• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

স্বাস্থ্য কথা

লাইফস্টাইল

শরীরচর্চা

১৮+

কানের সমস্যা

October 20, 2009

সমস্যা: আমার বয়স ২৩ বছর। আমার সমস্যা ডান কানে। আমার এ সমস্যাটা প্রায় দশ বছর ধরে। তবে আমি এখনো মোটামুটি ভালো শুনি। ছয়-সাত মাস আগে আমি চট্টগ্রামের ভালো একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে ভালোভাবে দেখেন। তিনি আমাকে কিছু খাওয়ার ওষুধ এবং নাক ও কানের ড্রপ দিয়েছিলেন। একটি পরীক্ষাও দিয়েছিলেন। আমি পরীক্ষাগুলো করিয়েছিলামও। আমার রোগনির্ণয় প্রতিবেদন ভালো পাই। আমার প্রশ্ন হলো, প্রতিবদেন ভালো হওয়ার পরও কেন আমার এ সমস্যা? আমি ওষুধ খেলাম, নাকে-কানে ড্রপ দিলাম, এতেও কোনো কাজ হলো না। আমার কান থেকে এক ধরনের সাদা পুঁজ বের হয়। পুঁজটা বেশি পাতলাও না, বেশি ঘনও না। তবে আমার পুঁজে এক ধরনের গন্ধ আছে। পুঁজ গড়িয়ে পড়ে না। আমি সব সময় কোনো কাপড় দিয়ে কান পরিষ্কার করি। এর পরও একটা গন্ধ বের হয়। আমার আশপাশে বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন বসলে তারা তা টের পায়। তখন আমি খুব লজ্জা বোধ করি। মনে মনে ভাবি, আমার কেন এ রোগটা হলো। আমার ভয় হয়, না-জানি বড় কোনো ইনফেকশন হয়ে যায়! যদি কোনো অস্ত্রোপচার করাতে হয়, তাহলে অনেক টাকার প্রয়োজন। আমি একটি বাসায় কাজ করি। এত টাকা পাব কোথায়! আমার বাবা রিকশা চালান। এমতাবস্থায় আমি কী করতে পারি? আমাকে পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকব।
নাম প্রকাশে অনিচ্ছুক
খুলশী, চট্টগ্রাম।

পরামর্শ: বিশেষ ধরনের কানপাকা রোগ বা কলেস্টিয়াটোমা নামের রোগে কান থেকে গন্ধযুক্ত পুঁজ পড়ে। কলেস্টিয়াটোমা কানের ভেতরের অস্থিগুলোকে পচিয়ে ফেলে, যা থেকে দুর্গন্ধ বের হয়। শুধু পুঁজের ঘ্রাণ নিয়েও একজন অভিজ্ঞ নাক, কান ও গলা বিশেষজ্ঞ সহজেই কলেস্টিয়াটোমা রোগ হয়েছে বুঝতে পারেন। এ ছাড়া কানের কোনো কোনো ব্যাকটেরিয়াল প্রদাহেও কানের পুঁজে গন্ধ আসতে পারে। এমনকি খইল গলেও কানে গন্ধ হতে পারে।
যেহেতু আপনার শ্রবণ মোটামুটি ভালো বা শ্রবণের অল্প অসুবিধা আছে, তাই আমার মনে হয় আপনার মধ্যকর্ণে প্রদাহ আছে। আপনি লিখেছেন, নাকে-কানে ড্রপ দেওয়াতেও কাজ হয়নি। আসলে ড্রপ বা ওষুধ ব্যবহারে পুঁজ পড়া বেশির ভাগ ক্ষেত্রে সাময়িকভাবে বন্ধ হয়। কিছুদিন পর কান থেকে আবার পুঁজ পড়ে। তাই কানপাকা রোগের স্থায়ী চিকিত্সা হলো কানের পর্দা লাগিয়ে নেওয়া বা টিমপানোপ্লাস্টি অস্ত্রোপচার করিয়ে নেওয়া। তবে কলেস্টিয়াটোমা থাকলে আরও বড় ধরনের অস্ত্রোপচার প্রয়োজন হয়।
আমার মনে হয়, আপনি অন্য একজন বিশেষজ্ঞ দিয়ে আবার আপনার কান পরীক্ষা করিয়ে নিতে পারেন। প্রয়োজন হলে যেকোনো সরকারি হাসপাতালে বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিনা ভাড়ার বিছানায় ভর্তি হয়ে এ অস্ত্রোপচার বিনামূল্যে করিয়ে নিতে পারেন।

পরামর্শ দিয়েছেন
আবুলহাসনাত জোয়ারদার
অধ্যাপক, নাক, কান ও গলা বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ১৪, ২০০৯

Previous Post: « কেশবতী কন্যা
Next Post: প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় মানসিক স্বাস্থ্য »

Reader Interactions

Comments

  1. শ

    May 5, 2012 at 9:05 am

    স্যার আমার স্ত্রীর কানের ঝুমকা লাগায় যে ফুটায় সেখানে ক্ষত হয়েছে ৪মাস আগে থেকে এ সমস্যা শুরু হয় একবার কমে আবার বাড়ে ঝুমকা লাগালেই বাড়ে আমার মা বলে কারও মুখ লেগেছে কি ঔষধ ব্যবহার করলে এটা ভাল হবে? দয়া করে বলুন প্লিজ

    Reply
    • Bangla Health

      May 5, 2012 at 7:59 pm

      কোন কারণে ইনফেকশন হয়ে এমন হয়েছে হয়তো। ডাক্তার দেখিয়ে নিন। ক্ষত না শুকানো পর্যন্ত ঝুমকা না লাগানোই উচিত হবে। বার বার এমন হলে ভারী ঝুমকা না ব্যবহার করাই ভাল হবে।

      Reply
  2. নয়ন দাশ

    July 5, 2012 at 9:33 pm

    ককলিয়ার ইমপ্ল্যান্ট করলে কী পুরো সুস্থ মানুষের মতো শোনা যায়।

    Reply
    • Bangla Health

      July 10, 2012 at 8:55 am

      ভিতরের সেন্সরি হেয়ার সেল ক্ষতিগ্রস্থ হলে এটা করা যেতে পারে। এটা একেবারে স্বাভাবিক অবস্থার মত হবে না। তবে কাজ চালিয়ে নেয়া যাবে ভালো ভাবেই।

      Reply
  3. Aibe

    June 29, 2017 at 3:34 pm

    Sir amar age 18. Amar kan a problem. Ami kono cold khala amar kana so so aoaz kora. Please help me

    Reply
    • Bangla Health

      July 5, 2017 at 5:50 am

      নাক-কান-গলা বিশেষজ্ঞ দেখিয়ে পরীক্ষা করাতে হবে।

      Reply
  4. Mithu Rana

    November 8, 2018 at 12:54 am

    অনেকদিন আগে কান পেকে যায়, ঔষধ খেয়ে ঠিকই ছিলাম, কিন্তু এখন বাম কানে বায়ু যাতায়াত করে না তাই শুনতে ও পাইনা। কোন ঔষধ খাব।

    Reply
    • Bangla Health

      November 19, 2018 at 9:07 am

      ভালো কানের ডাক্তার দেখাবেন যত দ্রুত সম্ভব।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health – Bangla Library – Bangla PDF

Return to top