weight 56.hight 4’8″.masik average 28 days. Amar boys 27.5 years.hight 5’6″ .weight 60. Ke korle concep hobe pls help.

    Reply
    • Bangla Health

      September 18, 2012 at 2:48 am

      মাসিক নিয়মিত হলে সমস্যা থাকার কথা নয়। মাসিক শুরু হওয়ার ১৩ থেকে ১৭ তম দিনে চেষ্টা করবেন। এতেও না হলে দুজনেই ডাক্তার দেখিয়ে পরীক্ষা করাবেন।

      Reply
  46. Md Shariful Islam

    August 25, 2012 at 1:05 pm

    আমি কি এ মেইলের মাদ্দম দিয়া কি আনস্বের তা পাব?র এক্তা কথা বিয়ে না করে কি সহবাশ করাতা কি কন সমসশা?

    Reply
    • Bangla Health

      September 21, 2012 at 12:36 am

      প্রাপ্ত বয়স্ক হলে সহবাস করতে ক্ষতি নাই।
      সঠিক ইমেইল ব্যবহার করলে উত্তর দিলে একটা নোটিফিকেশন পাবেন।

      Reply
  47. Muskan (Norway)

    August 25, 2012 at 11:16 pm

    Ami apnar kase clear ekta bisoy jante chacci je ami safe somoy ta kokhon theke count kora suru korbo. suppose amar masik suru hoy proti masher 1 tarikh theke ses hoy 7 tarikh . to ami khi safe day bolte 1 theke 9 din porjonto count korte parbo ? R masik chola kalin somoy ki sex kora jay ki ta o ami jani na ? jodi tai hoy tahole baki safe somoy suru hobe 21th din theke ? plz bisoy amak ektu clear kore bolen ? ami onekta e confusion a asi. plz plz nise ami amar period er date ta dilam,

    Period start : 1 (Every month )
    Period End : 7 (Every month )

    So safe time & risk time ta amak ektu bole den plz. plz.

    Reply
    • Bangla Health

      September 21, 2012 at 1:00 am

      আপনার গননা ঠিক আছে। মাসিক শুরুর দিন থেকে প্রথম ৯ দিন এবং মাসিক শুরুর আগের ৯দিন ভালো নিরাপদ। আপনার হিসাবে ১ থেকে ৯ এবং ২১-এর পর থেকে মাসিক শুরু পর্যন্ত সেফ। তবে খেয়াল রাখবেন, মাসিক সব মাসে একই তারিখে শুরু নাও হতে পারে।
      মাসিক চলাকালিন সময়ে ইচ্ছে করলে সেক্স করতে পারেন। কোন সমস্যা নাই।

      Reply
  48. Tarek

    August 25, 2012 at 11:33 pm

    Amar ekta question silo apnar kase . seta holo amar girlfriend er period suru hoyesilo august 1 tarik theke ses hoyese august 7 tarikh . ami or sathe sex kori august 15 theke 22 tarikh porjonto. kintu konu kisu (maal ) vitore feli ni. so ekhon se ki pregnant howar konu chance ase. ami onke niya ekhon khub voy a asi. or masik suru hobar kotha september 1 tarikh a. but o ekhon khub tension kortese pregnant howar voy a. kisu poramosho diben plz.

    Reply
    • Bangla Health

      September 21, 2012 at 1:07 am

      তার হিসাবে ১৫ থেকে ২২ তারিখ সময়টায় প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা আছে যদি বীর্য ভিতরে ফেলেন। বীর্য ভিতরে না ফেললে ভয়ের কিছু নাই।
      মাসিক কি হয়েছে?

      Reply
  49. jol konan

    August 26, 2012 at 3:58 am

    amr age 17.reguler period hoy amr prioder time ay pa,komor, tol pet betha hoy.ami tatul khailay thik hoay jay.amr preiod valo hober por joni poth joly 1 din.terpor thik hoay jay.atay ki amr kono jouno problem hobay?
    2}ami 9 year ay preiod hoaysi onk besi agay amr priod ki 35/40 yearay of hoayay jabay?
    3]besi agay preiod ki besi agay jouno okhomota anay?
    4}ami ki onk druto jouno kaj korer khomota harabo olpo age ay preiod hober jono?

    Reply
    • Bangla Health

      September 21, 2012 at 2:08 am

      ১. কেজেল ব্যায়াম করে। এছাড়া গরম ছ্যাক নিলে ব্যথা কমে যায়।
      ২. সাধারণত ৪৫-এর পরে অফ হয়।
      ৩. না, এভাবে বলা যায় না।
      ৪. না, বরং উল্টাও হতে পারে। আসলে এসব ইচ্ছা-অনিচ্ছার ব্যাপার। শরীর ও মন ঠিক থাকলেই সব ঠিক থাকে।

      Reply
  50. রহমান

    August 27, 2012 at 10:28 am

    আমার গার্ল ফ্রেন্ড এর মাসিক হয় ২০ শে আগষ্ট ।আমারা সহবাস করি ২৫ শে আগষ্ট । তাহলে কি গর্ভবতী হওয়ার সম্ভবনা আছে। আমি খুব মানসিক চিন্তায় আছি দ্রুত উত্তর চাই।

    Reply
    • Bangla Health

      September 21, 2012 at 4:06 am

      আপনি এক পোস্টে ২৪ আর এখানে ২০ বলছেন। এটা মাসিক শুরুর দিন হলে ২৫ তারিখের সেক্সে চিন্তার কিছু নাই।

      Reply
  51. nila

    August 27, 2012 at 4:12 pm

    amar boyos 18. 15 bochore amar bea hoy.ami jantam means er time ta onirapod sex er jonno.but aaj janlam j means er time sex korle gorvoboti howar somvhabona thake na.but mens er 3din por orthat blood bondho howar 3din por sex koreo ami gorvhoboti hoyechi 2bar.amar baby soto silo tai m.r korte baddho hoi. jodi means er time ta safety hoy,tahole amar keno amon holo?

    Reply
    • Bangla Health

      October 2, 2012 at 3:40 am

      কোন সময়টাই ১০০% নিরাপদ নয়। গর্ভবতী হতে একটা মাত্র ডিম্বানুর যথেষ্ট। অনেকের বেলায় মাসিকের সময়ও এমন ডিম্বানু উপস্থিত থাকতে পারে। তবে ব্যাপারটা খুব রেয়ার।

      Reply
  52. জুই

    August 29, 2012 at 11:39 am

    আমার মাসিক হয় গত ২০ শে আগষ্ট এবং আমি সেক্স করি ২৩ ও ২৫ শে আগষ্ট তাহলে কী গর্ভবতী হওয়ার সম্ভবনা আছে । দ্রুত জানলে উপকৃত হব। খুব মানসিক চিন্তায় আছি।

    Reply
    • Bangla Health

      October 3, 2012 at 1:11 am

      সম্ভাবনা কম।

      Reply
  53. Debasish

    August 30, 2012 at 7:43 pm

    Amar age 26 , biye korechi 1.5 months holo .Amar Wife bachha nite chai…kintu 2 months holo amra continue milan korleoo tar kono effect dekhte pachhi na…tai amar wife-r khub voy lagche……amra ekhono kono dr. ke dekhai ni….please kono solution ba steps thakle janaben…apnader reply r jonnya wait korchi…..

    Thanks & regards
    Debasish Maity

    Reply
    • Bangla Health

      October 3, 2012 at 3:02 am

      মাসিক শুরুর ১৩ থেকে ১৭ তম দিন পর্যন্ত উর্বরতা বেশি থাকে। এসময় মিলিত হয়ে দেখতে পারেন।

      Reply
  54. Mahmuda

    August 31, 2012 at 4:24 am

    অনিরাপদ শারীরিক সম্পর্ক হলে জরুরি ভিত্তিতে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির আশ্রয় নিতে হয়। ক*ন*ড*ম ছিঁড়ে গেলে প্রস্তুতিবিহীন শারীরিক সম্পর্ক হলে অনেকে বিচলিত হয়ে পড়েন।
    ইমার্জেন্সি পিলে নরমাল পিলের মতো হরমোন থাকে। তবে এতে হরমোনের পরিমাণ বেশি থাকে। দুর্ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে প্রথম ডোজ ট্যাবলেট খেতে হয়। প্রথম ডোজ খাওয়ার ১২ ঘণ্টা পর দ্বিতীয় ডোজ খাওয়াতে হয়।
    কপার-টি ৩৮০ ডিভাইস ইউটেরাসে ব্যবহার করেও ইমার্জেন্সি জন্মনিয়ন্ত্রণ করা যায়। পিলের থেকে এটা অধিক কার্যকর এবং দুর্ঘটনার সাতদিনের মধ্যে এটা ব্যবহার করতে হয়। উল্লেখ্য, ইমার্জেন্সি পিলের সফলতার হার ৫৫-৯৪ এবং কপার-টি ৩৮০-এর ক্ষেত্রে তা ৯৯ ভাগ। যারা ইতিমধ্যে কনসিভ করে ফেলেছেন তাদের ক্ষেত্রে ইমার্জেন্সি এসব পদ্ধতি কোনো ভূমিকা রাখতে পারে না।

    ai khnay kopar-T 380 device dara ki bojano hoyasay. Doya koray akto bojiya bolban ki ?

