• Skip to main content
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

বিষয়বস্তু অনুসারে

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

অন্যান্য সেকশন

  • লাইব্রেরি
  • ইবুক / PDF
  • জোকস
  • লিরিক
  • ডিকশনারি
  • ই-বাংলা

বাংলা লাইব্রেরি

Read Bangla Books (বাংলা বই) online FREE. No PDF download required for Bengali Books. Bangla Book Library is a Unicode based mobile friendly website.

Bangla Library

নর-নারীর একান্ত রোগ

You are here: Home / ১৮+ / নর-নারীর একান্ত রোগ

যৌ* সংক্রামক রোগ হলো অন্যের শরীরের স্পর্শে নিজের দেহে মারাত্নক ধরনের জীবাণুর আক্রমণ। বহু ক্ষেত্রে যৌ* সংক্রামক রোগের সঠিক কোনো চিহ্ন এবং উপসর্গ থাকে না। একজন পুরুষ অথবা একজন নারী কাজেই বুঝতে পারে না তারা আদৌ যৌ* সংক্রামক কোনো রোগে আক্রান্ত কিনা। একটি দেশে বা সমাজে যৌ* রোগে আক্রান্ত রোগিদের প্রকৃত সংখ্যা কত তা কখনো সঠিকভাবে নির্ণয় করা যায় না । আমাদের দেশে অধিকাংশ নারী যৌ* নানা সমস্যায় ভুগে থাকে তবে যৌ* রোগে নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে সব নারী প*তি*তাবৃত্তির সাথে জড়িত তাদের যৌ* সংক্রামক রোগের সম্ভবনা থাকে শতকরা ৯৯ ভাগ। ধারণা করা হয় প্রতি বছর গড়ে ৫০ মিলিয়ন রোগী নতুন করে সিফিলিসে এবং ২৫০ মিলিয়ন রোগী গনোরিয়ায় আক্রন্ত হয়। বৃটেনে প্রতি বছর ০.৫ মিলিয়ন নতুন যৌ* রোগী শনাক্ত করা হয়। সেখানে আগের তুলনায় গনোরিয়া এবং সিফিলিসে আক্রান্ত রোগীর সংখ্যা শতকরা ৬ ভাগ বেড়ে গেছে উন্নত দেশগুলোতে স্যালামাইডিয়া নামের এক প্রকার জীবাণু ঘটিত যৌ* রোগীর সংখ্যা আশস্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ইংল্যান্ডে নতুন সনাক্ত যৌ* রোগীদের শতকরা ৪০ জন এই স্যালামাইডিয়া আক্রান্ত । পেনিসিলিনসহ অন্যান্য এন্টিবায়োটিক আবিস্কৃত হবার পর এই রোগের জটিলতা কমে গেছে । কিন্তু অযৌক্তিকভাবে এন্টিবায়োটিক ব্যবহারের জন্য রেজিস্ট্যান্ট জীবাণুর সংখ্যাও বেড়ে গেছে। শুধু তাই নয় পেনিসিলিনের চেয়েও অধিক শক্তিশালী এন্টিবায়োটিক অনেক সময় এই রোগগুলোর জন্য কাজ করে না। জীবাণুগুলো । এন্টিবায়োটিকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলে।তবে এটা ঠিক যে তাড়াতাড়ি চিকিৎসার কারণে বর্তমানে মারাত্নক যৌ*রোগ যেমন নিউরোসিফিলিস, সিফিলিস ঘটিত হৃদরোগ ইত্যাদির সংখ্যা একেবারেই কমে গেছে। এই মুহূর্তে একমাত্র এইডস ছাড়া সব যৌ*রোগই অতি সহজে সারিয়ে তোলা সম্ভব। যদি তা সময়মতো নিরীণ করা যায়। যে উপসর্গগুলো দেখা মাত্র ডাক্তারের পরামর্শ নেয়া উচিত বা যে বিষয়গুলো ল্য করা উচিত কিংবা যে বিষয়গুলো সম্বন্ধে ডাক্তারের কাছে জেনে নেয়া উচিত সে গুলো হলো —

