• Skip to main content
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

বিষয়বস্তু অনুসারে

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

অন্যান্য সেকশন

  • লাইব্রেরি
  • ইবুক / PDF
  • জোকস
  • লিরিক
  • ডিকশনারি
  • ই-বাংলা

বাংলা লাইব্রেরি

Read Bangla Books (বাংলা বই) online FREE. No PDF download required for Bengali Books. Bangla Book Library is a Unicode based mobile friendly website.

Bangla Library

পুরুষের একান্ত সমস্যা

You are here: Home / ১৮+ / পুরুষের একান্ত সমস্যা

যৌ*তার ব্যাপারে আলোচনা করতে গেলে যৌ* সংক্রান্ত নারী এবং পুরুষের বিভিন্ন্‌ প্রকার সমস্যার বিষয়েও কিচ্ছু আলোচনার প্রয়োজন পড়ে। পুরুষের পাশাপাশি নারীরও বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিয়ে থাকে। এই সমস্যাগুলোর অধিকাংশই নারীর যৌ* জীবনের উপর প্রভাব ফেলে। এটি বলা উচিত যে যৌ*তার ব্যাপারে যে কোনো প্রকার সমস্যা হলো তা দীর্ঘস্থায়ী যৌ* সমস্যার সৃষ্টি করতে পারে। এর আগে আমরা পুরুষের অকাল বী*র্য*পাত এবং ফোঁটা ফোঁটা বী*র্য*পাতের সমস্যার ব্যাপারে আলোচনা করেছি। শুধুমাত্র এই সমস্যাগুলোর বাইরেও পুরুষের বিভিন্ন প্রকার শারীরিক এবং মানসিক সমস্যাজনিত কারণে যৌ*তা সংক্রান্ত সমস্যা দেখা দেয়। যৌ*তার বিষয়ে নারীরির প্রধান সমস্যা হলো নারীর যৌ*মিলনের ব্যাপারে অনীহা। নারীর যৌ*তার বিষয়ে এই অনাগ্রহের বিভিন্ন কারণ থাকতে পারে। নারীর শারীরিক কোনো দীর্ঘস্থায়ী সমস্যা থেকে থাকলে তা নারীকে যৌ* বিমুখ করে তুলতে পারে। আবার মানসিক কোনো অসুবিধা নারীকে যৌ*তার ব্যাপারে নিরুৎসাহ যোগায়। শৈশবকালীন মানসিক বা শারীরিক যৌ* উৎপীড়ন অনেক ক্ষেত্রে নারীকে যৌ* নানা সমস্যার সম্মুখীন করে তোলে। আবার প্রচুর পরিমানে স্বমেহন নারীর যৌ*ানুভূতিকে তিগ্রস্ত করতে পারে। পুরুষের ক্ষেত্রে ও অনেক সময় হস্তমৈথুনের মাত্রাতিরিক্ত প্রভাবে পুরুষের যৌ* জড়তা দেখা দিতে পারে। যা কোনো কোনো সময় পুরুষত্বহীনতা পর্যন্ত গড়াতে পারে। যৌ* গবেষকরা গবেষনা করে দেখছেন যে নারী যৌ*তা বিষয়ক সমস্যাগুলো সৃষ্টি হয় মূলত যৌ* অনিচ্ছা থেকেই। নারীর সমস্যার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো যৌ*মিলনের সময়ে নারীর যৌ*াঙ্গে ব্যথা। কোনো কোনো নারী এই ব্যথার তীব্রতার জন্য যৌ*মিলনকে ভয়ের চোখে দেখে। যৌ*মিলনে এরকম ব্যাথার ডাক্তারী নাম হলো ডিসপ্যারুনিয়ার দুটো কারণ থাকতে পারে , একটি কারণ হলো শারীরিক এবং অপরটি হলো মানসিক।

ডিসপ্যারুনিয়া-
এটি নারীদের একটি যৌ* সমস্যা। একে ব্যথাযুক্ত যৌ*মিলন সমস্যাও বলা হয়। তবে ডিসপ্যারুনিয়া পুরুষেরও হতে পারে। নারীর ডিসপ্যারুনিয়ার কিছু উপসর্গ হলো-

লিঙ্গ প্রবেশের সময় যৌ*িতে ব্যথা ।
তলপেটে ব্যথা ।
ঘন ঘন লিঙ্গ সঞ্চালনের সময় নারী প্রচন্ড ব্যথা পেতে পারে ।
যৌ*মিলনের ব্যাপারে ভীতির সৃষ্টি ।

কারণ-
গাইনোকলজিক্যাল এবং সাইকোলজিক্যাল কারণে ডিসপ্যারুনিয়া হতে পারে। যৌ*ির ভেতরে এবং বাইরে দুই প্রকার সমস্যা এ সময় দেখা দেয়। এছাড়াও শারীরিক বিভিন্ন কারণে যৌ*মিলনের সময় নারীর যো*নিতে ব্যথার সৃষ্টি হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো-

১. পেলভিক ইনফেকশন ।
২. পেলভিক ইনফামেটরি অসুখ ।
৩. ও ভারীর অস্বাভাবিক অবস্থা ।
৪. সারভিঙের ইনফেকশন অথবা প্রদাহ ।
৫. ভালভোভ্যাজিনাইটিস সমস্যা ।
৬. বার্থোলিন গ্ল্যান্ডের ইনফেকশন অথবা প্রদাহ ।
৭. যো*নির ত্বকের প্রদাহ ।
৮. এন্ডোমেট্রোসিস জাতীয় সমস্য ।
৯. যো*নির শুষ্কতা ।
১০. যো*নিতে টিউমার হওয়া ।
১১. যো*নিতে অন্য কোনো প্রকার ত ।

