• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

স্বাস্থ্য কথা

লাইফস্টাইল

শরীরচর্চা

১৮+

কানের অসুখ

October 21, 2007

নাক কান ও গলা শরীরের এই তিনটি অঞ্চলে বিভিন্ন ধরনের রোগব্যাধি হতে পারে। সাধারণ হাঁচি-সর্দি থেকে শুরু করে গলার ক্যান্সার সবই রয়েছে এই তালিকায়। স্বল্পপরিসরে সেইসব রোগের কয়েকটি সম্পর্কে ধারণা দেয়া হল।

কানপাকা রোগঃ কানের রোগগুলোর অন্যতম। কান পাকা রোগ দুই ধরনের। একটি হচ্ছে নিরাপদ ধরনের, অন্যটি মারাত্মক ধরনের। নিরাপদ ধরনের কানপাকা রোগে কান থেকে কানের পর্দা ছিদ্র থাকে। কান দিয়ে পুঁজ পড়ে। কানেব্যথা হয়, কান চুলকায়, কানে কম শোনা যায়। প্রাথমিক অবস্থায় কিছু ওষুধ ব্যবহার করে ও উপদেশ মেনে চলে রোগ নিরাময় করা যায়। তবে এতে কানের পর্দা জোড়া লাগেনা। তবে অপারেশন করে কানের পর্দা জোড়া লাগানো যায়। মারাত্মক ধরনের কানপাকা রোগে কান দিয়ে সবসময়েই একটু করে কষের মত ঝরে। কানের এই কষ পঁচা দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। বিশেষজ্ঞরা এই দুর্গন্ধ থেকেই রোগটির ধরন বুঝতে পারেন। মারাত্মক ধরনের কানপাকা রোগে অপারেশনই হচ্ছে প্রকৃত চিকিৎসা। উভয় ধরনের কানপাকা রোগ জটিল হয়ে কানের পুঁজ মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যেতে পারে। এ ধরনের জটিলতায় কানে অপারেশন লাগে। অনেক ক্ষেত্রে রোগ নিরাময়ের পাশাপাশি রোগীর জীবন বাঁচানোর জন্য এই অপারেশন করতে হয়। কান পাকা রোগ নিয়ে কখনোই হেলা ফেলা করা উচিত নয়।

মধ্যকর্ণে প্রদাহঃ এই সমস্যা শিশুদের বেশি হয়ে থাকে। তবে বড়দেরও হয়ে থাকে। সাধারণত উর্ধ্বশ্বাসনালীর প্রদাহ, টনসিলের ইনফেকশন, এডিনয়েড নামক গুচ্ছ লসিকা গ্রন্থির বৃদ্ধি ইত্যাদি থেকে এই ইনফেকশন হয়ে থাকে। এই রোগে কানে বেশ ব্যথা হয়, কান বন্ধ মনে হয়। সঠিক সময়ে এই রোগের চিকিৎসা না করলে কানের পর্দা ফুটো হয়ে রোগটি কান পাকা রোগে রূপ নিতে পারে। এন্টিবায়োটিক ও নাকের ড্রপসহ অন্যান্য ওষুধ হচ্ছে এই রোগের চিকিৎসা।

মধ্যকর্ণে পানির মতো তরল জমাঃ এই রোগের কারণও উপসর্গ অনেকটা মধ্যকর্ণে প্রদাহের মতই । তবে উপসর্গসমূহের তীব্রতা অনেক কম থাকে। সাধারণ ওষুধেই এ রোগ সারে। অনেক সময় ছোট্ট অপারেশন করে মধ্যকর্ণে জমে থাকা পানি বের করে দিতে হয়।

কানে ফাঙ্গাস ও কানে ক্ষতঃ কানের মধ্যে অনেক সময় ফাঙ্গাস এবং ক্ষত হয়। সাধারণত কান খোঁচানোর জন্য কানের মধ্যে ফাঙ্গাস হয়ে থাকে। কান পরিষ্কার করা কিংবা কান খোঁচানো অনেক সময় একই বিষয় হয়ে দাঁড়ায়। এসব কাজে ব্যবহার করা হয় কটনবাড থেকে মুরগির পালক, কলমের মুখ, চুলের ক্লিপ ইত্যাদি। এসব কিছুই কানের এই রোগটির জন্য দায়ী। কানে ফাঙ্গাস হলে কান মূলত চুলকায়। সাথে ইনফেকশন বেড়ে প্রদাহ হলে ব্যথা হয়, কষ ঝরে ও কান বন্ধ হয়ে থাকে। অনেক সময় কানের ভিতরে ক্ষত হয়ে ফাঙ্গাসের সাথে কানের বাইরের পথটিতে ক্ষত সৃষ্টি হলে ব্যথা মারাত্মক আকার ধারন করে। তবে চিকিৎসায় পুরো সেরে যায়। তবে ওষুধের চিকিৎসা শুরুর আগে ইএনটি বিশেষজ্ঞ দিয়ে কান পরিষ্কার করিয়ে নিতে হবে।