১. পুরুষের লিঙ্গের মাথায় যদি কোনো সাদা দাগ বা র‌্যাস দেখা যায় তবে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত
২. অনেককে অভিযোগ করতে শোনা যায় যে, স্ত্রীর মাসিক চক্র চালাকালীন সময়ে তার সাথে যৌ*মিলন ঘটানোর ফলে লিঙ্গে অস্বাভাবিক দানার সৃষ্টি হয় । এটি আসলে যৌ* সংক্রামক কোনো রোগের উপসর্গ কিনা সে ব্যাপারে অনেকে বিভ্রান্ত থাকেন । এই বিভ্রান্তি কাটানোর জন্য ডাক্তারী পরামর্শ নেয়া উচিত ।
৩. মনে রাখা উচিত প*তি*তা মিলনের ফলে অবশ্যই একজন পুরুষের যৌ* সংক্রামক রোগ হতে পারে । অনেক পুরুষ প*তি*তা সহবাসের পরে ডেটল বা এই জাতীয় পদার্থ দিয়ে লিঙ্গ ধুয়ে ফেলে মনে করেন হয়তো বা তার জীবাণু সংক্রামণ হবে না। কিন্তু এটি একটি ভুল ধারণা।
৪. অনেকে আবার প্রচুর পরিমাণে মদ পান করে প*তি*তা শারীরিক মিলন করে যাতে করে তারা সহজেই যৌ* সংক্রামক রোগে আক্রান্ত হয়। ডাক্তারের কাছে রোগের চিকিৎসা নেওয়ার সময় যদি এ ব্যাপারটি উল্লেখ না করা হয়। তবে ডাক্তারের পক্ষে রোগ নির্ণয় করা সমস্যা হবে।
৫. অনেকে যৌ*মিলনের পরে সোডা জাতীয় পানি পান করে থাকে। অনেকের ধারণা এতে করে যৌ* সংক্রমক রোগের প্রকোপ কমে। আসলে এটি একটি ভুল ধারণা।
৬. ভেষজ নানা চিকিৎসা দ্বারা অনেক ক্ষেত্রে যৌ* সংক্রমক রোগের হাত থেকে রা পাওয়া যায়। তবে এসব ভেষজ চিকিৎসা মান সম্মত হতে হয়।
৭. যৌ*মিলনের সময় প্রোটেকশন ব্যবহার করলে যৌ* সংক্রামক রোগের সম্ভাবনা থাকে না
৮. অনেকে নারীর দীর্ঘদিন যাবৎ স্ত্রী-জননাঙ্গ থেকে তরলের রণ হবার পরও এ ব্যাপারে কোনো ডাক্তারের পরামর্শ গ্রহন করে না বিধায় এটি আসলে যৌ* সংক্রামক রোগের উপসর্গ কিনা তা বলা মুশকিল হয়ে দাঁড়ায়।

সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ

August 12, 2009
Category: ১৮+Tag: এইডস, গনোরিয়া, মাসিক, মোহাম্মদ ফিরোজ, সিফিলিস

You May Also Like…

স্বাস্থ্যকর সম্পর্কই সুন্দরভাবে বেঁচে থাকার সবচেয়ে বড় ‘মোটিভেশন’

দাম্পত্য সম্পর্ক উন্নয়নে ঘনিষ্ঠতা কেন জরুরি

এই সাত অভ্যাস বলে দেবে আপনারা দুজন দুজনার

এই সাত অভ্যাস বলে দেবে আপনারা দুজন দুজনার

ছবির বিষয় যৌনতা আর গুপ্তরোগ নিয়ে সচেতনতা

Previous Post:একান্ত গোপন ইনফেকশন
Next Post:নবজাতক এবং শারীরিক মিলন

Reader Interactions

Comments

  1. Raja

    March 25, 2011 at 12:19 am

    amer lingo baka er gonu ki kora oct.
    doroto birjo path he er gonu ki kora oct.

    Reply
  2. mubin

    May 23, 2011 at 3:08 pm

    আমার পুরুষ অঙ্গের দুই পাশের উরুতে চুলকানি মত উঠছে।এ গুলো খুব চুলকায়,চুলকানোর পর আঠার মত বের হয়।আমার বয়স ১৭ বছর।এ আমি কী করতে পারি সে বিষয়ে পরামর্শ কামনা করছি।

    Reply
  3. Lina

    December 24, 2011 at 9:28 pm

    আমার প্রশ্ন দুটির উত্তর দিলে আমার খুব উপকার হবে।

    ১। আমার যোনী ও বগলের চুল কত দিন অন্তর কাটা উচিত? রেজার কি দিয়ে কাটা উচিত?