    Reply
    • Bangla Health

      October 3, 2012 at 3:30 am

      একধরনের ধাতব ডিভাইস যা ডাক্তারের দ্বারা জননাঙ্গমধ্যে প্রতিস্থাপন করে নিতে হয়।

      Reply
  55. দেব

    September 2, 2012 at 10:42 pm

    ভালো লাগলো পড়ে । আমার একটা প্রশ্ন আছে । ৯ থেকে ২১ দিন ব্যাপার টা ঠিক বুঝলাম না । মাসিক শুরু হওয়ার দিন থেকে ৯ দিন পর কিনা ? বুঝিয়ে বললে উপকৃত হব । ধন্যবাদ লেখা জন্য ।

    Reply
    • Bangla Health

      October 5, 2012 at 2:52 am

      হ্যাঁ, মাসিক শুরু হওয়ার পর ৯ম থেকে ২১তম দিন পর্যন্ত অনিরাপদ।

      Reply
  56. আধার

    September 4, 2012 at 2:41 pm

    স্যার, আমি নতুন বিয়ে করেছি। উর্বর সময় (ফারটাইল পিরিওড) , নিরাপদ সময় (সেফ পিরিওড) এই ব্যাপারটা আমার কাছে পরিস্কার না।
    ১। ধরুন, কারো যদি ২২ তারিখ মাসিক হয় তাহলে মোটামুটি ১৫-২৯ তারিখ পর্যন্ত নিরাপদ সময়? আর বাকি সময় হচ্ছে উর্বর সময়?
    ২। উর্বর সময়ে কিভাবে সেক্স করতে হবে? ক*ন*ড*ম ব্যাবহার করবো?
    ৩।যদি বীর্য বাইরে ফেলি তাহলে কি সমস্যা আছে?
    ৪।আমি দেরি করে সন্তান নিতে চাই, তাহলে কোন জন্মনিরধক পদ্ধতি অনুসরন করবো?
    ৫। মাসিক চলাকালীন সময় সেক্স করা কি ঠিক?
    ৬। কিভাবে *যৌ*ন*ক্রিয়ার সময় বাড়ানো যায়?

    উপরের প্রশ্নের উত্তর দিলে উপকৃত হব…

    Reply
    • আধার

      September 19, 2012 at 2:19 pm

      স্যার, উত্তর কবে নাগাদ পাব?

      Reply
    • Bangla Health

      October 13, 2012 at 3:55 am

      ১. হ্যাঁ।
      ২. নিয়মিত পিল না খেলে ক*ন*ড*ম ব্যাবহার করতে পারেন।
      ৩. না।
      ৪. ক*ন*ড*মটা খুবই সহজ পদ্ধতি। পিল খেতে চাইলে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন।
      ৫. করা যায়, তাতে সমস্যা হয় না।
      ৬. স্বাস্থ্য ভালো থাকতে হবে। সেক্সের কৌশল জানতে হবে।

      Reply
  57. KHossain

    September 4, 2012 at 2:58 pm

    Ami amar bou er shathe mashik shurur 5 diner din condom dia sex kori, Condomer vitorey maal out hoye jai & lingo na ber kore oyvabey vitore dia time pass kori, but Maal out hower por Lingo choto hoye jawate kichu poriman Maal bou er jonite roye gese mone holo,
    amar question :
    01. Mashik shurur 5 diner din sex korle Pregnancy hower possibility ache kina ? thakle sheta koto % hote paree.
    Taratari ans dilee khub khushi hobo.

    Reply
    • Bangla Health

      October 13, 2012 at 3:57 am

      ক*ন*ড*ম ফেটে না গেলে বীর্য রয়ে যাওয়ার কথা নয়।
      ১. সম্ভাবনা খুবই কম। ১-৩%।

      Reply
  58. নিঃসঙ্গ গ্রহচারী

    September 5, 2012 at 3:58 pm

    আমি গর্ভ ধারনের ব্যাপারে উপরে আপনাকে প্রশ্ন করেছিলাম। আপনি আমাকে পরামর্শ দিয়েছিলেন। আমরা ৩মাস ধরে চেষ্টা করছি।কিন্তু হচ্ছেনা। বর্তমানে আমরা ২জনে খুব টেনশনে আছি। আমাদের কি এখনি কোন ডাঃ এর পরামর্শ নেয়া উচিৎ। নাকি এটা স্বাভাবিক। প্লিজ একটু তারাতারি জানাবেন। ধন্যবাদ।

    Reply
    • Bangla Health

      October 13, 2012 at 11:12 am

      ডাক্তারের কাছে গিয়ে দুজনেই পরীক্ষা করে নিন।

      Reply
  59. Raju

    September 5, 2012 at 6:20 pm

    আমি বিবাহিত।আমার ইস্ত্রি সাতে গত ২৬ তারিখ সহবাস করি।কিন্তু ওর
    মাসিকের সময় সিলো ২৭ তারিখ আর আজ ৫ তারিখ হয়া গেলো আখোনো মাসিখ হয় নি। এতে কি আমার ইস্ত্রি গর্ভ বতি কিনা বুজতেসি না। টেস্ট করে দাখি নেগেটিভ।আমি ফামিকনের লাল বর্ণের কিনএ দেই,আজ ২দিন ধরে খেয়েসে কিন্তু মাসিক এখন হয় নি। এতে কি আমার ইস্ত্রি গর্ভ বতি। কিন্তু ওর মাথা বেথা করে এবং বমি ভাব লাগে।আজ ওর বমি হয়েছে,এতে কী গর্ভ বতী হোয়েশে কিনা তা বুজতে ছিণা। আমি কী আবার টেস্ট কোরে দেকবো। জানালে ওনেক উপোকার হোবে।

    Reply
    • Bangla Health

      October 13, 2012 at 11:10 am

      যদি হয় তবে তবে আগের কোন সময় হয়ে থাকতে পারে। ২৭ তারিখে মাসিক হওয়ার কথা থাকলে ২৬ তারিখে মিলিত হলে বাচ্চা হবার সম্ভাবনা খুবই কম। শরীর অন্য কোন কারণে খারাপ কিনা, সেটা দেখুন। পরের তারিখেও মাসিক মিস হলে তখন আবার পরীক্ষা করবেন।

      Reply
  60. soumen

    September 6, 2012 at 2:35 pm

    আমি সদ্য বিবাহিত আমার প্রশ্ন হল আমি জদি আমার বউ এর জনিতে মুখ দিয়ে চুসি তাহলে কি কন ভয় আচ্ছে বা আম্আর বউ এর কাম রস জদি আমার মুখের ভিতরে জায় তাহলে কি কন ভয় আচ্ছে

    Reply
    • Bangla Health

      October 16, 2012 at 4:56 am

      না, ভয় নাই।

      Reply
  61. Raju

    September 7, 2012 at 1:56 pm

    ভাই আমি কোন উত্তর পেলাম না?????

    Reply
  62. K.Hossain

    September 9, 2012 at 5:49 pm

    ami question er kono answer pelam na sir, er jonno khub kosto pailam

    Reply
    • Bangla Health

      December 29, 2012 at 12:30 am

      আগের প্রশ্নের উত্তর দেয়া হয়েছে।

      Reply
  63. নীলা মহসীন

    September 11, 2012 at 12:44 am

    আমি এর আগেও ২রা জুন আপনার কাছে পরামর্শ চেয়েছিলাম। জবাবও পেয়েছি ৩রা জুন। তখন ঐ ঘটনার পর, মানে বয় ফ্রেন্ডের সাথে ১৮ই মে দেখা হবার পরে ১৫ই জুন আমার মাসিক হয়। এর পরের মাসে হয় ২১শে জুলাই। এর পরে মাসিক হয় ১৭ই আগস্ট তারিখে। এই মাসেও মাসিক হওয়ার নিয়মিত উপসর্গগুলো শুরু হয়ে গেছে; মাজার ব্যাথা, ঘুম বেড়ে যাওয়া, দুঃশ্চিন্তা। ইত্যাদি।

    বয় ফ্রেন্ডের সাথে দেখা হবার আগে থেকেই আমার পেটে মেদ জমেছিলো। কাছের মানুষরা বলতো পেটের মেদ কমানোর জন্য ব্যায়াম করা উচিত। এখনো বিয়ে শাদী হয়নি, পচা দেখায়। ইদানিং তাদেরই দু-একজন মাঝে মাঝে বলছে, “এই পেটটা এত বড় কেন? বাচ্চা হবে নাকি?” কথাটা শুনেই আমি ভয় পেতে শুরু করেছি।

    বয় ফ্রেন্ডের সাথে যা হয়েছিলো সেটা তো আপনার কাছ থেকেই জেনেছিলাম যে ওটা সহবাস হয়নি। তার উপরে, মাসিকও নিয়মিতই চলছে। মে মাস পর্যন্ত আমি যা-ও বা কিছু এক্সারসাইজ করতাম, এই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর সেরকম ব্যায়াম করা হচ্ছে না বললেই চলে। উল্লেখ্য, আমার ওজন এপ্রিল মে তেও ছিলো ৫১ থেকে ৫৪ কেজি। এখনো মেপে দেখেছি, ওজন ৫০-৫১ কেজি।

    মাঝে রোজার মাসে খুব ক্ষুধা বেড়ে গিয়েছিলো। ওজনও গড়ে ৫০-৫১ কেজি থাকছিলো বলে ডায়াবেটিস টেস্ট করাই। সেটা আবার আরেক কারণে। আমার কানে ইনফেকশন হয়েছিলো, সেজন্য ডাক্তারই টেস্ট করতে দেয়। সেখানে ডায়াবেটিস nil আসে।

    প্রেগনেন্সির আসল ও প্রধান লক্ষণ হলো, মাসিক বন্ধ হয়ে যাওয়া। তাই না? আমারতো বন্ধ হয়নি। তাই দ্বিধান্বিত! আমি কি আসলে প্রেগনেন্ট? নাকি আমার পেট অন্য কোন কারণে বেড়েছে বলে মনে হচ্ছে?
    সঠিক জবাব দিয়ে আমাকে দুঃশ্চিন্তামুক্ত করলে উপকৃত হই।

    Reply
    • Bangla Health

      April 23, 2013 at 1:44 am

      সরি উত্তর দিতে দেরী হলো। আশা করি এবার থেকে আমরা আবার নিয়মিত উত্তর দিতে পারবো।
      এমন সন্দেহ হলে বাজারে প্রেগন্যাসি টেস্ট করার স্টিক পাওয়া যায়। সেটা কিনে বাড়িতেই পরীক্ষা করে নেয়া যায়।