আবার মানসিক নানা কারণে ও যৌ*মিলনের সময় নারীর যো*নিতে ব্যথার উদ্রেক হতে পারে। এই কারণগুলোর মধ্যে যৌ* শীতলতা, যৌ*তা সর্ম্পকে কুসংস্কার,ধর্মীয় কুসংস্কারের প্রভাব, যৌ* অজানা বিষয় এবং শৈশবকালীন বা পরবর্তী সময়ে যৌ* নিপীড়িত হলে নারীর যৌ*মিলন কালীন ব্যথার সৃষ্টি বা ডিসপ্যারুনিয়া হতে পারে। যো*নির বাইরে যে কারণে সমস্যা হয় তা হলো-

সতীচ্ছেদ ছিঁড়ে যাওয়া ।
এপিসিওটমিক ছিঁড়ে যাওয়া ।
বার্থোলিন গ্ল্যান্ডের স্ফীতি ।
কিটোরিসে ব্যথা ।

এছাড়াও যো*নির ভেতরে যে কারণে ব্যথার সৃষ্টি হয় সেগুলো হলো-

পর্যাপ্ত পিচ্ছিলতা না থাকা ।
যো*নির ইনফেকশন ।
যো*নিতে সেপ্র বা ফোমের ব্যবহার ।
সেনাইল ভ্যাজিনিটিস ।

অন্যান্য কারণ-

ইউটেরাইন লিগামেন্ট ছিড়ে যাওয়া ।
পেলভিক ইনফেকশন ।
যো*নির স্ফীতি ।
মূত্রথলির সমস্যা ।
ধর্মীয় চাপ ।
তিক্ত যৌ* ইতিহাস ।
পিচ্ছিলতা কমে যাওয়া ইত্যাদি ।

চিকিৎসা-
মনোদৈহিক বা শারীরিক যে কারণেই ডিসপ্যারুনিয়া হোক না কেন । একে যদি নিরীণ করা যায় তবে এই সমস্যাকে ওষুধে বা সার্জারিতে সারিয়ে তোলা সম্ভব। অধিকাংশ ক্ষেত্রে এ বিষয়টি ঘটে তা হলো যো*নির শুষ্কতা। যৌ*মিলনের প্রথম দিকে যো*নির এই সমস্যার জন্য অনেক নারী যো*নিতে ব্যথা অনুভব করে। অনেক নারীর যো*নি অধিক পরিমানে শুষ্ক থাকে। এক্ষেত্রে মিলনের সময় লুব্রিকেটেড জেলী ব্যবহার করা যেতে পারে এই জাতীয় জেলী যো*নিকে মিলন উপযোগী বা পিচ্ছিল করে তোলে। শারীরিক কোনো কারণে যদি ডিসপ্যারুনিয়া হয়ে থাকে তবে এর জন্য উপযুক্ত চিকিৎসা গ্রহণ করা উচিত। নারীর যৌ* সমস্যাগুলোকে অনেক ক্ষেত্রেই ব্যক্তিত্ব সমস্যা হিসাবে গণ্য করা হয়ে থাকে। নারীর যৌ*তার বিষয়গুলো নিয়ে আড়ষ্টতার ফলে এ সমস্যাগুলোর কথা অনেক সময়েই অন্যকে জনানো সম্ভব হয়ে উঠে না এবং সমস্যা গোপন থাকার কারণে তা উত্তরোত্তর বেড়েই চলে। আবার অহেতুক বিলম্বের কারণে অনেক সময় চিকিৎসাও জটিল হয়ে উঠে। ডিসপ্যারুনিয়ার চিকিৎসার ব্যাপারে নারীদের উচিত গাইনোকলজিস্টের পরামর্শ নেয়া এবং পুরুষদের উচিত ইউরোলজিস্টের পরামর্শ নেয়া।

ভ্যাজিনাইটিস-
যৌ*তা সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো যো*নির প্রদাহ বা ইনফেকশন । নারীর এই সমস্যাকে ভ্যাজিনাইটিস বলে। নানা কারণের মাধ্যমে এটি ঘটে থাকে। আবার নানা সংক্রমণের কারণেও ভ্যাজিনাইটিস হতে পারে। নারীর যো*নির এই জাতীয় সমস্যায় কোনো কোনো ক্ষেত্রে এন্টিবায়োটিক ব্যবহার করতে হয়। যো*নির এই সমস্যা যে কোনো বয়সী নারীর হতে পারে। জীবনে অন্তত একবার প্রায় সব নারীরই যো*নির প্রদাহ হতে পারে। কিশোরিদের বেলাতেও এই সমস্যা দেখা দেয়। যো*নির সমস্যা হলেই আমরা ধরে নেই হয়তোবা সেগুলো যৌ* সমস্যা বা যৌ* ব্যাধি। অসুস্থ জীবন যাপনের ফলেও অনেক সময় এই সমস্যা হতে পারে এই বিষয়টিকেও মনে রাখা উচিত। একজন নারী একটু উদ্যেগী সচেতন হলেই যো*নির যে কোনো প্রকার সমস্যা সমাধান হতে পারে।

চরমপুলকের সমস্যা-
নারীদের ক্ষেত্রে একটি সাধারণ যৌ* সমস্যা হলো চরমপুলকের সমস্যা। এই সমস্যা পুরুষের ও হতে পারে। চরমপুলক ছাড়া যৌ*মিলন অসমাপ্ত থেকে যায়। সে ক্ষেত্রে চরমপুলকের প্রয়োজন রয়েছে। যে সব নারী বা পুরুশ চরমপুলক পায় না, তাদের নিজের প্রতি শ্রদ্ধাবোধ কমে যেতে পারে। চরমপুলকের এই সমস্যার জন্য দায়ী। অধিকাংশ কারণগুলোই মনোদৈহিক । যেমন-

