• Skip to main content
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

বিষয়বস্তু অনুসারে

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

অন্যান্য সেকশন

  • লাইব্রেরি
  • ইবুক / PDF
  • জোকস
  • লিরিক
  • ডিকশনারি
  • ই-বাংলা

বাংলা লাইব্রেরি

Read Bangla Books (বাংলা বই) online FREE. No PDF download required for Bengali Books. Bangla Book Library is a Unicode based mobile friendly website.

Bangla Library

বিবাহোন্মুখ পোলাপাইনদের জন্য অবশ্যপাঠ্যঃ প্রয়োজনীয় বিবাহ প্রস্তুতি

You are here: Home / ১৮+ / বিবাহোন্মুখ পোলাপাইনদের জন্য অবশ্যপাঠ্যঃ প্রয়োজনীয় বিবাহ প্রস্তুতি

আমরা এই লেখাটা পেয়েছি বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট সামহোয়ারইনব্লগ-এ। লিখেছেন ব্লগার “রকিবুল আলম”। ব্লগারের সাথে যোগাযোগের উপায় না পেয়ে লেখাটি আমাদের আর্কাইভে রাখার আগাম অনুমতি নিতে পারলাম না। আমাদের কৃতজ্ঞতা জানিয়ে লেখাটি আমাদের পাঠকদের সাথে শেয়ার করলাম। আশা করি অনেকেই উপকৃত হবেন।

আসল লেখাটির লিঙ্ক এখানে।

———————————–

বয়স হয়ে গেলো, বসন্ত একের পর টা টা দিচ্ছে, অথচ অনেক এখন আবিয়াইত্যা। আমি পোলাপাইনদের কথা বলছি। যারা বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে বসে আছে, বিয়ের পর কি কি করবে তার উষ্ণ পরিকল্পনাও করে রেখেছে। গল্প-উপন্যাস-মুভি-নাটক পড়ে/দেখে বা বন্ধুদের কথা শুনে কল্পনার ফানুস উড়াচ্ছে, অথচ ফানুস কিন্তু হঠাৎই ফুসস্ হয়ে যাবে, যদি কল্পনাটা বাস্তবসম্মত পরিকল্পনা না হয়।যেহেতু অনেকেরই ব্যক্তিগত অভিজ্ঞতা নাই দৈহিক সম্পর্ক বা বিবাহ পরিবর্তী প্রাথমিক কার্যকলাপের তাই অধিকাংশ ক্ষেত্রেই এই পোলাপাইনরা নানা রকম ভুল ধারনা নিয়ে বসে থাকে। তার সাথে পর্নোছবি-বই (চটি) আর অনেকের বাড়িয়ে বলা অভিজ্ঞতায় অনেকেই বিভ্রান্ত হয়। কেউবা একটা নির্দিষ্ট ফরম্যাটে চিন্তা ভেবে বসে থাকে, আর বিয়ের পর তার এদিক ওদিক হলে টেনশনে পরে। কেউ বা হীনমন্যতায় ভুগে বিয়ের দিকেই যেতে চায় না। দ্বিতীয় শ্রেনীর অবস্থা আরো কাহিল করে রাস্তায় বিলানো মঘা-ইউনানীর লিফলেটগুলো।এটা একটা ইন্ট্রো। বিস্তারিত পরের পর্ব গুলোতে আসবে। বিষয় গুলো আসবে বিয়ে ঠিক হবার পর কি কি করনীয় তার ভিত্তিতে।আবিয়াইত্যাদের জন্য বিবাহিত ভাইদের একটা উপহার সরুপ। তাই বিবাহিত ভাইদের মন খুলে বিভিন্ন বিষয়ে পরামর্শমুলক কমেন্টের আহবান জানানো হচ্ছে। এদের ভয় না দেখিয়ে কিভাবে বিয়ের জন্য ভালোভাবে তৈরি করে দেয়া যায় সেই প্রচেষ্টা থাকা উচিত।

বিয়ে ঠিক হয়ে গেছে, আংটি পড়ানো শেষ। এবার বিয়ের তোরজোর চলছে। গায়ে হলুদ-বিয়ে আর বৌভাতের ডেট ঠিক করা হবে, এরপর মোহরানা, কমিন্যুটি সেন্টার, ক’জন অতিথী, গেটে কত দিতে হবে ইত্যাদি ইত্যাদি। ওসব মুলতঃ অভিভাবকরাই করবেন। পাত্র হিসেবে আপনার কাজ কি?

করনীয় ১:
মোবাইল নম্বর এতদিনে অবশ্যই আদান-প্রদান হয়েছে! এটা খুবই জরুরী। বিয়ের আগে অনেক কিছুই ফিক্স করা যাবে মোবাইলের মাধ্যমে। মানসিক-শারীরিক অনেক বিষয় আলোচনায় আসবে যা বিয়ে পরবর্তী জীবনের জন্য খুব প্রয়োজনীয়।অপশনালঃ বিয়ের ডেট ঠিক করা নিয়ে একটু বলি। অনেকেই বিয়ের রাতে আবিস্কার করে যে তার নববধুর পিরিয়ড চলছে। সো এতদিনের “প্রথম রাইতে বিলাই মারা”র প্ল্যান কুপোকাত। এটা যদিও খুব জরুরি কোন বিষয় না, পিরিয়ড শেষ হয়ে যাবে সর্বোচ্চ ৩-৪ দিনের মধ্যে। তারপর প্ল্যানমাফিক…তবে মেয়ে বা আত্মীয়াদের মধ্যে কারও সাথে যদি ফ্রি থাকেন তবে একটা ট্রাই করা যেতে পারে। যেমনঃ আপনার ভাবী আছে, তাকে বলুন যেনো বিয়ের সময় মেয়ের কোন শারীরিক সমস্যা না থাকে। ভাবীরা এই লাইনে “আকেলমন্দ”, তাই ইশারা বুঝে ঠিকই হবুবধুকে পরবর্তি পিরিয়ডের ডেট জিজ্ঞেস করে সেভাবে বিয়ের ডেট ফিক্সে ভুমিকা রাখতে পারেন। তারপরেও অনেক সময় বিয়ের টেনশনে অনেক সময় মেয়েদের অসময়ে পিরিয়ড শুরু হয়ে যায়। তাই আবারও বলছি এটা বড় কোন ইস্যু না।

করনীয় ২:
হবু বধুর সাথে ফ্রী হয়ে নিন। টেলিফোনে আলাপ যেহেতু শুরু হয়ে গেছে। এইবার তার সাথে শারীরিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ শুরু করুন। তবে রয়ে-সয়ে। সরাসরি প্রথম ১/২ দিনেই শুরু করলে কিন্তু বিপদ। কিভাবে শুরু করবেন নিজেই চিন্তা করুন। মনে রাখবেন এই আধুনিক যুগে মেয়েরা কিন্তু সবই জানে। জানার সোর্স আপনার মতই। এটাকে নেগেটিভলি দেখার কিছু নাই। বরং পজেটিভলি দেখুন, ভাবুন তার এই জানা আপনার কাজকে সহজ করে দেবে। তবে মেয়েরা জানলেও প্রকাশ করবে না, কারন তার মনে ভয় কাজ করবে যে আপনি তাকে ভুল বুঝতে পারেন। তাই প্রথম স্টেপ আপনি নিন। জানা বিষয় আলাপ শুরু করুন, তবে তত্ত্বীয় বিষয় গুলো।

করনীয় ৩:
শারিরীক ভাবে সুস্থ থাকুন ও শক্তিশালী হোন। না, কোন বটিকা বা সালসা খাওয়ার কথা বলবো না। স্রেফ মধু খান ডেইলি এক চামচ করে। দুধে মিশিয়ে খেলে আরো ভালো। আর স্বাভাবিক খাবারতো খাবেনই। ভুড়িটাকে বেশি বাড়তে দিয়েন না। বাসর রাতে ফার্স্ট ইম্প্রেশনটা খারাপ হয়ে যাবে তাইলে। আর প্রচুর পানি খান। চেহারা ফ্রেশ থাকবে। পরর্বতী পর্বে আলাপ হবে সরাসরি বাসর রাতের প্রস্তুতি নিয়ে। কি কি কিনতে হবে আর সাথে রাখতে হবে।এই পোষ্টের বিষয়ে কারও কোন প্রশ্ন থাকলে করার আহবান জানাচ্ছি। এবং এই লাইনের গাযীদের মতামত আশা করছি।

করনীয় ৪:
লুব্রিকেন্ট বা জেল কিনে রাখুন। ভালো কোন ফার্মেসী থেকে লুব্রিকেন্ট কিনে রাখুন। বন্ধুরাও অনেক সময় গিফট দেয়, কিন্তু সে আশায় বসে থাকলে বিপদ। এই লুব্রিকেন্ট বলতে গাড়ীর লুব্রিকেন্ট বুঝানো হয় নি। এটা সার্জিক্যাল জেল। ভালো মানের একটা লুব্রিকেন্টের নাম বলি। জনসন এন্ড জনসনের “KY Gelly”। বড় ফার্মসীগুলোতে পাবেন, KY Gelly বল্লেই দিবে। আর এক টিউব দিয়ে দশ-বারোজন বন্ধুর সংসার শুরু হয়ে যাবে। কারন একজনের বেশি লাগে না। এই সার্জিকেল জেল না পেয়ে অনেকে নারিকেল তেল, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করে। এদুটোই কিন্তু রাফ, ইভেন প্রোটেকশন ফেটে যেতে পারে। গ্লিসারিন কখনও র’ অবস্থায় ইউজ করবেন না। পানি মিশিয়ে ব্যবহার করুন। তবে গ্লিসারিনের ব্যবহার সাধারনত নিরুৎসাহিত করা হয়।কেন ও কি ভাবে ব্যবহার করবেন:আমরা সবাই কম বেশি জানি যে অনাঘ্রাতা মেয়েদের শারীরিক মিলনাংগের প্রবেশপথটা খুব সরু থাকে। অর্থ্যাৎ চাইলেই সহজে সেখানে আপনার অংগ প্রবেশ করবে না। এর সাথে আছে হাইমেন বা বা সতিচ্ছেদ বা পর্দার প্রতিরোধ। তাই প্রথমদিকে প্রবেশ করাতে ব্যর্থ হয়ে অনেক হতাশ হয়ে পড়ে। এটা নিয়ে টেনশন না করে আপনি প্রথমে আপনার এসাইনমেন্ট ঠিক করুন “প্রবেশ করাতে হবে”।এই সরু পথে জোর করেই প্রবেশ করতে হবে, জোর করা মানেই শক্তি প্রয়োগ, এবং স্বাভাবিক ভাবেই এতে আপনার সংগীনি ব্যাথা পাবে। তাই শক্তি প্রয়োগটা গোয়াড়ের মত না করে ভালোবাসার সাথে করুন। দুইস্থানেই জেল লাগিয়ে এবার চেষ্টা করুন, একদিনে না হলে দুইদিনে হবে। আরো এক/দুইদিন বেশি লাগলেও পরিশ্রম কমবে, দুঃশ্চিন্তা কমবে, ব্যাথা কম পাবে, শুরু করা যাবে তাড়াতাড়ি।কিছু ভুল ধারনাঃপ্রথমতঃ অনেকে প্রথম প্রবেশের সময় নববধুর কুমারিত্বের পরীক্ষা নেয়ার ইচ্ছাও মনে মনে পোষন করে। ভুলেও একাজ করবেন না। একটা প্রচলিত ধারনা আছে কুমারী বা অনাঘ্রাতা মেয়ে মানেই সতিচ্ছেদ বা হাইমেন থাকবে, তাই স্বামীই সেটা বিদীর্ন করে বউনি করবে। এটা এই যুগে হাস্যকর। সাইকেল চড়লে-দৌড়াদৌড়ি-খেলাধুলা করলে হাইমেন ফেটে যাবেই, তাই সেটা ন্যাচারাল, স্বামীকে দায়িত্ব নিতে হবে না। কেউ হাইমেনের উপস্থিতি না পেলে আবার নববধু সম্বন্ধে খারাপ ধারনা করে বসে থাকবেন না।দ্বিতীয়তঃ আর একটা ভুল ধারনা হলো রক্তপাত না হলে মেয়ে কুমারী না। এটা বিশ্বাস করা মুর্খতার সামিল। যদি হাইমেন ফেটে গিয়ে থাকে আগেই, বা আপনি যদি লুব্রিকেন্ট ইউজ করেন তবে অনেক সময়ই রক্তপাত নাও হতে পারে। তাই এসব কোন মানদন্ড না।তৃতীয়তঃ বিভিন্ন পর্নো কাহিনী পড়ে অনেকের ধারনা হয় যে শারীরিক মিলন করার সময় যোনীপথ পিচ্ছিল কামরসে ভেজা থাকবে, তাই উঠো..যাতো, আলাদা লুব্রিকেন্ট ইউজের প্রয়োজন নেই। আসলে ব্যাপারটা তা না। এই ফ্লুইডটা বের হবে উত্তেজিত হলেই। আর নতুন নতুন বাবা-মাকে ছেড়ে আসা ভয়-শংকা-লজ্জায় থাকা একটা মেয়ের পক্ষে উত্তেজিত হওয়া এত সহজ না। ইভেন অনেকে তো প্রথম প্রথম কোন অনুভুতিই পায় না। তাই ফ্লুইড না বের হলে ভয়ের কিছু নেই, সময় নিন কয়েকদিন, এমনিই ঠিক হয়ে যাবে।চতুর্থতঃ স্তনের স্থিতিস্থাপকতা ও কোমলতা দেখেও অনেকে টাচড-আনটাচড কন্ডিশন বের করতে চান। শক্ত-টানটান হলে নাকি আনটাচড। এটা সবচে বড় বোকামী। আমাদের মেয়েরা এমনিতেই শারীরিকভাবে নরম প্রকৃতির। তাই স্তনও নরম হতে পারে। মুভির নায়িকার টান-টান বুক বউয়ের কাছে আশা করবেন না, কারন বুক টানটান রাখতে শোবিজের লোকেরা অনেক টাকা খরচ করে, কসরত করেপঞ্চমতঃ টিনএজ থেকেই হস্ত-মৈথুনে অভ্যস্ত ছেলেরা অনেক সময় বিয়ের করতে ভয় পায়। মঘা-ইউনানীর লিফলেট পড়ে আবিস্কার করে তার “আগা মোটা গোড়া চিকন”,তাই তাকে দিয়ে স্ত্রীকে সুখ দেয়া সম্ভব হবে না। এটা নির্মম রসিকতা। এসব নিয়ে টেনশন না করে লাফ দিয়ে নেমে যান বিয়ে করতে। এত মানুষ দেখেন আশে পাশে সবাই কি ধোয়া-তুলসি পাতা? সবাই অনাঘ্রাতা বউই চাই আমরা। আর নিজে যদি অভিজ্ঞতাহীন হই, তবে একই আশা করবো নববধুর কাছ থেকে। সর্বোপরি কারও যদি সন্দেহপ্রবন মন থাকে, তবে সব কিছু ক্লিয়ার হয়ে নেয়া উচিত আগেই। এনগেজমেন্ট বা বিয়ের আগেই মেয়ে সম্বন্ধে সব খোজ-খবর নিয়ে নিন। বিয়ের পর আর এসব নিয়ে মাথা ঘামাবেন না। মনে রাখবেন, সন্দেহের পোকা একবার মনে ঢুকলে সেখানেই বাসা বেধে বসে যাবে। তাই আগে থেকেই সব ক্লিয়ার হোন। বিয়ের পর নো টেনশন আগের ব্যাপার নিয়ে। ভালবাসতে শুরু করুন যেভাবে পেয়েছেন সে অবস্থা থেকেই।

করনীয় ৫:
আত্মবিশ্বাসী হোন, অযথা ডাক্তারের কাছে দৌড়াবেন না। টিন-এজে স্বমেহনের কারনে অনেকেই অপরাধবোধে ভোগে, মনে শংকা তৈরি হয় শারীরিক ভালোবাসায় পারংগমতা দেখাতে পারবে কিনা। অনেকে দৌড়ায় ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়া যাবে না তা নয়। তবে যদি নিজের দৈহিক সুস্থতা থাকে আর পুরুষাংগের প্রাত্যহিক উত্থান (সকালে, যাকে “মর্নিং গ্লোরী” বলা হয়।) হয় তবে ভয়ের কিছু নেই। ডাক্তারের কাছে যাওয়ার রিস্ক হচ্ছে অনেকে এই সুযোগে টু-পাইস কামানোর ধান্ধায় আপনার উল্টো ক্ষতি করে দিতে পারে। অনেকে আবার মঘা-ইউনানীর মত ফ্রডের কাছে যান, ওখানে গেলে নাকি লাইফ হেল করে দেয়।তবে পুরুষদের ক্ষেত্রে একটা বিষয় আমলে আনা হয় না, সেটা হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিন ইনফেকশন। ইউরিন ইনফেকশন হয় কিছু ব্যাকটেরিয়ার কারনে, এবং পুরুষরা এটাতে আক্রান্ত হয় টয়লেট ব্যবহারের মাধ্যমে। পুরুষদের সবাইকে কম-বেশি পাবলিক টয়লেট ব্যবহার করতে হয়। ইউনি’র হল-অফিসের টয়লেটকেও পাবলিক টয়লেট হিসেবে ট্রিট করুন এখানে। এসব টয়লেট নানা ধরনের মানুষ ব্যবহার করে। এবং অনেক টয়লেটেই পানির সুব্যবস্থা থাকে না। এদের মধ্যে কারও যদি ইনফেকশন থেকে থাকে তবে সে টয়লেট ব্যবহারের পর ভালো ভাবে পানি না দিয়ে গেলে, বা নতুন ব্যবহারকারী পানি দিয়ে ফ্লাশ না করে ব্যবহার করলে প্যানে থাকা ব্যাক্টেরিয়া আক্রমন করে। এভবেই পানি ইউজ না করলে ইনফেকশন হয়। এটা একটা “শারীরিক মিলনবাহিত রোড (STD)”, এবং স্বামীর কাছ থেকে স্ত্রীরা এটা পেয়ে থাকে। তাই যদি আপনি প্রসাবে জ্বালাপোড়া বা পেইন অনুভব করেন তবে বিয়ের আগেই একবার টেষ্ট করুন, থাকলে ব্যবস্থা নিন। মনে রাখবেন আপনার স্ত্রী আক্রান্ত হলে প্রেগন্যান্সির সময় এটা এক্সট্রা টেনশন এড করবে। হাই এন্টিবায়োটিক খেতে হবে তখন।

করনীয় ৬:
শারীরিক মিলনের সেফ পিরিয়ডঃ নিজে জানুন, হবু বধুকে জানান। সেফ পিরিয়ড মানে যে সময় কোন প্রতিরোধক (প্রোটেকশন বা এ জাতীয়) ছাড়াই দৈহিক সম্পর্ক স্থাপন করতে পারবেন, এক্সিডেন্টালী প্রেগন্যান্ট হওয়ার ভয় থাকবে না। এটা অনেকেই জানেন, আবার একটু রিভাইস করে নেই।মেয়েদের মেন্স বা পিরিয়ডের সাথে সেফ পিরিয়ডের সম্পর্ক। ধরলাম কোন মেয়ের পিরিয়ড হয় ৩০ দিন পর পর (কম বেশিও হতে পারে) এবং এই মাসে তার পিরিয়ড শুরু হয়েছিলো ১ তারিখে। তার আগের মাসেও ১ তারিখে। এটাকে এক সাইকেল বলা হয়। নরম্যালি ওভুলেশন হয় সাইকেলের মাঝামাঝি সময়ে, ধরলাম ১৪ দিনে। তাহলে ১৪ তারিখে ওভুলেশন হচ্চে। এই ওভুলেশনের হওয়ার আগের এক সপ্তাহ ও পরের এক সপ্তাহ ফার্টাইল বা উর্বর সময়। এসময়ে প্রোটেকশন না নিলে প্রেগন্যান্ট হবেই। তাহলে মাসের ৭ তারিখ থেকে ২১ তারিখ প্রটেকশন ছাড়া এগোনো যাবে না। বাকী সময় সেফ, থিওরিটিক্যালী কোন প্রটেকশনের দরকার নেই।এটা ন্যাচারাল পদ্ধতি, তবে সমস্যা হলো পিরিয়ড এর ডেট বিয়ের পর বদল হতে দেখা যায়। এবং অনেকের ক্ষেত্রে সাইকেলটাও স্ট্যাবল থাকে না। তাই সাইকেল স্ট্যাবল না হওয়া পর্যন্ত প্রটেকশন নেয়াই উচিত। যদি দ্রুত বাচ্চা নেয়ার প্ল্যান না থাকে তাহলে প্রটেকশন নিয়েই শুরু করতে হবে। নো হান্কি পান্কি। তবে কখনই প্রথম বাচ্চা হবার আগে আপনার স্ত্রীকে বার্থকন্ট্রোল পিল খাওয়াবেননা। এটা স্বাভাবিক ডেলিভারিতে সমস্যা তৈরি করে থাকে বলে রিপোর্ট পাওয়া গেছে।

