• Skip to main content
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

বিষয়বস্তু অনুসারে

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

অন্যান্য সেকশন

  • লাইব্রেরি
  • ইবুক / PDF
  • জোকস
  • লিরিক
  • ডিকশনারি
  • ই-বাংলা

বাংলা লাইব্রেরি

Read Bangla Books (বাংলা বই) online FREE. No PDF download required for Bengali Books. Bangla Book Library is a Unicode based mobile friendly website.

Bangla Library

বুকজ্বলা – কী খাব, কী খাব না

You are here: Home / স্বাস্থ্য সংবাদ / বুকজ্বলা – কী খাব, কী খাব না

ফিশ অ্যান্ড চিপস। চিকেনকারি, ঝালমসলা ফ্রাই, বিরিয়ানি, রেজালা—এসব খেলে কি বুক জ্বলবে? খাব? ভালো প্রশ্ন। তবে উত্তরটা এত সহজ নয়। বুকজ্বলা যাকে বলে ‘হার্ট বার্ন’ ব্যাপারটি হার্ট বা হূদ্যন্ত্রের কোনো সমস্যা নয়। বুক থেকে গলা পর্যন্ত জ্বলুনির মতো অস্বস্তি হলো হার্ট বার্ন।

পাকস্থলী ও খাদ্যনালি—এ দুটোর সংযোগস্থলে রয়েছে একটি রন্ধ্রনিয়ন্ত্রক। পাকস্থলীর অম্ল যদি সেই রন্ধ্রনিয়ন্ত্রক দিয়ে গলিয়ে ওপর দিকে উঠে খাদ্যনালি বেয়ে এবং খাদ্যনালিকে উত্তেজিত করে তাহলে বুকজ্বলা হয়।
কিছু কিছু খাবার বুকজ্বলা বাড়াতে পারে।

বুকজ্বলা বাড়ায়: বেশি খাবার, খুব বেশি খাবার
বুকজ্বলার ঝুঁকির ব্যাপারে কী পরিমাণ খাবার খাচ্ছেন, সেদিকে নজর দিতে হবে। আবার একসঙ্গে অনেক খাবার খেয়ে ফেলা, বুকজ্বলার ব্যাপারে এসব বিচার-বিবেচনা বেশি গুরুত্বপূর্ণ।
খাওয়ার পরিমাণ কমানোর জন্য ছোট ছোট প্লেটে খাবেন।

চর্বিবহুল খাবার
‘চর্বিবহুল খাবার পাকস্থলীতে থাকে দীর্ঘ সময়, আর যত দীর্ঘ সময় থাকবে, অস্বস্তি হবে তত বেশি,’ বলেন Tell me what to eat if I have Acid refluxy গ্রন্থের প্রণেতা ম্যাগি। চর্বিবহুল বৃহৎ পরিমাণে খাবার খেলে যেমন অনেক বড় বেশি ফ্রাইড চিকেন, চিপস, উইংস খেলে দুই রকম ক্ষতি হয়—বেশি খাওয়া হলো আবার বেশি চর্বিও খাওয়া হলো। বুকজ্বলা অনেক বাড়বে।

বুকজ্বলা কমাতে হলে: চর্বি খাওয়া কমাতে হবে
প্রিয় খাবারগুলো যে একেবারে বাদ দিতে হবে, তা নয়। এদের ভিন্নভাবে রান্না করলে, প্রস্তুত করলে প্রশমিত থাকবে বুকজ্বলা। কিছু খাবার তেলে না ভেজে, সেঁকে, আগুনে ঝলসে, গ্রিল করে বা রোস্ট করে খাওয়া যায়। রান্নার রকমফের ঘটিয়ে বুকজ্বলা যায় কমানো, স্বাস্থ্যও হয় ভালো।

বুকজ্বলা বাড়ে: অম্লধর্মী খাবারে
অম্ল খাবার, যেমন—টমেটো, টমেটো সস, সালসা, সাইট্রাস ফল, কমলালেবু, জাম্বুরা, গ্রেপফ্রুট খালি পেটে খেলে অনেক সময় ঢেঁকুর, বুকজ্বলা হয়।
ভিনেগারও বেশি অম্লধর্মী, তবে এটি তো এমনি খাওয়া হয় না; সালাদ ড্রেসিং ও অন্যান্য ডিশে যোগ করা হয়।