      Reply
  64. নীলা মহসীন

    September 13, 2012 at 1:20 am

    আমি এর আগেও ২রা জুন আপনার কাছে পরামর্শ চেয়েছিলাম। জবাবও পেয়েছি ৩রা জুন। তখন ঐ ঘটনার পর, মানে বয় ফ্রেন্ডের সাথে ১৮ই মে দেখা হবার পরে ১৫ই জুন আমার মাসিক হয়। এর পরের মাসে হয় ২১শে জুলাই। এর পরে মাসিক হয় ১৭ই আগস্ট তারিখে। এই মাসেও মাসিক হওয়ার নিয়মিত উপসর্গগুলো শুরু হয়ে গেছে; মাজার ব্যাথা, ঘুম বেড়ে যাওয়া, দুঃশ্চিন্তা। ইত্যাদি।

    বয় ফ্রেন্ডের সাথে দেখা হবার আগে থেকেই আমার পেটে মেদ জমেছিলো। কাছের মানুষরা বলতো পেটের মেদ কমানোর জন্য ব্যায়াম করা উচিত। এখনো বিয়ে শাদী হয়নি, পচা দেখায়। ইদানিং তাদেরই দু-একজন মাঝে মাঝে বলছে, “এই পেটটা এত বড় কেন? বাচ্চা হবে নাকি?” কথাটা শুনেই আমি ভয় পেতে শুরু করেছি।

    বয় ফ্রেন্ডের সাথে যা হয়েছিলো সেটা তো আপনার কাছ থেকেই জেনেছিলাম যে ওটা সহবাস হয়নি। তার উপরে, মাসিকও নিয়মিতই চলছে। মে মাস পর্যন্ত আমি যা-ও বা কিছু এক্সারসাইজ করতাম, এই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর সেরকম ব্যায়াম করা হচ্ছে না বললেই চলে। উল্লেখ্য, আমার ওজন এপ্রিল মে তেও ছিলো ৫১ থেকে ৫৪ কেজি। এখনো মেপে দেখেছি, ওজন ৫০-৫১ কেজি।

    মাঝে রোজার মাসে খুব ক্ষুধা বেড়ে গিয়েছিলো। ওজনও গড়ে ৫০-৫১ কেজি থাকছিলো বলে ডায়াবেটিস টেস্ট করাই। সেটা আবার আরেক কারণে। আমার কানে ইনফেকশন হয়েছিলো, সেজন্য ডাক্তারই টেস্ট করতে দেয়। সেখানে ডায়াবেটিস nil আসে।

    প্রেগনেন্সির আসল ও প্রধান লক্ষণ হলো, মাসিক বন্ধ হয়ে যাওয়া। তাই না? আমারতো বন্ধ হয়নি। তাই দ্বিধান্বিত! আমি কি আসলে প্রেগনেন্ট? নাকি আমার পেট অন্য কোন কারণে বেড়েছে বলে মনে হচ্ছে?
    সঠিক জবাব দিয়ে আমাকে দুঃশ্চিন্তামুক্ত করলে উপকৃত হই।

    দুই দিন পূর্বে মেসেজ দিয়েছিলাম। আজ পর্যন্ত শুধু দেখছি, “মন্তব্যটি বিবেচনাধীন আছে”। কবে পাবো জবাব?

    Reply
    • Bangla Health

      April 29, 2013 at 9:13 pm

      আপনার পেটে ফ্যাট জমেছে। প্রেগন্যান্ট নয়।

      Reply
  65. মারুফা হাসান

    September 13, 2012 at 4:36 pm

    amar husband er shathe sex korar shomoy amar jounangee Dukanor porpor e 1 munit er modde birjo out hoye jai, ete ami manoshik ashantitee vugchi, amader bia hoyeche 5 bochor, kromaye amar husband k sexless monee hosse, ami goto 3 tarikhe onek vabe try korechi husbander lingo strong korte but hoyni, ay condition a ami ki korte pari ? ans dile khub khusi hobo……….

    Reply
    • Bangla Health

      April 29, 2013 at 10:02 pm

      আগে উনার শারীরিক ফিট হতে বলুন। এতে নিয়মিত ব্যায়াম, ভালো খাওয়া দাওয়া এবং পর্যাপ্ত ঘুমের দরকার। এছাড়া মানসিক ভাবেও দুশ্চিন্তামুক্ত থাকা দরকার। শরীর আর মন ভালো থাকলে তারপর দেখুন কোন উন্নতি হয় কিনা।

      Reply
      • Sahirul sk

        February 25, 2020 at 5:06 pm

        Sir amar gf ar sathe condom charai sex korechi masik ar 2 din por but ota sampurno baire felechi….jodi doctor ar kache ..test koren ..tbe ki jante parben ,ami or sate sex korechi ki na ?r r koto din por chek korle seta doctor ar riport a dhora porbe na je ami sex korechi ?? Pla khub tara tari ans dile vol hy ..plz sir

  66. rony

    September 13, 2012 at 6:20 pm

    amar gf ar masik hoi 19 tarike safe priod kobe

    Reply
    • Bangla Health

      April 29, 2013 at 10:03 pm

      একটা সহজ হিসাব- মাসিক হওয়ার আগের ৯ দিন ও মাসিক হওয়ার পরের ৯ দিন সেফ। আরো সেফ করতে হিসাবটা ৭ দিনের রাখুন।

      Reply
  67. সব্যসাচী

    September 14, 2012 at 10:19 am

    স্ত্রীকে উত্তেজিত করার সময় বা মিলন করার আগে আমার /আমাদের ধোন থেকে পাতলা লালা বের হয় । এই সময় জননাঙ্গতে ধোন প্রবেশ করলে এই লালা ভিতরে ঢুকে যায় । কিন্তু বীর্য বেড়ানোর আগে বের করে নিই । দিয়ে বাইরে মাল ফেলি ।

    প্রশ্ন –
    ১। এই পাতলা লালাটি কি ?

    ২। এই লালাটি কি আমার স্ত্রীকে গভবতী করতে পারে ?

    ধনবাদ

    Reply
    • Bangla Health

      April 30, 2013 at 12:34 am

      এই লালা জননাঙ্গপথ পিচ্ছিল করতে কাজে লাগে।
      সম্ভাবনা খুবই ক্ষীণ।

      Reply
  68. রাজু

    September 14, 2012 at 11:52 pm

    amar wifer sex 1 shorbochco 1minit thake.ja ki kiss kortei chole jay.jokhon sex chole jay ar por amk r shojjo korte pare na.a khetre ki kora uchit.plz janaben…. Dhonnobad

    Reply
    • Bangla Health

      April 29, 2013 at 10:39 pm

      আপনারা দুজনেই কোন ডাক্তারের সাথে কথা বলুন। খোলাখুলি দুজনের সাথেই কথা না বললে আসল ব্যাপারটা ধরা যাবে না।

      Reply
  69. রুপা

    September 17, 2012 at 1:32 am

    এমন কোন মেডিসিন আছে যেটা খেলে মাসিক হয়??কারন আমার মাসিক নিয়মিত না.

    Reply
    • Bangla Health

      May 3, 2013 at 3:16 am

      ডাক্তার দেখাবেন।

      Reply
  70. তমা

    September 17, 2012 at 1:41 am

    মাসিক না হলে মাসিক হওয়ার জন্য কোন মেডিসিন আছে????pls tell me very urgent??

    Reply
    • Bangla Health

      May 3, 2013 at 3:16 am

      আগে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করানো উচিত।

      Reply
  71. SOMA

    September 17, 2012 at 11:30 pm

    ২১ আগস্ট মাসিক হলে ১১ সেপ্টেম্বের সহবাস হয়েছিলো ক*ন*ড*ম ছাড়া একবাড়।
    তখনই আইপীল খায়। এখন প্রেগন্যান্ট হবার কোন ভয় আছে কিনা?

    Reply
    • Bangla Health

      November 15, 2013 at 3:08 am

      সম্ভাবনা খুবই কম।

      Reply
  72. borsha

    September 24, 2012 at 5:42 pm

    সালাম,আমার বয়স 24 height 5.5”। আমার বিয়ে হয়েছে প্রায় 3yrs.এখন আমি এবং আমার husband baby নিতে চাই। আমার last period হয় 10th to 13th sep.এর পর থেকেই আম্রা try করছি. আমার খেত্রে কখন right time বলবেন কি? আমি বিভিন্ন site এ ovulation এর কথা পরেছি।এই সময়ে নাকি শরির এর বিভিন্ন পরিবরতন হয়, কিন্তু আমি কখনই পরিবরতন খেয়াল করি নি।is it normal? আমাদের সহবাস এর পর আমি জখন উথে দারাই তখন আমার জনিতে আমার husband r কিছু sperm থেকে জায়।এটি কি সাভাবিক? আবার গত ২/৩ দিন ধরে খুব ক্লান্ত লাগছে আর খুব ঘুম ঘুম লাগছে,এগুল কি pregnancy r symptoms নাকি তাও বুঝতে পারছি না।খুব চিন্তা হচ্ছে।please help me out..& thank u very much

    Reply
    • Bangla Health

      September 25, 2012 at 3:11 am

      ১০ তারিখে মাসিক হলে ২৩ থেকে ২৭ তারিখ সময়টা আপনার জন্য উর্বর সময়। বাচ্চা না এলে এরপর মাসিক শুরুর দিন থেকে গননা করে ১৩ থেকে ১৭ তম দিন পর্যন্ত চেষ্টা করবেন।
      প্রেগন্যান্ট হলেও এত তাড়াতাড়ি বুঝতে পারবেন না। ক্লান্তি আর ঘুম শারীরিক দূর্বলতা থেকে হতে পারে।

      Reply
  73. Love & me

    October 1, 2012 at 12:14 pm

    Abortion করার কোন tablet আছে কি?
    এর detail জানাবেন?