করনীয় ৭:
জানুন প্রি-ম্যাচ্যর ইজাকুলেশন কি? প্রি-ম্যাচুর ইজাকুলেশন মানে খুব দ্রুত বা সময়ের আগেই বীর্যপাত। সময়ের আগে মানে পার্টনারের অর্গাজমের আগেই আর দ্রুত সময় মানে ১.৫ মিনিটের কম সময়ের মধ্যে। অধিকাংশ পুরুষই (৯০-৯৫%) জীবনের প্রথম শারীরিক মিলনাভিজ্ঞতায় প্রি-ম্যাচুর ইজাকুলেশনের সম্মুখীন হয়। প্রথম দিকে এটা নরমাল, এবং সময়ের সাথে সাথে এটা ঠিক হয়ে যায়। কেন হয়?প্রথমেই দুটো কারন আসবে, অনভিজ্ঞতা ও অতিরিক্ত উত্তেজনা। অনভিজ্ঞ একজন পুরুষ তার প্রথম শারীরিক মিলনের সময় প্রচন্ড উত্তেজিত থাকে। উত্তেজিত অবস্থায় নারী সংগীর সাথে শারীরিক খেলায় মেতে উঠার সময় থাকে তাড়াহুড়ার মধ্যে, অল্প সময়ে বেশি পথ বিচরনের চেষ্টায় নিজের উপর কন্ট্রল থাকে না। পাশাপাশি প্রবেশ করানোর পর যোনীর ভেতরের উচ্চ উষ্ণতায় দিশেহারা হয়ে যায় অনেক সময়ই। ফলাফল খুব অল্প সময়েই নারী সংগীর অরগাজম হবার আগেই বীর্যপাত।দ্বিতীয় কারন হিসেবে আসবে “টেনশন”। নতুন বিয়ে বা সম্পর্কে নিজেকে শারীরিক ভাবে সামর্থবান হিসেবে তুলে ধরতে চাওয়ার মানসিক চাপ থেকে সৃষ্টি হয় টেনশন, ফলে নিজের উপর কন্ট্রল থাকে না। তৃতীয় কারন হলো “সংগীনির তৈরি না হওয়া”। প্রথম দিকে শান্ত ও ধীর-স্থির ভাবে সংগীনিকে উত্তেজিত করার কাজটা অধিকাংশ পুরুষই করে না। ধরে নেয় তার নিজের মতই তার সংগীনিও উত্তেজিত হবে। ঘটনা উল্টা। মেয়েদের উত্তেজিত হতে পুরুষদের চেয়ে বেশি সময় লাগে। তাই সে তৈরি হবার আগেই পুরুষ সংগী উত্তেজনার চরমে পৌছে যায়। ফলাফল অকাল বীর্যপাত।সমাধানঃঅনভিজ্ঞতার সমস্যা সমাধানের দরকার নেই, এই খেলায় অভিজ্ঞতা কাম্য নয়। বাকি থাকলো অধিক উত্তেজনা ও টেনশন। নতুন বিয়ে, প্রথমবার কাছে পাওয়া, উত্তেজনা তো থাকবেই। এটা আপনার উপর এখন,অধিকাংশ পুরুষই উত্তেজনা নিয়ন্ত্রন করতে পারে না, যদি আপনি পারেন তাহলে “স্যালুট”। না পারলে কোন সমস্যা নেই। আপনি নিয়ন্ত্রন করতে পেরেছেন এটা পেপারে বা টিভিতেও আসবে না। তাই যা স্বাভাবিক তাই হোক।টেনশন কিভাবে দুর করবেন? প্রথমে ভাবুন আপনাকে কি আপনার সংগীনির সামনে নিজেকে বিশাল কিছু-প্রচন্ড সামর্থবান প্রমান করতে হবেই? নাকি স্বাভাবিক একজন মানুষ হিসেবে? যাই করুন না কেন আপনার স্ত্রী আপনারই থাকবে। সুপারম্যানের প্রতি মুগ্ধতা থাকে, ভালোবাসা থাকেনা, আপনি সুপারম্যান হতে চাচ্ছেন কিনা নিজেই ভাবুন।আর “সংগীনির তৈরি না হওয়ার” দোষটা পুরোপুরি পুরুষের উপর বর্তায় না। পুরুষকে ধৈর্য্য ধরে স্ত্রীকে উত্তেজিত করার চেষ্টা করতে হবে, শরীরের স্পর্শকাতর অংশগুলোতে কোমল ভাবে স্পর্শ করে বা ঘষে, কিস করে। ব্যাকনেক, কানের আশে-পাশে, ঠোট-জিহবা, স্তন-নিপল, তলপেট-নাভী, শারীরিক মিলনাংগ-উরু, হাত-পায়ের আংগুল ইত্যাদি স্পর্শকাতর স্থান বলে পরিচিত। স্ত্রীর নিজেরও দায়িত্ব থাকে এ চেষ্টায় সাড়া দেয়ার। এক হাতে তালি বাজে না।
দীর্ঘায়িত করতে চাইলে সমাধানঃ
১। এর কোন স্বীকৃত ঔষধ নেই। তাই বাজারে প্রচলিত ঔষধ না খাওয়াই ভালো।
২। একটা কার্যকর এক্সারসাইজ আছে। এখন থেকেই নিজের বীর্যপাত ঠেকিয়ে রাখার প্র্যাক্টিস করতে পারেন। আমরা যে ভাবে প্রস্রাব আটকাই, সেভাবে ডেইলি বিভিন্ন সময় একলাগা ১০ বার প্রস্রাব আটকানোর কসরত করুন। যখন সময় পাবেন। প্রস্রাব না ধরলেও করুন।
৩। যখনই চরম মুহুর্ত আসবে মনে হয়, তার আগেই থেমে গিয়ে পুরুষাংগ বের করে নিন, প্রস্রাব আটকানোর মত করে বীর্যপাত আটকান।
৪। বীর্যপাত আটকানোর সাথে সাথে দীর্ঘায়িত করার জন্য অন্য কিছু চিন্তা করতে পারেন, এতে উত্তেজনা ডাইভার্ট হবে কিছুক্ষনের জন্য।
৫। আর একটা পদ্ধতি হলো আগেই একবার বীর্যপাত ঘটানো। এটা নিজে করে নিতে পারেন, অথবা সংগীনি যদি হেল্পফুল হয় তবে সেই হাত দিয়ে সাহায্য করবে। তবে এই পদ্ধতি জনপ্রিয় না। অনেকেই আগাম দুর্বল হতে চায় না।
৬। প্রোটেকশনের ব্যবহার কিছুটা হেল্প করে সংবেদনশীলতা কমাতে, তাই উত্তেজনাও কিছুটা কমানো যায়।আর কোনো পদ্ধতি জানা থাকলে বলতে পারেন।

করনীয় ৭:
প্রোটেকশন সম্বন্ধে জানুন। বাজারে অনেক ব্র্যান্ডের প্রোটেকশন প্রচলিত আছে। সম্ভবত দেশে সবচে বেশি চলে সেনসেশন। এছাড়াও ইউ&মি, প্যান্থার, ল্যাটেক্স, টাইটানিক, ডুরেক্স, রাজাও ব্যবহৃত হয়। সেনসেশন সহ সব ব্র্যান্ডেরই কম বেশি নানা টাইপ/ফিচারড প্রোটেকশন বাজারে পাওয়া যায়। যেমনঃ ডটেড, এক্সট্রা রিবড, সেন্টেড, প্লেইন, থিন, এক্সট্রা থিন, কন্ট্যুরড, লংলাস্টিং, ডটেড প্লাস রিবড, এক্সট্রা লং ইত্যাদি। এগুলো একেকটা একেক সময়ে/পর্যায়ে কার্যকর। সব সবার জন্য না, সব সময়ের জন্যও না।এক নতুন ব্যবহকারীর ক্ষেত্রে প্লেন অথবা ডটেড প্রোটেকশন শুরু করার জন্য আদর্শ। অর্থ্যাৎ জাস্ট প্রটেকশনের জন্য। এক্সট্রা ফিচারড প্রোটেকশন গুলো শুরুতে ব্যবহার না করাই ভালো, এতে প্রথমেই এক্সট্রা ফিচারডে অভ্যাস হয়ে গেলে প্রোটেকশন ছাড়া বা নরমালী এত ভালো লাগবে না। এই প্রোটেকশন গুলো সময়ের সাথে সাথে শারীরিক মিলনজীবনে বৈচিত্র্যতা আনার জন্য ব্যবহার করতে পারবেন।কিভাবে প্রোটেকশন ব্যবহার করবেনঃএটা খুব কঠিন কিছু না। প্রোটেকশনের প্যাকেটে লেখা থাকে ইন্সট্রাকশন। ফলো করলেই হবে। খেয়াল রাখতে হবে যেন ভেতরে কোন বাতাস না থাকে, তাই প্রোটেকশনের টিপটা চেপে ধরে প্রোটেকশন পড়তে হয়। বাতাস থাকলে শারীরিক মিলনের সময় প্রোটেকশন ফেটে যেতে পারে, তাতে প্রটেকশনের কাজ আর হলো না।এখানে পাবেন কিভাবে প্রোটেকশন পড়তে হবে।

করনীয় ৮:
রোমান্টিক হউন, চিন্তা-চেতনায় বৈচিত্র্যতা আনুন। বিয়েটা শুধু সামাজিক ও ধর্মীয় ভাবে শারীরিক মিলনের অনুমোদন না, মনের মিলনের অনুমোদনও। ভালোবাসার এমন সহজ সুযোগ আর কোন সিস্টেমে নেই। তাই ভালোবাসুন, সুযোগটা কাজে লাগান। শরীরকে শুধু প্রাধান্য না দিয়ে মনের কথাও ভাবুন। একটা মানুষ সব ছেড়ে আপনার কাছে আসছে, এটা অনুভব করার চেষ্টা করুন, দেখবেন মনটা তার জন্য এমনিতেও নরম হয়ে আসছে। রোমান্টিক হোন, কবিতা পড়ুন, দু’একটা তার সামনে কোট করুন, রোমান্টিক গান শুনুন। গুনগুন করে গাইতে চেষ্টা করুন। বিয়ের পরে বাসর ঘরে প্রবেশের সময় যেনো সানাই বাজে সেই ব্যবস্থা করুন। রুমে ফুল রাখুন, হালকা সুগন্ধী ব্যবহার করুন, ডিমলাইট ব্যবহার করুন রাতে। কেয়ার করুন প্রথম দিন থেকেই, তাই বলে দৃষ্টিকটু ভাবে পিছু পিছু ঘুরে বেড়িয়ে তাকে সবার সামনে অস্বস্তিতে ফেলবেন না। ব্যালান্স রাখার চেষ্টা করুন। একলা থাকার অনুভুতিটা প্রথম কয়েকদিন যেনো না পায় সেদিকে খেয়াল রাখবেন। বাইরে যাচ্ছেন, সে তৈরি হলো, বলে দিন “খুব সুন্দর লাগছে তোমাকে”। ন্যাকামি না করেই বলে দিন তার সৌন্দর্যে আপনার মুগ্ধতার কথা, প্রকাশ করুন ভালোবাসার কথা, তবে লাউড স্পিকারে না, একান্ত ঘনিষ্ঠ মুহুর্তে। আর বাইরে যাওয়ার ৩-৫ ঘন্টা আগে জানিয়ে দিন কখন বেরোতে চান, নিজে তাড়া দিন যেনো তৈরি হয়। না হলে শাড়ি-গহনা চুজ করা-সাজগোজ করাতেই রাত হয়ে যাবে।শারীরিক মিলনের শুরুতেও ভালাবাসার প্রকাশ রাখুন, রোমান্টিকতা আগে, পড়ে পেরেক মারার কাজ।বাসর রাতে রোমান্টিক আলাপ দিয়েই শুরু করুন, এরপর ভবিষ্যত স্বপ্ন আর পরিবারের অন্যান্য সদস্যদের কথা, পারিবারিক বিভিন্ন রীতি-নীতির কথা স্বাভাবিক টোনে বলে যান। জোর করার কিছু নেই, শুধু জানিয়ে দিন এসব দরকারী ব্যাপার। মন ভালো হলে সংসারের খারাপ চাইবেনা সে।হানিমুনের জন্য এক্সট্রা কিছু টাকা আগেই আলাদা করে রাখুন। বিয়ের ডামাডোলে সব টাকাই খরচ হয়ে যায়, তাই সাবধান।খুনসুটি করুন, মজা করুন, নরমাল ও ১৮+ কৌতুক গুলো বলার জন্য একজন রেডিমেড শ্রোতা পেয়ে গেছেন, কাজে লাগান। তবে বোকার মত নিজে অতীতে কি করেছেন, আপনি কত বাহাদুর তা একের পর এক না বলে গিয়ে তাকেও বলতে দিন। তার মজার কথা গুলো, বাবা-মা-ভাই-বোন-বন্ধু-বান্ধবী নিয়ে অভিজ্ঞতা গুলো বলার সুযোগ দিন। আপনি নিশ্চিত জেনে যাবেন তার পছন্দ-অপছন্দ-ভালো লাগা-দুর্বলতা। দুজন দুজনকে আবিস্কার করুন। জীবন আপনাদেরই, ভালোভাবে আপনাদেরই শুরু করতে হবে। তাকে বিশ্বাস করুন ১০০%। চিন্তা ভাবনায় বৈচিত্র্যতা আনুন। এটা আনন্দময় বিবাহিত জীবনের মুলমন্ত্র। বিবাহিত জীবনে অনেক সময়ই একঘেয়েমী চলে আসে। মন ও শরীর দুই ক্ষেত্রেই। বৈচিত্র্যতা আনুন দুই ক্ষেত্রেই। ঘুরতে যান, মুভি দেখুন। শারীরিক মিলনের জন্য নানা রকম আসন ট্রাই করুন, নানা ধরনের প্রোটেকশন ট্রাই করুন। অনেক সময় ভালো মানের পর্নো ছবিও শারীরিক মিলনজীবনে বৈচিত্র্যতা আনতে সাহায্য করে।

করনীয় ৯:
এন্টাসিড/ইমোটিল/ফ্ল্যাটামিল/ইনো সল্ট কিনে রাখুন। বিয়ে মানেই খাওয়া দাওয়া, জোর করেই খাওয়াবে। তেল-মসলার রকমারী। পেট কিন্তু বিদ্রোহ করে বসতে পারে। বদহজম কমন একটা ব্যাপার। এই ক্ষেত্রে ইনো সল্ট বা ফ্ল্যাটামিল খুব কাজে দেয়। মনে রাখবেন, পেটে শান্তি না থাকলে শারীরিক মিলন করতে ইচ্ছেও করবে না। এসিডিটির প্রব্লেম মাথাচাড়া দিয়ে উঠতে পারে, ব্যবস্থা নিন।

করনীয় ১০:
মিষ্টি-ফল-দুধ-ডিম খান বেশি করে। শারীরিক মিলনের পরেই মিষ্টি-মধু-দুধ-ডিম বা বিভিন্ন ধরনের ফল খান। প্রথম দিকে ক্লান্তিটা বেশি আসবে, তাই এসব শক্তিদায়ক খাবার সাথে রাখুন। পরে অভ্যাস হয়ে গেলে এত কিছু লাগবে না। বিয়ের আগের কয়েকদিন অযথা রাত না জেগে ঘুমানোর চেষ্টা করুন। অন্তত দিনে ৬ ঘন্টা যেনো পুরন হয়। নতুন জীবন সুস্থ-সবল ভাবে শুরু করুন। এর বাইরেও আর যদি আর কিছু জানার থাকে তবে প্রশ্ন করুন।

আমার পাচাল শেষ। আপনেগ কোন আইডিয়া থাকলে জানাবেন।

লিখেছেন ব্লগার “রকিবুল আলম“।

December 17, 2011
Category: ১৮+Tag: ঔষধ, গ্লিসারিন, টিকা, টেনশন, প্রস্রাব, বিয়ে, বীর্য, ব্যাকটেরিয়া, মানসিক চাপ, স্তন

You May Also Like…

স্বাস্থ্যকর সম্পর্কই সুন্দরভাবে বেঁচে থাকার সবচেয়ে বড় ‘মোটিভেশন’

দাম্পত্য সম্পর্ক উন্নয়নে ঘনিষ্ঠতা কেন জরুরি

এই সাত অভ্যাস বলে দেবে আপনারা দুজন দুজনার

এই সাত অভ্যাস বলে দেবে আপনারা দুজন দুজনার

ছবির বিষয় যৌনতা আর গুপ্তরোগ নিয়ে সচেতনতা

Previous Post:কেজেল ব্যায়াম: পুরুষদের জন্য গাইড
Next Post:রক্তনালি রোগের কসমেটিক অপারেশন

Reader Interactions

Comments

  1. Bangla Health

    December 17, 2011 at 1:37 am

    nayim
    নভেম্বর ২, ২০১১ – ১১:৪৬ pm

    rokib vai rock.thank u very much.

    নাম বলবনা
    নভেম্বর ৩, ২০১১ – ১২:০৯ am

    আরে ভাই অনেক দিন মনের ভিতর এই সব প্রশ্ন গুল উকি মারতেছিল . . . . . . আজ ৯৫% উত্তর পেলাম. . . . অনেক ভাল লাগতেসে. ধন্যবাদ রফিকুল ভাই।

    jhgf
    নভেম্বর ৭, ২০১১ – ৬:৫৬ pm

    valo

    টোকাই
    নভেম্বর ২০, ২০১১ – ১:৪৮ am

    আপনি ফুলশয্যায় করনীয় নিয়ে কিছু লিখেছেন কী?জানাবেন

    question
    নভেম্বর ২৬, ২০১১ – ২:৫৪ pm

    bhi, jouno meloner normal time koto toko? minimum to maximum time , size agolo hole balo hoto.

    Bangla Health
    নভেম্বর ২৮, ২০১১ – ৪:০৭ am

    *যৌ*ন*মিলনের কোনো মিনিমাম বা ম্যাকিমাম টাইম নাই। তবে সব কিছু মিলিয়ে একেকটা সেশন কমপক্ষে ৩০ মিনিট হওয়া উচিত।

    Shuvo
    নভেম্বর ২৮, ২০১১ – ৮:৪০ am

    আমি ইষ্টিমুলেক্স ঔষধ খেয়ে সেক্স করেছি আবার নরমাল সেক্স ও করেছি কিন্তু নরমাল সেক্স যেভাবেই করিনা কেন ঔষধ খেয়ে করার মত হয় না ।লং টাইম সেক্স করার পদ্ধতি কি?