যৌ*তার ব্যাপারে ভীতি ।
যৌ* সঙ্গীর কাজ থেকে আঘাত পাওয়া।
নিচু মাত্রার যোগাযোগ।
যৌ*মিলনে ব্যর্থ হওয়ার আশষ্কা।
যৌ* উদ্দীপনা না বুঝতে পারা।
পূর্বের কোনো তিক্তকর যৌ* অভিজ্ঞতা।
ধর্মীয় বাধা।
লেসবিয়ানিজম।
কৈশোর থেকেই যৌ*তা সম্পর্কিত ভুল ব্যাখ্যা গ্রহণ।
যৌ* সঙ্গীর পুরুষত্বহীনতা।

অন্যান্য কারণ-
নিউরোলজিক্যাল।
গাইনোকলজিক্যাল।
হরমোনাল।

চিকিৎসা-
দীর্ঘদিন ধরে যদি নারী বা পুরুষ চরমপুলক না পায় তবে যৌ*মিলনে সমস্যার সৃষ্টি হতে পারে। কাজেই এ ব্যাপারে যৌ* বিশেষজ্ঞ ডাক্তারের পারামর্শ নেয়া উচিত। সাধারনত চরমপুলক জনিত সমস্যার ক্ষেত্রে ডাক্তারী চিকিৎসাগুলো হলো- ঙ সাইকোথেরাপি।
– বিহেভিয়ার থেরাপি।
– কিজেল ব্যায়াম ।
– গ্রুপ থেরাপি।
– সেঙ থেরাপি।
– হেলেন কপলান থেরাপি।

যৌ* শীতলতা-
যৌ* সংক্রান্ত নানা সমস্যার মধ্যে যৌ* শীতলতা সমস্যা একটি মারাত্নক সমস্যা । যৌ* শীতলতা ফলে নারীর যৌ* আগ্রহ এবং উত্তেজনা কমে যায়। যদি এই সমস্যা ক্রনিক হয়ে যায় তবে নানাবিধ চিকিৎসার দ্বারাও একে ভলো করে তোলা সম্ভব হয় না। সব নারীরই যে যৌ* শীতলতা সমস্যা দেখা দেয় তা নয়। এটি নিু আর্থ সামাজিক অবস্থা থেকে শুরু করে উচ্চ আর্থ-সামাজিক পরিবেশের যে কোনো নারীর যে কোনো বয়সে হতে পারে। তবে সাধারণত যৌ* শীতলতায় আক্রান্ত হবার উপযুক্ত সময় হলো মধ্য বয়স। বলা যায় নারীর যৌ* জীবনের অন্যতম প্রধান যৌ* সমস্যা হলো যৌ* শীতলতা বা নারীর ফ্রিজিডিটি সমস্যা। একজন নারী বহু কারণে যৌ* শীতল হয়ে পড়তে পারে। যৌ* শীতল হওয়া অর্থ নারীর কাছে যৌ*তার বিষয়টি কোনো আগ্রহের সৃষ্টি করে না এবং এর জন্য নারী এই বিষয়ে বিরক্তিবোধ করতে পারে। অন্যান্য সমস্যার মতো যৌ* শীতলতা সমস্যার জন্যে ও বিভিন্ন প্রকার মানসিক এবং শারীরিক কারণ দায়ী থাকে। অনেক নারীই তাদের প্রথম মাসিক চক্রের সময় থেকেই যৌ*তার ব্যাপারে ভীত হয়ে পড়ে। এটি পর্যায়ক্রমে নারীকে যৌ* শীতল করে তুলতে থাকে। আবার পুরুষ ভীতিও অনেক নারীর যৌ* শীতলতার জন্য দায়ী। এছাড়াও যৌ*তার ব্যাপারে নারীকে সবচেয়ে বিমুখ করে তোলে অল্প বয়সে শেখা ধর্মীয় কুসংস্কার এবং সামাজিকতার চাপ। তবে যৌ* শীতলতার জন্য সবচেয়ে বেশি যে মনোদৈহিক কারণটি দায়ী তা হলো ভয়। যৌ*তার ব্যাপারে অজানা ভয় অনেক নারীকে যৌ* বিমুখ করে তোলে। শারীরিক নানা কারণে যৌ* শীতল সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিষাদ। কোনো নারী যদি বিষাদগ্রস্ত হয়ে পড়ে তবে তার যৌ* আগ্রহ কমে যায়। এছাড়া মানসিক চাপ, এড্রেনাল সমস্যা থাইরয়েড ডিসফাংশন এবং হরমোনজনিত কারণে অনেক সময় নারী যৌ*তার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে। যো*নির শুষ্কতা ,অনাকাঙিত গর্ভাবস্থার চিন্তা এবং জন্মনিয়ন্ত্রণের কথা চিন্তা করেও অনেক নারী যৌ* শীতল হয়ে পড়েন। আবার কোনো দম্পতির মধ্যকার মানসিক এবং শারীরিক সম্পর্ক যদি অপর্যাপ্ত হয়, তবে নারীর যৌ* শীতলতা সমস্যা দেখা দিতে পারে। নারীর সাথে পুরুষের সম্পর্কের উপর ও যৌ* শীতলতার ব্যাপারটি নির্ভর করে। এতে করেও নানা প্রকার যৌ* সমস্যা হতে পারে। কোনো কোনো নারী এতে করে যৌ* উত্তেজিত হতে পারে না। ক্রমাগত এই অবস্থা চলতে তাকলে নারী এক সময় যৌ*তার বিষয়ে একেবারে উদাসীন হয়ে পড়ে। কাজেই এটিও বিবেচনা করা উচিত যে নারী এবং পুরুষের মধ্যে সম্পর্ক কতোটা গভীর। কোনো দম্পতীর ভেতর এরকম সমস্যা চলতে থাকলে উভয়ের মধ্যে এই বিষয়ে আলোচনা করে নেয়া উচিত। এতে করে আশা করা যায়, সমস্যা অনেক খানি কমে আসবে। পরবর্তীতে যৌ* বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া একান্ত প্রয়োজনীয়। নারী, পুরুষের যৌ* শীতলতা শিক্ষা অনেক ক্ষেত্রে তাদের যৌ*তাকে তিগ্রস্ত করে। অনেক নারী পুরুষ যৌ*তার বিষয়ে নানা কুসংস্কার মনে পোষণ করে। এতে করেও যৌ*তা সংক্রান্ত সমস্যা দেখা দিয়ে থাকে। যৌ*তা বিয়ষক নানা মিথ্যা ধারণা নারী এবং পুরুষের যৌ*তাকে তিগ্রস্ত করতে পারে। কাজেই এব্যাপারে নারী পুরুষ উভয়কেই মনোযোগী হতে হবে। যৌ*তা সংক্রান্ত সমস্যাগুলো নারী এবং পুরুষের দৈহিক এবং মানসিক স্বাস্থ্যের উপর ব্যাপক চাপ সৃষ্টি করে। অনেকে এই বিষয়ে অন্য কারো কাছে লজ্জা বলতে দ্বিধাবোধ করেন। তবে এই বিষয়গুলো চেপে যাওয়া উচিত নয়। সমাধান বলতে ডাক্তারের, বিশেষজ্ঞের বা গাইনোকলজিস্টের পরামর্শ নেয়া উচিত। যৌ*তা ব্যাপারটি প্রতিটি মানুষের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। কাজেই এ সংক্রান্ত যে কোনো সমস্যার বিষয়ে অতি শীঘ্র ডাক্তারের কাছে পরামর্শ চাওয়াটাই যৌক্তিক হবে আমাদের গ্রাম্য সমাজে হাতুড়ে ডাক্তার বা গ্রাম্য দাওয়াই খেয়ে অনেক নারী এবং পুরুষ সমস্যাকে বাড়িয়ে তোলেন। অথচ কিছু টাকা খরচ করেই হয়তো ভালো চিকিৎসা পাওয়া যেতে পারে। কাজেই এ ব্যাপারে সাবধানতা এবং সচেতনতার প্রয়োজন রয়েছে। মনে রাখা উচিত সুস্থ যৌ*তার জন্য শারীরিক এবং মানসিক সুস্থতার ও প্রয়োজন রয়েছে।

