• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

স্বাস্থ্য কথা

লাইফস্টাইল

শরীরচর্চা

১৮+

শারীরিক মিলনের উত্তেজনার ধারা

August 12, 2009

নারী পুরুষের শারীরিক মিলনের উত্তেজনার ধারা পৃথিবীব্যাপী একই রকম। অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশে নারী পুরুষ একই রকমভাবে শারীরিক মিলন উত্তেজিত হয় এবং শারীরিক মিলনে অংশগ্রহণ করে। বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা শারীরিক মিলনের ব্যাপারটি উল্লেখ হয়ে থাকে। পৃথিবীব্যাপী শারীরিক মিলনের উপর গবেষণা এবং আলোচনা হয় ব্যাপকভাবে । আমেরিকান বিখ্যাত কিনসে ইনস্টিটিউট নারী পুরুষের শারীরিক মিলনের বিভিন্ন দিক পর্যালোচনা করে। শারীরিক মিলন হলো নারী পুরুষের দৈহিক মিলন প্রাণিজগতের অন্যান্য প্রাণীর মতো নারী পুরুষের শারীরিক মিলন বাহ্যিকভাবে প্রকাশ্য নয়। বরং নারী পুরুষের শারীরিক মিলন এবং শারীরিক মিলন সংঘটিত হয় সুস্থ সুন্দর পরিবেশে। পৃথিবীর আদি থেকে চলে আসা একটি সংস্কৃতি হলো শারীরিক মিলন সংস্কৃতি। এই শারীরিক মিলন সংস্কৃতি প্রতিটি পুরুষ এবং নারীর জীবনের খুব আদৃত একটি অংশ। নারীর সাথে পুরুষের দৈহিক মিলনের সময় নারী উত্তেজিত হয় এবং পাশপাশি পুরুষের ও শারীরিক মিলন উত্তেজনা আসে। পুরুষের স্পর্শের প্রথম থেকেই নারীর ভেতরে শারীরিক মিলনের উত্তেজনার সৃষ্টি হয়। নারীর শরীর কেপে উঠতে পারে যা খুব সামান্য সময় ধরে অনুভূত হয়। শারীরিক মিলনের সময় নারীর দেহ এবং পুরুষের দেহের প্রধান যে পরিবর্তন হয় তাহলো উভয়েরই শারীরিক চাপ বৃদ্ধি পায়, রক্তের চাপ বাড়ে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয় এবং উভয়েই চূড়ান্ত আনন্দের জন্যে অস্থির হয়ে উঠে । নারীর শারীরিক মিলন জীবন পুরুষের চেয়ে অপোকৃত । নারীর শারীরিক মিলনের সংস্কৃতিতে বোধ করি পুরুষের চেয়ে আলাদা। নারীর শারীরিক মিলনের আগ্রহ, ইচ্ছা শারীরিক মিলনের চরম আনন্দ ইত্যাদি প্রতিটি পর্বে পুরুষের চেয়ে স্বতন্ত্র অবস্থার সৃষ্টি করে। শারীরিক মিলনের উত্তেজনার সময় অন্যান্য যে পরিবর্তনগুলো লণীয় হয় সেগুলো হলো।

স্তনবৃন্তের ফুলে উঠা।
স্তনের আকার বড় হয়ে যাওয়া।
শরীরে শারীরিক মিলন ঝলকের উপস্থিতি।
নারীর ক্ষেত্রে কিটোরিসের রঙের পরিবর্তন।
পুরুষের ক্ষেত্রে লিঙ্গের মাথার রঙের পরিবর্তন।