    Bangla Health
    নভেম্বর ৩০, ২০১১ – ৩:১৮ am

    একটু পর পর আসন পরিবর্তন করতে থাকবেন।

    আমি বিবাহিত
    নভেম্বর ২৮, ২০১১ – ১২:৫৪ pm

    লেখাটা পরলাম। খুব ভাল লাগলো। লেখাটা বিয়ে র আগে পেলে আর ও ভাল হতো। যাই হোক পরের কথা হল বাসর রাতে ঘরে জেয়ে জানলাম নববধূর period. একটু কেমন লাগলেও জিনিসটাকে মেনে নিয়েছি। এটা এমন কিছু না।

    Reply
  2. Tareq_azkal

    December 17, 2011 at 2:23 pm

    বাসর রাতে কি বউয়ের সাথে সেক্স করা কি উচিত হবে?

    Reply
    • Bangla Health

      December 18, 2011 at 4:58 am

      বিয়ে-শাদীর সময় শরীরের উপর অনেক ধকল যায়, খাওয়া-দাওয়া-ঘুম ঠিক মতো হয় না বলে শরীর দুর্বল থাকতে পারে। এ ব্যাপারটা মাথায় রাখা উচিত। এছাড়া নববধূর নতুন পরিবেশে মানিয়ে নেয়ারও একটা ব্যাপার আছে। তবে এসব নির্ভর করে আপনাদের দুজনের উপর। দুজনের সম্মতি বা ইচ্ছা থাকলে অসুবিধার কিছু নেই।

      Reply
    • সজল সাহারিয়ার

      January 27, 2012 at 11:32 pm

      আমার মনে হয় করা উচিৎ না, কারন একটা মানুষ তার এত দিনের চেনা জগত ছেড়ে আর একটি অচেনা জগতে প্রবেশ করছে। তাকে সহজ এবং বন্ধুত্ব পূর্ণ পরিবেশে মানিয়ে তার স্বামীর সাথে কিছুটা ফ্রাংক্লি হবার সময় দেয়া উচিৎ। তাই সময় নিয়ে করাই শ্রেয় , আর সেক্স ভালোবাসার বহিরপ্রকাশ । তাই এটা শুধু উঠলাম , করলাম পর্যন্তই নয়, তার সাথে ভালোবাসাও থাকা উচিৎ।

      Reply
  3. প্রেম

    December 19, 2011 at 10:51 pm

    কোন মেয়ে সতী কিনা তা বোঝার কোন উপায় আছে কি থাকলে জানাবেন

    Reply
    • Bangla Health

      December 22, 2011 at 6:11 am

      এই যুগে সতীত্বের ধারনা অনেক পালটে গেছে তাই এইসব শব্দগুলো ব্যক্তিগত ডিকশনারী থেকে ফেলে দিলে সবার মঙ্গল। সবচেয়ে বেশী ভালো থাকবেন আপনি নিজে।
      সতীত্বের ধারনাটা সবসময়ই ভুল ছিল। মেয়েদের জননাঙ্গপথে একটা পাতলা আবরণী থাকে। ধারনা করা হত, প্রথম সেক্সের সময় সেটা ছিঁড়ে যায় এবং রক্তপাত হয়। এভাবে মনে করা হত মেয়েটা সতী। কিন্তু ঐ আবরণীটা সেক্স না করলেও অন্য ভাবেও আগে ছিঁড়ে যেতে পারে, যেমন সাইকেল চালাতে গিয়ে, দৌড়াতে গিয়ে, দুই পা ছড়িয়ে বসতে গিয়ে, আরো অনেক ভাবে। আবার অনেকের প্রথম সেক্সের সময় রক্তপাত নাও হতে পারে। সবচেয়ে মজার ব্যাপার বলো- সার্জারী করে ঐ আবরণীটা আবার জোড়াও লাগিয়ে দেয়া যায়।
      এভাবে দৈহিক ভাবে সতীত্ব নির্ণয়ের ব্যাপারটা হাস্যকর।

      Reply
  4. ছদ্মনাম

    December 30, 2011 at 1:42 am

    লেখককে অনেক ধন্যবাদ। এই লেখার অনেক কিছুই এখন জানি, কিন্তু বিয়ের আগে কিংবা বিয়ের পর পরই যদি এগুলো জানতাম, তাহলে অনেক অশান্তি থেকে মুক্তি পেতাম। যাই হোক, ভবিষ্যতে যারা বিয়ে করবেন, তাদের জন্য শুভকামনা।

    লেখকের লেখার সাথে আরেকটি বিষয় সংযুক্ত করতে চাই, নতুন সেক্স করতে গেলে অনভিজ্ঞরা জননাঙ্গপথের অবস্থান না জেনে হয়তো সঙ্গিনী কিংবা উভয়ের ব্যথার কারণ সৃষ্টি করতে পারেন। তাই, সম্ভব হলে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন এবং ইউটিউবের সাহায্য নিতে পারেন।

    Reply
    • Bangla Health

      December 31, 2011 at 4:15 am

      অভিজ্ঞরা এভাবে তাদের অভিজ্ঞতা শেয়ার করলে অনভিজ্ঞরা অনেক উপকৃত হবেন, সন্দেহ নাই। আপনাকে ধন্যবাদ।

      Reply
  5. theman

    January 6, 2012 at 6:41 am

    ato boro post !!!!!!!!!!!!

    Reply
    • Bangla Health

      January 8, 2012 at 2:07 am

      জীবনের সমস্যাগুলো তো ছোটো নয়।

      Reply
  6. jojo

    January 7, 2012 at 12:04 pm

    khubi bhalo ami kalkai bia kormu

    Reply
  7. জীবন

    January 11, 2012 at 1:17 am

    আমি ২ বছর যাবত্‍ বিবাহিভ।আমি এখনো সন্ভান নেইনি এবং সন্ভান নিভে আরো বছর ৩ সময় লাগবে।আমি বর্ভমানে Condom ব্যবহার করি কিন্ভু যা আমার কাছে ভেমন পছন্দ নয়।পিল খাওয়া ও Condom ছাড়া অন্য কোন জন্ম নিয়ভ্রনের পদ্ধভি আছে কি যা আমার উপকারে আসভে পারে? আর একটা প্রশ্ন আমি KY GELLY ব্যবহার করভে পারি কি? KY GELLY এর কী সাইড ইফেক্ট আছে।আপনি Condom এর যে শ্রেনী বিন্যাস করেছেন দয়া করে জানাবেন কোন সময় বা কার জন্য কোন ধরনের Condom ব্যবহার প্রয়োজন।

    Reply
    • Bangla Health

      January 12, 2012 at 9:30 am

      সব জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সব সময় সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে। এজন্য ডাক্তার দেখিয়ে পরামর্শ করে এটা ঠিক করা উচিত।
      অবশ্যই কে-ওয়াই জেলী ব্যবহার করতে পারেন। তবে আগে প্যাকেটের গায়ে লেখা ব্যবহারবিধি ভালো করে পড়ে নেবেন। অনেক জায়গা জুড়ে লাগাবেন না। ক্ষত বা কাটা-ছেড়া থাকলে সেখানে লাগাবেন না। নাক, চোখ, মুখে যেন না যায় সেদিকে খেয়াল রাখবেন।
      সতর্কতার সহিত ব্যবহার করলে খুব বড় সাইড এফেক্ট নাই। তবে এলার্জি থাকলে নিশ্বাস নিতে কষ্ট হতে পারে, মুখ, ঠোঁট, জিহ্বা, গলা ফুলে যেতে পারে। কোনো রকম জ্বালাপোড়া বা চুলকানি দেখা দিলে ব্যবহার করা বন্ধ করে দিয়ে ডাক্তার দেখিয়ে নেবেন।
      ক*ন*ড*মের ব্যবহার পুরোটাই যার যার স্বচ্ছন্দ ও ফিটিং-এর উপর নির্ভর করে। কোনটা কার জন্য সঠিক সেটা বলা কঠিন। এজন্য এক এক করে বাজারে পাওয়া মোটামুটি সবগুলোই পরীক্ষা করে নিয়ে যেটায় ভালো লাগে সেটা ব্যবহার করা উচিত।

      Reply
  8. Shozib

    January 11, 2012 at 1:48 am

    আমি ২ বছর যাবত্‍ বিবাহিত। আমি এখনো সন্তান নেইনি এবং সন্তান নিভে আমার বছর কয়েক সময় লাগবে। বর্তমানে আমি Condom ব্যবহার করি কিন্তু এ পদ্ধতি আমার ভালো লাগে না,আমি Condom ও পিল ব্যতিত অন্য কোন পদ্ধভি অবলম্বন করভে চাই? সেই রকম কোন পদ্ধতি থাকলে জানাবেন।আমি আরো জানতে চাই আপনার লেখায় দেখলাম বিভিন্ন ধরনের যে Condom আছে তা কোন সময়ের জন্য কোনটা , কার বা কোন বয়সের জন্য কোনটা জানাবেন।আমি আমার আনন্দের জন্য Condom এর সাথে KY GELLY ব্যবহার করতে চাই? আমি কি এটা ব্যবহার করতে পারি? আর এর কি কোন পার্শপ্রতিক্রিয়া আছে যা আমার বউ এর উপর প্রভাব ফেলতে পারে।

    Reply
  9. Riko

    January 12, 2012 at 2:30 am

    Boss its awesome advice, i like it…Rakibul Alam vhai tusi gr8 ho, i hope it will more pleasureful my future married life.

    Reply
  10. জীবন

    January 12, 2012 at 10:54 am

    কোন ধরনের ডাক্তারের কাছ থেকে জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি সর্ম্পকে সঠিক ভাবে সাহায্য পাওয়া যেতে পারে জানালে উপকূত হব।

    Reply
    • Bangla Health

      January 15, 2012 at 7:34 am

      মেডিসিন বিভাগের যে কোনো ডাক্তারের কাছ থেকেই ভালো সাহায্য পাবেন।

      Reply
  11. জীবন

    January 13, 2012 at 1:30 am

    আমি KY GELLY কিনেছি(এটা নাকি ইন্ডিয়ান প্রডাক্ট) কিন্তু এর গায়ে ব্যবহার বিধি তেমন ভাবে দেওয়া নেই তাই যদি আপনি একটু বুঝিয়ে দিতেন।আপনি বলেছেন এই জেলি যেন ছেড়া কাটা অংশে না লাগানো হয় এটা আমি বুঝতে পারিনি।আর একটা প্রশ্ন আপনি বলেছেন অনেক জায়গা জুড়ে যেন না লাগানো হয় তাহলে কি ক*ন*ড*ম লিঙ্গে পড়ে তারপর এই জেলী লিঙ্গের আগায় লাগিয়ে স্ত্রীর যোনী পথে প্রবেশ করাতে হবে। বিস্তারিত ভাবে আলোচনা করলে উপকূত হতাম। KY GELLY ছাড়া বিকল্প কোন জেলী বা জেল থাকলে তার নাম ও ব্যবহার বিধি জানাবেন যার কোন পার্শপ্রতিক্রিয়া নেই।

    Reply
    • Bangla Health

      January 15, 2012 at 8:51 am

      এটা “জনসন এণ্ড জনসন” নামের আমেরিকান কোম্পানির প্রডাক্ট।
      কাটা-ছেড়া মানে ধরুন *যৌ*ন*াঙ্গে বা আশেপাশে যদি কোনো ঘা, বা ক্ষত থাকে তাহলে সেখানে যাতে না লাগে। লাগলে জ্বালাপোড়া করতে পারে। এটা ব্যবহার করা হয় *যৌ*ন*াঙ্গ পিচ্ছিল করতে। *যৌ*ন*াঙ্গ বাদে অন্য কোথাও লাগলে সেখানটাও পিচ্ছিল হয়ে যাবে যা সেক্সের সময় অস্বস্তিকর হতে পারে। তাই পরিমানমতো শুধু লিঙ্গে বা ক*ন*ড*মে লাগিয়ে নেবেন।
      এরকম আরো অনেক ব্রাণ্ডের, নানা ফ্লেভারের পাওয়া যায়। দোকানে গিয়ে বললেই পেয়ে যাবেন। ব্যবহারবিধি একই। পার্শ্বপ্রতিক্রিয়া সবগুলোতেই কমবেশী আছে। তাই যেটায় আপনি স্বচ্ছন্দবোধ করেন সেটাই ব্যবহার করবেন।

      Reply
  12. জীবন

    January 13, 2012 at 1:57 am

    স্থায়ী ভাবে বীর্যপাতের স্থায়ীত্ব দীর্ঘায়িত করে এমন ঔষধ থাকলে তা খাওয়ার নিয়মসহ নাম জানান।লিঙ্গের আকার আকূতি বড় করে এমন এবং লিঙ্গের কোন সমস্যা থাকলে তা নিরাময়ক কোন জেল বা মলম থাকলে তার ব্যবহারের নিয়ম সহ নাম জানালে বিশেষ ভাবে উপকূত হতাম।

    Reply
    • Bangla Health

      January 15, 2012 at 8:52 am

      বীর্যপাতের স্থায়ীত্ব দীর্ঘায়িত করার জন্য আছে ভায়াগ্রা জাতীয় ঔষধ।
      লিঙ্গের আকার আকৃতি জন্মগত বা জিনগত। এটা বড় করার কোনও স্থায়ী বৈজ্ঞানিক পদ্ধতি এখনো বের হয় নাই।

      Reply
    • সজল সাহারিয়ার

      January 27, 2012 at 11:50 pm

      ভাই জীবন,
      আসলেই স্থায়ী ভাবে বীর্যপাতের স্থায়ীত্ব দীর্ঘায়িত করে এমন কোন ওষুধ নেই। তবে শারীরিক দুর্বলতা , বীর্য স্বল্পতা , *যৌ*ন* উদ্দীপনা বৃদ্ধিতে আপনি নিচের ওষুধ গুলো ব্যাবহার করতে পারেন। আমি আমার কিছু বিবাহিত বন্ধুদের অভিজ্ঞতা থেকে বলছি, নিজে যদিও এখনও বিয়ে করি নি।
      NISHAT – 1/2 টা সহবাসের পূর্বে দুধ এর সাথে ।
      ৭ টাকা করে নেবে , এক পাতায় ১০ টী থাকে ।
      অথবা
      LIBIDEX – 1/2 টা সহবাসের পূর্বে
      ২০টী দাম নেবে ২৫০ টাকা
      উপরের দুটি ওষুধ হামদারদ এর , তাই হামদারদ বা যেকোনো ফারমাছি তে পাবেন।
      আমার জানা মতে এর পার্শ্ব পতিক্রিয়া নেই।
      আপনার সুখময় জীবন কামনা করছি।

      Reply
      • Bangla Health

        January 31, 2012 at 11:08 am

        ধন্যবাদ। তবে যে কোন ঔষধ গ্রহণ করার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে নেয়া ভালো।

  13. ‍েমা: ফারহাদ ‍েহা‍‍‍েসন রিয়াদ

    January 16, 2012 at 5:30 pm

    আমার খুব তারা‍তারি বি‍য়ে ঠিক হ‍তে যাচ্ছে

    কিন্তু আমার সমস্যা হ‍চ্ছে আমার লিঙ্গ খুব বেশী শক্ত হ‍য়ে দাড়ায়না……..এটার একটা স্থায়ী সমাধান জানা থাক‍লে আ‍মি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকতাম।

    Reply
    • Bangla Health

      January 18, 2012 at 9:20 am

      বিয়ের আগের কয়দিন একটু ভাল খাওয়া-দাওয়া করেন। একটু বেশি ঘুমাবেন। রাত জাগবেন না। নিয়মিত একটু ব্যায়াম করেন।

      Reply
  14. ফারহাদ ‍খান

    January 18, 2012 at 5:22 pm

    বীর্যপাতের স্থায়ীত্ব দীর্ঘায়িত করার জন্য ভাল একটা ঔষ‍ধ এর নাম বললে উপকৃত হতাম। বস্ যেটা শরীরের কোন সাইড ‍এ‍ফেক্ট করেনা। কি দিয়ে খেলে ভাল ফল পায়া যায়।

    Reply
    • Bangla Health

      January 20, 2012 at 8:36 am

      ভায়াগ্রা! তবে এমন কোনও ঔষধ নাই যার সাইড একেক্ট নাই।

      Reply
  15. জীবন

    January 26, 2012 at 1:55 am

    আমার বয়স ২১ বছর ।আমি স্থায়ীভাবে বীর্যপাতের স্থায়ীত্ব বূদ্ধি করার ঔষধ খেতে চাই ।আমার জন্য কোন ঔষধ প্রয়োজন ভায়াগ্রা নাকি অন্য কিছু? ভায়াগ্রা কি ঔষধের নাম নাকি গ্রুপের নাম আর যদি গ্রুপের নাম হয় তাহলে ঔষধের নাম সহ তা কখন কখন খেতে হবে, খাওয়ার আগে না পরে অর্থাত্‍ পুরা নিয়মটা দয়া করে জানিয়ে দিবেন।

    Reply
    • Bangla Health

      January 29, 2012 at 12:49 pm

      ভায়াগ্রা হলো সিলডেনাফিল সাইট্রেট গ্রুপের একটা ঔষধ। এরকম আরও অনেক নামে এসব বিক্রি হয়। তবে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। ডাক্তারই আপনার প্রয়োজনমত সব বুঝিয়ে দেবেন।

      Reply
  16. জ

    January 28, 2012 at 12:40 am

    আমার স্ত্রীর যোনীমুখ বেশি ফাঁকা হয়ে গেছে।ওটা ছোট বা টাইট করার জন্য কোন ঔষধ বা পদ্ধতি আছে কি?

    Reply
    • Bangla Health

      January 31, 2012 at 11:09 am

      কয়েকদিন বিরতি দিলে আবার সংকুচিত হয়ে আসবে। এছাড়া কেজেল ব্যায়াম করলে ভালো ফল পাবেন।

      Reply
  17. জ

    January 28, 2012 at 12:47 am

    আমার স্ত্রীর যোনী সেক্স করার ফলে ঢিলা হয়ে গেছে এখন যোনী ছোট বা টাইট করার কোন পদ্ধতি বা ঔষধ আছে কি? থাকলে জানাবেন।

    Reply
    • Bangla Health

      January 31, 2012 at 11:09 am

      কেজেল ব্যায়াম।

      Reply
  18. প্রভাস সরকার

    February 3, 2012 at 1:00 pm

    আমার বয়স ১৬। আমার তো অনেকগুলা সমস্যা আছে। এর মধ্যে “লিঙ্গ নরম” ও “লিঙ্গের মাঝখানে ভাঙা” অন্যতম। এখন আমি তো ডাক্তার দেখাইতে চাইছিলাম। এখন কি ডাক্তার ক্ষতি করবে নাকি?

    Reply
    • Bangla Health

      February 6, 2012 at 5:30 am

      এই বয়সে লিঙ্গ যথেষ্ট শক্ত না হলেও চিন্তার খুব একটা কারণ থাকে না, তবে মাঝখানে ভাঙার ব্যপারটা নিয়ে অবশ্যই আপনি ডাক্তার দেখিয়ে নিন।

      Reply
  19. সামী

    February 8, 2012 at 11:35 pm

    মাস্তারবিওসান করা ত শরী্রের জন্য অনেক হারম্ফল ,যা কিনা আমরা করে থাকি আর এ বেপারে অনেকেই অনেক ভাল ধারনা পুসন করে ,আমার প্রশ্ন হল আসলে এতা করলে সুস্থ থাকা যায় কি?যদি তাই হয় তবে এতা করলে শরীর খারাপ লাগে কেন?