    Reply
    • Bangla Health

      October 13, 2012 at 12:47 am

      এভাবে নয়। ডাক্তারের সাথে যোগাযোগ করে যা করার করবেন।

      Reply
  74. JAN

    October 2, 2012 at 11:41 pm

    আমার বয়স ২০এবং আমারGFএর বয়স ১৮ ওর মাসিক হয়েছিল ২০সেপ্টেম্বর এবং আমি ওর সাথে ২৬ তারিখে মিলিত হয়েছিলাম|আমি বীর্যপাত বাহিরে করছিলাম।কিন্তু বীর্য আমার লিঙ্গে লেগে গিয়েছিল।আমি সেটা কাপড় দিয়ে মুছে আবার জননাঙ্গতে প্রবেশ করাই এতে করে কি গর্ভবতী হবার সম্ভাবনা থাকে

    Reply
    • Bangla Health

      October 3, 2012 at 5:23 am

      কাপড়ে মুছলেও সম্পূর্ণ পরিস্কার হয় না। তবে সময়ের দিকে দিয়ে ওটা নিরাপদ সময় ছিল ধরা যায়। তাই গর্ভবতী হওয়ার সম্ভাবনা কম।

      Reply
  75. JAN

    October 3, 2012 at 8:54 am

    তাহলে ওকি pregnent হবে ভাইয়া দয়া করে জানান।আমি ওর সাথে বিভিন্ন স্টাইলে সেক্স করতে চাই কিন্তু ওর নাকি ভয় লাগে এখন কি করব

    Reply
    • Bangla Health

      October 4, 2012 at 2:08 am

      প্রেগন্যান্ট হওয়ার সম্বাবনা কম।
      ভয় ধীরে ধীরে দূর হবে।

      Reply
  76. JAN

    October 4, 2012 at 7:39 am

    স্যার ওটা তো নিরাপদ সময়ের মাঝে পড়ে তাহলে আবার বললেন সম্ভাবনা কম।যদি গর্ভবতি হয় তাহলে কি লক্ষন দেখা দিবে।এবং কিভাবে ও কতদিনের মধ্যে গর্ভপাত করালে ভাল হয় দয়া করে জানাবেন

    Reply
    • Bangla Health

      October 4, 2012 at 10:52 pm

      ১০০% নিরাপদ সময় বলে কোন ব্যাপার নাই। মাসিকের সময় মিলিত হলেও অনেকের বাচ্চা এসে যাওয়ার রেকর্ড আছে।
      মাসিক বন্ধ হয়ে গেলে প্রেগন্যান্সি টেস্ট করাবেন। ফলাফল পজেটিভ হলে ডাক্তারের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেবেন।

      Reply
  77. রাফি

    October 5, 2012 at 3:03 am

    প্রথমে আমার সালাম নিবেন
    আমার একটা প্রশ্ন হল
    সহবাসের সময় যদি স্ত্রীর স্তন থেকে দুধ স্বামীর পেটে চলে যায় (স্বামী যদি গিলে ফেলে) তাহলে কোন সমস্যা হয় কিনা বা পরবর্তীতে হবে কিনা।

    Reply
    • Bangla Health

      October 6, 2012 at 1:33 am

      না।

      Reply
  78. কনা

    October 6, 2012 at 10:41 pm

    আমার বয়স ২৪ বছর এবং আমার মাসিক হয় ২ অক্টোবর এবং আমার সঙ্গির সাথে সেক্স হয় ৪ অক্টোবর এখন আমার বুঝতে পারছি না আমার প্রেগনেন্সি এর সম্ভবনা আছে কিনা!আমার পিল খাওয়ার সময় ইতিমধ্যে অতিক্রম হয়ে গেছে।নিরাপদ সময়টুকু আমাকে জানালে উপকৃত হব।

    Reply
    • Bangla Health

      October 13, 2012 at 12:11 am

      ২ তারিখে মাসিক শুরু নাকি শেষ হয়েছিল?

      Reply
    • tangilaafrin

      September 10, 2015 at 11:44 pm

      balo shomoy konta bolbenki.ami baby nitay chacci

      Reply
  79. মাহবুব আলম

    October 7, 2012 at 3:16 pm

    আপনার লেখাটি পড়ে খুব ভাল লাগল।

    Reply
  80. tas

    December 21, 2012 at 8:49 pm

    সাত মাস আগে আমার ম্রিত বাবু হয়। আমরা এখন আবার বাবু নিতে চাই। গত মাসিকের পর থেকে চেষ্টা করছি. শেষ মাসিক হয় নভেমবর ২২। আমার এখন বাবু নেয়ায় কোনো রিসক আছে কি? আজ ডিসেমবর ২১। আজ টেসট কোরলে কি পোসিটিভ / নেগেটিভ রিপোরট আসবে?

    Reply
    • Bangla Health

      December 28, 2012 at 4:52 am

      কোন রিস্ক নেই। তবে আগে দেখুন মাসিক বন্ধ হয়েছে কিনা। উর্বর সময়ে অবশ্যই মিলিত হয়ে চেষ্টা করবেন।

      Reply
  81. suma

    December 24, 2012 at 10:11 pm

    long time sex korar jonno bazara ke ke medicin pawa jai?janala khushi hobo…..

    Reply
    • Bangla Health

      December 28, 2012 at 4:01 am

      ভায়াগ্রা জাতীয় ঔষধ। তবে আগে ডাক্তারের সাথে পরামর্শ করবেন।

      Reply
  82. tanvir

    December 25, 2012 at 4:06 am

    একজন মেয়ে তার জনি পথ ৩/৪ বসর সেক্স করার পর কতদিন সেক্স করা বন্ধ রাখলে আগের অবস্থায় ফিরে আসবে।আর ছেলেদের লিংগ এর মাপ আনুজায়ি কি মায়েদের জনি পথ বড় হতে থাকে।যদি বড় হয়ে থাকে তাহলে কতদিন সেক্স করা বন্ধ রাখলে আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে???দয়া করে বলবেন কি?

    Reply
    • Bangla Health

      December 28, 2012 at 3:58 am

      হ্যাঁ বড় হতে পারে। মোটামুটি ২/৩ সপ্তাহেই আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে আরেকটু বেশি।

      Reply
  83. riad

    December 26, 2012 at 12:31 am

    MASIK JODI 18 TARIK HOI. SEX KORAR SOTIK TIME KOKONNNNNNNNNN.KOTO DIN PORRRRRRRRRR

    Reply
    • Bangla Health

      December 28, 2012 at 3:53 am

      মাসিক শুরু হওয়ার আগের ৯ দিন এবং শুরু হওয়ার দিন থেকে পরের ৯ দিন মোটামুটি নিরাপদ সময়।

      Reply
  84. শপন

    December 27, 2012 at 9:22 am

    স্যার আমি আমার উত্তর এখনো পায়নাই দয়া করে বলুন ধন্যবাদ ।

    Reply
    • Bangla Health

      December 28, 2012 at 2:02 am

      আমরা উত্তর দিতে শুরু করেছি। দয়াকরে একটু ধৈর্য ধরুন।

      Reply
  85. bnhgf

    February 26, 2013 at 11:29 pm

    sex korar por jodi jouni mukha mal fela hoi tahole ki sontan hoite pare?masiker 12 din por

    Reply
    • Bangla Health

      February 27, 2013 at 3:37 am

      সম্ভাবনা কম।
      [দয়া করে বাংলায় টাইপ করুন।]

      Reply
  86. help boy

    April 24, 2013 at 5:09 pm

    /কখঅন মিলন করার সতিক সময়/জখন বাচ্চা হয় না

    Reply
    • Bangla Health

      April 28, 2013 at 2:14 am

      এই লেখাটি পড়ুন।

      Reply
  87. রিয়াদ

    April 28, 2013 at 12:05 am

    গত ২৬/১০/২০১২ তারিখে আমি আমার প্রেমিকার সাথে সেক্স করি কন্দম ছাড়া। ঐদিন আমার প্রেমিকার মাসিকের ৬ষ্ঠ দিন চলছিলো। বাইরে বির্যপাত করি। এরপর ২৯/১২/২০১২ তারিখে ওর মাসিক হয়। কিন্তু তারপর আর মাসিক হয়নি। এর মাঝে ২ বার প্রেগনেন্সি কিট দিয়ে পরীক্ষা করা হয়েছে এবং ২ বার ই ফলাফল নেগেটিভ হয়েছে। ২৬/১০/২০১২ তারিখের পর আর আমরা সেক্স করিনি। আমার প্রেমিকার প্রেগনেন্ট হবার সম্ভাবনা কতখানি???? জানালে খুব ভালো হত…

    Reply
    • Bangla Health

      April 28, 2013 at 12:26 am

      সম্ভাবনা নাই বললেই চলে।
      এই বছর কী আর মাসিক হয় নাই? বয়স কত?