প্রথম যুগের মানুষের শারীরিক মিলনের্ ছিল কেবল মাত্র ক্ষণিক আনন্দের একটি উৎস। পরবর্তী সময়ে শারীরিক মিলনের ব্যবহারিক পরিবর্তন দেখা দেয়। এক সময়ে এক নারী একই সাথে একই পরিবারের সবার সাথে শারীরিক মিলনে রত হতে পারতো। এটি ছিল শারীরিক মিলনের সংস্কৃতি। তখন কার সমসাময়িক শারীরিক মিলন সংস্কৃতি ছিল এই রকম। যুগে যুগে শারীরিক মিলন সংস্কৃতি পরিবর্তিত হয়েছে। আবার যৌতার ব্যাপারে ধর্মীয় নানা মতবাদের প্রভাবে শারীরিক মিলনের বিষয়টি একেক সমাজে একেক ভাবে অনুশীলন করা হয়ে থাকে। বর্তমান সময়ে এই নতুন যুগে শারীরিক মিলনের ব্যাপারটি নানা দিক থেকে আধুনিক হয়ে উঠেছে বর্তমান সময়ে শারীরিক মিলনের আসনের পাশাপাশি শারীরিক মিলন ক্রীড়াতে নানা পরিবর্তন ছন্দ দেখা যায়। নারী, পুরুষের ক্ষেত্রে শারীরিক মিলনের আবহ একেক না্‌রী পুরুষের ক্ষেত্রে একেক রকম । যখন কোনো প্রেমিকের সাথে শারীরিক মিলন বা ডেটিং করে তখন যৌতার ব্যাপাটি যে ভাবে হতে পারে ঠিক সেভাবে স্বামী-স্ত্রীর শারীরিক মিলনের ব্যাপাটি সংঘটিত হয় না। একই নারী যখন বহু পুরুষের সাথে শারীরিক মিলন বা শারীরিক মিলন সর্ম্পক স্থাপন করে, তখন ও আবার শারীরিক মিলনের সংস্কৃতি ভিন্ন হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন নারী পুরুষের ক্ষেত্রে শারীরিক মিলনের ব্যাপাটি সব সময় একই ধারায় এগিয়ে চলে না । শারীরিক মিলনের ব্যাপারে বা শারীরিক মিলনের ব্যাপারে সব নারীরেই ইচ্ছা একই রকম হয় না। এটিও আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার। কোনো কোনো নারী অত্যাধিক শারীরিক মিলনকাতর । আবার কোনো কোনো পুরুষের শারীরিক মিলন ইচ্ছা থাকে বেশি অর্থাৎ শারীরিক মিলনের ব্যাপারে তাদের আগ্রহ এবং শারীরিক মিলনের ইচ্ছা থাকে ব্যাপক। আবার কোনো কোনো নারী-পুরুষ সুস্থ শারীরিক মিলনের পপাতি এবং তারা প্রয়োজন মাফিক শারীরিক মিলন পছন্দ করে। আবার কিছু কিছু নারী-পুরুষ শারীরিক মিলনকে খুবই কম মাত্রায় পছন্দ করে। অনেকের এ ব্যাপারে ভীতিও থাকে। শারীরিক মিলনের ব্যাপার বিশেষ করে নারী, পুরুষের শারীরিক মিলনের ব্যাপারে উৎসাহ এবং আগ্রহ যদি না থাকে তবে চরমপুলক আসতে পারে না। বহু নারী, পুরুষকে এমন অভিযোগ করতে শোনা যায় যে তারা শারীরিক মিলন জীবনে সুখী নয়। মনোরোগ বিশেষজ্ঞরা গবেষণায় দেখেছেন, যে নারীরা পুরুষ স্বামীর সাথে বা স্ত্রীর সাথে কিংবা শারীরিক মিলন সঙ্গীর সাথে শারীরিক মিলনের সময় উৎসাহী বা আগ্রহী হয়ে উঠে না, তারা তুলনামূকভাবে কম শারীরিক মিলন আনন্দ লাভ করে। অথচ তারা এই বিষয়টি উপলব্ধি করতে পারেনা। শারীরিক মিলন