অম্লধর্মী খাবার এড়ালে ভালো
টমেটো, সাইট্রাস ফল ছাড়া তাজা ফল, সবজি আরও আছে। তবে খেলেও খেতে হবে কম, ছোট টুকরা। টমেটো সস কম নেওয়া হলো, সঙ্গে স্প্যাগেটি, মাংস ও সবজি।

যেসব পানীয় উসকে দেয় বুকজ্বলা
পানীয়র ব্যাপারেও সতর্কতা চাই। এর মধ্যে রয়েছে কফি, ক্যাফিনযুক্ত চা, কোলা, অন্যান্য কার্বনেটেড পানীয় এবং মদ। ক্যাফিনযুক্ত পানীয় পাকস্থলীতে অম্লরস ক্ষরণ উদ্দীপিত করে এবং মদ্যজাতীয় পানীয় খাদ্যনালির রন্ধ্রনিয়ন্ত্রককে শিথিল করে, ঘটায় বুকজ্বলা ও কোমল পানীয়র সোডা পেট ফাঁপায়, তা থেকে বুকজ্বলা।

অন্য পানীয় গ্রহণ করুন
বুকজ্বলা রোধ করতে হলে এমন সব পানীয় পছন্দ করুন, যেগুলো হিসহিসে, গ্যাসযুক্ত নয়, বিকল্প হলো হার্বালটি, দুধ বা শুধু জল। খাদ্যের সঙ্গে জল পান করলে পাকস্থলীর অম্লরসও লঘু হবে; বুকজ্বলা হবে কম। টমেটো, কমলা বা লেবুর রস পরিহার করা ভালো।

বুকজ্বলা ধরায় চকলেট
চকলেটে রয়েছে ক্যাফিনের মতো উদ্দীপক এবং ক্যাফিন হতে পারে বুকজ্বলার জন্য দায়ী। চকলেট খাওয়া বাদ না দিতে পারলেও কম তো খাওয়া যেতেই পারে।

বুকজ্বলা ঘটায় ঝালমসলা খাবার
ঝালমসলা খাবার, হট সস আনে বুকজ্বলা। তবে সব সময় হট ঝাল খাবারই নয়, পেপারমিল্ট শীতল ঝাল মোটেই নয়। কিন্তু খাদ্যনালির রন্ধ্রনিয়ন্ত্রককে শিথিল করে ঘটায় বুকজ্বলা। আবার রসুন ও পেঁয়াজ ঝাল বা তেমন মসলা খাবার না হলেও ঘটায় বুকজ্বলা।

বুকজ্বলা টিপস
এই ঝালগরম খাবার ধরে রাখুন। তবে এ জন্য সারা জীবন পানসে, মৃদু, আকর্ষণহীন খাবার খেতে হবে কেন? কমিয়ে আনুন ঝাল। মরিচ-মসলা কম খান। খাবারে যোগ করুন পুদিনাপাতা, ধনেপাতা। মজা হবে। ঝালের বদলে।

চুইংগাম চিবান
ম্যাগে বলেন, আহারের পর চুইংগাম চিবানো ভালো। এতে লালাক্ষরণ বেশি হয়, পাকস্থলীর অম্লরস প্রশমিত হয়, পাকস্থলীর খাবার দ্রুত যেতে থাকে অন্দ্রনলে।

আরও টিপস
খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না। ডিনারের তিন ঘণ্টা পর শোয়া ভালো। ধূমপান করলে স্থূলদেহ হলে বুকজ্বলা বেশি হয়। তাই স্বাস্থ্যকর জীবনযাপন, ধূমপান বর্জন শ্রেয়। বেশি বুকজ্বলা হলে, বেশি দিন চললে চিকিৎসক দেখানো আবশ্যক।

অধ্যাপক শুভাগত চৌধুরী
পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল,
সাম্মানিক অধ্যাপক, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ২৯, ২০১২

February 29, 2012
Category: স্বাস্থ্য সংবাদTag: বুক, শুভাগত চৌধুরী

You May Also Like…

কানে পানি গেলে কি বের করে আনাটা জরুরি?

ব্যায়ামে আলসেমি কাজ করলে কিছু সহজ নিয়ম মেনে চলুন, মিলবে সমান উপকার

মুখের দুর্গন্ধ কি শুধু মুখ থেকেই আসে?

