• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

স্বাস্থ্য কথা

লাইফস্টাইল

শরীরচর্চা

১৮+

বিয়ের আয়োজন যেখানে

January 28, 2011

বিয়ে মানেই অনেক মানুষের সমাগম আর আনন্দ। আনন্দ করতে চাই জামকালো কোনো স্থান বা পরিবেশ। নিজের বাড়ির ছোট গণ্ডির মধ্যে অনুষ্ঠান না করে আজকাল সবাই বিকল্প স্থান বেছে নেয়। এদিক থেকে ঝামেলামুক্ত থাকতে বিয়েবাড়ির খাওয়া-দাওয়া ও অনুষ্ঠান করতে দরকার পড়বে হোটেল বা কমিউনিটি সেন্টারের। পরিবেশ ও খাবার দুটোতেই চাই উৎসবের সম্পূর্ণ আয়োজন। ঢাকার প্রতিটি ওয়ার্ডেই কমিউনিটি সেন্টার আছে। আছে সরকারি-বেসরকারি দুই ধরনের সেন্টার। হোটেল-রেস্তোরাঁয়ও বিয়ের আয়োজন হচ্ছে। তেমনি কিছু স্থানের পরিচিতি এবার জেনে নেওয়া যাক।

হোটেল শেরাটন
বিয়েসহ বড় যেকোনো অনুষ্ঠান আয়োজনের জন্য বেছে নিতে পারেন এই হোটেলের বলরুম ও উইন্টার গার্ডেন। বলরুমে ২০০ থেকে ৩০০ অতিথির ধারণক্ষমতা থাকলেও উইন্টার গার্ডেনে ৫০০ পর্যন্ত অতিথি আপ্যায়ন করা যাবে। ফোন: ৮৬৫৩৬৩৬

হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও
বিয়ে কিংবা বিবাহোত্তর সংবর্ধনা দুই-ই আয়োজন করতে পারেন এই হোটেলে। অতিথি ধারণক্ষমতা ৭০০ জন। ভাড়া পড়বে দুই লাখ টাকা।

র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেল
ওয়াটার গার্ডেনের উৎসব ও গ্র্যান্ড ওয়াল হল দুটির যেকোনোটি বেছে নিতে পারেন। গ্র্যান্ড ওয়াল রুমে ৫০০ লোক একসঙ্গে বসতে পারে। ভাড়া পড়বে দুই লাখ ৭০ হাজার টাকা।
উৎসব হলের ভাড়া এক লাখ ৭০ হাজার টাকা। খাওয়ার জন্য রয়েছে নির্ধারিত মেন্যু। ফোন: ৮৭৫৪৫৫৫

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র
কার্নিভাল ও হারমনি হল দুটি বড়। সেখানে লোক ধরবে ৫০০। ভাড়া দুই লাখ ৭৬ হাজার টাকা। এখানে জনপ্রতি খাবারের জন্য এক হাজার ১০০ টাকা লাগবে। এ ছাড়া ছোট আরও একটি হল রয়েছে, যার ভাড়া এক লাখ ২০ হাজার টাকা। শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে অবস্থিত এ কেন্দ্রের ফোন নম্বর ৯১০০০১৪-১৫।

সেনাকুঞ্জ
এখানে রয়েছে দুটি কমিউনিটি সেন্টার। ট্রাস্ট মিলনায়তন ও সেনাকুঞ্জ-১। মূলত সামরিক বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের জন্য তৈরি হলেও বেসামরিক লোকজনও এখানে বিয়ের অনুষ্ঠান করতে পারে। এখানে ৬৫০ জনের আয়োজন সম্ভব। তবে ভাড়া সামরিক ও বেসামরিক লোকের জন্য ভিন্ন। ঢাকা সেনানিবাসের ভেতরে অবস্থিত এ সেন্টারের ফোন নম্বর ৮৭৫০০১১ এক্স: ৮৯৩৭ সেনাকুঞ্জ-১১, ৮২৩৮ (ট্রাস্ট মিলনায়তন)।

স্পেকট্রা কনভেনশন সেন্টার
মোট ছয়টি হল রয়েছে। এখানে সর্বোচ্চ ৩৫০ জনের খাবার সরবরাহ করা যায়।
এখানে আলাদা করে কোনো হল ভাড়া দিতে হয় না। তবে আলোক ও মঞ্চসজ্জার জন্য আলাদা খরচ আছে। খাবারের জন্য জনপ্রতি সর্বনিম্ন ৯২৫ টাকা দিতে হয়। আলোকসজ্জার খরচ পড়বে আট হাজার টাকা। যোগাযোগ: বাড়ি-১৯, সড়ক-৭, গুলশান-১, ঢাকা। ফোন: ৮৮৫২৩৩৮, ৮৮৫২৭৫৮।

লেডিস ক্লাব
এ ক্লাবের ভাড়া ৪৬ হাজার টাকা। এখানে ৪০০ অতিথির আয়োজন সম্ভব। ফোন: ৯৩৪০৬১৭

পার্টি হাউস
এখানে সর্বোচ্চ ৮০০ অতিথির আয়োজন করা যায়। ফোন: ৯৩৩০৭৩২।

হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল
অতিথিসংখ্যা ২০০। ভাড়া ২০ হাজার টাকা। খাবার প্রতিজন এক হাজার ১৭৫ টাকা। নিজস্ব খাবার মেন্যু রয়েছে এখানে। ফোন: ৯৫৫২২২৯-৩২।

হোটেল রাজমণি ঈশা খাঁ
এ হোটেলে একসঙ্গে ৫০০ লোকের আয়োজন সম্ভব। ফোন: ৮৩২২৪৬২-৯

পার্টি সেন্টার
৩০০ লোকের আয়োজন সম্ভব। ফোন: ৯১১৫০৫৯

হোয়াইট হাউস হোটেল
১৫৫ শান্তিনগর, ঢাকা। ফোন: ৮৪১২৯৭৩, ৮৩১৪০২০

সোহাগ কমিউনিটি সেন্টার
৯১ ইস্কাটন রোড, ঢাকা। ফোন: ৯৩৩৪০৫৮

ঢাকা অফিসার্স ক্লাব
২৬ বেইলি রোড, ঢাকা। ফোন: ৯৩৪৬৬৭৭

প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার
বাড়ি-৫০, রোড-৬/এ, ধানমন্ডি, ঢাকা। ফোন: ৮১১৭৭৪৮

আনন্দ ভবন কমিউনিটি সেন্টার
৫৫ পুরানা পল্টন, কাকরাইল, ঢাকা।

বসুন্ধরা কনভেনশন সেন্টার
ব্লক জি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আ/এ, বারিধারা, ঢাকা।

দরবার হল
বিডিআর, জিগাতলা, ধানমন্ডি, ঢাকা।

পার্টি প্যালেস কমিউনিটি সেন্টার
২৩/৫ শ্যামলী, মিরপুর রোড, ঢাকা।

হাসান ইমাম
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ০৪, ২০১০

Previous Post: « ফ্রেমবন্দী স্মৃতি
Next Post: বিয়ের নানা আয়োজন »

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health – Bangla Library – Bangla PDF

Return to top