    Reply
    • Bangla Health

      February 12, 2012 at 1:04 pm

      শরীর খারাপ লাগবে বুঝবেন আপনি মাত্রাতিরিক্ত করছেন, কিংবা আপনার শরীর ফিট না, খাদ্য এবং পুষ্টির অভাব আছে।

      Reply
  20. জ

    February 9, 2012 at 1:47 am

    আমি *যৌ*ন* মিলনে বিভিন্ন আসন পছন্দ করি।বিভিন্ন আসনের ছবি সহ তার ব্যবহার আছে এমন কোন বই (লেখকের নাম) বা কোন ওয়েবসাইড থাকলে তার নাম জানাবেন।

    Reply
    • Bangla Health

      February 12, 2012 at 1:15 pm

      amazon ডট কম-এ সেক্স পজিশনের ছবি সম্মিলিত প্রচুর বই পাবেন। সেগুলোর অনেক ই-বুকও পাওয়া যায়। এছাড়া “kamasutra sex position” দিয়ে গুগলে সার্চ করলেও অনেক সাইট পাবেন।

      Reply
  21. স্পাই

    February 15, 2012 at 8:11 am

    ভাই আমার লিঙ্গ শক্ত হয়না। কি খেলে নিঙ্গ শক্ত করা যাবে এবং *যৌ*ন*শক্তি বাড়ানো যাবে?

    Reply
    • Bangla Health

      February 18, 2012 at 12:09 pm

      রক্ত শূণ্যতা আছে? শরীর ঠিক করতে হবে আগে।

      Reply
  22. রনি

    February 18, 2012 at 8:17 pm

    viagra বাজারে কি নামে পাওয়া যায় ?

    Reply
    • Bangla Health

      February 22, 2012 at 6:53 am

      ভায়াগ্রা নামেই পাওয়া যায়।

      Reply
  23. দুঃখী

    February 21, 2012 at 7:49 pm

    এই শুক্রবার(২৪,২,২০১২) আমার বিয়ে।আমার লিংগ খুব একটা দাড়াতে চায়না।এটা আমার দোষের কারনেই।ছোট থাকতেই মাষ্টার্বেসন করার অভ্যাস ছিলো।এখন আমার কী করণীয়?প্লীজ একটু জানাবেন।

    Reply
    • Bangla Health

      February 22, 2012 at 6:01 am

      আপাতত এই কয়দিন একটু ভালো খাওয়া-দাওয়া করুন এবং রাতে অনেক ঘুমাবেন। বিশ্রামে থাকবেন।
      নিজের উপর আত্মবিশ্বাস না থাকলে আগেই মিলিত হতে যাবেন না। তাছাড়া টেনশন থাকলে এতে আরো সমস্যা হবে। বিয়ের পরে কয়দিন সময় নেন। স্ত্রীর সাথে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। এই কয়দিনে শরীরের যত্ন নেবেন। আশা করি ঠিক সব ঠিক হয়ে যাবে, আত্মবিশ্বাস ফিরে পাবেন।

      Reply
  24. দুঃখী

    February 22, 2012 at 1:58 pm

    অনেক ধন্যবাদ এডমিন!আমার আত্মবিশ্বাষ অনেক বেড়ে গেছে।

    Reply
    • Bangla Health

      February 24, 2012 at 7:55 am

      আপনাদের বিবাহিত জীবন সুখের হোক।

      Reply
  25. Ahamed

    February 24, 2012 at 9:13 pm

    মাস্তারবিওসান ta ki janaban Please.

    Reply
  26. জ

    February 25, 2012 at 3:02 am

    আমার স্ত্রীর সাথে পায়ুপথে সেক্স করার সময় ক*ন*ড*ম ব্যবহার করি না আর বীর্য পায়ুর ভিতরে রাখি এতে সন্তান ধারনের কোন সম্ভাবনা আছে কি এবং ক*ন*ড*ম ব্যবহার না করায় দুজনের কারো কোন খতি হবে কি না দয়া করে জানাবেন।

    Reply
    • Bangla Health

      March 1, 2012 at 7:37 am

      না, সন্তান ধারনের কোন সম্ভাবনা নাই। এটা পুরাই সেফ। দুজনের কেউই যদি কোন অস্বস্তি অনুভব না করেন, তাহলে কোন ক্ষতি নাই।

      Reply
  27. জ

    February 29, 2012 at 12:00 pm

    আমার স্ত্রীর যোনী সেক্স করার ফলে বেশি ঢিলা হয়ে গেছে একজন আমাকে বললো যে এক ধরনের লুবরুকেট টাইটিং জেলী পাওয়া যায় তার দ্বারা সেক্স করার সময় টাইট মনে হয়।এটা কতটা সত্য? যদি এ ধরনের কোন কিছু থাকে তাহলে তার নাম,ব্যবহার বিধি,পার্শপ্রতিক্রিয়া সম্পর্কে জানাবেন।

    Reply
    • Bangla Health

      March 4, 2012 at 11:13 am

      এ ব্যাপারে সবার আগে যে ব্যবস্থার কথা বলা হয়, সেটা হলো কেজেল ব্যায়াম। এটাই সবচেয়ে নিরাপদ এবং প্রাকৃতিক উপায়। এটায় কাজ না হলে আরো কিছু প্রচলিত ব্যবস্থা, এমনকি সার্জারির ব্যবস্থাও আছে। তবে সেগুলো আমাদের দেশে কেউ করাতে রাজি হবেন বলে মনে হয় না।
      ক্রিমের ব্যাপারটা মেডিক্যালি নিশ্চিত না। বিদেশে সাধারণ ড্রাগ স্টোরে নানান প্রকার ক্রিম পাওয়া যায় বটে, তবে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ঝুঁকি এড়াতে অবশ্যই লোকাল ডাক্তারের সাথে কথা বলে নেয়া উচিত।

      Reply
  28. দুঃখী

    March 3, 2012 at 4:37 pm

    এডমিন,
    আমি আমার স্ত্রীর সাথে সহবাস করতে পেরেছি।কিন্তু যখন আমি তার যোনীতে মাল ফেলি তখন তা ভেতরে না গিয়ে বের হয়ে যায়,এটা কি কারনে হয় প্লীজ জানাবেন।আর তার সতিচ্ছদ এখন ফাটেনি।এটা সে নিজেই বলেছে।আমিও খেয়াল করেছি,,,ফাটেনি!আমি কিন্তু আমার লিঙ্গ ৫ ইঞ্চি পুরো ঢুকিয়েছি,তারপরও ফাটলোনা কেনো বুঝতে পারছিনা।কিছু
    জানাবেন প্লীজ!!!

    Reply
    • Bangla Health

      March 10, 2012 at 8:10 am

      নিচের দিকে বেরিয়ে আসাটাই স্বাভাবিক। জননাঙ্গর ভিতরে সংকুচন ও প্রসারনের ফলে, ভিতর থেকে চাপ দেয়ার ফলেও বের হয়ে হতে পারে। তাছাড়া আপনি ঠিক কতটা ভিতরে বীর্যপাত করেছেন, তাও একটা ব্যাপার।
      সতীচ্ছেদ ব্যাপারটা খুব গোলমেলে। এটা বড় কোন ব্যাপার না। এসব নিয়ে চিন্তা না করাই ভালো।

      Reply
  29. শাহিন

    March 4, 2012 at 11:14 am

    আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর
    একটা পোষ্ট দেওয়ার জন্য।

    Reply
  30. শাহিন

    March 5, 2012 at 12:29 pm

    হঠাত্‍ করে কেউ যদি হস্তমৈথুন
    করা সম্পূর্ণ বন্ধ করে দেয় তবে
    তার কি ওজন বেড়ে যাওয়ার
    কোন সম্ভাবনা আছে ?

    Reply
    • Bangla Health

      March 13, 2012 at 9:15 pm

      না।

      Reply
  31. কিরান রাথড

    March 27, 2012 at 2:44 pm

    আমার ৭ থেকে ১০ দিন পরে যন উত্তজনা বেড়ে যায়, তার পরে আমাকে পর্ণ মুভি দেখে বিয পাথ করতে হয়। আমি দয করতে পারি না । তাই আমাকে এর কন solution বলবেন কি ?

    Reply
    • Bangla Health

      March 30, 2012 at 4:08 am

      ৭-১০ দিন পর পর উত্তেজনা বেড়ে যাওয়া এবং এসময় হস্তমৈথুন করা খারাপ কিছু নয়।

      Reply
  32. asik

    March 31, 2012 at 2:21 pm

    আমার সোনাটা ডান দিকে অনেক বাকা।এটা কি সোজা করা জাবে?

    Reply
    • Bangla Health

      April 2, 2012 at 4:40 am

      লিঙ্গের সাইজ, আকার- জন্মগত। যেভাবে থাকে সেভাবেই ব্যবহার করতে হবে।

      Reply
  33. জ

    April 8, 2012 at 11:58 pm

    বাজারে বিভিন্ন হারবাল পিল এসেছে যেগুলোর নাকি কোন পার্শপ্রতিক্রিয়া নেই।আর সব চেয়ে যে খবরটা বেশী মজার তা হল এ পিলগুলো নাকি মাসে ১টা কোনটা ২টা খেলেই হয়।আমার জানামতে একো ও হার্বাস্টিপ নামে পিল আছে।আমার বাংলা হেলথ এর কাছে প্রশ্ন যেখানে মাসে ৩০ অথবা ২১টা পিল খেতে হয় সেখানে ১ অথবা ২টা পিল কিভাবে বা কতটা সেফ।হারবাল পিল যদি ভাল হয় তাহলে আমরা যারা বাংলা হেলথের পরিবার তারা উপকূত হতাম আর এগুলো ভুয়া হলে আমার এ পোষ্টের মাধ্যমে আমাদের সবাই এ প্রতারনা থেকে সাবধান হতে পারত।আপনাদের কাছে আমার ব্যক্তিগত ভাবে একান্ত কামনা দয়া করে ভালভাবে এ পিল সর্ম্পকে জেনে বিস্তারিত ভাবে জানিয়ে সকলকে উপকূত করবেন।

    Reply
    • Bangla Health

      April 12, 2012 at 8:12 am

      আগের এর উত্তর দেয়া হয়েছে। এরকম কিছু হলে সেটা হবে একটি অসাধারণ আবিষ্কার। কিন্তু আন্তর্জাতিক মাধ্যমে এরকম কিছুর কথা আমাদের জানা নেই। কোন বাজারে এসছে, কারা এসব বাজারজাত করছে, ডাক্তাররা কি বলেন, এসব জানা দরকার। আমার চেষ্টা করব খোঁজ নেয়ার জন্য।
      ধন্যবাদ বিষয়টি আবার তোলার জন্য।

      Reply
  34. মিজান

    April 14, 2012 at 12:52 pm

    আমার লিংগ নিস্তেজ অবস্তায় ৪ ইঞ্ছি এবং খারাইলে প্রায় ৮ ইঞ্ছি ও অনেক মোটা আমি কি এর জন্ন কোন সমস্যআয় পরব এর আগে অবস্য আমি ২/৩ বার সেক্স করতে গিয়ে একবার ও লিংগ পুরা ভিতর এ ডুকাইতে পারিনাই এখন আমার করনিয় কি দয়া করে জানাবেন

    Reply
    • বেলাল

      April 14, 2012 at 1:05 pm

      আপনার লিংগটা সারজারি করে চোট করে পেলুন।

      Reply
    • Bangla Health

      April 16, 2012 at 8:51 am

      সমস্যা হওয়ার কথা নয়। প্রথমে সঙ্গী ব্যথা পেলে স্লো এবং খুব বেশি গভীরে যাওয়া দরকার নাই। ধীরে ধীরে ঠিক হয়ে আসবে। প্রথম দিকে পিচ্ছিল করতে বাড়তি লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন।

      Reply
  35. S M

    April 22, 2012 at 11:45 am

    প্রিয় রকিব ভাই,
    ধন্যবাদ আপনার সুন্দর লেখার জন্য। আমি নতুন বিবাহিত। তাই লেখাটা আর কিছুদিন আগে পড়া হলে বেশি উপকৃত হতাম। যাই হোক, বাসর রাতে নববধুর সাথে *যৌ*ন*মিলনে তার বিশেষ অঙ্গে প্রবেশ করাতে ব্যথ হই, জোর করে প্রবেশ করাতে গিয়ে খেয়াল করলাম সে ভিষন কষ্ট পাচ্ছে, আর আমি অতৃপ্ত থাকছি। তাই ব্যাপারটা নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ি। আজ আপনার লেখা পড়ে নিশ্চিন্ত হতে পেড়েছি।
    তাই আবারো ধন্যবাদ আর আপনার দীঘায়ু কামনা করছি।

    Reply
  36. এয়াকুব

    April 29, 2012 at 11:15 am

    আপনি বাসর রাইতে বিলাই মারতে পারলেন না হায় হায় ?

    Reply
  37. মজুমদার

    April 29, 2012 at 11:09 pm

    ভাই আমার G.F আমার নুনু চুসতে খুব পছন্দ করে। যদি ও বীরয খায় তাহলে কি সমস্যা হবে।

    Reply
    • Bangla Health

      April 30, 2012 at 2:44 am

      সমস্যা হবে না যদি না বীর্যে কোন জীবানু থাকে।

      Reply
  38. জামাল

    May 1, 2012 at 10:32 am

    ভাই বীর্যে কি আছে যে মেয়েরা এত পছন্দ করে। বীর্যে কোন জীবানু থাকলে খাইলে কি হবে। ৩ক্স এর নায়কারা ত অনেক খাই।

    Reply
    • Bangla Health

      May 2, 2012 at 2:29 am

      বীর্যের তেমন একটা ফুড ভ্যালু নাই। অনেকে ফ্যান্টাসী করে খেয়ে থাকেন। জীবানু থাকলে সেটা খেলে শারীরিক সমস্যা হতে পারে।

      Reply
  39. kabir

    May 2, 2012 at 10:24 pm

    ভাই এইটা কী রকম ফ্যান্টাসী ,। খাইতে ঘিন্না লাগে না। জীবানু থাকলে সেটা খেলে কি ধরনের শারীরিক সমস্যা হতে পারেএকটূ বলবেন । আর জীবানু আছে কি না কি ভাবে বুঝা যাবে একটু খুলে বলবেন কি ?

    Reply
    • Bangla Health

      May 3, 2012 at 8:31 pm

      ঘৃণার ব্যাপারটা আপেক্ষিক। বীর্যের খুব একটা ফুড ভ্যালু না থাকলেও যেসব উপাদানগুলো নিয়ে এটা গঠিত, তাতে শরীরের কোন সমস্যা হওয়ার কথা না, যদি না কোন *যৌ*ন*বাহিত রোগজীবানু না মিশে থাকে। জীবানু আছে কিনা, সেটা বোঝাটা একটু কঠিন। শরীর স্বাস্থ্য ভালো এবং নিরোগ থাকলে, বহুগামী না হলে সাধারণত জীবানু না থাকার সম্ভাবনাই বেশি।

      Reply
  40. খালেদ

    May 4, 2012 at 10:50 am

    ভাই বাংলা হেলথ এ উত্তর প্রদান কারি কি একজন ডাক্তার নাকি সেক্স বিশেষষ্ণ।

    Reply
    • Bangla Health

      May 5, 2012 at 2:40 am

      অনেকেই আছেন।

      Reply
  41. আসলাম

    May 6, 2012 at 11:20 am

    ভাই FRENCH KISS টা কি ভাবে করতে হয় ?

    Reply
    • Bangla Health

      May 7, 2012 at 4:01 am

      ফ্রেঞ্চ কিসে জিহ্বার ভূমিকা থাকতে হবে। এক পার্টনারের জিহ্বা দিয়ে অন্য পার্টনারের ঠোঁট বা জিহ্বাতে জিহ্বা স্পর্শ বা মুখের ভিতর জিহ্বা চলে যাবে।

      Reply
  42. নিরবাক

    May 7, 2012 at 3:21 am

    আমার বয়স ২২ বছর।আমার খুব বেশি স্বপ্ন দোষ হয়।আমি খুব চিকন।আমার করনিয় কি। সঠিক পরামর্শ দিবেন।

    Reply
    • Bangla Health

      May 7, 2012 at 11:27 pm

      আজেবাজে চিন্তা থেকে দূরে থাকবেন। মেয়েদের ব্যাপারটা সহজ ভাবে নিন। বিকেলের পর উত্তেজক বা গুরুপাক জাতীয় খাবার খাবেন না। বাজে খাবার এড়িয়ে চলবেন। পারলে ব্যায়াম করুন।

      Reply
  43. ripon

    May 7, 2012 at 10:54 am

    ভাই ফ্রেঞ্চ কিসে কী কোন *যৌ*ন* রোগ হতে পারে। ্যেমণ aids

    Reply
    • Bangla Health

      May 7, 2012 at 11:37 pm

      *যৌ*ন*রোগ তখনই বেশি ছড়ায় যখন একজনের আগে থেকেই এটা থাকে। এটা বিভিন্ন উপায়ে একজনের কাছ থেকে আরেকজনের সংক্রমিত হতে পারে।
      ফ্রেঞ্চ কিসে মুখের লালার মাধ্যমে বা মুখে কাটা-ছেড়া বা ঘা থাকলে সেখান থেকে অন্যজনের হতে পারে। দুইজনেরই কোন সমস্যা না থাকলে ভয় নেই।

      Reply
  44. রিহাম

    May 8, 2012 at 12:53 am

    আমার বয়স ১৬.১ উচ্চতা ৫.৭ ওজন ৫৩ কেজি আমার প্রেমিকার বয়স ১৫.৬ উচ্চতা ৫.২ ওজন ৪৫কেজি আমাদের দাম্পত্য জীবনে কি সমস্যা হতে পারে হলে তা কি ধরনের এবং এখন থেকে কোন ব্যবস্থা গ্রহন করে তার প্রতিকার পাওয়া যাবে কি না? আমি হস্ত মৈথুন খুব কম করি আমার লিঙ্গ ৬ ইঞ্জি এর চেয়ে বড় দরকার হলে হস্ত মৈথুন বাদ দেব। সাধারনত এই বয়সে কত ক্ষন পর বির্যপাত হওয়া স্বাভাবিক?

    Reply
    • Bangla Health

      May 8, 2012 at 8:33 pm

      আপনাকে আগেই উত্তর দেয়া হয়েছে। সঠিক ইমেইল এড্রেশ ব্যবহার করলে ইমেইলে নোটিফিকেশন চলে যায়। দয়া করে একই প্রশ্ন বার বার না করে সঠিক ইমেইল ব্যবহার করুন অথবা যেখানে প্রশ্ন করেছেন, সেই পেজ বা পোস্টটি মার্ক করে রাখুন। এতে আপনার ও আমাদের- সবারই সুবিধা হবে।

      Reply
  45. রিহাম

    May 8, 2012 at 1:03 am

    *যৌ*ন* ক্ষমতা বাড়াতে কি Destiny-2000 ltd এর Nigela pluse cap অথবা Nigela Power cap ক্যপ খাওয়া যেতে পারে?