কিছু পরামর্শ-
সুস্থ দেহ এবং সুস্থ যৌ*তা কোনো বিকল্প নেই। তবে এই ব্যাপারে সতর্ক এবং মনোযোগি হতে হবে। একটু চেষ্টা করলেই পুরুষ এবং নারী উভয়েই ব্যক্তিগত স্বাস্থ্য পরিচ্ছন্নতার ব্যাপারে দৃষ্টি দিতে পারেন। নিজের ব্যক্তিগত যত্নগুলোর সম্বন্ধে ল্য রাখুন এবং এগুলো রপ্ত করার চেষ্টা করুন। সেঙ থেরাপিস্টরা নারী এবং পুরুষের যৌ* নানা সমস্যার চিকিৎসার চেয়ে বরং আগাম প্রতিরোধের উপর গুরুত্ব দিয়ে থাকেন বেশি। নানা প্রকার যৌ*তা সংক্রান্ত সমস্যা কাটাতে কয়েকটি বিষয়ের দিকে দৃষ্টি দেয়া উচিত।

নিয়মিতভাবে যৌ*াঙ্গ পরিস্কার করা উচিত। যৌ*াঙ্গ নিয়মিত পরিস্কারের পাশাপাশি যৌ*াঙ্গের শুষ্কতার ব্যাপারে লক্ষ্য রাখুন যৌ*াঙ্গ এবং এর আশে পাশের গন্ধ তাড়াতে নানা সেপ্র কোনো অবস্থাতেই ব্যবহার করবেন না। এগুলোর কোনো উপযোগিতা নেই।

যে দম্পতিরা নিয়মিত পায়ুকাম করে থাকে তাদেরকে যৌ* কর্মকান্ডে অতিরিক্ত সতর্কতার প্রয়োজন। যে কোনো অবস্থাতেই পায়ুকাম করার পরে এবং পুরুষের লিঙ্গ নারীর যো*নিতে ঢুকানোর আগে পানিতে ভালোভাবে ধুয়ে নেয়া উচিত।

সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ

August 12, 2009
Category: ১৮+Tag: জন্মনিয়ন্ত্রণ, টিউমার, থাইরয়েড, থেরাপি, ব্যায়াম, মানসিক চাপ, মাসিক, মোহাম্মদ ফিরোজ, শারীরিক সম্পর্ক, হস্তমৈথুন

You May Also Like…

স্বাস্থ্যকর সম্পর্কই সুন্দরভাবে বেঁচে থাকার সবচেয়ে বড় ‘মোটিভেশন’

দাম্পত্য সম্পর্ক উন্নয়নে ঘনিষ্ঠতা কেন জরুরি

এই সাত অভ্যাস বলে দেবে আপনারা দুজন দুজনার

এই সাত অভ্যাস বলে দেবে আপনারা দুজন দুজনার

ছবির বিষয় যৌনতা আর গুপ্তরোগ নিয়ে সচেতনতা

Previous Post:শারীরিক মিলনের নানা সমস্যা
Next Post:গর্ভাবস্থা এবং শারীরিক মিলন

Reader Interactions

Comments

  1. bari

    August 4, 2010 at 7:38 pm

    ami amar penis k kivaba boro korta pari.