      Reply
  88. rk

    April 28, 2013 at 8:07 am

    আমাদের বিয়ে হয়েসে ৫ বছর আমরা এখন বাচ্চা নিতে চাই।অনেক দিন চেষ্টা করসি কিন্তু ভাল কোন ফল পাচ্ছি না।আমাদের সব টেস্ট করা হয়েসে দুজনার কন সমস্যা অ নেই।জানাবেন দয়াকরে

    Reply
    • Bangla Health

      April 28, 2013 at 9:41 am

      মাসিক শুরুর দিন থেকে হিসাব করে ১৩ থেকে ১৭তম দিন পর্যন্ত চেষ্টা করবেন। মিশনারি পদ্ধতিতে বীর্যপাত ঘটিয়ে ওভাবেই কিছুক্ষণ শুয়ে থাকবেন। লিঙ্গ সাথে সাথে বের করবেন না।

      Reply
      • Nirob

        May 8, 2013 at 12:45 am

        কনডোম ববহার না করলে কী কনো সমসসা হয়।

      • Bangla Health

        May 9, 2013 at 4:46 am

        আগে জানতে হবে আপনি কার সাথে সেক্স করছেন, কী জন্য করছেন।
        বাচ্চা নিতে না চাইলে ক*ন*ড*ম একটা প্রটেকশন হিসাবে কাজ করে। আবার অনেক রোগ-জীবনুর হাত থেকে রক্ষা করে।

  89. Help me

    April 28, 2013 at 10:48 am

    স্যার আমার বয়স ২১ আর আমার GF বয়স ১৮। আমার GF মাসিক হয় ২৮ তারিখ।আমি ওর সাথে সেক্স করি ১২ তারিখ । ও কি Pregnency হতে পারে। আর Pregnency হলে কি করবো।

    Reply
    • Bangla Health

      April 29, 2013 at 9:00 pm

      হিসাবে দেখা যাচ্ছে ঐ সময়টা উর্বর সময় ছিল। প্রোটেকশন না নিলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভবনা খুবই বেশী। ৭২ ঘন্টার মধ্যে ইমার্জেন্সি পিল খাওয়ালে অনেক সময় কাজে দেয়। তবে এখন অনেক দেরী হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করিয়ে তারপর ব্যবস্থা নেবেন।

      Reply
  90. raj

    April 29, 2013 at 7:08 pm

    condom দিয়ে মিলন করলে কি বাচ্চা হবে না?

    Reply
    • Bangla Health

      April 29, 2013 at 9:05 pm

      ৯৭% না হওয়ার গ্যারান্টি।

      Reply
  91. raj

    April 29, 2013 at 7:10 pm

    কি tablet খওয়ে মিলন করলে pegnent হবে না?

    Reply
    • Bangla Health

      April 29, 2013 at 9:04 pm

      এভাবে হঠাত করে পিল খাওয়ালে হবে না। জন্মনিয়ন্ত্রণ বড়ি কাজ করতে একটু সময় নেন। তাই আগে থেকেই খেয়ে আসতে হয়। আর কার জন্য কোন বড়ি মানানসই হবে, সেটা ডাক্তার দেখিয়ে ঠিক করা উচিত।
      আর পিল না খেতে চাইলে ক*ন*ড*ম ব্যবহার করাই ভালো।

      Reply
  92. Rascale

    May 3, 2013 at 3:54 am

    আমার বয়স ২২। আ‍মার সেক্স অ‍‍‍নেক বেশি… আমি কো‍নো জেনা করতে চাই না। কিন্তু সেক্স কমানোর কোনো সমাধান আ‍‍ছে কি।

    Reply
    • Bangla Health

      May 4, 2013 at 12:01 am

      মাঝে মাঝে হস্তমৈথুন করতে পারেন। সবচেয়ে ভাল হয় নিজেকে কন্ট্রোল করতে পারলে। সেজন্য ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে।

      Reply
  93. Rascale

    May 3, 2013 at 4:02 am

    ১.একটা মে‍‍য়কে েপূণাঙ্গ মজা দি‍‍ত েকি কি কর‍‍ণয়ি???
    ২. সেক্স এর ঔষধ খেল েকো‍নাে বিপ‍রীত প্রতিি‍ক্রয়া আ‍ছে‍‍‍ কি?? এর ফ‍‍ল েকি কি ক্ষ‍তি‍‍ হ‍তে পারে?

    Reply
    • Bangla Health

      May 4, 2013 at 12:01 am

      ১. কামসূত্র সম্পর্কে ভালো ধারণা।
      ২. হ্যাঁ আছে। কিছু দিন পর সেক্স একেবারেই কমে যাওয়া ছাড়াও শরীরে আরো অনেক সমস্যা দেখা দিতে পারে।

      Reply
  94. emon

    May 3, 2013 at 10:55 pm

    ami emon,amar gf ar masik 27 date a hobar kotha chilo but hoi ni.akhone ki korbo

    Reply
    • Bangla Health

      May 3, 2013 at 11:48 pm

      বয়স উচ্চতা ওজন কত? আগেও কী এমন অনিয়মিত হয়ছে? সেক্সুয়ালী একটিভ?

      Reply
      • alif

        June 16, 2019 at 10:50 am

        amr gf er last month a 8 tarikh a masik hoicilo but a month a or akono hoini aj 12 din besi olpo olpo kore hcce….. 10 tarikh a amra sex korci tahole ki kno pbm?

      • Bangla Health

        June 25, 2019 at 10:11 pm

        মাসিক হলে বুঝতে হবে যে প্রেগন্যান্ট নয়। সমস্যা নেই। তবে নিয়মিত মাসিক কেন হচ্ছে না, সেজন্য ডাক্তার দেখাতে পারেন।

  95. আকাশ

    May 9, 2013 at 10:20 am

    স্যার আমরা বাচ্চা নিতে চাচ্ছি। আমার স্ত্রী পিরিয়ড হয় সাধারনত 25-26 তারিখে (গত 3 মাস যাবত)। প্রেগন্যান্ট হতে চাইলে উপযুক্ত সম্ভাব্য সময় কবে হতে পারে?

    Reply
    • Bangla Health

      May 11, 2013 at 3:49 am

      সাধারণত মাসিক হয় ২৮-২৯ দিন পরপর। তাই এভাবে মাসের তারিখ হিসাব করলে পরের মাসে মিলবে না।
      মাসিক হওয়ার দিন থেকে গননা শুরু করবেন। ১৩ থেকে ১৭ তম দিন পর্যন্ত বাচ্চা নেয়ার সবচেয়ে ভালো সময়। এই সময়ে উর্বরতা সর্বোচ্চ পর্যায়ে থাকে।

      Reply
  96. umar Faruke

    September 1, 2013 at 7:09 pm

    1.সতিচ্ছেদ একবার ফাটার পরকি আবার জোরা লাগে?
    2.সেক্স করা *যৌ*ন*ি কি আবার কুমারিত্ত অবস্হায় আসতে পারে?

    Reply
    • Bangla Health

      September 5, 2013 at 3:04 am

      ১. বেশির ভাগ সময় হয় না।
      ২. এটাও বেশির ভাগ সময় ফিরে আসে না।

      Reply
  97. umar Faruke

    September 1, 2013 at 7:17 pm

    2/4 দিন সেক্স করার পরকি আবার রক্তপাত হতে পারে ?
    অনুগ্রহ করে বলবেন,,,

    Reply
    • Bangla Health

      September 5, 2013 at 3:15 am

      হ্যাঁ, সে সম্ভাবনা থাকতে পারে।

      Reply
  98. saif

    September 3, 2013 at 9:48 pm

    sir, আমার GF মাসিক হয় 13.08.13 তারিখ।আমি ওর সাথে সেক্স করি 02.09.13 তারিখ।আমি ওকে জন্ম বিরতিকরন i-pill খাইয়েছি । ও কি Pregnency হতে পারে । Plz taratari ansta dile onk opokrito hobo onk manushik chape asi 2jone plz help help me ans. ta den na hole tho mone hosse problem e pore jabo plz help kren naki dr. dekabo….plz

    Reply
    • Bangla Health

      September 4, 2013 at 11:34 pm

      তখন সবচেয়ে উর্বর সময়টা পার হয়ে গেলেও রিস্ক ছিল। ইমার্জেন্সি পিল খাওয়ালে রিক্স কমে যাবে।
      বীর্য কি ভিতরে ফেলেছিলেন নাকি বাইরে?

      Reply
  99. nil733101

    September 5, 2013 at 1:40 am

    আমি কনডোম পরে স্ত্রী-র জননাঙ্গতে লিঙ্গ প্রবেশ করি।কিন্তু বীর্য পাত জননাঙ্গতে করি না। কিছুক্ষন আনন্দ উপভোগ করে জননাঙ্গ থেকে লিঙ্গ বাইরে বের করে তার পর জননাঙ্গর বাইরে কনডোম এর মধ্যে হাত দিয়ে বীর্য বের করি। এই ভাবে সেক্স করলে প্রেগনেন্ট হবার সম্ভবনা আছে কি? অনুগ্রহ করে তারাতাড়ি জানান।

    Reply
    • Bangla Health

      September 5, 2013 at 3:33 am

      না, একেবারেই নেই।

      Reply
  100. nil733101

    September 5, 2013 at 9:39 am

    ৪-৫ মাস ধরে আমার স্ত্রী-র মাসিক ৭ তারিখ নাগাদ শুরু হচ্ছে এবং ৫-৬ দিন ধরে হচ্ছে। তাহলে আমাদের জন্য মিলনের নিরাপদ সময় কোনটা? অনুগ্রহ করে তারাতাড়ি জানান।

    Reply
    • Bangla Health

      September 7, 2013 at 2:53 am

      যেদিন শুরু হবে, তার আগের ৯ দিন এবং পরের ৯ দিন।

      Reply
  101. Sad

    September 6, 2013 at 5:23 pm

    স্যার আমার বয়স ১৮ আমার গার্লফ্রেন্ডের ও ১৮। ওর মাসিক হওয়ার ৯ দিনের মাথায় আমাদের মিলন হয় তবে প্রথমত ক*ন*ড*ম ছাড়া করলেও কোনো বীর্যপাত হয়নি । এখন ওর মাসিক ডেট ৩ দিন পার হলেও মাসিক হচ্ছে না। কোন সমস্য ?