    Reply
    • Bangla Health

      May 8, 2012 at 8:33 pm

      না, প্রথমেই কোন ঔষধ ব্যবহার না করাই ভালো।

      Reply
  46. arif

    May 8, 2012 at 11:07 am

    ভাই আমার কাছে একটা বিষয় পরিস্কার না । ধরেন একটা মেয় ১০ টা ছেলের শাথে সেক্স করছে। ওই মেয় ১০ টা ছেলে ছাড়া অন্য কোন ছেলের শাথে সেক্স করে নাই, এবং ওই ১০ ছেলে সবাই ১ম বার ওই মেয়র সাথে সেক্স করছে (কন্ডম ছারা)আবং১বার ই করছে। মানে মেয়টা ১০ টা ছেলের শাথে সেক্স করছে কিন্তু প্রতিটা ছেলে সবাই ১ বার করে ওই মে এর সাথে সেক্স করছে। আমার প্রশ্ন হলঃএই১১জন এর কাওরের কি এইডস হওয়ার সম্ভবনা আছে।যদি থাকে তাহলে কি ভাবে একটূ খুলে বলেন।

    Reply
    • Bangla Health

      May 8, 2012 at 8:53 pm

      মেয়েটির যদি এইডস থাকে তাহলে বাকি ১০ জন ছেলের এটা হওয়ার ঝুঁকি থাকবে। যদি প্রথম ছেলেটির থাকে, তাহলে তার থেকে মেয়েটির, এবং মেয়েটি থেকে বাকি ৯ জনের এটা হওয়ার ঝুঁকি থাকবে। আগে এই রোগে আক্রান্ত কারো সাথে যদি আনপ্রোটেকটেড সেক্স করা হয় তাহলে এই রোগের জীবানু এক জনের কাছ থেকে অন্যজনের দেহে প্রবেশ করতে পারে। শুধু ভ্যাজিনাল সেক্স নয়, এনাল সেক্স (সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ) ও ওরাল সেক্স বা চুম্বনের মাধ্যমেও (মুখের লালা) এটা সংক্রমিত হতে পারে। আর জীবনু একবার কারো দেহে প্রবেশ করলে সাথে সাথেই যে এইডস হবে, এমন কথা নেই। এটা প্রায় ১০ বছর লাগতে পারে এইডস প্রকাশ পেতে।
      একাধিক পার্টনারের সাথে আনপ্রোটেকটেড সেক্স করলে যে কারো যে কোন সময় এই রোগের জীবানু বাসা বাঁধতে পারে।
      আপনার আরো প্রশ্ন থাকলে করতে পারেন, তাহলে কথা প্রসঙ্গে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

      Reply
  47. arif

    May 9, 2012 at 1:12 pm

    ভাই আমার প্রশ্নটার উত্তরটা ঠিক মত পেলাম না। আমার প্রশ্নটা ছিল ওই ১০ ছেলে সবাই ১ম বার ওই মেয়’র সাথে সেক্স করছে (কন্ডম ছারা)এবং ওই মেয় ছাড়া কোণো দিন কাওরের সাথে সেক্স করে নাই, এবং ওই মেয়ও এই ১০ ছেলে ছাড়া কোণো দিন কাওরের সাথে সেক্স করে নাই, তাহলে কি এই ১১ জনের কাওরের কি এইডস হওয়ার সম্ভবনা আছে।আমার প্রশ্নটা এইডস কিভাবে ছড়ায় শেটা না, আমার প্রশ্নটা হলো এটা কীভাবে হয়।

    Reply
    • Bangla Health

      May 10, 2012 at 1:14 am

      এক কথায়, এই ১১ জনের কারোরই দেহে যদি আগে থেকে এই ভাইরাস না থেকে থাকে তাহলে তার কাছ থেকে অন্য কারো হবে না।

      Reply
  48. arifa

    May 9, 2012 at 5:39 pm

    ভাই আমার উত্তরটা ঠিক মত পেলাম না। বিষয় টা মনে হয় আপনি ঠিক মত বুঝতে পারেন নাই। বিষয়টা ছিল ” ওই মেয় ১০ টা ছেলে ছাড়া অন্য কোন ছেলের শাথে সেক্স করে নাই, এবং ওই ১০টা ছেলে সবাই ১ বার করে ওই মেয়র সাথে সেক্স করছে (কন্ডম ছারা)এবং ১০ ছেলের সবার এটা প্রথম সেক্স এবং মেয়টা জীবনে ঐ ১০ জন ছাড়া আর কোন ছেলের সাথে সেক্স করেনি। তার মানে মেয়টা জীবনে ১০ বার ১০ টা ভিন্ন ছেলের সাথে সেক্স করেছে এবং প্রতিটা ছেলে জীবনে ১ বার করে ওই মেয়র সাথে সেক্স করছে।

    এই ঘটনায় এই১১জন এর কাওরের কি এইডস হওয়ার সম্ভবনা আছে।যইদি থাকে তাহলে কি ভাবে একটূ খুলে বলেন। কারন আমার বিষয় এইডস কিভাবে হয় সেটা, কিভাবে ছড়ায় সেটা না।

    Reply
    • Bangla Health

      May 10, 2012 at 4:07 am

      আপনাকে উত্তরটা আগে দেয়া হয়েছে। আবারো বলছি, যদি এই ১১ জনের কারোর শরীরের এইডসের ভাইরাস না থাকে, তবে অন্যদের হওয়া সম্ভাবনা নেই।

      Reply
  49. আকাশ

    May 10, 2012 at 8:18 am

    ভাই মেয়েদের মাসিক হলে কতদিন পর্যন্ত *যৌ*ন* মিলন করা যাবে না এবং কন সময়টা সেভ পিরিয়ড। মানে কন সময়টাতে আমি সঙ্গম করে ভেতরে বীর্য ফেললে সন্তান হবার সম্ভাবনা থাকে না।

    Reply
    • Bangla Health

      May 10, 2012 at 8:21 pm

      দুজনের ইচ্ছা হলে যে কোন সময়ই মিলিত হতে পারা যায়। এখানে মাসিক কোন ব্যাপার না। সেফ পিরিয়ড বলে কোন ব্যাপার নাই। বাচ্চা নিতে না চাইলে সবসময় কোন না কোন প্রোটেকশন ব্যবহার করা উচিত।

      Reply
  50. arif

    May 10, 2012 at 10:19 am

    ভাই তাহলে আপ্নের উত্তর অনুযায়ি বলা যায় যে , ১ টা মেয় ১০০ টা ছেলের শাথে বা ১ টা ছেলে ১০০ টা মেয়’র শাথে সেক্স করেলও এইডস হবে না যদী তাদের কাওরের শরিরে আগে থেকে এইডস ভাইরাস না থাকে , তাইত।

    Reply
    • Bangla Health

      May 10, 2012 at 8:23 pm

      হ্যাঁ। তবে আপনি আগে থেকে কিভাবে জানবেন যে কারো শরীরে এই ভাইরাস আছে কিনা?
      সেক্স না করলেও তো এই ভাইরাস অন্য কোন উপায়ে কারো শরীরে আগে থেকে থাকতে পারে। কিভাবে থাকতে পারে, আশা করি সেগুলো আপনি জানেন।

      Reply
  51. kaisar

    May 10, 2012 at 10:33 am

    ভ্যাজিনাল সেক্স ও এনাল সেক্স কিভাবে করতে হয়/ পারথকক কি

    Reply
    • Bangla Health

      May 10, 2012 at 8:23 pm

      ভ্যাজিনাল সেক্স = জননাঙ্গপথে সেক্স।
      এনাল সেক্স = পায়ুপথে সেক্স।

      Reply
      • ইমরান

        September 6, 2012 at 11:53 am

        পায়ুপথে সেক্স করলে মেয়ে ছেলে উভয়ই কি আনান্দ পাই?

      • Bangla Health

        October 13, 2012 at 11:15 am

        নির্ভর করে যার যার উপর।

  52. Sumon

    May 10, 2012 at 1:53 pm

    আমার বয়স এখন ২৩ বছর । অবিবাহিত । আমার ছোট কাল থেকেই লিঙ্গ খুব ছোট বিচি দুইটা তুলনামুলকভাবে বড় । এখন লিঙ্গ সাভাবিক অবস্থায় ১” উত্তেজিত হলে ২- ২.৫০” সুতরাং ইহা কি কোন রোগ ? যদি রোগ হয় তাহলে ইহার সমাধান কি ? লিঙ্গ বড় করার কোন উপায় আছে কি ? অনুগ্রহ করে সমাধান দেবেন ।

    Reply
    • Bangla Health

      May 10, 2012 at 8:31 pm

      রোগ নয়। তবে লিঙ্গের সাইজ আপনি জিনগত ভাবে পেয়েছেন। এটা বড় করা সম্ভব নয়। আপনার আগের উত্তর দেখুন।

      Reply
  53. sumon

    May 14, 2012 at 5:18 pm

    দিনের বেলা কি সেক্স করা যাই, অনেকে বলে যে দিনের বেলা কি সেক্স করা ভাল না। কেন ভালনা জানতে চাই ।

    Reply
    • Bangla Health

      May 15, 2012 at 3:51 am

      কথাটা অনেক পুরানো। এমনকি কামসূত্রেও এটা করতে অনুৎসাহিত করা হয়েছে। এটা করার কারণ, দিনের বেলা নানা কাজকর্মের জন্য সবাই কমবেশি ক্লান্ত থাকে। সঙ্গমের জন্য যে মানসিক ও শারীরিক প্রস্তুতির দরকার হয়, তা দিনের বেলা মেলানো কঠিন। তাই রাতের বেলা, বিশেষ করে আগে একটু ঘুমিয়ে বিশ্রাম নেয়ার পর রাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত সময়টাকে বেস্ট টাইম হিসাবে ধরা হয়েছে।
      এখন অবশ্য ভোর বেলার দিকে ঘুম ভাঙার পরের সময়টাকেও ভালো সময় ধরা হয়। সারা রাত ভালো ঘুম হলে এসময় অনেকের মানসিক অবস্থা খুব ভালো থাকে। ক্লান্তি কম থাকে। তাই এসময়ও মিলিত হওয়া যায়।
      প্রসঙ্গত এই মন্তব্যটা একটু দেখে নিতে পারেন।

      Reply
  54. Noyan

    May 14, 2012 at 7:16 pm

    আমার একটি প্র শ্ন হলো যে, মেয়েদের কি ছেলেদের মত বীর্যপাত ঘটে। যদি ঘটে তাহলে কতক্ষণ সময়ের মধ্যে বীর্যপাত ঘটতে পারে এবং সেটা কি পরিমাণ? আর দিনের বেলা সহবাস করা কী ঠিক?
    আর একটি প্রশ্ন হলো আমার স্ত্রী যোনীপথ প্রায় সময়ই ভিজা এবং পিচ্ছিল থাকে, এর কারণ কী? প্রশ্ন গুলোর উত্তর জানালে উপকৃত হবো।

    ধন্যবাদ

    Reply
    • Bangla Health

      May 15, 2012 at 4:12 am

      ছেলেদের বেলায় বীর্যপাত আর মেয়েদের বেলায় বলে অর্গাজম অর্থাৎ রাগমোচন। ছেলেদের বীর্যপাত যতটা সহজ ব্যাপার, মেয়েদের রাগমোচন ততটাই জটিল ব্যাপার। মেয়েরা যখন পরিপূর্ণ তৃপ্তি লাভ করে তখন তাদের জননাঙ্গমধ্যে এক ধরনের রস নিঃসৃত হয়। এটা অনেক সময় বের হয়ে আসতে পারে, আবার নাও পারে। পরিমানটা বলা যায় না। আবার মেয়েরা এই তৃপ্তি মনে মনেও পেতে পারে। অর্থাৎ শারীরিক ভাবে কোন পরিবর্তন না হলেও মনে মনে তারা এই সুখ লাভ করতে পারে। সেটাই এক ধরনের রাগমোচন। এটা তখনি বেশি হয় যদি তারা মনে করে যে অনেক ভালোবাসা পাচ্ছে বা মনে মনে খুব সুখ লাভ করছে।
      দিনের বেলা সেক্স করা নিয়ে এই মন্তব্য এবং উত্তর দেখুন।
      যৌবনের প্রথম দিকে মেয়েদের জননাঙ্গপথ বেশি বেশি বার ভিজা এবং পিচ্ছিল হয়। সাধারণত এসময় তারা মিলিত হওয়ার জন্য প্রস্তুত থাকে বা মিলিত হতে চায়। অন্য কোন কারণ থাকতে পারে।

      Reply
  55. জেবা

    May 16, 2012 at 2:21 pm

    ABORTION হওয়ার কতদিন পর সেক্স করা নিরাপদ। নরমাল ABORTION হওয়ার পর কি ডীএণ্ডসি করা দরকার ? আমার ডাক্টর বলছেন দরকার নাই। আমি আবার কতদিন পর BABY নিতে পারব।২য় বার আামার কি ধরনের সতরক থাকা দ্ রকার?

    Reply
    • Bangla Health

      May 17, 2012 at 1:29 am

      ২ থেকে ৪ সপ্তাহ সময় লাগতে পারে সব কিছু ঠিক হতে। তাই এই সময়টা পরে আবার সেক্স করতে পারেন। তার আগে আবার ডাক্তার দেখিয়ে চেকআপ করে নেয়া উচিত যে কোন ইনফেকশন তখনো আছে কিনা, অর্থাৎ সব ঠিক আছে কিনা।
      ডি এণ্ড সি (dilation and curettage) সাধারণত প্রথম বা মিসক্যারিজ হয়ে গেলে করার দরকার হয়। তবে ডাক্তার যদি মনে করেন যে দরকার নাই, তাহলে না করলেও চলে।
      সঠিক ভাবে বিশ্রামে থাকলে ২ সপ্তাহের মধ্যেই আবার বেবি নিতে পারার অবস্থায় চলে যাবেন।
      বাচ্চা নেয়ার আগে ডাক্তার দেখিয়ে সব চেকআপ করে নেবেন। বিশেষ করে কোন *যৌ*ন*রোগ আছে কিনা, সেটা অবশ্যই দেখবেন। থাইরয়েডে সমস্যা থাকলে সেটাও আগে সারিয়ে নেবেন। শরীর ও মন সম্পূর্ণ সুস্থ্য না থাকলে বাচ্চা নিতে যাবেন না।
      নিয়মিত হালকা ব্যায়াম করবেন।
      সব টিকা সময় মতো নিয়ে নিবেন।
      খাওয়া-দাওয়ার ব্যাপার সতর্ক থাকবেন। আণ্ডারকুকড খাবার কখনোই খাবেন না।
      ধূমপান, এলকোহল জাতীয় জিনিস থেকে দূরে থাকবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোন প্রকার ঔষধ খাবেন না।
      মন ভালো রাখবেন। আত্মবিশ্বাস থাকতে হবে যে আপনি পারবেন।
      আশা করি এতেই সব ঠিক হয়ে যাবে।

      Reply
  56. জেবা

    May 19, 2012 at 9:24 pm

    ধন্যবাদ আপনার উত্তর এর জন্য । আমী একজন HOUSE WIFE. সংসারের কাজ করার সময় হঠাত আমার ব্লিডীং হয় (৮-৯ সপ্তাহ সময়)এবং আমার BaBY MISS হয়।এটা আমার ১ম pregnancy ছিল। আমি দুইজন গাইনি দেখাইছি। তারা ২ জন বলছেন ডীএণ্ডসি করা দরকার হবে না। কিন্তু আমার এক RELATIVE কিছু দিন আগে আমাকে বললেনে যে ডীএণ্ডসি করলে ভাল হত, ২য় BABY তে প্রব্লেম হত না। এটা কতটা সঠীক ? আর যদি প্রব্লেম হয় তাহলে কি ধরনের হতে পারে ? আর আমার গাইনি দুইজনেই বলেছেন যে আমি ৬-৮ মাস এর আগে বাচ্চা নীতে পারব না। এটা কতটা সঠীক ?
    দয়া করে জানাবেন ।

    ধন্যবাদ

    Reply
    • Bangla Health

      May 20, 2012 at 12:53 am

      সবসময় যে ডীএণ্ডসি করাতেই হবে, এমন কোন কথা নেই। এটা ডাক্তাররাই নির্ধারণ করেন যে কি করা উচিত।
      ৬-৭ মাসের কথাটা আক্ষরিক অর্থে ঠিক নয়। তবে উনারা হয়তো আপনার শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই এতদিন অপেক্ষা করতে বলছেন। আপনি শরীর ফিট রাখুন, মানসিক ভাবে সুখ-শান্তিতে থাকুন। যখন সব দুশ্চিন্তা চলে যাবে, তখন আবার বাচ্চার জন্য চেষ্টা করবেন।

      Reply
    • RIMA

      May 20, 2012 at 9:12 pm

      জেবা আপু , তুমার মত আমার ও ৮ সপ্তাহে বাচচা নষ্ট হয়।ডাক্তার বলেছিল আমাকে ডীএণ্ডসি করাতে হবে।কিন্তু কপাল ভালো থাকায় তা করানো লাগেনি । আমার atomatic রক্তপাত শুরু হয় । তারপর ডাক্তার আমার full health টেস্ট করেন । টেস্ট রিপোর্ট সব ভালো ।তিনি বলেছিলেন আমি সম্পূর্ণ সুস্থ্য । এবং তিনি আমাকে ৪ থেকে ৬ মাস পর বাচ্চা নিতে বলেন ।যেহেতু অনেক রক্তপাত হয়েছে সেই জন্য তিনি এটা বলেছিলেন আমার ভালোর জন্য । তারপর আমি ২ মাস ভালো পুষ্টিকর খাবার খাই ।গত বছর জুন মাসে আমার বাচ্চা নষ্ট হয় । কিন্তু সেপ্টেম্বর এ আমি আবার প্রেগ্নান্ট হই।এখন আমি এবং আমার বাছা ভালো আচে । এখন আমি ৮ মাস ১ সপ্তাহের গর্ভবতী ।সবকিচু ভালো ভাবে হলে এই জুন মাসে আমার প্রথম বাচ্চা দুনিয়াতে আসবে । তুমি যদি সুস্ত থাক এক থেকে দুই মাসের মধ্যে বাচ্চা নিতে পারবে । আমি যেহেতু লন্ডন এ থাকি সেই জন্য ভালো করে CHECK UP করাথে পারি । তুমি ও ভালো ডাক্তার দেখাবে ।মানুষের কথা শুনে চিন্থিত না হয়ে ডাক্তার এর উপদেশ মেনে চল ।মনে সাহস রাখো দেখবে তুমি পারবে । আর BANGLA HEALTH সহ সবে আমার জন্য দুয়া কর ।তুমার জন্য শুভ কামনা রইলো । ভালো থেক ।

      Reply
      • JEBA

        May 21, 2012 at 1:49 pm

        রিমা তমার শুভ কামনা রইলো

  57. anik

    May 19, 2012 at 10:49 pm

    orgasm ki

    Reply
    • Bangla Health

      May 20, 2012 at 12:59 am

      এখানে দেখুন।

      Reply
  58. Mijan

    May 22, 2012 at 9:51 pm

    আমার প্রব্লেম আমি ‍‍ছোট কাল থেকে হস্তৈৈমথুন করি জার ফলে আমার লিঙ্গ বাম দিকে ব‍কে যায় এবং অনেক সময় sex করার আগে বা sex করার ১/২ মিনিট এর মধ্যে বীর্য বেরিয়ে যায়.এ নিয়ে খুব চিন্ততি আ‍ছ‍ী. আমার বয়স ২২ বছর আর বিবাহিত তবে বউ এখনো ঘরে তুলিনি. love relation.