    Reply
  2. masum billah

    July 12, 2011 at 10:32 am

    আমি একটি *যৌ*ন* সমস্যায় আক্রান্ত ।তাহলো আমার লিঙ্গটা বাম দিকে বাঁকা ।অর্থাৎ আমার লিঙ্গের বাম পার্শের শীরা গুলো অনেক টাইট যার কারণে লিঙ্গটা বাম পার্শে বাঁকা আমি হস্ত মিথন তেমন করি না তবে আমি না বুঝে থাই পরতাম
    আমার বয়সঃ ২৩ বছর
    সঠিক পরামর্শ পাব বলে আশা করি

    Reply
    • Bangla Health

      July 13, 2011 at 9:29 am

      আপনি এই লেখাটা পড়ে নিন- http://health.evergreenbangla.com/1663

      Reply
    • Tinku Rahaman

      July 17, 2011 at 10:25 am

      apni protidin vor ratre foot ball khelun pray dui gonta dore khelben. ar kiche jog bayam korben. ar kono nari dekhe ku chinta ratre korben na. ate sarel a kharap provab pore.ar jadi biye hoye thake thahole japani tel babhar korun 3 te theke 4 te kintu sortoko thakben hasto moithon korben na. tel ti lagar por. nijeke control korte hobe noile pore pachte hobe.

      Reply
  3. রায়হান

    July 20, 2011 at 12:56 am

    ঘনঘন প্রসাব ও অকাল বীযপাত.*যৌ*ন* ক্ষমতা বাড়াতে চাই ও লিঙ্গের আকৃতি কিছুটা বড় করতে চাই_বড়টোমাণ সাইজ ১২ সেণ্টীমিটাড়.আমার বয়সঃ ২৩ বছর_পুরুষ।হস্তমৈথুন করি নিয়মিত।অনগ্রহ করে সমাধান দিলে কৃতজ্ঞ হব।

    Reply
    • Bangla Health

      July 20, 2011 at 12:25 pm

      হস্তমৈথুন যদিও একটা স্বাভাবিক ব্যাপার, তবুও চিন্তা করেন- সেক্স জিনিসটা দুইজন মানুষের সমান অংশগ্রহনের ফলে দুজনেরই ভালো লাগার একটা ব্যাপার। সেখানে হস্তমৈথুন এক ধরনের সেলফিস ওয়েস্ট ছাড়া আর কিছু নয়।
      দরকার হলো- নিয়মিত ব্যায়াম, সঠিক সময় খাওয়া-দাওয়া আর নিশ্চিন্তে ঘুম।

      Reply
  4. Nazmul

    July 20, 2011 at 3:46 am

    আমার বয়স ২০ বছর আমার ওযন ৫১ কেিজ আমার লিঙ্গের েগাড়া উেত্তিজত হওয়ার পর বেেক যাায়

    Reply
  5. shahdat

    July 23, 2011 at 11:52 pm

    how can i enlarge my penis………….and how can i stay long time (20-30 mins) when i do sex with my wife. please suggest me.

    Reply
    • Bangla Health

      July 27, 2011 at 6:32 pm

      পুরুষাঙ্গ বড় করার স্বীকৃত কোনো বৈজ্ঞানিক পদ্ধতির কথা আমাদের এখনো জানা নেই। পুরুষাঙ্গ আকার পুরোটাই জেনেটিক। তবে খেয়াল করলে দেখবেন- পানিতে ভিজলে বা শীত লাগলে এর আকার অনেকটা কমে যায়, অর্থাৎ পুরুষাঙ্গ ঠাণ্ডা হয়ে গেলে সংকুচিত হয়ে যায়। সোজা কথায়- পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন কমে যায়। যারা এই রক্ত সঞ্চালন বাড়াতে পারেন তাদের লিঙ্গ অনেকক্ষণ উত্থিত অবস্থায় থাকে।
      যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের পক্ষে এই কাজ অনেক সহজ হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন।
      সহবাসের বিস্তারিত জানার জন্য আমাদের বাংলা লাইব্রেরী বিভাগে “কামসূত্র” অধ্যায়টি পড়ে দেখতে পারেন।

      Reply
  6. PARVEZ

    September 5, 2011 at 1:58 pm

    AMAR SOMSSA TA HOL AMI AMI ESHI KHON THAKTE PARI NA MATRO 1 MINITE-E- SES HOYE JAY SEX POWER AKHON AMI KI KORT E PARI BOLLE ONEK TA OPO KRITO HOB …..?

    Reply
  7. বক্কর

    March 25, 2012 at 8:00 am

    ভাই আমার বয়স ১৮ উচ্চতা ৫ ফুট। আমার সমসা হল আমর লিঙ্গর ডান পাশের অন্ডোকোষের প্রধান রগ এর সাথে ৩টি টিউমার এর মত এরা পয়ায ক্রমে পাশা পাশি সরল রাখাই অবস্থিত প্রথম টির আকার মটর কালাই এর মত ,আর দুইটির আকার চাউল এর দানার মত , ভাই আমি দুই জন হোমিও ও একজন এলপ্যাথীক ডাক্তার কে দেখাই ছিলাম এবং তাদের পরামর্শ অনুয়াযী EX করেছিলাম কিন্ত কিছুই ধরা পরানি। তারা পরবর্তীতে ঔষধ দিয়ে ছিল কোন কাজ হয়নি। তারা পরে তরা বলে এটা তোমার মানসিক সমসা । ভাই এখন আমি কি করব? আর এই রোগের নাম কি ?এটা কি হানিয়া নয়তো ।ভাই তারা তারি বলেন ভাই আমি খুব বিপদে আছি ।১APRIL আমার ইনটার পরিক্ষা