    Reply
    • Bangla Health

      September 7, 2013 at 12:41 am

      বীর্যপাত না হলে তো ভয়ের কিছু নেই। তবে অনেক সময় মাসিকের সময় আগেপিছে চলে যেতে পারে। আপাতত কোন প্রকার দুশ্চিন্তা না করার জন্য বলবেন।

      Reply
  102. সময়ের প্রয়োজনে

    October 16, 2013 at 10:21 pm

    নিরাপদ সময় কোনটি ? প্রিওড শুরু থেকে ৯ দিন পর্যন্ত নাকি প্রিওড শেষ হবার পর থেকে ৯ দিন পর্যন্ত ? ধরুন কারো প্রিওড ১ তারিখে শুরু হয়েছে আর ৩ তারিখে শেষ হয়েছে তবে কোন তারিখ সমূহে সেক্স করলে প্রেগ্নেন্ট হবার সম্ভাবনা নেই ?

    Reply
    • Bangla Health

      October 18, 2013 at 5:12 am

      পিরিয়ড শুরুর আগের ৯ দিন, এবং শুরুর পরের ৯দিন নিরাপদ। এখানে ৩০ দিনের মাস ধরলে আগের মাসের ২১ থেকে ৩০ এবং এ মাসের ১ থেকে ৯ নিরাপদ।

      Reply
  103. sabbir

    October 17, 2013 at 10:30 pm

    আমার বয়স ২১। আমি গতকাল ১১-১২ বছরের একটা মেয়ের সাখে sex করি।এবং তার জননাঙ্গর মুখে মাল ফেলি।এই মেয়েটির কী গর্ভবতি হওয়ার সম্ভাবনা আছে? যদি থাকে তাহলে কী করবো plgease একটু kindly জানালে ভলোহয়।উল্লেখ্য; আমার জানামতে তার এখনো মাসিক হয়নি।

    Reply
    • Bangla Health

      October 18, 2013 at 5:05 am

      গর্ভবতী হওয়ার সম্ভাবনা খুব কম, তবে আপনি ২১ বছরের হলে ১৮ বছরের নীচে কোন মেয়ের সাথে সেক্স করলে সেটা ধর্ষণ বলে বিবেচিত হবে। এক্ষেত্রে আপনি ধর্ষণ করেছেন।

      Reply
  104. হায়দার

    November 13, 2013 at 10:12 pm

    মাসিক শুরুর কত দিন পর সন্তান নেবার সঠিক সময়

    Reply
    • Bangla Health

      November 15, 2013 at 2:30 am

      ১৩ থেকে ১৭।

      Reply
  105. রানা

    November 17, 2013 at 4:08 pm

    ভাই আমি আমার স্ত্রী সহবাস করলে ,আমার বিজ্র আমার স্ত্রীর organs vaginar ভিতর থাকেনা ,তাহলে কি আমার স্ত্রীর সন্তান সম্ভবনা নাই ? মাসিকের আগে আর পিছে সময় চাস্টা করে দেকেছি ।কোনো সময় ধরে রক্তে পারেনি ।দ আয় করে বলবেন কি ।

    Reply
    • Bangla Health

      November 18, 2013 at 10:57 am

      আপনার লিঙ্গ কতটুকু। মিশনারী পজিশনে অর্থাৎ স্ত্রীকে নিচে রেখে বীর্যপাত করবেন। আর বীর্যপাতের পর কিছুক্ষণ ওভাবে শুয়ে থাকবেন দুজনেই।

      Reply
  106. ochena

    November 18, 2013 at 1:29 am

    আমার ওয়াইফের ১৯ অক্টোবর পিরিয়ড শুরু হয়… এরপর গত ১২ নভেম্বর কোন প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়া মিলন হয়…… কিন্তু তার পর দিন থেকে তার সাদাস্রাব যাচ্ছে…। অনেক বেশি। আজ প্রায় ৫দিন হল… । সে কি কন্সিভ করলো… নাকি অন্ন কোন সমস্যা?? জানালে উপকার পাব

    Reply
    • Bangla Health

      November 18, 2013 at 11:00 am

      এই সময়ে কন্সিভ করার কথা নয়। দু-একদিনের মধ্যেই পিরিয়ড শুরু হবার কথা। হয়তো সে জন্যই হচ্ছে।

      Reply
  107. William

    December 5, 2013 at 2:20 pm

    আমি উর্বর সময়ে আমার স্ত্রীর সাথে মিলন করেছি। তবে তা সপ্তাহের ১দিন মাত্র, তবে উক্ত দিনে ৪ বার দৈহিক মিলন করেছি আমরা। তবে তার পিরিয়ড হচ্ছে। অর্থাৎ আমার স্ত্রী গর্ভধারণ করে নাই। আমার প্রশ্ন কেন গর্ভধারণ করেনি এবং কোন্ ধরণের সমস্যা আছে বলে আপনি মনে করেন। আমার স্ত্রী কি তাহলে নিজে ইচ্ছা করেই গর্ভধারণ না করতে অন্যকোন পদ্ধতি অবলম্বন করছে। আমি কি ডাক্তারী কোন সহোযোগীতা নিব। প্লিজ উওর দিবেন এমত অবস্খয় আমি কি করতে পারি।

    Reply
    • Bangla Health

      December 5, 2013 at 10:03 pm

      স্ত্রীকে জিজ্ঞেস করতে দেখতে পারেন তিনি কোন পদ্ধতি অবলম্বন করেছেন কিনা। আর সবসময় যে হবেই, এমন কোন কথা নেই। বাচ্চা নিতে চাইলে সেভাবে মিলিত হবে, যদি না হয়- তখন ডাক্তার দেখাবেন।

      Reply
  108. ink

    September 10, 2015 at 12:06 am

    Gorvopat hor lokhon ke

    Reply
  109. Story Kotha

    September 10, 2015 at 5:15 pm

    প্রশ ঃ সেক্স করার আগে আমাদের ধোন থেকে এক ধরনের লালা বের হয় সেক্স করলে এই লালাটি যৈনির মধে প্রবেশ করে ? কিনতু বীয্ ফেলি না বীয বারে ফেলি । এই লালাটি কি গভবতী করাতে পারে ।?
    আর তারপরেও সাবধানের জন্য যদি পিল খাওয়ায় মাত্র একবার,,তাহলে কি কোন সমস্যা হবে? আর একটা পিল এর সাজেশন দিবেন,,?আমি একবার ওই পিল ব্যাবহার করতে চাই,,,, আর যদি আমার বির্য ও খাই তাহলে কি গর্ভবতী হওয়ার সম্ভবনা আছে?

    Reply
    • Ayaat

      January 15, 2019 at 10:34 pm

      আমি মাসিক শেষ হওয়ার ২দিন এর ভিতর আমার সঙ্গীর সাথে সেক্স করি .. কোনো প্রটেকশন ছাড়া ই কিন্তু ওনি কোনো বীর্য ছেড়ে নি
      তবে এক সপ্তাহ পর আমার হঠাৎ বমি বমি ভাব হচ্ছে তাহলে কি আমি প্রেগন্যান্ট??

      Reply
  110. tangilaafrin

    September 11, 2015 at 12:05 am

    amer kano tol pat batha kory bojtay parchina plz janan

    Reply
  111. tangilaafrin

    September 11, 2015 at 12:09 am

    baby naower orbor shomoy konta bolbenki.amer 24 August mense hoycay akhon baby naower shomoy konta bolbenki.plz solve

    Reply
  112. Rajib Malakar

    September 20, 2015 at 11:45 am

    ¢f¢sJX
    Qm¡ L¡¢me k¢c ­k¡¢el ­ia­l ¢hkÑ ­gm¡ qu a¡q­m ¢L NiÑh¢a qh¡l Le pñhe¡ B­R?

    Reply
  113. NAZMUL

    May 20, 2017 at 2:05 am

    Ami bangla liktha pari na tai sorry.
    Ami masik ar 2 din aga sex kori amr wife ar satha r sa pregnant hoi.pora ami operation kori.
    Ata ki possibale?
    Masik ar 2 din aga pregnant hoa ki somvov?

    Reply
    • Bangla Health

      May 26, 2017 at 12:07 am

      সাধারণত সম্ভব না। সেক্স করার পরে যদি মাসিক হয়, তার মানেই হলো যে প্রেগন্যান্ট নয়। হয়তো অন্য সময়ে হয়েছে।

      Reply
  114. rakhi

    May 27, 2017 at 6:24 pm

    ami amr boy frnd er sathe 24/05/17 dy te sex korechi..but amr masik goto 17/04/17 dy te hoiyechilo..
    amr age 20 ..amr ki pagnent howar sombovana ache …
    plz sir ans me…early

    Reply
  115. jasmin

    May 27, 2017 at 6:31 pm

    ami amr boy frnd er sathe 24/05/17 dy te sex korechi .amr goto mase masik hoise 17/04/17te but ekhono hoche na 1month hoiye gese..amr ki pegnant hower sombova na ache ki ..sir plz ans me early

    Reply
  116. বিলকিছ

    May 27, 2017 at 9:35 pm

    আমি আমার বইফ্রেন্ড এর সাথে ২৪/০৫/১৭ শারিরীক সম্পর্ক করেছি,,কিন্তু আমার মাসিক গত ১৭/০৪/১৭ তারিখে হয়েছে,,, আমার কি কোন পেগনেন্ট হত্তয়ার সম্ভবনা রয়েছে কি না। আমার বয়স ২০। আর যদি হয়ে থাকে তাহলে কি করা যায়।

    Reply
    • Bangla Health

      May 29, 2017 at 9:24 am

      আপনার সময়টা নিরাপদ ধরা যায়। এর আগেও আপনার মাসিক অনিয়মিত হয়েছে কি না?