    Reply
    • Bangla Health

      May 23, 2012 at 4:02 am

      লিঙ্গ বেঁকে যাওয়ার সাথে হস্তমৈথুনের সরাসরি সম্পর্ক নেই। এটা মূলত জেনেটিক ব্যাপার। তারপর শারীরিক ফিটনেসের অভাবে লিঙ্গে যথেষ্ট রক্তসঞ্চালন করতে ব্যর্থ হলেও এমন হতে পারে।
      সেক্সের সময় মনে রাখবেন যে লিঙ্গের চাইতে আপনার মন বা মস্তিষ্কই সবচেয়ে বড় *যৌ*ন*াঙ্গ। আপনি সেক্স না করেও মনে মনে সেক্সের ফিলিংস লাভ করতে পারেন। যারা বাস্তবে সেক্স করতে পারেন না, তারা মনে মনেই বেশি এসব নিয়ে চিন্তা করেন। অনেক দিন ধরে এটা অভ্যস্ত হয়ে আসার ফলে সেক্সের সময়ও শারীরিক ভাবে কিছু করার চাইতে মনটাই আগে আগে অনেক কিছু করে ফেলে। তাড়াতাড়ি বীর্যপাতের এটাও একটা কারণ। তাই মনকে আগে কন্ট্রোল করুন। তারপর সেক্সের কৌশল জানুন। সেক্স সম্পর্কে জ্ঞান লাভের চেষ্টা করুন। আমাদের বাংলা লাইব্রেরী থেকে কামসূত্র পড়ে নিতে পারেন। এছাড়া আমাদের হেলথ বিভাগেও সেক্স নিয়ে অনেক লেখা রয়েছে। সেগুলোর কমেন্টসহ পড়ে নিতে পারেন।

      Reply
  59. Boda

    May 26, 2012 at 5:39 pm

    আমার স্বামী ৬ ফুট কিন্তু তার লিঙ্গ মাত্র ৫ ইন্চি আমি পুর সুখ পাইনা তার বয়স ২০ তার লিঙ্গ কিভাবে বড় করা যাবে।

    Reply
    • Bangla Health

      May 26, 2012 at 11:50 pm

      লিঙ্গ বড় করার কোন উপায় নাই।

      Reply
  60. নাম

    May 28, 2012 at 10:27 am

    আমি বিবাহিত (৪ মাস)। বয়স ২৫, ওজন ৪৮, উচ্চতা ৫.৫। ইদানিং একটি সমস্যা লক্ষ্য করছি, সহবাসের সময় বীয বের হতে চাচ্ছে না। আমি চাকুরীজীবী, সাধারণত সপ্তাহের (মাসে ২-৩ বার) শুক্র ও শনিবার দু’জন একসাথে থাকি। তখন হয়তবা ৪-৬ বার সহবাস হয়। আমার আগে হস্তমৈথুনের অভ্যাস ছিল। এ ধরনের সমস্যা কেন হচ্ছে এবং এর সমাধান জানালে উপকৃত হবো। তবে প্রথম ৩-৪ বার প্রচুর বীয বের হয়।

    ধন্যবাদ।

    Reply
    • Bangla Health

      May 29, 2012 at 4:40 am

      প্রথম ৩-৪ বার বীর্য বের হয়ে যাওয়ার পর হয়তো বীর্যথলিতে আর যথেষ্ট বীর্য থাকে না, তাই আর বের হয় না। ব্যাপারটা একেবারে অস্বাভাবিক নয়।
      আপনার ওজন অনেকটাই কম। ওজন বাড়ানোর জন্য খাওয়া-দাওয়া বাড়ান।

      Reply
  61. KHossain

    May 28, 2012 at 4:25 pm

    অামার বয়স ৩০ বছর,‍অবিবাহতি,অামার সপ্তা‍‍হে ২/১বার হস্ত‍মৈথুন করার অভ্যাস অাছে। এতে ‍বিেয় পরবরতী সমস্যা হ‍ব‍ কিনা?

    Reply
    • Bangla Health

      May 29, 2012 at 6:10 am

      ২/১ বারে সমস্যা হওয়ার কথা নয় যদি না এটা করার পর শারীরিক বা মানসিক ভাবে কোন সমস্যায় পড়েন।

      Reply
  62. নাম প্রকাশে অনিচ্ছুক

    June 2, 2012 at 2:15 am

    আমি ঢাকার বাড্ডা এলাকায় থাকি আমার নাম প্রকাশ করতে চাচ্ছি না। আমি একটি ইন্ডাসট্রির মার্চেন্ডাইজার। আমি বাড্ডার একটা বাড়িতে এক ফ্লাটে ভারা নিয়ে থাকি আমার পাশের ফ্লাটে ২৩ থেকে ২৪ বছর হবে এমন বয়স এর একটি মহিলা ভারা থাকে তার স্বামি বিদেশ থাকে তার একটি ৪ বছর বয়সি মেয়ে আছে সে আমার পাশের ফ্লাটে ভারা থাকে ১ বছর ৮ মাস চলে। …[আপনার পুরা কাহিনিটা অনেকটা চটি হয়ে উঠেছে বিধায় পুরোটা প্রকাশ করা গেল না। আমাদের এত ডিটেইলস জানানোর দরকার নাই, শুধু সমস্যাটা উল্লেখ করলেই হবে।]

    আমরা দুই জন নিজের ইচ্ছেতে এই ধরনের কাজ গুলো করছি।

    আমি জানিনা যেই কাজ গুলি করছি তা কি ঠিক করছি না ভুল করছি আমাকে যদি কোন সাজেসন থাকে তাহলে দিতে পারেন।

    Reply
    • Bangla Health

      June 5, 2012 at 10:02 pm

      আপনি যে সম্পর্কটা তৈরী করেছেন, সেটা অনৈতিক। একজন বিবাহিত বা বিবাহিতা বা যাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে, তাদের সাথে সম্পর্ক করাটা অনৈতিক। ভেবে দেখুন, আমরা যদি একে অন্যের সম্পর্ককে সম্মান না করি, তাহলে এমন ঘটনা আপনার বা আমাদের ক্ষেত্রেও হতে পারে। আর সত্য কখনো চাপা থাকে না বিধায় এক সময় সমস্যা হতে বাধ্য।
      এখানে আপনি যেমন সুযোগ নিচ্ছেন, তেমনি ঐ মহিলাও তার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করছেন। এটা যতই দুজনের ইচ্ছেতে হোক না কেনো, কারো সাথে সম্পর্ক থাকা অবস্থায় কোন ভাবেই অন্যের সাথে সম্পর্ক করা নৈতিকতা বিরুদ্ধ।
      এখন আপনিই বিচার করে দেখুন আপনি ভুল করছেন নাকি ঠিক করছেন।

      Reply
  63. জ়ীয়া

    June 2, 2012 at 11:39 pm

    হস্ত‍মৈথুন করা ভাল নাকি সপ্নদো্স ভাল

    Reply
    • Bangla Health

      June 3, 2012 at 9:04 pm

      হস্তমৈথুন না করলে প্রাকৃতিক নিয়মে স্বপ্নদোষ হয়। হস্তমৈথুন মাত্রাতিরিক্ত না করলে ভালো। হস্তমৈথুন করা হয় সচেতন ভাবে, তাই ব্যাপারটা উপভোগ করা যায়। স্বপ্নদোষ হয় অবচেতন ভাবে।

      Reply
  64. জোন

    June 4, 2012 at 4:35 pm

    আমার বয়স ১৮ বছর উচ্চতা ৬ ফুট ওজন ৭৫
    আমার লিঙ্গ স্বাভাবিক ২.৫’, উত্তেজনায় ৪’
    এটা কি অস্বাভিক?
    হস্তমৈথুন করা কি ক্ষতিকর?

    Reply
    • Bangla Health

      June 5, 2012 at 1:05 am

      লিঙ্গ নিয়ে এই লেখাটি পড়ুন।
      মাত্রাতিরিক্ত না হলে ক্ষতিকর নয়।

      Reply
  65. Shekhor

    June 10, 2012 at 12:10 am

    আমার বয়স ২০ বছর|উচ্চতা 5.4″|লিঙ্গ 4.4 ইঞ্চি|আমার gf এর বয়সও ২০ বছর|উচ্চতা 5ফুট|আমার লিঙ্গের size এত ছোট কেন?বড় করা যায় না? এটা দিয়ে কি sex ভালভাবে হবে? আমি gf এর সাথে phone sex করি মাঝে মাঝে|কিন্তু ও কখনো রাজি থাকে না|অনেক কষ্টে রাজি করাই|আবার একসঙ্গে ওর সাথে কয়েক রাত কাটিয়েছি|সারারাত ওর বিভিননো অঙ্গে অনেক স্পর্শ করেছি,চুমো খেয়েছি এককথায় কয়েক রাত অনেক উত্তেজিত করেছি,কিন্তু তার পরেও তাকে মিলনে রাজি করাতে পারি নি|শুধু বলে এখন না,তোমার কাছে যাই আগে|আমার question হলো,এতো কিছু করার পরও সে নিজেকে control করে কিভাবে,আমার তো বের হয়ে যায় কয়েকবার|তার কি কোনো sextual problem আছে?আমাদের relation 6 বছরের,এত দিনেও শারিরীক মিলন করতে পারিনি শুধু তার সম্মতির অভাবে|উল্লেখ্খো,সে sextual কথাবার্তাও বেশি পছন্দ করে না

    Reply
    • Bangla Health

      June 13, 2012 at 12:16 am

      অনেক মেয়েই বিয়ের আগে এটা করতে চান না। তার মানে এই না যে তার সমস্যা থাকবে। এটা অনেকটা ভয় বা অনিশ্চয়তার জন্যই হয়তো করেন না।
      আপনার লিঙ্গ একেবারে ছোট নয়। পার্টনারকে সন্তুষ্ট করতে পারবেন, তবে হয়তো সময় অনেক বেশি লাগাতে হবে। পুরুষের লিঙ্গের যেমন ছোট বড় হয়, তেমনি মেয়েদের জননাঙ্গর গভীরতাও কম বেশি হতে পারে। এ নিয়ে কামসূত্রের এই লেখাটি পড়ুন।

      Reply
  66. SSS

    June 10, 2012 at 5:13 pm

    আমি তো answer পেলাম না sir

    Reply
    • Bangla Health

      June 13, 2012 at 9:00 am

      আগের প্রশ্নের উত্তর আগে- এভাবে উত্তর দেয়া হয়।

      Reply
  67. Shekhor

    June 13, 2012 at 1:40 am

    Thank u sir.
    sir,4.5” লিঙ্গ দিয়ে sex কেমন হবে|আমার লিঙ্গ 4.5”|sir,আমার gf এর উচ্চতা 4.11 ফুট|সে খায় কম,ঘুমায় কম,কণ্ঠ মধুর,গায়ের রং ফর্সা,উচ্চতা খাটো
    sir,সে কি হরিণী মেয়ে?তার জননাঙ্গ কি ৬আঙ্গুল?
    sir,তারাতাড়ি বীর্যপাত রোধ করা বা sex বাড়ানোর কিছু ওষুধের নাম বলেন?
    sir,বাংলাদেশের মানুষের লিঙ্গের গড় sizd কত?
    আমার এই লিঙ্গ দিয়ে কি সময় বেশি লাগবে আমার খাটো gf এর সাথে sex করতে?
    কাচা ছোলা,রসুন/পেয়াজ,মধু খেলে কি sex এর উপকার হয়?

    Reply
    • Bangla Health

      June 17, 2012 at 11:51 pm

      আপনার কিছু প্রশ্নের উত্তর আগে দেয়া হয়েছে।
      কার জননাঙ্গ কেমন সেটা আগে থেকে বলা যায় না। তবে নিতম্বের মাপ কম হলে তাদের জননাঙ্গর গভীরতা কম হওয়ার সম্ভাবনাই বেশি।
      বাংলাদেশের মানুষের লিঙ্গের গড় সাড়ে চার ইঞ্চির একটু বেশি।
      সন্তুষ্ট করতে হলে সময় বেশি লাগতে পারে আপনার জন্য।
      হ্যাঁ, এগুলো উপকারী।

      Reply
  68. জীবন

    June 13, 2012 at 6:20 pm

    ওরাল সিস্ট থাকলে কি ফ্রেঞ্চ কিস করা ঠীক। ফ্রেঞ্চ কিস কি একজন এর থেকে আর এক জনের মুখ এ ওরাল সিস্ট ছরায়?

    Reply
    • Bangla Health

      June 18, 2012 at 12:41 am

      যতক্ষণ না আপনি সেটা ঘর্ষণ বা মার্জন করছেন, ততক্ষণ চুম্বনে কোন সমস্যা নাই।

      Reply
  69. Shekhor

    June 18, 2012 at 12:29 pm

    মেয়েদের নিতম্ব মানে নাভিকে বুঝায় না স্তন কে বুঝায়?

    Reply
    • Bangla Health

      June 18, 2012 at 8:25 pm

      নিতম্ব হল মানবদেহের পশ্চাতে কটিদেশ এবং দুই পায়ের সংযোগস্থলে অবস্থিত উদগত মাংসল অংশবিশেষ।

      Reply
  70. Shekhor

    June 19, 2012 at 9:23 am

    Sir,খাঁটি বাংলায় বলি,আপনার বর্ণণা অনুযায়ী নিতম্ব মানে কি মেয়েদের পাছা কে বুঝায়?এই পাছার size ছোট হলে মেয়েদের জননাঙ্গর কি দৈর্ঘ ছোট হয়?আমার উচ্চতা,ওজন ও লিঙ্গের size অনুযায়ী কি ধরনের উচ্চতা বা গড়নের মেয়ে বিয়ে করা দরকার?

    Reply
    • Bangla Health

      June 23, 2012 at 3:24 am

      হ্যাঁ, ঠিক ধরেছেন।
      এটা ছোট বা বেশি চওড়া না হলে যে সব সময় জননাঙ্গর গভীরতা কম হবে, তা নয়। তবে অনেক সময় তাই হয়। ছেলে আর মেয়ের গঠন একই রকম হলে ভালো। সাধারণত মেয়েদের চেয়ে ছেলেদের উচ্চতা একটু বেশি হতে হয় (ধরুন ৫ ইঞ্চির মত), যদিও এটা কোন নিয়ম নয়। অনেক সময় দেখা যায় যে ছেলে অনেক লম্বা হলেও লিঙ্গ অনেক ছোট।
      আপনার গার্লফ্রেণ্ডের বর্ণনানুসারে তাকে আপনার জন্য মানানসই বলেই মনে হয়েছিল।

      Reply
  71. বাদল

    July 2, 2012 at 10:46 pm

    আমি নতুন বিয়ে করলাম, আমি সহবাস করতে গেলে আমার লিঙ্গ সোজা হয়না কেন, কি সমাধান?

    বিয়ের পর আমি ১ বা ২ বসর সন্তান নিতে না চাইলে কি করতে হবে এবং সহবাস কখন করা যাবেনা ।

    Reply
    • Bangla Health

      July 4, 2012 at 8:01 am

      শক্ত হয়? একটু বাঁকাতে সেক্স করতে সমস্যা হওয়ার কথা নয়।
      প্রোটেকশন ব্যবহার করুন। পিল অথবা ক*ন*ড*ম ব্যবহার করুন। একেবারেই বাচ্চা নিতে না চাইলে মাসিক শুরু হওয়ার ১৩ থেকে ১৭তম দিন পর্যন্ত মিলিত হলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন।

      Reply
  72. Nill

    July 2, 2012 at 10:58 pm

    আমার বয়স ১৭। আমার sex খুব বেশী। এই বয়সে বেশী Sexully মনোভাব কি ক্ষতিকর না ভাল

    Reply
    • Bangla Health

      July 4, 2012 at 8:02 am

      এই বয়সে এমন মনে হওয়া স্বাভাবিক। ক্ষতিকারক নয়। তবে নিজেকে কন্ট্রোল করতে পারলে ভালো। কুচিন্তা কুসঙ্গ এড়িয়ে চলবেন।

      Reply
  73. রাসেল

    July 3, 2012 at 10:23 pm

    স্যার আমর বয়স ২৩ বছর, উচ্চতা ৫.১ ওজন ৫৩। আমি আগে ৩-৪ বছর হস্তমৈথুন করেছি, এখন আর করি না তবে ২-১ মাস পর মাঝে মাঝে করি। আমার গার্লফ্রেন্ডের সাথে আমি ৩ বার শারিরিক মিলন করেছি প্রতিবারই আমার ৩০-৪০ সেকেন্ডের মধ্যেই বীর্যপাত ঘটে উল্লখ্যে হস্তমৈথুনের সময় ও একই অবস্হা এখন আমি কি করতে পারি ?? কোন প্রাকৃতিক উপায় আছে কি না ?? যেমন ব্যায়াম, কোন খাবার ??

    Reply
    • Bangla Health

      July 4, 2012 at 9:00 am

      হ্যাঁ, শরীর ফিট রাখার জন্য ব্যায়াম করতে পারেন। আর আলাদা ভাবে কেজেল ব্যায়াম করলে সময় বাড়তে পারে। এছাড়া মনকে সংযত করতে হবে। দুশ্চিন্তা বা ভয় থাকা যাবে না। সেক্সের কৌশল জানতে হবে।

      Reply
      • রাসেল

        July 4, 2012 at 12:34 pm

        সেক্সের কৌশল জানতে হবে মানে ?? কিভাবে জানব ?? PLZ একটু বলবেন কি ??

      • Bangla Health

        July 6, 2012 at 8:50 am

        কামসূত্র পুরোটা পড়ুন।

  74. রাসেল

    July 4, 2012 at 12:36 pm

    ও হ্যাঁ কোন খাবার আছে কি ??

    Reply
    • Bangla Health

      July 6, 2012 at 9:15 am

      এখানে দেখুন।

      Reply
  75. avro

    July 5, 2012 at 9:38 pm

    আমি অনেক হস্তমৈথুন করি , ছারতে চাই কিন্তু পারছিনা । সাহায্য চাই । স্বাস্থ্য ভাল । লিঙ্গের শক্তি ফেরাতে কোন ঔষধ বা কোন ব্যবস্থা জানালে উপকৃত থাকব ।

    Reply
    • Bangla Health

      July 10, 2012 at 8:57 am

      কমিয়ে দিলেই শক্তি ফিরবে। ঔষধ লাগবে না। যে সময়টায় বেশি করেন, সেই সময়টায় আগে থেকে কিছু করার প্লান করে রাখবেন বা কোন বন্ধুকে সেই সময় সঙ্গ দিতে বলবেন। একা একা কম থাকবেন।

      Reply
  76. TISAN

    July 5, 2012 at 10:52 pm

    মেয়েদের বীর্যপাত কখন হয়??? এটার একটা স্থায়ী সমাধান জানা থাক‍লে আপনার নিকট চির কৃতজ্ঞ থাকতাম।

    Reply
    • Bangla Health

      July 10, 2012 at 9:02 am

      ছেলেদের মত মেয়েদের বীর্যপাত হয় না, কেননা মেয়েদের ‘বীর্য’ নেই।
      কোন ব্যাপারে স্থায়ী সমাধান চাচ্ছেন।

      Reply
  77. TISAN

    July 5, 2012 at 11:04 pm

    বাসর রাতে ফার্স্ট কি কি কিনতে হবে আর সাথে রাখতে হবে???

    Reply
    • Bangla Health

      July 10, 2012 at 9:03 am

      স্ত্রীর সাথে আগে থেকে পরিচয় বা সম্পর্ক না থাকলে আগে তার সাথে মানসিক ভাবে ভালো একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন।

      Reply
  78. MITHUN

    July 6, 2012 at 9:48 am

    স্যার আমরা প্রায় শুনে থাকি যে প্যান্টের পকেটে মোবাইল রাখলে পুরুষদের প্রজনন ক্ষমতা ( শুক্রানু উত্‍পাদন ) কমে যায় এবং এও শোনাযায় যে বুক পকেটে মোবাইল রাখলে আমাদের হার্টের ক্ষতি হয় । অনুগ্রহ করে উপরের উক্তি গুলি কতটা সত্য না মিথ্যা একটু ব্যাখা করবেন । যদি হ্যাঁ হয় তাহলে আমরা কোথায় মোবাইল রখব ?

    Reply
    • Bangla Health

      July 11, 2012 at 8:12 pm

      মোবাইল গরম হলে না রাখাই ভালো। আর অল্প সময় রাখলে কোন সমস্যা নাই। টানা বেশিক্ষণ না রাখলেই হলো।
      একধরনের কেশ পাওয়া যায় ফোনের মাপের। তার মধ্যে ফোন রেখে বেল্টের সাথে লাগিয়ে রাখলে সবচেয়ে ভাল হয়
      ব্যাগের মধ্যে রাখতে পারেন।

      Reply
  79. আলম

    July 7, 2012 at 12:44 am

    আমি আমার বান্ধবির সাথে সেক্স করেছি কন্দম দিয়া।একবার শুদু কন্দম ছারা করেছি (ভিরজুপাত হয়নি)। আমি সেক্স করি ২-৬-১২ তারিখ।তার মাসিক হওার কথা ১১-০৬-১২তারিখ।আজ পর্যন্ত তার মাসিক হয়নি।৬-৭-১২ হতে তার হারের জয়েন্থ এ বাথা। সে কি প্রেগ নেন্ত।

    Reply
    • Bangla Health

      July 11, 2012 at 8:14 pm

      কন্ডম ব্যবহার করলে আর বীর্যপাত না হলে তো সমস্যা হওয়ার কথা নয়। হয়তো অন্য কোন শারীরিক সমস্যার জন্য এমন হবে।
      তার বয়স উচ্চতা ওজন কত?