    ২। আমি অবিবাহিতা, বয়স ২০ বছর, আমার মাসিকের তারিখ প্রাতি মাসে ৫ দিন করে এগিয়ে আসে, এটা কি কোন রোগ? সমাধান জানালে আমার খুব উপকার হবে?

    Reply
    • Bangla Health

      December 26, 2011 at 12:03 pm

      চুলের কাটার ব্যাপারটা আপনার নিজের ইচ্ছার উপর নির্ভর করে। আর বিয়ের পরে দুজনের সুবিধামত। ত্বক খুব সেনসিটিভ হলে হেয়ার রিমুভার ক্রীম ব্যবহার করতে পারেন।
      মাসিকচক্র ৩০ দিনে মনে করা হলেও এটা গড়ে আরো কম সময়ে হয়। কারো ২৮ দিন বা ২৯ দিনেও এই চক্র পূরণ হতে পারে। আবার কারো শুরু থেকে শেষ হওয়ার সময়টাও কমবেশী হয়ে থাকে। সেই হিসাবে তারিখ এগিয়ে আসাটাই স্বাভাবিক। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই।

      Reply
      • Lina

        December 27, 2011 at 6:38 pm

        গর্ভ ধারনে কোন সমস্যা হবে কি?

      • Bangla Health

        December 28, 2011 at 10:07 pm

        এখনো তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না।

    • md sabir shaikh

      September 19, 2017 at 10:40 pm

      Amar girlfriender prothom bar mase 3bar period hoyeche .ota sabavik ki obavik take ki doctorer poramorso neya uchit

      Reply
      • Bangla Health

        September 20, 2017 at 8:45 am

        প্রথম দিকে এটা স্বাভাবিক।

  4. Lina

    December 24, 2011 at 10:04 pm

    আমার প্রশ্নটির উত্তর দিলে আমার খুব উপকার হবে।

    ১। এনাল সেক্স ও ওরাল সেক্স করলে কি শরীরের কোন ক্ষতি হয়?

    Reply
    • Bangla Health

      December 26, 2011 at 12:04 pm

      না কোনো ক্ষতি করে না। তবে *যৌ*ন* সংক্রামক রোগ এড়াতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অবলম্বন করা এবং প্রটেকশন ব্যবহার করা উচিত।

      Reply
      • Lina

        December 27, 2011 at 6:39 pm

        কি ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অবলম্বন করা এবং প্রটেকশন ব্যবহার করা উচিত?

      • Bangla Health

        December 28, 2011 at 10:08 pm

        এসবের আগে ভালো করে গোসল বা *যৌ*ন*াঙ্গগুলো করে ধুয়ে নেবেন। এনাল সেক্সে ক*ন*ড*ম ব্যবহার করা ভালো।

  5. বা‍প্পি

    December 28, 2011 at 2:14 pm

    পুরুষের লিঙ্গ ছাড়া একজন মেয়ে কি কি ভাবে *যৌ*ন* তৃপ্তি পেতে পারে – পন্থা গুলো বললে খুশি হব । নিজের অাগুল সন্ঝালন করলে কোন ‍*যৌ*ন* রোগ হবে ?
    কি কি খাবার ‍খেলে সেক্ম কমে ?

    Reply
    • Bangla Health

      December 29, 2011 at 9:14 pm

      পুরুষের হস্তমৈথুনের মত নারীরাও স্বমেহনের মাধ্যমে *যৌ*ন*তৃপ্তি লাভ করতে পারেন। আঙুল পরিষ্কার থাকা উচিত।
      যে কোনো অস্বাস্থ্যকর/অপুষ্টিকর খাবারই সেক্স ড্রাইভ কমিয়ে দিতে পারে।

      Reply
      • MD shahadot

        September 12, 2022 at 3:52 am

        Linge maje goti goti daut ase osut khale balo Hoy . Bondo korle
        Aber daut hoi ki kora jai