কানে ওয়াক্স বা খোলঃ কানে ওয়াক্স বা খোল অতি পরিচিত সমস্যা। এই খোল অনেকেই পরিষ্কার করার চেষ্টা করেন। নিজে এটি পরিষ্কার করা ঠিক নয। নিজে পরিষ্কার করতে গেলে জমে থাকা খোলের বেশিরভাগই ভিতরে চলে যায়। ফলে বিপত্তি আরো বাড়ে। কানে খোল আটকে গেলে কানে ব্যথা হয়, কানে কম শোনা যায় কান বন্ধ থাকার কারণে। ইএনটি স্পেশালিস্ট কান দেখে এটি পরিষ্কার করে দিতে পারেন। তাবে পরিষ্কার করা সম্ভব না হলে খোল গলানোর ওষুধ রয়েছে। তাতেও কাজ না হলে কিংবা অবস্থা বেশি খারাপ হলে অজ্ঞান করে কান পরিষ্কার করে দিতে হয়। যাদের কানে খোল হওয়ার প্রবনতা রয়েছে তারা নিয়মিত কানে ৪/৫ ফোঁটা করে অলিভ অয়েল দিতে পারেন।

সূত্রঃ দৈনিক নয়াদিগন্ত, ২১ অক্টোবর ২০০৭
লেখকঃ ডা. সজল আশফাক
নাক-কান-গলা বিশেষজ্ঞ,
ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, ১২৯ নিউ ইস্কাটন, ঢাকা।

Previous Post: « চিকিৎসা জগতের টুকরো খবর – অ্যান্টিবায়োটিক
Next Post: ত্বকের জন্য কিছু কথা »

Reader Interactions

Comments

  1. Rasu

    May 28, 2012 at 2:48 pm

    আমার কানের সমস্যা, আমার সমস্যা হ‍লে‍‍া গত ৫ দিন যাবত ঠাস্ডা লাগার পর আমার ডান কান‍টি তে আবছা শুনতে পাচ্ছি। সব সময় ‍ম‍নে‍ হয় কানে কম শুনছি । আ‍মি ৩ যাবত ফাইম‍ক্সিল ৫০০ মি. লি. দি‍নে ৩ বার, ট্যাব‍লেট টোফেন দি‍নে ২ বার খাচ্ছি। এ বিষয়ে ‍সু-পরামশর্ দি‍‍লে কৃতজ্ঞ থাকব।

    Reply
    • Bangla Health

      May 29, 2012 at 5:54 am

      আপনি কি অন্য সময়ও কানে কম শোনেন, নাকি শুধু এই ঠাণ্ডা লাগার পর থেকে?
      কানের ভিতরে কোন ইনফেকশন না হলে ঠাণ্ডা সেরে গেলেই সব ঠিক হয়ে যাওয়ার কথা।

      Reply
  2. Rasu

    May 29, 2012 at 10:16 am

    ঠান্ডা লাগার পর থেক েআমার এই সমস্যা। এর আগ েকখনাে আমার এই সমস্য ছিল না। কান েকি কনাে ড্রপ ব্যবহার করত েহব।ে

    Reply
    • Bangla Health

      May 29, 2012 at 8:08 pm

      খুব সম্ববত না। ঠাণ্ডা লাগাটা ভাইরাসের জন্য হয়। ঔষধ খান বা না খান, এটা সারতে কিছুটা সময় লাগে। তো এটা সেরে গেলেই কানের ব্যাপারটা ঠিক হয়ে যাবে।

      Reply
  3. Mostak Ali Sk

    October 16, 2013 at 6:39 pm

    আমি গত ১৫/১০/২০১৩ তে আমাদের এখানে এক অনুষ্ঠান যোগদান করে ছিলাম।এই অনুষ্ঠানে ব্যাপক পরিমানে বোমা,পটকা ফাটার ফলে আমার বাম কানে কিছু শুনতে পারছিনা।কান সব সময় ঝিম ধরে আছে মনে হচ্ছে।মাকে বললাম আমার কানটা দেখতে,মা বললো তোর কানে ব্যাথা এর জন্য ফুলেছে।তাহলে আমি এখন কি করব।আমি কিন্তু কানে হাল্কা শুনতে পাচ্ছি।তা হলে কি আমার কানের পর্দা ঠিক আছে।দয়া করে বলবেন।

    Reply
    • Bangla Health

      October 18, 2013 at 5:14 am

      আপনি একজন ভালো কানের ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নিন।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health – Bangla Library – Bangla PDF

Return to top