      Reply
  80. chow joynal

    July 9, 2012 at 1:29 am

    sir আমার প্রস্ন আমার বয়্স ১৯বসর আমার জেবনে ২বার সেx করে কিন্ত তা ২-৩মিনিতে মাল পরে যায় আবং আমার হাত মারা দস আসে তবে আমি ছাই লং সমায় সেx আমার লিংগ ৫/২’লং সমাই সেএx করার কন ইনফরমেস্তিঅন আসে বল্বেন

    Reply
    • Bangla Health

      July 18, 2012 at 2:53 am

      আগে শরীরের দিকে নজর দিন। আর কেজেল ব্যায়াম করে সময় বাড়াতে পারবেন।

      Reply
  81. নীল পরী

    July 9, 2012 at 8:31 pm

    স্যার আমর বয়স 17 বছর, উচ্চতা ৫.২ ওজন ৪১ । মে মাসে আমার বয়ফ্রেন্ড এর সাথে গোপনে বিয়ে করে 15&16Mayতে protection ছারাই sex করি,পরদিন 16Mayতে আমার নিয়মিত মাসিক হয়। কিন্তু পরবর্তী তে June মাসেও এমনকি আজ পর্যন্ত আমার মাসিক হচ্ছে না।
    মাঝে মাঝে তলপেটে বেথা হয়েছে কিন্তু মাসিক হয়নি। আমি কি conceive করে ফেলেছি??

    Reply
    • Bangla Health

      July 18, 2012 at 3:07 am

      মাসিক শুরুর আগের এবং পরের সপ্তাহ নিরাপদ সময় হিসাবেই গণ্য করা হয়। সেই হিসাবে আপনার প্রেগন্যাণ্ট হওয়ার কথা নয়। প্রেগন্যান্ট হলে এতদিনে ভালো লক্ষণ টের পাওয়া যেত।
      তবে নিশ্চিত হওয়ার জন্য বাজারে প্রেগন্যান্সি টেস্টের জন্য এক ধরনের স্টিক পাওয়া যায়। সেগুলো দিয়ে বাড়িতে নিজে নিজে টেস্ট করা যায়।
      আর আপনার বয়স কম বলে অনেক সময় এই বয়সে নিয়মিত মাসিক নাও হতে পারে। আপাতত দুশ্চিন্তা না করে টেস্ট করে নিন।

      Reply
      • নীল পরী

        July 18, 2012 at 7:01 pm

        প্রায় ৭০ দিন পর আজকে মাসিক শুরু হয়েছে।শুরুতে অনেক bleeding হয়েছে এবং প্রচণ্ড বেথা হচ্ছে, এরকম বেথা আগে হয়নি। ডাক্তার কি দেখানো উচিত?

      • Bangla Health

        August 25, 2012 at 8:49 am

        আপনার বয়স কম বলে এই বয়সে মাসিক অনিয়মিত হতে পারে। এবং তাই হয়েছে। সেক্স করার পর দুশ্চিন্তায় ছিলেন বলে সেটাও এই অনিয়মিত হওয়ার কারণ হতে পারে। পরেরও বারও ব্যথা হলে ডাক্তার দেখাবেন। তবে এমনিতে কোন সমস্যা বলে মনে হচ্ছে না।

  82. chow joynal

    July 9, 2012 at 9:49 pm

    dir sir apni amar comments ta delete kore dilan amar ansir koy pL…………..?

    Reply
    • Bangla Health

      August 1, 2012 at 8:14 am

      একই কমেন্ট বার বার করলে বা আরো কিছু কারণে কিছু কমেন্ট স্পার্ম ফোল্ডারে চলে গিয়ে পরে অটোমেটিক ডিলিট হয়ে যায়। এমন হলে কমেন্টটি আবার করুন প্লিজ।

      Reply
  83. joynal

    July 9, 2012 at 10:14 pm

    amar nam md,joynaL ABEDIN AMI THAKI MALAYSIA TE AMI GOTO RATI AKTA COMMENT KORI KINTU SIR APNI TAR KONO JOBAB DHEN NI AHOLO

    Reply
    • Bangla Health

      August 1, 2012 at 8:15 am

      উত্তর না পেলে আবার কমেন্টটি করুন।

      Reply
  84. শেষ বিকাল

    July 10, 2012 at 9:17 pm

    স্যার, লিঙ্গের আগা মোটা, গোড়া চিকন থাকলে কি সহবাসে সমস্যা হয়? এ রকম লিঙ্গ কি স্বাভাবিক করা সম্ভব??

    Reply
    • Bangla Health

      July 20, 2012 at 3:44 am

      খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।
      লিঙ্গ “স্বাভাবিক” করা যায় না।

      Reply
  85. নীল

    July 12, 2012 at 6:14 pm

    মাথা থেকে *যৌ*ন* চিন্তা কিভাবে দুর করা যায় কয়েক টা উপায় বলেন please. পডাশূনায় মনোযোগ আনতে পারি না ।

    Reply
    • Bangla Health

      August 7, 2012 at 6:43 am

      ব্যায়াম করতে পারেন। খেলাধূলা করতে পারেন নিয়মিত। ভালো বন্ধুদের সাথে আড্ডা দেয়া, বই পড়ার মত ভালো কোন শখ থাকা। যখন মন বিক্ষিপ্ত থাকে, তখন দৌড়ে আসতে পারেন কিছুক্ষণ।

      Reply
  86. জামাল

    July 15, 2012 at 10:47 pm

    আমার লিঙ্গের সাইছ ৪”|আমি কি আমার বউকে তৃপ্তি দিতে পারব?

    Reply
    • Bangla Health

      August 24, 2012 at 9:29 pm

      নির্ভর করছে আপনার স্ত্রীর জননাঙ্গর গভীরতা এবং আপনি সেক্স নিয়ে কতটা ধারনা রাখেন, তার উপর।

      Reply
  87. nir

    July 16, 2012 at 1:43 am

    ki vabe blood speed barono jai..blood speed barano jonno ki kono medicin ase

    Reply
    • Bangla Health

      August 24, 2012 at 9:30 pm

      মেডিসিন স্থায়ী সমাধান নয়। নিয়মিত ব্যায়াম করতে পারলে ভালো হয়।

      Reply
  88. Liton

    July 18, 2012 at 7:10 pm

    কেজেল ব্যায়াম mana. Ata ki vaba kora

    Reply
    • Bangla Health

      August 25, 2012 at 8:50 am

      কেজেল ব্যায়াম

      Reply
  89. Nil

    July 19, 2012 at 5:49 pm

    আমার বয়স ১৮ ওজন ৫৬ কেজি উচ্চতা ৫.৮” । আমি আগে রেগুলার হস্তমৈথুন করতাম কিন্তু এখন আর করিনা । এর কারনে আমার সাস্থ্য ভেঙে পরেছে । আমি অনেক শুকিয়ে গেছি । আমি রেগুলার খাওয়া দাওয়া করিনা । মাছ মোটেই খাইনা । এটাকি হস্তমৈথুনের কারনে আমি শুকিয়ে যাচ্ছি নাকি অন্য কিছু ? মাসে একবার বা দুইবার উণ্ডেজনার বসে হস্তমৈথুন করে ফেলি । আর আমার লিঙ্গ অনেক ছোট । দাড়ালে ৩.১” মত হয় । কিভাবে লিঙ্গের সাইজ বড় করতে পারি ? আর এটাকি বড় কোনো সমস্যা ? স্যার দয়া করে আমার প্রশ্নের উওর দিলে খুশী হবো কারন এটা নিয়ে অনেক চিন্তিত ।

    Reply
    • Bangla Health

      August 25, 2012 at 9:21 am

      এটা নিয়মিত না খাওয়ার কারণে হচ্ছে। সেই সাথে দুশ্চিন্তাবশত ঘুম কম হওয়াও দায়ী।
      সাইজ বড় করার কোন উপায় নাই। তবে আপনার যা বয়স তাতে আরো কয়েক বছর বাড়তে পারে।

      Reply
  90. রবি

    July 30, 2012 at 11:15 pm

    আমার মাঝে মাঝে পেশাব করার সময় বীর্য বের হয়।এটা কি পবলেম। লিংগে মধ্ লাগালে শক্ত হয়।এটা কি ঠীক।

    Reply
    • Bangla Health

      September 5, 2012 at 1:38 am

      প্রবলেম নয়।
      মধুর কোন ব্যাপার নাই এখানে।

      Reply
  91. ওশান

    August 1, 2012 at 2:56 pm

    আমার বয়স ২৫ বছর, উচ্চতা ৫.`২” আমি যখন উত্তেজিত হয় তখন বিছানা বা হাতের একটু ঘষা লাগলেই আমার বীর্যপাত হয়। আমি একবার সেক্স করেছি, কিন্তু লিঙ্গ প্রবেশের আগেই আমার বীর্যপাত হয়ে গেছে। আমার সমস্যার সমাধান কি? আমি ২-৩ মাসের মধ্যেই বিয়ে করতে চাচ্ছি। এর মধ্যে কি সমাধান সম্ভব?

    Reply
    • Bangla Health

      September 5, 2012 at 3:58 am

      কেজেল ব্যায়াম করেন। নিজেকে আরো কন্ট্রোল করার চেষ্টা করেন।

      Reply
  92. লিমন

    August 3, 2012 at 12:27 pm

    এক দিনে কতবার সর্বচ্চো হাতমারা যায়?

    বয়স ২০ উচ্চতা ৫৮ইন্চি ওজন ৬৪কেজি

    Reply
    • Bangla Health

      September 5, 2012 at 9:49 pm

      শরীর স্বাস্থের উপর নির্ভর করে। বেশি না করাই ভালো। সপ্তাহে ২/১ বার ঠিক আছে।

      Reply
  93. iqbal

    August 6, 2012 at 1:33 am

    আমি প্রফেসনাল বডি বিলডার় ………আগে মটামুটি হস্তমৈথুন করতাম bt এখন তেমন করি না…………এখন পর্ণ দেখি কিন্তু বিরজপাত করি না………………খালি উঠা নামা করি………………বীর্য পাত করি না………………আমি প্রতিদিন প্রোটিন টাইপ খাবার খাই…………………… শরীর গরম থাকে …………………আমি ১৫ দিন পর পর বীর্য পা করি কিন্তু এখন করি না………………… হেল্প করেন……………বীর্য বেসি হলে আমার সপ্ন দস হই ………..কিন্তু আমিহাত দেয়ে ফালাতেও মন চাই……………কি করব বলুন ???? জখন আমি বীর্য পাত না করি তখন দেখা যায় বিিচ ঝুলে থােক। এতা কি কনো প্রব্লেম

    Reply
    • Bangla Health

      September 6, 2012 at 1:28 am

      যখন তখন লিঙ্গ উঠা নামা করানোটা ঠিক না। খুব ইচ্ছে হলে হস্তমৈথুন করে ফেলতে পারেন। সপ্তাহে একবার ক্ষতিকর কিছু নয়।

      Reply
  94. Kona

    August 7, 2012 at 8:08 am

    Sir ami kona amar height khub kom 5 feet age 19 ami height ki bhabe barate pari height baranor Medicine ase ki

    Reply
    • Bangla Health

      September 6, 2012 at 2:59 am

      উচ্চতার ব্যাপারটা জিনগত। আপনার বয়স কম। ভবিষ্যতে আরেকটু বাড়তে পারেন। নিয়মিত সাঁতার কাটবেন আর খাওয়া দাওয়া ঘুম ঠিক রাখবেন।

      Reply
  95. টারজান

    August 8, 2012 at 2:43 pm

    স্যার স্বপ্নদোষ মাসে কতবার হলে কোন সমস্যা হবেনা।
    জানালে উপকৃত হব।

    Reply
    • Bangla Health

      September 7, 2012 at 12:26 am

      এটা এভাবে বলা যায় না। হওয়ার পর শারীরিক সমস্যা দেখা দেয় কোন?

      Reply
  96. akash

    August 10, 2012 at 12:16 am

    Sir amar boyosh 23.ami sex er shomoy gf er vagina suck kori.ete kichu fluid mukhe chole jai.eta ki risky? ami evabe oral sex korte chaile ki problem hobe

    Reply
    • Bangla Health

      September 7, 2012 at 3:47 am

      না, সমস্যা নাই।

      Reply
  97. Oonom

    August 10, 2012 at 11:40 am

    ##অধিকাংশ পুরুষই (৯০-৯৫%) জীবনের প্রথম *যৌ*ন*াভিজ্ঞতায় প্রি-ম্যাচুর ইজাকুলেশনের সম্মুখীন হয়।অনভিজ্ঞ একজন পুরুষ তার প্রথম সেক্সের সময় প্রচন্ড উত্তেজিত থাকে।পাশাপাশি প্রবেশ করানোর পর যোনীর ভেতরের উচ্চ উষ্ণতায় দিশেহারা হয়ে যায় অনেক সময়ই। ফলাফল খুব অল্প সময়েই নারী সংগীর অরগাজম হবার আগেই বীর্যপাত।
    Que-1:sir,অনাঘ্রাতা মেয়েদের/মেয়েদের ki prothom dikey samely অল্প সময়ে অরগাজম হয়?হওয়া ki normal na?
    ##ছেলেদের বেলায় বীর্যপাত আর মেয়েদের বেলায় বলে অর্গাজম অর্থাৎ রাগমোচন।মেয়েরা যখন পরিপূর্ণ তৃপ্তি লাভ করে তখন তাদের জননাঙ্গমধ্যে এক ধরনের রস নিঃসৃত হয়।
    Que-2:sir,ey রস নিঃসৃত হওয়া ki chitke(ছেলেদের বীর্যপাত er moto) hoy?
    ##পুরুষের লিঙ্গের যেমন ছোট বড় হয়, তেমনি মেয়েদের জননাঙ্গর গভীরতাও কম বেশি হতে পারে। নিতম্বের মাপ কম হলে তাদের জননাঙ্গর গভীরতা কম হওয়ার সম্ভাবনাই বেশি।
    Que-3:sir,suppoz amar age 28.amar গার্লফ্রেণ্ডের age 24.amra jani human body 18-20 years porjonto grow kore.totodin লিঙ্গের সাইজ/জননাঙ্গর গভীরতা build up hoy.suppoz 20 age porjonto she physically thin silo,weight comparatively kom silo.after 20,tar weight berese.ekhon hight+weight মানানসই. ekhon take dekhe kivabe bujhbo tar জননাঙ্গর গভীরতা kirokom hote pare?r ekhon tar নিতম্বের মাপ dekhe জননাঙ্গর গভীরতা guess kora ki vul hobe na?

    Reply
    • Bangla Health

      September 7, 2012 at 3:57 am

      ১. নির্ভর করছে মেয়েদের ঐ সময়ের মানসিক অবস্থার উপর।
      ২. না, রস বাইরে বের হতেও পারে, নাও পারে।
      ৩. যে মেয়েদের জননাঙ্গর গভীরতা বেশি হবে তাদের প্রথম থেকেই নিতম্ব বড় থাকে। আর জননাঙ্গর স্থিতিস্থাপকতা পরের দিকে বাড়তে পারে যদি নিতম্ব আরো বড় হতে থাকে।

      Reply
  98. নীল

    August 11, 2012 at 12:36 am

    Sir.Thanks for your advise. I will do that.

    Reply
  99. টারজান

    August 17, 2012 at 1:23 am

    ভাইব্রেটর কী কাজে ব্যবহার করা হয়?

    Reply
    • Bangla Health

      August 24, 2012 at 1:38 am

      মেয়েদের স্বমেহনে।

      Reply
  100. টি.আর

    August 17, 2012 at 1:38 am

    আমার এবং আমার বউ উভয়ের বয়স ২২ বছর। আমার আগে আমার বউ এর বীজ্জপাত হয়। এর পর সে বিরক্ত বোধ করে। এতে আমি পূর্ণ আনন্দ পাইনা। এখন আমি কি করতে পারি জানালে উপকৃত হব।

    Reply
    • Bangla Health

      August 24, 2012 at 12:39 am

      আপনার কত সময় লাগে?

      Reply
  101. abul

    August 17, 2012 at 12:20 pm

    Amr age 22. Ami karo sathe sex korini..but week a 3 4 bar hostomoithun kori..akhon ami sex korte chai.. amr girlfriend nai.tahole ami kothay sex korbo? police ar kono problem porte hbe nato?

    Reply
    • Bangla Health

      September 14, 2012 at 12:55 am

      পুলিশ নিয়ে মন্তব্য করা ভয়ের ব্যাপার।

      Reply
  102. chow joynal

    August 18, 2012 at 8:55 pm

    sami estrri miloner somi condom kano babohar korty hoy babohar korle ki opokar ar na korle ki khoti pL,,,,,,,,,,,,,,,,,,,,?ANSER ME THANK YOU

    Reply
    • Bangla Health

      August 24, 2012 at 12:18 am

      বাচ্চা না নিতে চাইলে প্রোটেকশন ব্যবহার করতে হয়।

      Reply
  103. আনিকা

    August 21, 2012 at 6:38 pm

    আমর বয়স ২৩ । ০৩ july তারিকে ২ জন লোক আমার সাথে *যৌ*ন* মিলন করে। ২ জনই বীর্যপাত করে। মনে হয় পেটে বাচ্চা হচ্ছে । তলপেট এ কিজানে আছে। কাওকে কিছু বলতে পারচ্চি না । তারা কোথাকার লোক জানি না। তাদের সাথে সেক্স করার পর সবার সাথে সেক্স করতে ইচ্চা হয় । কোন ডাক্তারের কাছে ও যেতে পারছিনা। খুব লজ্জা লাগছে। আমার একন কি করা উচিদ ? আমাকে বাচ্চা চলে জায় এমন একটি ঔষুদের নাম বলেন।

    Reply
    • Bangla Health

      August 23, 2012 at 11:01 pm

      বীর্যপাত কি জননাঙ্গর ভিতরে করেছে?
      বাচ্চা চলে এলেও এত তাড়াতারি নাও বোঝা যেতে পারে এভাবে। আপনি বাজারে যে প্রেগন্যান্সি টেস্ট করার স্টিক পাওয়া যায়, সেটা দিয়ে নিজে টেস্ট করতে পারেন। এছাড়া মাসিক মিস হয়ে যাচ্ছে কিনা, সেটাও খেয়াল করেন। বেশি সমস্যা হলে ডাক্তারের সাথে যোগাযোগ করাই উত্তম।

      Reply
      • Sunny Leon

        August 23, 2012 at 11:25 pm

        আপনার শভাব খারাপ যেমন ঠিক হইসে। একটা ভদ্র পরিবারের মেয়ারা খারাপ কাজ করে না। জারা এমন করে তাদের লজ্জা বলে কিছুই থাকে না।

      • পাগল

        August 26, 2012 at 11:22 am

        ভাল করেছ?

    • নিশাচর

      September 17, 2012 at 12:01 am

      আপনি ব্যবসা শুরু করেন , তাহলে আপনার সেক্স হবে, আয় হবে, এবং যুব সমাজ উপক্রিত হবে।

      Reply
      • Bangla Health

        November 15, 2013 at 3:05 am

        অশালীন মন্তব্য না করার জন্য অনুরোধ করা হলো।

  104. arif

    August 24, 2012 at 1:07 am

    sir amar boyosh 19.amar boner biye hoeche .ek din she amake sex korar prostab dei.ami ta reject kori.ek din she jor kore amar sathe sex kore.erpor theke amra prai milito hoi.she bole a deshe onek incest sex hocche.ami ekhon ki korbo.kauke bolte parchi na.

    Reply
    • Bangla Health

      September 20, 2012 at 3:52 am

      খুব সম্ভবত তার স্বামী তাকে তৃপ্তি দিতে পারছে না। তিনি হয়তো ব্যাপারটা কাউকে খুলে বলতে পারছেন না। আপনি এটা তার কাছে থেকে জেনে নিন সত্য কিনা। সত্য হলে ডিভোর্সের ব্যবস্থা করে অন্য জায়গায় বিয়ে দেয়ার চেষ্টা করেন। আর নিজে এ কাজ আর না করার চেষ্টা করবেন।

      Reply
  105. joy

    August 24, 2012 at 1:15 am

    erokom ghotona amarr life e hoeche.amar bon ekdin amar sathe kore.amar tokhon olpo boyosh.ami loggai kauke bolte pari ni.sir amader deshe incest rate onek.kintu keu bole na.sir bangladeshe incest sex er rate kemon?