    Reply
    • বক্কর

      March 25, 2012 at 4:01 pm

      ভাই উত্তর দিলেন না

      Reply
    • Bangla Health

      March 27, 2012 at 9:18 am

      ব্যথা বা চুলকানি না হলে নিশ্চিন্তে থাকেন।

      Reply
  8. মেহেদী আল আহসান

    March 25, 2012 at 3:03 pm

    আমার বয়স ১৯ বছর। ওজন ৬২ কেজি। উচ্চতা ৫ফুট ৪ ইঞ্চি। আমার পেনিস এর দৈর্ঘ্য উত্থিত অবস্থায় ৫ ইঞ্চি। আমার পেনিসের গোড়ার চেয়ে মাঝে একটু বেশি মোটা।

    এটাকি স্বাভাবিক? আমি এ নিয়ে মানসিক ভাবে খুব দুর্বল হয়ে পড়েছি।

    Reply
    • Bangla Health

      March 27, 2012 at 9:32 am

      আপনার সব ঠিক আছে। দুশ্চিন্তার কোন কারণ নাই। শুধু ব্যায়াম করে ফিটনেসটা ঠিক রাখবেন। বাজে অভ্যাস বাদ দেবেন।

      Reply
      • মেহেদী আল আহসান

        March 27, 2012 at 9:53 pm

        ধন্যবাদ। বুকের উপর থেকে যেন বড় একটা পাথর নেমে গেল। ধন্যবাদ বাংলাহেলথ।

        আমি শীগ্রই ব্যায়াম শুরু করে দিব। আমার জন্য দোয়া করবেন।

  9. বক্কর

    March 27, 2012 at 8:02 pm

    ভাই হানিয়া নয়তো কিছু বললেন না তো। সপ্নদোশ এবং হস্তোমৌথন করলে হাল্কা ব্যাথা হয় । ডান অন্ডোকোষের যে প্রধান রগ ডান পাশ্বে উরু সাথে যুক্ত সেই রগে ব্যথা করে। তবে আমার দুই অন্ডোকোষ এর আকার সমান। আপনি কি আমর কথা বুঋতে পারছেন না পারলে আমাকে কল দিবেন।আমি আপনার ভিজেটের মূল্য দিব আমার ফোন নাম্বার ***7193371

    এটা গত প্রশ্ন ছিল
    আমার বয়স ১৮ উচ্চতা ৫ ফুট। আমার সমসা হল আমর লিঙ্গর ডান পাশের অন্ডোকোষের প্রধান রগ এর সাথে ৩টি টিউমার এর মত এরা পয়ায ক্রমে পাশা পাশিসরল রাখাই অবস্থিত প্রথম টির আকার মটর কালাই এর মত,আর দুইটির আকার চাউল এর দানার মত , ভাই আমি দুই জন হোমিও ও একজন এলপ্যাথীক ডাক্তার কে দেখাই ছিলাম এবং তাদের পরামর্শ অনুয়াযী EX করেছিলাম কিন্ত কিছুই ধরা পরানি। তারা পরবর্তীতে ঔষধ দিয়ে ছিল কোন কাজ হয়নি। তারা পরে তরা বলে এটা তোমার মানসিক সমসা । ভাই এখন আমি কি করব? আর এই রোগের নাম কি ?এটা কি হানিয়া নয়তো ।ভাই তারা তারি বলেনভাই আমি খুব বিপদে আছি ।১APRIL আমার ইনটার পরিক্ষা

    Reply
    • Bangla Health

      March 30, 2012 at 4:23 am

      আপনি যাকে টিউমার বলছেন, তাতে কি অন্য সময়ে ব্যথা বা চুলকানি হয়?
      যেহেতু ডাক্তারী পরীক্ষায় কিছু ধরা পড়েনি, তাই মনে হচ্ছে আপনার সমস্যাটা অন্য জায়গায়। শরীর কড়া হয়ে গেলে যা হয় আর কি। হয়তো পড়াশুনার চাপে এখন আপনার খাওয়া-ঘুম ঠিকমতো হচ্ছে না। এদিকে একটু নজর দিন। প্রচুর পানি পান করবেন, পুষ্টিকর খাবার খাবেন, কখনো না খেয়ে থাকবেন না। আর রাত জেগে পড়াশুনা করবেন না। রাতে একটু বেশি ঘুমানোর চেষ্টা করবেন। এতেই বীর্যপাতের সময়কার ব্যথা কমে যাবে।

      Reply
  10. বক্কর

    March 31, 2012 at 12:11 pm

    যখন দুই অন্ডোকোশ রানের চিপায় চাপখায় তার কিছুখন পর ব্যথা হাল্কা ব্যথা হয়। আবার ডান অন্ডোকোশে ঐই টিউমার এর মত অংশে হাত দিলে ব্যথা বুঝা যায়। আবার দুই তিন দিন বা ১৫ দিন হাত না দেওয়া পয়ুন্ত ব্যথা বুঝা যায় না। আর আমি এই রোগে আকান্ত হওয়ার পর থেকে ১৭ ঘন্টা ঘুম পারি এবং খাবার ক্ষেত্রে দুধ, ডিম শাকসবজি খেতে খেতে মোটা হয়েগেছি ।ভাই আমি এমন অবস্থায় পরিক্ষা পর বিবাহ করতে চাচ্ছি এতে কোন সমস্যা হতে পারে।

    Reply
    • Bangla Health

      April 2, 2012 at 4:26 am

      আপনি বললেন আপনার বয়স ১৮। মানে এই বয়সেই বিবাহ করতে চাচ্ছেন? এমন কিছু হলে আমাদের পক্ষ থেকে এখনি বিবাহ করতে নিরুৎসাহিত করা হবে। আপনার ডাক্তারী পরীক্ষায় যেহেতু কিছু ধরা পড়ছে না, সেহেতু ভয়ের কিছু আছে মনে হয় না। ওদিকে আবার ব্যথা হচ্ছে, তাই আপনার উচিত হবে আরো কিছু ডাক্তারী পরীক্ষা করানোর। উন্নত মানের চিকিৎসা নিন।