এবং শারীরিক মিলন সর্ম্পক নারী পুরুষের জীবনের জন্য একটি প্রয়োজনীয় এবং জীবন ঘনিষ্ঠ সম্পর্ক। পুরুষ এবং নারীর শারীরিক মিলন সাথে সম্পর্কের ফলে শারীরিক মিলন আনন্দ যেমন লাভ করে তেমনি শিশুর জন্ম দিতে পারে । শারীরিক মিলন সম্পর্ক তৈরীর প্রাথমিক পর্যায়ে অনেকেই বুঝতে পারেন না শারীরিক মিলনের জন্য প্রয়োজনীয় কি কি বিষয় সম্পর্কে জানা উচিত। মানুষের শরীরের বাহ্যিক ইন্দ্রিয়ের গঠন এবং ভেতরের ঘঠন এক নয়। আবার পুরুষ এবং নারীর শরীরের গঠনে ও কিছুটা পার্থক্য রয়েছে । নারীর শরীর পুরুষের চেয়ে অপোকৃত স্পর্শ কাতর। নারীর কোনো অঙ্গে স্পর্শের ফলে শরীর শারীরিক মিলন অনুভূতি এবং সাড়া জাগাতে পারে পুরুষকে সে বিষয়ে জানতে হবে। তেমনি আবার নারীরও জানা উচিত পুরুষের কোন কোন স্থানে শারীরিক মিলন অনুভূতি ছড়িয়ে রয়েছে। এই ক্ষেত্রে উভইকে অর্থ্যাৎ নারী এবং পুরুষকে উভয়ের দেহ গঠন এবং উভয়ের শরীর সম্পর্কে একটি ধারণা থাকা উচিত। মানুষের শারীরিক মিলন ইচ্ছার বিশ্লেষণ কি? যখন কোনো পুরুষ শারীরিক মিলন চিন্তা বোধ করে তখনই তাদের ভেতর এক ধরণের শারীরিক মিলন অনুভূতি কাজ করতে থাকে। পুরুষের লিঙ্গ দৃঢ় হতে থাকে এবং নারীর জননাঙ্গ কিছুটা আর্দ্র হতে শুরু করে । শারীরিক মিলন ইচ্ছার জন্য সবচেয়ে বেশি কাজ করে মানুষের মস্তিষ্ক। মস্তিষ্কের লিম্বিক সিস্টেম মানুষের শারীরিক মিলন অনুভূতিকে প্রথম জাগিয়ে তোলে। মস্তিষ্কের সেরেব্রাম অংশে শারীরিক মিলন চিন্তা উদিত হয়। তারপর এই চিন্তার সূত্র ধরে তা তাড়িত হয়ে পুরুষের অথবা নারীর গোপনাঙ্গে অনুর্বর হয়। নানা ধরনের শারীরিক মিলন চিন্তা, শারীরিক মিলন স্মৃতি, শারীরিক মিলন ইচ্ছাকে চাঙ্গা করতে থাকে এবং শারীরিক মিলন অনুভূতি এই সময়ে বেড়ে যেতে থাকে। এই সময়ে পুরুষ ও নারী ইচ্ছার পূর্ণতা খুঁজে পায় এবং শারীরিক মিলনের আগ্রহী হয়ে উঠে। তবে নানা বিধ শারীরিক এবং মানসিক সমস্যা পুরুষ কিংবা নারীর ইচ্ছা এবং শারীরিক মিলন শক্তিকে কমিয়ে দিতে পারে। শারীরিক মিলনের উত্তেজনার শুরু থেকে শেষ পর্যন্ত উভয়ের শরীরেই এক প্রকার অস্থিরতা দেখা দেয় যা চরমপুলকের বিষয়টি হলো পুরুষের ক্ষেত্রে বীর্যপাত এবং নারীর ক্ষেত্রে চূড়ান্ত আনন্দ লাভ। পুরুষের লিঙ্গের ণস্থায়ী স্পর্শে নারীর ভেতর যে উত্তেজনার সৃষ্টি হয় তা পুরুষ যেমন উপভোগ করে , নারীও তেমনি উপভোগ করে। অনেক নারীর শারীরিক মিলনান্দ আরো তীব্র হয় কিটোরিসের স্পর্শের দ্বারা। পুরুষ ওরাল সেঙের মাধ্যমে হয়তো এটা করতে পারে। শারীরিক মিলনের সময় উভয়ের দৈহিক অস্থিরতা শারীরিক মিলনের উত্তেজনার প্রধান চিহ্ন।

সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ

Previous Post: « হানিমুন সিস্টিসিস
Next Post: শারীরিক মিলনের আগ্রহ »

Reader Interactions

Comments

  1. Ahamed

    December 28, 2011 at 4:29 am

    kitoris manay ta ki…… akto bojiya blban ki?

    Reply
    • Bangla Health

      December 28, 2011 at 11:26 pm

      শব্দটার বানান “klitoris” বা “clitoris”। বাংলায় ভগাঙ্কুর বলে। এটা নারীদের *যৌ*ন*াঙ্গের ঠিক উপরের অংশটা যেখান থেকে *যৌ*ন*াঙ্গের শুরু, সেখানে অনেকটা বোতামের মত গোলাকার, তুলনামূলক ভাবে একটু শক্ত অংশটি। মেয়েদের এই অংশটাই সবচেয়ে সংবেদনশীল। *যৌ*ন*মিলনের সময় এখানে ঘর্ষণ বা লেহন করলে নারীরা খুব সহজে এবং অনেক বেশী পুলক লাভ করেন।

      Reply
  2. Ahamed

    December 29, 2011 at 4:26 pm

    Tkanx for your answer. I have also a question. My blood grupe AB positive and my girl friend blood grupe same. After the marray we face any problem? example whenn my wife pagnent or when we get a child…I am warry in this topics.please expaien me. I wait for your answer.

    Reply
    • Bangla Health

      December 30, 2011 at 12:16 am

      আপনার গার্লফ্রেণ্ডেরও কি এবি পজেটিভ? দুইজনেরই পজেটিভ হলে কোনো সমস্যা নেই।

      Reply
  3. পলাশ

    April 29, 2012 at 3:48 am

    এমন কোন বই আছে কি, যাতে নারীর দেহ সম্প্ররকে বাংলায় পুরো বর্ন্না আছে

    Reply
    • Bangla Health

      April 29, 2012 at 4:58 am

      কামসূত্র দেখতে পারেন।

      Reply
  4. Emon

    April 29, 2012 at 11:20 am

    Kivaba sex kora jai tar site er nam dila kushe hotam

    Reply
    • Bangla Health

      April 29, 2012 at 8:23 pm

      কামসূত্র পড়ুন।

      Reply
  5. anil

    April 29, 2012 at 4:07 pm

    ame age 19 & amr gf r age 18 . amra koconow sorasori sex kori . bt now amr gf cay ami tar stahe sorasori sex kori . ami oke sorasori sex na korlew amr gf r whole body nude decsi . amr gf anek sexy . bt ist time ami jocon tar ” clitoris ” ghorson korsi tocon tar anek ros cilo . ami anguling korew moja petam . tocon or joni r vitor ta fena r moto hoto . anek con porjonto sex thako . bt acon amr gf sex kome gese . joni r vitor ager moto ros nei . anguling korle joni sukia ase . ar karon ki ? r jonno ki korte pari ?
    ami abar amr penis amr gf r joni r vitor dite cay . bt anek meye r blood ber hoy . jodi amr gf r blood ber hoy tahole tocon ki korbo ? r sex korar por kono medicine a dorker ase ki ? details bolben pls

    Reply
    • Bangla Health

      April 29, 2012 at 8:54 pm

      সেক্স বাড়া কমা নির্ভর করে মানসিক ও শারীরিক অবস্থার উপর। মন খারাপ থাকলে বা শরীর খারাপ থাকলে এটা কমে যাওয়াটাই স্বাভাবিক। সব সময় মন ভালো রাখার চেষ্টা করবেন। খাওয়া-দাওয়া আর ঘুমের দিকে নজর দিতে বলবেন।
      ব্লাড নিয়ে চিন্তা করবেন না। শুধু দেখবেন ব্যথা পায় কিনা। ব্যথা নিয়ে কখনো সেক্স করা ঠিক নয়।
      বাকিটা এই লেখাতে পাবেন।

      Reply
  6. Masum

    May 13, 2012 at 11:21 pm

    Ami sex somonda base kisho jane na kivaba sex korta hoi valo kora jane na ame 24 years old ami kisho dinar modda bia korta jacce so amon ekta link or address dan j khan thaka ami sex somonda gan lav korta parbo please…………. Please….

    Reply
    • Bangla Health

      May 14, 2012 at 10:52 pm

      আপনার জন্য কিছু লিঙ্কঃ
      প্রয়োজনীয় বিবাহ প্রস্তুতি।
      সেক্স নিয়ে কিছু পোস্ট।
      কামসূত্র।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health – Bangla Library – Bangla PDF

Return to top