    Reply
    • Bangla Health

      September 20, 2012 at 3:58 am

      কেউ বলে না বলে এসবের হিসাবে বের করা কঠিন। সেক্স জিনিসটা মানুষের জীবনে একটা সুস্থ এবং স্বাভাবিক চাহিদা। কিন্তু আমাদের সমাজের এবং ধর্মের কড়া অনুশাসনের ফলে ব্যাপারটা অবদমিত অবস্থায় থাকে। কিন্তু যখন আর চাপিয়ে রাখা যায় না তখন অস্বাভাবিক উপায়ে বিকাশ লাভ করে।

      Reply
  106. jobab cai

    August 26, 2012 at 3:49 am

    amr age 17.ami jantay cai sex korer por jodi prosab kora hoy taholay ki gorvo dharon er possibility komay jay?

    Reply
    • Bangla Health

      September 21, 2012 at 12:44 am

      মেয়েদের জননাঙ্গপথ এবং প্রশ্রাবের পথ ভিন্ন ভিন্ন। জননাঙ্গমধ্যে বীর্য ফেললে গর্ভধারণের সম্ভাবনা থাকবে। এর সাথে প্রস্রাবের কোন সম্পর্ক নাই।

      Reply
  107. মানুষ

    August 26, 2012 at 9:36 am

    আমার বয়স ২২ বছর আমি চিন্তিত আমার উচ্চতা নিয়ে আমার উচ্চতা আমার ধারণা মতে ঘুব বেশী না (৫ ফুট সাড়ে চার ইঞ্ছি) হবে। আমার একটা সমস্যা আমার xxx মুভি প্রতি বেশি আকর্ষণ এই কারণে সপ্তাহে রাতে ৪-৫ দিন ই দেখা হই এবং সপ্তাহে ৪-৫ বার হস্তমুইথুন করা হয় আমি রাতে ঘুমাতে পারি না ঘুম পড়া লেখা আর মুভি দেখতে দেখতে রাত পাড় করি ,আমার আরেক টি সমস্যা আমি মাছ,শাকসবজি এই সব একদমই খেতে পারি না সব সময় মাংস খেইয়ে থাকি তাই আমি একটু মোটাই অন্যদের থেকে আমার প্রশ্ন আমি আমার উচ্চতা বাড়াতে চাই, কিভাবে কাজ করা উচিৎ দৈনিক কেমন খাবার খাওয়া উচিৎ উচ্চতা বাড়ানোর জন্য আর সপ্তাহে ৪-৫ বার হস্তমুইথুন এবং রাতে ঘুম না হওয়া টাকি আমার লম্বা না হওয়ার উপর কোনও প্রভাব ফেলছে।আমি ধূমপান করি অনেক বেশী ।

    আমার উচ্চতা ব্যাপারে আপনার কি মতামত যতো দ্রুত সম্ভব উত্তর দিবেন ধন্যবাদ।

    Reply
    • Bangla Health

      September 21, 2012 at 2:11 am

      বাঙালিদের গড় হিসাবে আপনার উচ্চতা কম নয়। উচ্চতার জন্মগত। আলাদা ভাবে কিছু করা যায় না। তবে বাড়ন্ত বয়সে সাঁতার কাটলে উপকার পাওয়া যায়। বাড়ন্ত বয়সে খুব বেশি হস্তমৈথুন করলে সেটা বেড়ে ওঠার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে।
      আপাতত হস্তমৈথুন কমিয়ে দিন। ব্যায়াম করুন। সুষম খাবার খান।

      Reply
  108. নন্দন

    August 26, 2012 at 12:51 pm

    সেকস করার সময় কন্দম না পেলে বা ফেটে গেলে কি করব?

    Reply
    • Bangla Health

      September 21, 2012 at 2:30 am

      বীর্যপাতের সময় লিঙ্গ বের করে বাইরে বীর্যপাত করতে পারেন। বীর্য ভিতরে পড়ে গেলে সঙ্গীকে ইমার্জেন্সি পিল খাইয়ে দিতে পারেন।

      Reply
  109. chow joynal

    August 26, 2012 at 7:36 pm

    goto 18.8.2012 ar post ta valo bujta parlam na ar protiktion ki jamon detels anser me thank you so much,,,,,,,,,,,,,,,,,?

    Reply
    • Bangla Health

      September 21, 2012 at 2:31 am

      প্রশ্নটা ঠিক বোঝা গেল না।

      Reply
  110. ‍রবিন

    August 27, 2012 at 10:56 am

    অামার প্রথম সন্তা‍ন জন্ম লাভ করে ৯/০৬/১২ তারিখে। অাজকের তারিখ ২৭/৮/১২ পযর্নত তার পিরিয়ড হয় নি। সন্তান জন্মের কত দিন পর পিরিয়ড হয়। অামি সেফলি সহবাস করেছি।

    Reply
    • Bangla Health

      September 21, 2012 at 4:08 am

      ৩ থেকে ৬ মাস লাগতে পারে সব ঠিকঠাক হতে। ততদিন সেক্স করতে সমস্যা হলে বা *যৌ*ন*াঙ্গে ব্যথা লাগলে না করার ভালো। পিরিয়ড হলেই সব স্বাভাবিক হয়ে যাওয়ার কথা।

      Reply
  111. আকাশ চৌধুরী

    September 5, 2012 at 1:32 pm

    সমস্যা টা আমার না । আমার গার্লফ্রেন্ডের । বয়স ১৭ বছর ১১ মাস । সমস্যা গুলো হল :

    ১। মাসিক নিয়মিত ১ মাস পরপরই হয় । কিন্তু মাসিক হওয়ার ৫-৬ দিন আগে থেকে ৫-৬ দিন পেট ব্যথা করে ।

    ২ । সাদাস্রাব বেশি হয় । দিনে ৩ টা পাজামা বদলাতে হয় । কাপড়ে ভরলে হলুদ দাগ হয় ।

    ৩ । খাওয়ার রুচি নেই । বলে খিদা নেই । দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে ।

    উল্লেখ্য , আমরা কখনও সেক্স করি নি । সেক্স করলে কি এ অসুখ ভাল হওয়ার মতো ?

    প্লিজ একটু জানাবেন , কি করলে ও আবার আগের মত হাসিখুসি মুখে আমার সামনে এসে দাঁড়াবে । আমার হাতে হাত রেখে প্রফুল্ল মনে আমাকে বলবে , “আমি তোমাকে ভালবাসি, অনেক বেশি । আমাকে ভুল বুঝে কখনও দূরে যেও না । আমি তোমার ছিলাম । তোমারই আছি । ভালবাসি , বড় বেশি ।”

    Reply
    • Bangla Health

      October 13, 2012 at 9:14 am

      এইটা পড়ে ব্যবস্থা নিন।
      সেই সাথে কেজেল ব্যায়াম করতে বলেন। খাওয়া আর ঘুম ঠিক রাখা উচিত।

      Reply
  112. ইমরান

    September 6, 2012 at 12:11 pm

    স্বাভাবিক ভাবে scissor করার কত দিন পর sex করা যায়?

    Reply
    • Bangla Health

      October 13, 2012 at 11:15 am

      ঘা শুকালেই।

      Reply
  113. অর্ণব

    September 7, 2012 at 12:25 pm

    আমার বয়স ২৫ বছর,এখন আমি বিদেশে এ থাকি আমার বাড়ি থেকে মেয়ে দেখাশোনা চলছে,এখন আমি আমাকে নিয়ে বেশী চিন্তিত কারন বিয়ের পর আমার *যৌ*ন* ক্ষমতা কেমন হবে,কারন আমি সপ্তাহে অত্যন্ত ৫থেকে ৬বার হস্তমন্থন এ অভস্ত হয়ে পড়েছি,এ বিষয়ে আমকে কোন পরামর্ষ দিলে আমি খুসি হতাম।

    Reply
    • Bangla Health

      October 16, 2012 at 8:21 am

      ব্যায়াম করুন। এতে হস্তমৈথুনের ইচ্ছে ধীরে ধীরে কমে যাবে। শরীরও ফিট হবে।

      Reply
  114. Ankit

    September 12, 2012 at 12:10 am

    আমি এক জন কে খুব ভালবাসি কিনতু ও আমাকে ভালোবাসে না কেন ?

    Reply
    • Bangla Health

      April 28, 2013 at 10:47 am

      সবার পছন্দ-অপছন্দ এক নয়। তিনি যেমন পছন্দ করেন, আপনি হয়তো তেমন নন।
      ভেঙে পড়ার কিছু নাই। আপনার জন্যও নিশ্চয়ই কেউ একজন আছেন। তাকে খুঁজে বের করতে হবে।

      Reply
  115. jibon

    September 15, 2012 at 12:23 pm

    husband o wife er blood group same ho_li ki kono problem ase ?

    Reply
    • Bangla Health

      April 30, 2013 at 12:07 am

      না। বাচ্চা নেয়ার আগে ও পরে প্রয়োজনীয় টিকাগুলা সঠিক ভাবে সঠিক সময়ে নিবেন।

      Reply
  116. নীল পরী

    September 19, 2012 at 10:47 am

    স্যার আমি গত September ১০ তারিখ এ protection ছারাই সেক্স করি,আমার মাসিক হওয়ার কথা ছিল ১৫তারিখ কিন্তু এখন পর্যন্ত মাসিক হছেছনা।এ কয় দিন এ কয়েক বার বমি হয়েছে,আমি কি conceive করে ফেলসি। কিভাবে বুঝব? আর অনিছাক্রিত যদি conceive করে ফেলি কি করতে হবে? আমার বয়স ১৭.৯ বছর।

    Reply
    • Bangla Health

      November 15, 2013 at 3:41 am

      ১৫ তারিখে মাসিক হবার কথা থাকলে ১০ তারিখে সেফ টাইম হবার কথা।

      Reply
  117. পাগ্ল

    September 24, 2012 at 5:23 pm

    হস্ত মইথন্ন করলে কি কি খতি হই? দয়া করে উত্তর দিন shosto kome jai ke?

    Reply
    • Bangla Health

      September 25, 2012 at 3:11 am

      কোন ক্ষতি নাই যদি পরিমিত ভাবে করেন। খুব বেশি করলে মন ঐদিকে চলে যাবে, খাওয়া-ঘুম হারাম হয়ে যাবে। তখন স্বাস্থ্য খারাপ হবে।

      Reply
  118. boro vhai

    September 28, 2012 at 2:58 am

    ky gelly ar dam koto?

    Reply
    • Bangla Health

      October 13, 2012 at 3:49 am

      দোকানে খোঁজ নেন। বেশী হবে না।

      Reply
  119. Ratan

    September 30, 2012 at 3:53 pm

    আমার সঙ্গিনি আমার থেকে এক বছরের বড়. আমি এখনও *যৌ*ন* মিলন করিনি আমাদের *যৌ*ন* মিলনের সময় কি কোন অসুবিধা হবে ? অসুবিধা হলে তার সমাধান বলুন Pelese.

    Reply
    • Bangla Health

      October 6, 2012 at 3:07 am

      অসুবিধা হওয়ার তো কোন কারণ দেখি না।

      Reply
  120. বাগান বাড়ি শ্রাবন

    October 1, 2012 at 12:02 am

    আমার বয়স ২৫ । ওজন ৪৭ কেজি ।উচ্চতা ৫’৬” । আমি সপ্তাহে ৮/৯ বার হস্তমৈথন করি ।XXX ফিল্ম দেখি ।মাছ খেতে পছন্দ করি না । স্বাস্থ্য ভাল রাখতে এবং হস্তমৈথন বন্ধ করতে ‘কি করা উচিত ?

    Reply
    • Bangla Health

      October 13, 2012 at 2:48 am

      ব্যায়াম করেন। একা একা বেশি সময় থাকবেন না।

      Reply
  121. Master Palash

    October 7, 2012 at 12:30 pm

    আমার বয়স ২২ বছর, ওজন ৬২ কেজি। ৮/৯ বছর যাবত হস্তমৈথুন করছি। আগে সপতাহে ৩/৪ বার করতাম, এখন কনেক কম করি। আমি এটা পুরাপুরি বাদ দিতে চাই। কিভাবে তা করতে পারবো? হস্তমৈথুন করার সময় খেয়াল করি আমার বীর্য খুব তারাতারি বের হয়। কি করলে এর থেকে রেহাই পাওয়া যাবে, দ্রুত বীর্যপাত বন্ধ করা যাবে? আমার লিঙ্গ গোড়া থেকে মাথা একটু মোটা, দাড়ালে ৪.৫” লম্বা এবং ৪” মোটা হয়। এটা দিয়ে কি বউকে খুশি করা সম্ভব? দয়া করে জবাব দিবেন।

    Reply
    • Bangla Health

      October 13, 2012 at 12:08 am

      অন্য ভালো কাজে নিয়োজিত করুন নিজেকে। ব্যায়াম করতে পারেন।
      যাবে, যদি বেশিক্ষণ থাকতে পারেন।

      Reply
  122. নাম বলবনা

    April 22, 2013 at 1:51 pm

    আমার বয়স ১৮ উচ্চতা ৫’৮” । ওজন ৪৯-৫০ হবে মানে আমি শুকনা। দশম শ্রেণীতে পড়ার সময় থেকে হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে পড়ি। আমার কম ওজনের উপর কি হস্তমৈথুনের প্রভাব আছে? জানাবেন প্লিজ। আমি এটা ছাড়তেও চাইছি। ছাড়ার উপায়ও বলবেন।

    Reply
    • Bangla Health

      April 23, 2013 at 1:10 am

      প্রচুর হস্তমৈথুন করলে এবং সেই অনুপাতে খাবার না খেলে ওজন কমে যাওয়াটা স্বাভাবিক।
      হস্তমৈথুন ছাড়ার উপায় নিয়ে আলাদা একটা পোস্টে আলোচনা করা হচ্ছে- http://banglahealth.evergreenbangla.com/4516

      Reply
  123. আরিয়ান আহমেদ

    April 24, 2013 at 11:58 pm

    আমার বয়স ১৮. আমি হস্তমৈথুন খুব কম করি, ২ সপ্তাহে ১/২ বার এর বেশি করা হয়না। আমার জননাঙ্গ ৫.৫”। আমি লক্ষ্য করেছি যে আমার লিঙ্গ আগের চাইতে কিছুটা চিকন ও ছোট হয়ে গেছে। বীর্যও পাতলা হোয়ে গেছে। লাইফে ১ম সেক্সে ২ মিনিটের বেশি সময়ও দিতে পারিনি।
    আমার জননাঙ্গ তা বড়ো হউয়ার ও সময় বৃদ্ধি করার কি কোন সমাধান আছে?

    Reply
    • Bangla Health

      April 28, 2013 at 2:11 am

      জননাঙ্গ আলাদা ভাবে বড় করা যায় না। তবে বেশী বেশী হস্তমৈথুন করলে সেই অনুপাতে শরীরের যত্ন না নিলে দূর্বলতাজনিত লিঙ্গ ছোট ও চিকন মনে হতে পারে। আর ঘনঘন করলে বীর্য তরল ও কমে আসতে পারে।
      আপাতত শরীরের প্রতি যত্ন নিন।

      Reply
  124. r

    April 25, 2013 at 1:28 pm

    মাসিক এর কোন সময়ে sex korla বাচ্চা হবে? বীনা
    protection এ সবসময় sex করলে কী হবে?Pelese. বলুন।

    Reply
    • Bangla Health

      April 28, 2013 at 1:58 am

      এখানে দেখুন- http://banglahealth.evergreenbangla.com/3997

      Reply
  125. অভ্র

    October 18, 2013 at 1:13 am

    আমার বয়স ২২। আমার সংগিনীর ২৪। আমার সংগিনী আমার থেকে দুই বছরের বড়। আমরা বিয়ে করব ভাবছি। কিন্তু বয়সের এই ব্যবধানে আমরা দুইজনেই চিন্তিত। পরিবার মানবে কিনা। তার উপর বিয়ের পর সেক্স করা নিয়েও বেশ চিন্তায় আছি। যদি এই বয়স নিয়ে কারো মাঝে হীনমন্যতা আসে? কিন্তু আমরা দুইজনকেই খুব ভালোবাসি। বয়সের এই ব্যবধান নিয়ে কি ইসলামে কিছু আছে? আমার সংগিনী এবং আমি বিষয়টি নিয়ে ভেংগে পড়েছি তাই একান্ত আলাপও জমে না। দয়া করে সমাধান দিন।

    Reply
    • Bangla Health

      October 18, 2013 at 5:02 am

      নবীজি ২৫ বছর বয়সকালে ৪০ বছরের খাদিজা বিবিকে বিয়ে করেছিলেন। তাই ধর্মমতে বয়সটা কোন ব্যাপার বলে মনে হয় না। এছাড়া বিজ্ঞানের দিক দিয়েও ২ বছরের ব্যবধান কোন সমস্যার সৃষ্টি করবে না যদি আপনাদের দুজনের মনের মিলটা হয়।

      Reply
  126. সুমন কুমার

    January 11, 2014 at 3:12 pm

    আমি সমস্যাটা আমি ফোন করে বলতে চাই………। Bangla Health আপনারা কি কারো সাথে ফোনে কথা বলে সমস্যার সমাধান করেন ???? দয়া করে আমাকে একটু সাহায্য করেন।

    Reply
    • Bangla Health

      January 15, 2014 at 4:49 am

      দুঃখিত, এখনো ফোন সার্ভিস দেয়ার মত অবস্থা হয়নি আমাদের।
      আপনি এখানেই দরকার হলে নাম গোপন করে সমস্যার কথা লিখে জানাতে পারেন।

      Reply
  127. banglahealth55.blogspot.com/

    September 29, 2015 at 9:01 pm

    http://banglahealth55.blogspot.com/

    Reply
  128. Dustu balok

    April 12, 2018 at 8:41 pm

    amar boyosh 24.amar hostomoythun korle besikhon na kortei birjopat hoy.abar girlfriend er sathe jorajori kortei lingo theke athalo kichu bar hoye jai
    ki korbo?
    ki korle valo hoy?
    naki eta houa savabik?
    ektu bolle subidha hoy

    Reply
    • Bangla Health

      June 9, 2018 at 2:21 am

      আঠালো কিছু বের হওয়াটা স্বাভাবিক। ওটা মূলত উত্তেজিত হলে হয়–মিলনের সময় যৌনাঙ্গ পিচ্ছিল করতে কাজে লাগে।

      Reply
  129. Foysal

    November 13, 2018 at 3:21 pm

    Vai ki korle amar bou pregnant hobe?

    Reply
    • Bangla Health

      November 19, 2018 at 8:51 am

      মাসিক হওয়ার পর ১৩তম থেকে ১৭তম দিন পর্যন্ত মিলিত হতে পারেন। না হলে আগে নিজের সব কিছু ঠিক আছে কি না, ডাক্তার দেখিয়ে পরীক্ষা করাতে হবে।

      Reply
  130. Sagor

    April 16, 2020 at 9:47 pm

    Sir amr friend notun biye korce.basor rate or wife er sate protom sex korar smy or penis or wife er junir vitor sohoj a duke jay.or wife er age 21years height 5 feet weight 50kg.frend er penis er size 5ince.ekta kotha or wife er sex korar age junite onek pani ascilo tai onek beshi piccil hoye gecilo.amr friend akn or wife k sondeho kore.or wife k jigess korce j o biyer age karo sate korce kina bt or wife na korce.se quran cuye kosom koreo bolce j se cara r kew tar junir vitor penis dukay ni.akn ami jante cai sex na korleo ki meyeder juni diye sohoj a penis dukanu jay

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips

Return to top