      Reply
  11. DOLLAR

    April 12, 2012 at 1:59 pm

    amar protidin hostomoithon korte icche kore ,eha ki sorirer jonno kharap ,kharap hoye thakle kibhabe ami ei habit change korte pari janale khusi hobo.
    hosomoithone ki sorirer blood nosto kore.

    thanks
    dollar

    Reply
    • Bangla Health

      April 16, 2012 at 7:45 am

      প্রতিদিন করা খারাপ।
      নিজে দেখে নিন যে কোন সময়টাতে এটা বেশি করেন। তখন আগে থেকে ঐ সময়ে অন্য কিছু করার প্লান করে রাখবেন। তাহলে সেটা করতে গেলে হস্তমৈথুন করার ব্যাপারটা মনে থাকবে না। বা ঐ সময়ে কোন বন্ধু বা পরিবারের কাউকে বলবেন আপনার সাথে সময় কাটানোর জন্য। একা একা কম সময় কাটাবেন। নিয়মিত খেলাধূলা বা ব্যায়াম করুন। বিকেলের পর গুরুপাক বা উত্তেজক খাবার এড়িয়ে চলবেন।
      রক্ত খারাপ করার সাথে এর সরাসরি সম্পর্ক নেই। কিন্তু সবসময় মেয়ে মানুষ আর সেক্স নিয়ে চিন্তা করলে মনের উপর একটা খারাপ প্রভাব পড়বে। তখন ঠিক সময় খাওয়া-ঘুম- এসব হবে না। তাতে শরীর নষ্ট হবে। তখন রক্তে সমস্যা হতে পারে।

      Reply
  12. Pritam

    April 19, 2012 at 12:34 am

    ক্ষমা করবেন চিকিৎসা বিশয়ে আন্ন্য কথা ।
    আমি একজন ভারতীয় নাগরিক ,আমি বাংলা ভাষাই ভারত সমন্ধে তথ্য জানতে চাই সেটা সম্ভব হবে ?…………

    ধন্নবাদ জানায় “আভ্র” software এর প্রবক্তাকে ,এই সুন্দর উপহারটি দেওয়ার জন্নে ।
    জয় বাংলার জই

    Reply
    • Bangla Health

      April 20, 2012 at 12:25 am

      কি ধরনের তথ্য জানতে চান?

      Reply
  13. rhss

    April 19, 2012 at 11:38 pm

    আমি একটি *যৌ*ন* সমস্যায় আক্রান্ত । অকাল বীযপাত । *যৌ*ন* ক্ষমতা বাড়াতে চাই । আমি হস্ত মিথন করি.

    Reply
    • Bangla Health

      April 20, 2012 at 1:26 am

      আপাতত হস্তমৈথুন কমিয়ে দিন। স্বাস্থ্যের দিকে নজর দিন। কেজেল ব্যায়াম করলে উপকার পাবেন।

      Reply
      • rhss

        April 22, 2012 at 11:52 am

        kono medicine ki kheta parbo er jonno.. ami minimum time stay korte pari nah.. amar age 23. weight 48 kg. plz reply

      • Bangla Health

        April 24, 2012 at 3:54 am

        আগেই ঔষধের চিন্তা করলে মানসিক ভাবে আরো দূর্বল হয়ে যাবেন। এর চেয়ে আগে ন্যাচারাল উপায়ে দেখুন ঠিক হয় কিনা। আগে শরীরের ওজন বাড়ানোর দিকে নজর দিন। খাওয়া বাড়ান, ব্যায়াম করুন, রাতে ঘুমান অনেক। দুশ্চিন্তা, কুচিন্তা থেকে দূরে থাকুন।

  14. রনি

    April 28, 2012 at 10:39 am

    আমার প্রতিদিনই সেক্স করতে ইচ্ছে করে। এজন্য আমার স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া হয়। আর আমি নাকি দীঘ সময় সেক্স করি। তার চরম পুলক ঘটার অনেক পরে আমার শেষ হয়।

    Reply
    • Bangla Health

      April 29, 2012 at 4:20 am

      হয়তো আপনার পদ্ধতি উনার ঠিক পছন্দ হচ্ছে না বা উনি ইনজয় করতে পারছেন না। এ ব্যাপারে স্ত্রীর সাথে খোলাখুলি আলোচনা করে নেয়াই ভালো।

      Reply
  15. বক্কর

    April 29, 2012 at 8:31 pm

    ভাই আমার বয়স ১৮। আমার সমস্যা হল Sex vidios and sex photos দেখলে প্রচুর বীর্যপাত হয়। প্রথম মত হাল্কা ছচ্ছ পানি বের হয় পরে বীর্যপাত হয়।

    Reply
    • Bangla Health

      May 4, 2012 at 1:43 am

      নিজেকে সামলানোর চেষ্টা করেন। ওসব বেশী বেশী না দেখাই ভালো।

      Reply
  16. MITHUN

    May 4, 2012 at 5:09 pm

    স্যার আমার একটা সমস্যা হচ্ছে আমার পায়ের গোড়ালির চামড়া মোটা হওয়ার কারণে শীতকাল সহ বছরে ৮ থেকে ৯ মাস পা ফেটে থাকে । অনুগ্রহ করে এর থেকে মুক্তির উপায় বলবেন ।