      Reply
  117. বিলকিছ

    May 27, 2017 at 9:37 pm

    আমি আমার বইফ্রেন্ড এর সাথে ২৪/০৫/১৭ শারিরীক সম্পর্ক করেছি,,কিন্তু আমার মাসিক গত ১৭/০৪/১৭ তারিখে হয়েছে,,, আমার কি কোন পেগনেন্ট হত্তয়ার সম্ভবনা রয়েছে কি না। আমার বয়স ২০। আর যদি হয়ে থাকে তাহলে কি করা যায়।

    Reply
  118. তানজীম

    June 11, 2017 at 11:09 am

    মাসিক হলে কত দিন ধরে রক্ত যায়? এ সময় আমাদের মিলন করার ইচ্ছা হলে কী করবো?

    Reply
    • Bangla Health

      June 17, 2017 at 1:18 am

      দিনের ঠিক নেই। নির্দিষ্ট কোনো সময় নেই।
      দুজনেরই মিলনের ইচ্ছা হলে মিলিত হতে পারেন, কোনো সমস্যা নেই।

      Reply
  119. জিয়া

    July 4, 2017 at 9:35 am

    ami ki masik colar somoy sex korle bacca hobe?

    Reply
    • Bangla Health

      July 13, 2017 at 11:15 pm

      না। এইটা সাধারণত পুরোপুরি নিরাপদ সময়।

      Reply
  120. imran

    October 16, 2017 at 12:01 pm

    আমমি নতুন বিয়ে করেছি। আমারা মিলন করার কয়েকদিন পর মাসিক হওয়ার সময় ছিলো গতো ৭ তারিখ মাসিকের সময় ছিলো।কিন্তু হয়নি আমরা এখন বাচ্ছা নিতে সক্ষম নই। মাসিক বন্ধ হওয়ার পর আমার স্ত্রীকে তিন ধরণের বড়ি দেই *যৌ*ন*িতে।।।তারপর দেখা গেলো একদিন রক্তের টুকরা গেছে আর যাই নি বিষয়টা নিয়ে চিন্তিত।। এখন কি করতে পারি।

    Reply
    • Bangla Health

      October 18, 2017 at 9:25 am

      মাসিক শুরুর কতদিন আগে মিলিত হয়েছিলেন?
      এখনই ঠিক করে বলা যাচ্ছে না। তবে মনে হয় আপনাদের ভয়ের কিছু নেই।
      বাচ্চা নিতে না চাইলে অবশ্যই প্রোটেকশন ব্যবহার করবেন।

      Reply
  121. পয়সাল

    November 18, 2017 at 6:33 pm

    আমার স্ত্রৈণ ৭দিনের কনসেপ্ট, কিন্তু আমরা পরে সিধ্যান্ত নিয়েছি বাচ্ছা এখন নিবনা কনসেপ্ট টি নস্ট করব, আমার প্রশ্ন হচ্ছে পরবর্তী তে বাচ্ছা নিতে কি কোন সমস্যায় সম্মোকিন হতে হবে?

    Reply
    • Bangla Health

      November 22, 2017 at 12:11 am

      এটা ডাক্তার পরীক্ষা করে বলতে পারবেন। তবে আজকাল পদ্ধতি অনেক উন্নত। সাধারণত কোনো সমস্যা হয় না। তাই গ্রাম্য পদ্ধতি এড়িয়ে আধুনিক পদ্ধতিতে করাবেন।

      Reply
      • Tanjim

        December 15, 2017 at 8:05 pm

        আমি আমার গার্লফ্রেন্ডের সাথে একদিনের জন্য সেক্স করতে চাই বা মিলন করতে চাই।কিন্তু বাচ্চা ধারন যাতে না হয় সেই পদ্ধতিটা যদি বলতেন যে কোন দিন করলে বাচ্চা ধারন হবেনা।আমার বয়স ১৮ আর ফ্রেন্ডের বয়স ১৭।

      • Bangla Health

        December 24, 2017 at 11:16 pm

        সাধারণত পিরিয়ড শুরু হওয়ার আগের সপ্তাহ এবং শুরু হওয়ার দিন থেকে শুরু করে পরের এক সপ্তাহ- এই ১৪দিন মোটামুটি নিরাপদ। তবে একেবারেই বাচ্চা নিতে না চাইলে কোনো প্রটেকশন ব্যবহার করাই ভালো।

      • Riead

        January 23, 2018 at 8:46 am

        amr gf er 16 tarik a period suru hoy, tar period niyomito hoy 7 din thake, ai month a 16 tarik a period hoy ne tai oi din (16 tarik a) sex koreci, tar all body te khub batha hoyese,, asa korcilam j 17,18 ba 19 tarik thake period suru hobe,,, kintu 19 tarik sokale 1 bar period hoyese aj 23 tarik holo akhono r period hosse na,, khub tension hosse, pregnant hobar ki kono somvabona ase,, r jodi somvabona thake tahole ki ki kora uchit, aktu tara tari answer dan please.

      • Bangla Health

        February 11, 2018 at 5:16 am

        প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা খুবই কম।

  122. MOBARAK

    January 28, 2018 at 4:05 pm

    আমার স্ত্রী এর মাসিক শুরু হয়ছে ১২:০১:২০১৮ তে, আমরা সেক্স করছি (১৮-২০) তারিখ, এর পর আবার সেক্স করছি ২৫ তারিখ রাত্রে আর ২৬ তারিখ দিনে ও রাত্রে ২৬:০১:২০১৮ তে ওর তলপেটে সন্ধ্যার দিকে ব্যাথা হয় এবং খাবারে অরুচি দেখা দেয়, এতে কি আমার স্ত্রী প্রেগন্যান্ট কিনা বুঝা যাবে

    Reply
    • Bangla Health

      February 11, 2018 at 7:44 am

      ২৫ তারিখটা নিরাপদ সময় ছিল না। যদি প্রোটেকশন না নিয়ে থাকেন তাহলে প্রেগন্যান্ট কি না সেটা এই মাসের পিরিয়ড মিস হলে পরীক্ষা করে দেখতে হবে। আর সেক্সের পর পরে ব্যথা খুব একটা অস্বাভাবিক নয়, তবে এটা দিয়ে প্রেগন্যান্সির কিছু বোঝা যাবে না।

      Reply
  123. বাপ্পী

    January 31, 2018 at 12:58 am

    বেশ কিছু তথ্য জানতে পারলাম। জানিনা কখনো কাজে আসবে কিনা। তারপরেও জেনে রাখা ভালো।
    ধন্যবাদ Bangla Health এর সংশ্লিষ্ট সকল কে।

    Reply
    • Bangla Health

      February 11, 2018 at 8:04 am

      আপনাদের উপকার হলেই আমাদের কাজ সার্থক হবে।

      Reply
  124. Tanjim

    June 30, 2018 at 2:50 am

    আমি আমার gf এর সাথে আজকে রাত ১ টা ৩০ মিনিটের দিকে একবার মিলন করছি প্রোটেকশন ছারা।তার মাসিকের ঠিক নেই এখন সে কি একবারেই প্রেগনেন্ট হবে?যদি হয় তবে না হয় এমন কোনো ঔষধ আাছে বলুন????

    Reply
  125. Tanjim

    June 30, 2018 at 2:53 am

    আমি আমার gf এর সাথে আজকে রাত ১ টা ৩০ মিনিটের দিকে একবার মিলন করছি প্রোটেকশন ছারা,আমার gf এর বয়স ১৭ বছর।তার মাসিকের ঠিক নেই এখন সে কি একবারেই প্রেগনেন্ট হবে?যদি হয় তবে না হয় এমন কোনো ঔষধ আাছে বলুন????

    Reply
  126. Saha

    November 19, 2018 at 10:56 pm

    Ami 25th october period er date chilo kintu seta na hoye 14th November period kalo kalo chibre moto porchilo tai ami urin test kore dekhlam result positive kintu akhono kalo kalo chibre porche ami bibahito abong baby nite chai amar akhn ki koronio jodi kindly bolen tahole bishesh upokrito hobo

    Reply
  127. Puja Saha

    January 4, 2019 at 11:52 pm

    Ami pochondo vabe pregnant hote chai.But goto 1year diye try korchi bina protection e tobuo kichu holona.Amar periods er date goto 2 mas dhore 12-14din kore late hoche.ami kivabe pregnant hote parbo plzzz janaben.

    Reply
    • Bangla Health

      January 8, 2019 at 3:38 am

      আগে মাসিকটা রেগুলার করাতে হবে। ভালো একজন গাইনী ডাক্তার দেখাবেন।

      Reply
  128. Puja Saha

    January 5, 2019 at 12:12 am

    Amar sada srab hoy. Etar jonno ki baby aste problem hote pare?

    Reply
    • Bangla Health

      January 8, 2019 at 3:39 am

      সাধারণত এটা স্বাভাবিক একটা ব্যাপার, তবে কেন হচ্ছে সেটা পরীক্ষা না করে বোঝা যাবে না। গাইনী ডাক্তার দেখাবেন।

      Reply
  129. কাওসার

    January 29, 2019 at 1:24 am

    ১৫বা১৬ তারিখ মাসিক হয়েছে আমরা সেক্স করছি ২৮ রাত ৮ঃ৩০ টায় সেক্স করে বিয্য ভিতরে ফেলেছি এতে কি আমার বউ প্রেগনেট হতে পারে প্লিজ একটু তারাতারি উত্তর দিন

    Reply
  130. আয়মান

    March 10, 2019 at 11:34 pm

    মাসিক শেষ হওয়ার দিন থেকে 7দিনের দিন কোনো প্রকার প্রটেকশন ছাড়া সহবাস করেছি। এতে কি গর্ভবতী হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা থাকলে তা এড়ানোর উপায় কি এবং কত সময়ের মধ্যে করতে হবে?