জিম শুরু করার ৭ উপায়

Previous Post:কৃত্রিম দাঁতের প্রকারভেদ
Next Post:আদর্শ মা-বাবার ভূমিকায়

Reader Interactions

Comments

  1. প্রিতম

    April 19, 2012 at 10:26 am

    আদা বেশি খেলে কি কিডনি ডেমেজ হওয়ার চাঞ্ছ থাকে ?

    Reply
    • Bangla Health

      April 20, 2012 at 1:02 am

      ঠিক কিডনিতে না হলো অন্য সমস্যা হতে পারে।

      Reply
  2. রফিক

    May 13, 2012 at 9:01 pm

    আমার বয়স ১৮ বছর গত ৪ মাস থেকে আমার পেটে একটি সমস্য দেখা যাচ্ছে আর তা হলো খাবারে প্রতি অনিচ্ছা ও স্বাস্থহীনতা আর আমার গলায় মনে হয় কি যেন আটকে আছে পায়খানা ঠিক মত হয়না আর পেট জ্বালা পুরা করে। আমি ডাক্তারে পরামর্শ অনুযায়ী ঔষত সেবন করেছি কিন্তু কোন উপকার পাইনি এখন আমি কি করতে পারি? জানালে খুশি হবো

    Reply
    • Bangla Health

      May 13, 2012 at 9:40 pm

      মানসিক অবস্থা কেমন? রাতে ঘুম হয়? হঠাত করে কোন দুশ্চিন্তায় পড়েছেন নাকি?

      Reply
  3. রফিক

    June 15, 2012 at 8:57 pm

    তেমন কিছুনা ঘুম ঠিকমত হয় একমাত্র এই রোগ ছাড়া তেমন কোন দুঃশ্চিন্তা নেই মানসিক অবস্থা ভালো। তবে রোগটা সপ্তাহ খানিক পর পর এসে দেখা দেয় এবং প্রতিবার 1/2 সপ্তাহ স্থায়ী হয়। আর এসময় যতই খায়না কেন শরীর শুকিয়ে যায়।পেটে কেমন যেন শব্দ হয় খাবার ঠিকমত হজম হয়না। সকালে পেটে অসস্তিকর বোধ হয়। এখন কি ঔষধ সেবন করতে পারি দয়াকরে ঔষধের নামটা বলবেন

    Reply
    • Bangla Health

      June 20, 2012 at 9:17 am

      আপনি নিয়মিত ব্যায়াম করবেন বা দৌড়াবেন। আর ঘড়ি ধরে ধরে ২/৩ ঘন্টা পর পর খুব অল্প অল্প করে খাবেন। ঝাল, মসলা, তেল- এসব এড়িয়ে চলবেন।

      Reply
  4. ভিরাত

    April 22, 2013 at 5:55 am

    আমি বছর দুই হতে মাঝে মাঝে পোশাব করার পূর্বে লিঙ্গ চেপে ধরে কিছুক্ষনের জন্য পোশাব আটকাই।এর কিছুক্ষন পর বুকে একটু জ্বালা করে পরে ঠিক হয়ে যায়।এর প্রভাবে কি হতে পারে? এখন বাদ দিয়েছি।

    Reply
    • Bangla Health

      April 23, 2013 at 1:18 am

      এটা বেশি করা ঠিক নয়। বুকজ্বলা অন্য সাধারণত খাবার হজমের সমস্যা থেকে হয়। ব্যায়াম করুন নিয়মিত, আর বাজে খাবার এড়িয়ে চলেন।

      Reply
  5. রনি

    May 3, 2013 at 8:21 pm

    আমার বয়স ২২| আমার সমস্যা হচ্ছে আমার বুকের ব্যাথা |কখনও ডান পাশে কখনও আবার বাম পাশে | বিশেষ করে খাবারের পর | আমি জানতে চাচ্ছি এই রোগটার নাম কি? কি ঔষুধ খেতে হবে??????

    Reply
    • Bangla Health

      May 3, 2013 at 11:51 pm

      গ্যাস্ট্রিকের সমস্যা কিনা, দেখা দরকার। প্রতিদিন একটু ব্যায়াম বা খেলাধূলা করুন। শরীর ঘামাবেন।
      আপাতত খাওয়ার পর একটু কাঁচা আদা বা লবঙ্গ চিবাবেন।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips

Return to top