মহিলা সঙ্গীর সঙ্গে সহবাসের ইচ্ছা হলে এখন থেকে প্রোটেকশনের আর প্রয়োজন পড়বে না, এর জন্য প্রস্তুত গর্ভনিরোধক ইঞ্জেকশন৷
সাধারণত সহবাসের সময় অনেকক্ষেত্রে পুরুষরা প্রোটেকশন পড়তে দ্বিধাবোধ করেন, আর তাদের জন্য এটা অত্যন্ত সুখবর৷ মহিলাদের গর্ভনিরোধক ট্যাবলেটের পর বৈজ্ঞানিকরা পুরুষদের জন্য গর্ভনিরোধক ইঞ্জেকশন প্রস্তুত করেছেন৷
বৈজ্ঞানিকদের দাবি অনুযায়ী এটা বলা যেতে পারে যে প্রোটেকশনের থেকে এটা শুধু ভালোই হবে তা নয়, এর কোনরকম সাইড এফেক্ট নেই ও যখন খুশী ইচ্ছামত এর প্রভাব সমাপ্ত করাও যেতে পারে৷ স্কটল্যান্ডের পত্রিকা ‘দ্য স্কটিশ সন’এ প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকরা পুরুষদের জন্য গর্ভনিরোধক ইঞ্জেকশন প্রস্তুত করেছে, যেটার পরীক্ষা সমগ্র বিশ্বে 400টি জোড়া বিবাহিত স্বামী-স্ত্রীর মধ্যে করবার পরিকল্পনা নেওয়া হয়েছে৷
এই পরীক্ষার নেতৃত্বে থাকা প্রফেসার রিচার্ড অ্যান্ডারসন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংগঠনের দ্বারা সঞ্চালিত এই পরীক্ষায় 37-45 বছরের মধ্যে 400 জোড়া যুগল শামিল করা হবে ও এই পরীক্ষার কোন সাইড এফেক্ট নেই৷
সূত্রঃ ওয়েবদুনিয়া.কম
মঙ্গলবার, 6 অক্টোবর 2009
Vai
ধন্যবাদ। কিন্তূ এই ইঞ্জেকশন কোথায় পাব????
আমরা যখন সেক্স করি,তখন আমাদের পেনিস দিয়া বীরয বের হওয়া আগে এক ধরনের পিচছল পানি বের হই।এই পানি যদি মেয়েদের যোনিতে প্রবেশ করলে তাহলে কি মেয়ে পেগ্নেট হবে।
হ্যাঁ, সম্ভাবনা আছে।