    Reply
    • Bangla Health

      March 21, 2019 at 7:52 am

      সম্ভাবনা কম।

      Reply
  131. গ্রীনবয়

    March 22, 2019 at 2:29 am

    নিচের প্রশ্নগুলির উত্তর দিবেন প্লিজ..
    প্রশ্নঃ
    ১। পিরিয়ড বন্ধ করার জন্য *ফেমিকন* ট্যাবলেট স্বাস্থ্যের জন্য কতটা ঝুকিপূর্ণ ?
    ২। সহবাস করার দিনগুলিতে সহবাস করার আগে (অনিরাপদ সময়ের মাঝখানে) শুধুমাত্র *ফেমিকন* ট্যাবলেট খেলেই কি প্রেগন্যান্সি রোধ করা সম্ভব..?

    Reply
  132. মনি

    April 3, 2019 at 5:06 pm

    আমি স্ত্রী মাসিক হয়েছে ১১ তারিখ। সহবাস করেছি ২৮ তারিখ। এখন বাচ্চা হবার সম্ভাবনা আছে? ওর মাসিক অনিয়মিত হয় ।

    Reply
  133. Md sumon uddin

    April 13, 2019 at 11:09 pm

    আমার ওয়াইফ এর মাসিক হয় ২১/০২/১৯ তারিখে আমি তার সাথে সহবাস করি ১১/০৩/১৯ তারিখ। এর আগে সে কোন জম্মবিরতি করন ফিল খেলনা আমি যখন ছুটিতে আসি তখন সে ফিল খায়। ০৫মিনিট আগে মারবেলন বডি খাওয়ায় সহবাস করি । পরবর্তীতে তাহার মাথা ঘুরে বমি বমিভাব হয়। আমি গত ০৮/০৪/১৯ তারিখ তাহার ইউরিন টেস্ট করি ডিজিটাল কাঠি দিয়ে । ওখানে সে গর্ভবতী হয়েছে। পরবর্তীতে পরিষ্কার বুঝতে ইউরিন টেস্ট করি ডাঃ কাছে সেখানে ও পজিটিভ । কি ভাবে সম্ভব প্লিজ জানাবেন?

    Reply
  134. Rahima Akter Golsan

    April 19, 2019 at 9:06 pm

    আমার পিরিয়ড হয়েছিল গত ২৩/০৩/১৯।আজ ১৯/০৪/১৯ সকালে আমরা স্বামী স্ত্রী প্রোটেকশন ছাড়া মিলিত হয়েছি।দুটো বেবি আছে।তাই এখন চাইনা।এমতাবস্থায় কোন সমস্যা হবে কিনা একটু জানাবেন।

    Reply
    • Bangla Health

      April 25, 2019 at 10:24 pm

      পিরিয়ড যদি নিয়মিত হয় তাহলে ওই সময়টা নিরাপদ। এতদিন পিরিয়ড হয়ে যাওয়ার কথা। যদি হয়ে যায় তাহলে সমস্যার কিছু নাই।

      Reply
  135. ashik

    May 8, 2019 at 10:36 am

    amar patnar r masik howar 10 din por sex kori but sex ar 2 din por tar jonipoth deia blad asei . ate ki baby asar sombhobona ase ki

    Reply
    • Bangla Health

      June 26, 2019 at 3:04 am

      ১০ দিন পর নিরাপদ সময় নয়। তবে আবার মাসিক হয়ে গেলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা নাই।

      Reply
  136. ashikur rahman

    May 8, 2019 at 11:19 am

    masik ar 10 din por protection sara sex korle ki bassa hobe. ar 14 th dine sex korar por 2 din por mane 16 th day te amar gf ar blad assilo kono problem hobe

    Reply
    • Bangla Health

      June 26, 2019 at 3:03 am

      মাসিকের ১০দিন পরে নিরাপদ নয়। ১৪তম দিনে আরো নিরাপদ নয়।

      Reply
  137. Moon

    May 24, 2019 at 2:04 pm

    Assa apu saririk miloner por jodi emergency pill khaoa hoy ar por jodi aber saririk milon hoy r vitore out hoy tbe ki pregnant hoar posibility thake

    Reply
    • Bangla Health

      June 25, 2019 at 11:59 pm

      হ্যাঁ হতে পারে।

      Reply
  138. আশিক

    August 24, 2019 at 9:53 am

    আমার স্ত্রীর প্রিয়ড হয় ১৫ তারিখ আমরা ১৯ থেকে ২৩ তারিখ ভোর ৬ টায় শেষ বারের মত মিলিত হই এতে কোনো রিস্ক আছে কি ? ওর পা ফুলেছে….বুঝতে পারছিনা এটা কি ।

    Reply
  139. Shree

    January 15, 2020 at 8:55 am

    11 tarikh period hoyar karone Ami 16 tarik intercourse Kori. Kintu next mashe mane running month e ekhono period hoyni. Er moddhe amra abar 12 tarikh unprotected intercourse Kori. Ami dubar miscarriage koriyechi medicine er maddhome. Ekkhetre Kono kichu ki voter ache?

    Reply
  140. Taj

    February 24, 2020 at 2:35 am

    নিরাপদ সময়ের মধ্যে সেক্স করে যদি ভেতরে আউট করা হয় তাহলে কী প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থাকে??

    Reply
  141. taj

    February 26, 2020 at 11:20 am

    নিরাপদ সময়ে সেক্স কর ভেতরে বির্য ফেল্লে কি প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা আছে

    Reply
  142. Jahan

    April 9, 2020 at 4:19 pm

    Ami amr comment ta kthay pabo..reply krle

    Reply
  143. Iqbal

    June 25, 2020 at 11:25 pm

    প্রশ্নটা হচ্ছে;
    একটা মেয়ের 21,22 তারিখের মধ্যে মাসিক হয় ।
    কিন্তু আমি অজান্তেই তার সাথে 21 রাত 2:30 টার দিকে কনডম ছারা Sex করি । মেয়েটার ওইটা প্রথম Sex ছিল, তার কারণে একটু রক্ত বের হয়েছে । আমার জানা মতে আমার বীর্য ওর ভিতরে প্রবেশ করে নাই । এখন আজ 25 তারিখ কিন্তু মেয়েটার আজও মাসিক হয় নাই । এতে করে কি কোনো সমস্যা হয়েছে বা গর্ভবতী হবার সম্ভাবনা রয়েছে । দয়া করে জানাবেন ।

    Reply
  144. Iqbal

    June 25, 2020 at 11:26 pm

    প্রশ্নটা হচ্ছে;
    একটা মেয়ের 21,22 তারিখের মধ্যে মাসিক হয় ।
    কিন্তু আমি অজান্তেই তার সাথে 21 রাত 2:30 টার দিকে কনডম ছারা Sex করি । মেয়েটার ওইটা প্রথম Sex ছিল, তার কারণে একটু রক্ত বের হয়েছে । আমার জানা মতে আমার বীর্য ওর ভিতরে প্রবেশ করে নাই । এখন আজ 25 তারিখ কিন্তু মেয়েটার আজও মাসিক হয় নাই । এতে করে কি কোনো সমস্যা হয়েছে বা গর্ভবতী হবার সম্ভাবনা রয়েছে । দয়া করে জানাবেন ।

    Reply
  145. Masum123

    September 12, 2020 at 1:33 pm

    Amra bassa nite cay ,R a jonno niomito sex kori , sex korar por lingo ber korle sathe sathe birjjo ber hoya jay. akon ki she pregnent hote parbe?

    Reply
  146. Focus

    October 9, 2020 at 12:41 am

    আমারা সপ্তাহে একদিন অন্তর sex করি; গত মাসে কবে মাসিক হয়েছিল মনে নেই(সম্ভব ত 03/09/20)। এখন pregency এর সমস্ত লখন গূলি বর্তমান! এখন প্রশ্ন ১) আমি মাল ফেলি বাইরে ; কি করে হল২) বীর্য এক কনা যদি যোনি তে ঢোকে সুস্থ সন্তান হবে ৩) অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ কোনো সমস্যা হবে না তো । অনেক বলে পুরো বীর্য ঢালতে হয়; এ সময় করতে হয়; এই pose এ করতে হয় । না কি পরিকল্পনা হীন ভাবে হয়েছে বলে গভপাত করাব! তাড়াতাড়ি উওর দেবেন!

    Reply
  147. আলিনুর রহমান

    November 20, 2020 at 10:54 pm

    আমি সন্তান নিতে ইচ্ছুক আমার স্ত্রীর মাসিক শেষ হয় ২৮ তারিখ। আমি ৩০ তারিখ থেকে ১৪ তারিখ নিয়মিত মিলন করি। এখন আমার স্ত্রী গর্ভবতী কি না বা এখন কি আমি মিলন করতে পারবো? মাসিক হবার ২০ দিন অতিক্রম হয়ে গেছে এখন মিলন করলে কি সমস্যা হবে বা যদি বেবি হয়ে থাকে তাহলে কি মিলন এখন মিলন করলে সমস্যা হবে যেহেতু আমি জানিনা আমার স্ত্রী কনছিপ্ট হয়েছে কি না…..আশা করি উত্তর টা দিবেন।

    Reply
  148. Abser

    November 21, 2020 at 1:23 pm

    আমার গার্লফ্রেন্ডের সাথে ২১/১১/২০২০ তারিখ রাতে মিলন করছি

    কিন্তু তার পিরিয়ড শুরু হয়েছিলো এই মাসের ০১/১১/২০২০ তারিখে

    এবং অনেক বীর্য অনেক ভেরতে পড়েগেছে

    এখন সে কি প্রেগনেন্ট হোয়ার সম্ভবনা আছে

    Reply
  149. sumaita

    January 17, 2021 at 10:24 am

    আমার বয়স ২০।আমার পিরিয়ড হয়েছে ১ জানুয়ারিতে..আমাদের কাবিন হয়েছে।স্বামীর সাথে সহবাস করেছি ১৫ জানুয়ারি। বেবি নেওয়ার জন্য শুধু একদিন সহবাস করেছি।এখন আমার কি গর্ভবতী হওয়ার চান্স আছে? প্রথম বেবি নেওয়ার চেষ্টা করলাম

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips

Return to top