    Reply
    • Bangla Health

      May 5, 2012 at 3:04 am

      চামড়া শুকনো হলে এটা বেশি হয়। ভেসলিন জাতীয় পদার্থ মাখতে পারেন।

      Reply
  17. topu

    May 5, 2012 at 12:41 am

    ami besi problem o asi amar age 26 ami marrid.amar problem ami 10 bosor hostow moitwn korci.ami 6mash oise biye korci but amar wife really un happy with me.amar lingor agah muta gura sikon.sex korbar somoy lingo shokto hoyna.some time kosto kore dukanur pore balo sex hoy.some time dukanur agee birjo ber hoye ashe.ami partesina amar wife ke kusi rakte.toilet o jabar por aktow soktow toilet hole birjo ber hoye asee.amar prosno holo ami fhoros hottow hin hoye poresi?plz plz plz anser me

    Reply
    • topu

      May 5, 2012 at 12:47 am

      plz anser me ami london asi i have big problem

      Reply
    • Bangla Health

      May 5, 2012 at 3:33 am

      দেখা যাচ্ছে মাঝে মাঝে পারতেছেন। আসলে যখন শারীরিক ফিটনেস ভালো থাকে, বা মনে কোন দুশ্চিন্তা না থাকে তখনই এটা ভালো করে পারা যায়। অনেক সময় রাতে ভালো ঘুম হলে সকালের দিকে এনার্জি পাওয়া যায়, এবং তখন লিঙ্গ বেশ শক্ত হয়। আপনি কি ঐ সময়টাতে চেষ্টা করে দেখেছেন? খাওয়া দাওয়া আর ঘুম ঠিক রাখেন। পারলে ব্যায়াম করেন।
      আপনার স্বাস্থ্যগত অবস্থা কেমন? উচ্চতা, ওজন?

      Reply
  18. Hanif

    August 5, 2012 at 11:19 pm

    Dear sir,amar age 32&unmarryid.waight56 hight 5’6″.ami age shoptahe 2days handling kortam.ekhon shoptahe 2days phone sex kori amar girlfriend’er shate.bigoto 15days ago ami phonesex korar shomoy amar panis handling kori & birjopat kori.porer din ami dekhi amar linger majhamajhi 1ta bron’er moto guti ber hoyeche,aftar 2day ai jaigay prochondo chulkani hoy&panir moto ber hoy.er 1days after thik tar pashe r ekti guti ber hoy.ami tokhon skin ointment “newkort”use kori.2 days use korar por amar chulkani aro bere jai tokhon ami eta r use korina.aj 15days hote chollo amar ai problem aro barche.ami & amar girl friend 2jon’e uthkonthar moddhe aci.lojjai dr.kache jachina.amar khub voy korche.please give me a prescription. Thankyou.

    Reply
    • Bangla Health

      September 6, 2012 at 1:37 am

      চুলকানি হলে পরিস্কার-পরিচ্ছনতা একটা বড় ব্যাপার। এর পরও চুলকানি থাকলে ডাক্তার দেখাবেন।

      Reply
  19. KOBIR

    May 9, 2013 at 2:55 am

    আমার এক বন্দ্বুর লিঙ্গ খুব ছোট .তার অসুখের সময় সে আমাকে দেখাইছিল.তার বয়স ১৯.তার লিঙ্গ আনুমানিক দের থেকে দুই ইন্চি আর দারালে তিন থেকে একটু বেশী.এটা কি কোন সমস্যা?সহবাসে কি তার কোন সমস্যা হবে?

    Reply
    • Bangla Health

      May 9, 2013 at 4:26 am

      তুলনামূলকভাবে ছোট। তবে আরো বড় হতে পারে।

      Reply
  20. rana

    May 11, 2013 at 12:11 am

    আমি ৭/৮পর পর হস্তমৈতুন করি.হস্ত মেতুনে সুরু করার ১/২মিনটের মধ্যে বিজ্য পাত হয়।এখন আমি বিয়ে করতে বয় পাচ্ছি.আমি কি করা ওচিত।কোনু টিপস অথবা ঔষুদ জান থাকলে জানাবেন।

    Reply
    • Bangla Health

      May 11, 2013 at 3:29 am

      বয়স উচ্চতা ওজন কত?

      Reply
  21. piyas

    October 20, 2017 at 9:54 am

    আমার বয়স 17।হস্তমৈথুনে বির্য বের হতে 1 মিনিট ও লাগেনা।হস্তমৈথুন সপ্তাহে 1 দিন করি।এখন ভবিষ্যতে এই অকাল বির্যপাত হতে বাঁচতে আমার এখন থেকেই কী করা উচিত?

    Reply
    • Bangla Health

      October 22, 2017 at 7:06 am

      শরীর-স্বাস্থ্যের প্রতি নজর দেয়া উচিত।

      Reply
  22. Mosiur Rahman

    May 29, 2019 at 10:54 am

    গত এক বছর ধরে দেখা যায় সমস্যা টা তা হলো পায়খানা বা প্রস্রাব পরে আবার প্রস্রাবের ভাব আসে তারপর দেখা যায় প্রস্রাবের রাস্তা দিয়ে অনর্গল বীর্য ঝরে পরে এর সমাধান চাই আমি হালকা মাদকাসক্ত এটা গোপন রাখার জন্য অনুরোধ করা গেল আমার রাত জাগার অভ্যাস আজ থেকে 67 বছর এতে কি কোন কারণ আগে তো কখনো হয়নি এটা নামাজের অনেক সমস্যা হয় এবং রোজা ও দয়া করে সঠিক প্রতিকার জানাবেন প্লিজ।

    Reply
    • Bangla Health

      May 30, 2019 at 10:49 pm

      মাদক পুরোপুরি ছেড়ে দিন। আর পারলে একজন ভালো ইউরোলজিস্ট দেখাবেন।

      Reply
  23. Mosiur Rahman

    May 29, 2019 at 10:56 am

    6 থেকে 7 বছর লিখতে গিয়ে সৃষ্টি সেভেন হয়ে গেছে ক্ষমা করবেন এবং বুঝে নিবেন

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips

Return to top