  6. jony

    December 28, 2011 at 3:50 pm

    আমার প্রশ্ন ২টি উত্তর জানালে খুব উপকৃত হবো।
    ১। মেয়েদের মাসিক শেষ হবার ২/৩ দিন পর ক*ন*ড*ম ছাড়া সেক্স করলে কি মেয়েটি গর্ভবতী হবে ?
    মাসিক শেষ হবার পর/আগে সেক্স করাটা নিরাপদ/ অনিরাপদ।

    ২। আমার বয়স ২৪, উচ্চতা ৫’৬” ওজন ৭৫ আমার লিঙ্গ সাইজ ৪” উক্তেজিত হলে। ছেলেদের লিঙ্গের ছিদ্র কয়টা হয়, আমার লিঙ্গের উপরে একটা ছিদ্র এবং ঠিক একটু নিচে র্পদার মত একটা ছিদ্র, আমি বুঝতে পারছি না এটাই স্বাভাবিক/ না অস্বাভাবিক তাই আপনার কাছে আমার প্রার্থনা আপনি আমার এই ২টি প্রশ্নের উত্তর সহজ ভাষায় দিবেন…..

    Reply
    • Bangla Health

      December 29, 2011 at 9:18 pm

      মেয়েরা যে কোনো সময়েই প্রেগন্যান্ট হতে পারেন। এমনকি মাসিক চলাকালেও। মনে রাখবেন প্রেগন্যান্ট হতে মেয়েদের একটি মাত্র ডিম্বানুই যথেষ্ট। এরকম এক বা একাধিক ডিম্বানু সবসময় থাকতেও পারে, আবার নাও পারে। কিন্তু রিস্ক একটা থেকেই যায়। আর যেসব জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি আছে তার কোনোটাই ১০০% নিশ্চয়তা দেয় না। এই জন্যই বিয়ের পরে সেক্স করার কথা বলা হয় যাতে বাচ্চা এসে গেলেও কোনো সমস্যা না হয়। আর বিয়ের পরে সবারই এ বিষয়ে কমবেশী মানসিক ভাবে প্রস্তুত থাকা উচিত। তাই বাচ্চা না চাইলে সবসময়ই কিছু না কিছু প্রোটেকশন ব্যবহার করা উচিত। এমনকি অনেকে যারা প্রথম দিকে বাচ্চা নিতে একেবারেই অনিচ্ছুক তারা একই সাথে নিশ্চয়তা বাড়ানোর জন্য পিল এবং ক*ন*ড*ম দুটোই ব্যবহার করে থাকেন।
      লিঙ্গের সমস্যাটা না দেখে বোঝা যাবে না। আপনি ডাক্তার দেখিয়ে নিন।

      Reply
      • MD shahadot

        September 12, 2022 at 3:42 am

        Sir ,Amer ak kotin somossa pls bolben ki koro jai bongobondudu madicale porikha kora dilam kono somossa Doro pore nai onk kisu porikha koro hosilo..jemon andoscopy..altra…x re..blad..posrab..etc . Jai hok somossa ta holo akdom sotti kotha..Amer somossa Ami Valo Jani sata dake doctor ra ki bollo Ami sata bissas kori na Tara bole ata kono somossa na kintu Amer onk kosto hoi…jemon lingo gorom hole/ darale & Ami hat Diya sex/ hostumethun Korte parina lingo chamra tan large sunnote khatna er joyant fate chamra linger gorar dika astase …..Aber Valo kore bole Amer somossa ta asa kori buje amake Valo kono pora morsho diben …pls .Amer Soto balai jokhon musolmani koraisilo thokon Amer linger joyant Valo kore nicer dike kata chamra ta linger Sathe Mise nai .pore chamrata oikhane ga ta sukhalo na onk din pore oi somossa dire dire barai chollo but tokhon Ami kawra dakhata pari nai pora chamrai kisu goti goti ki jeno linger matha/ linger joint e utlo & daut pore Ami ota somossa komanor jonno fermacy thake fulogal/ derma osut khaya balo korlam pore Aber kicu din pore Aber oi gula ota .
        .r oi ga te geme chamra khose jai …r chamra fate opore dika asa jer karone lingo gorom/ darale chamrai tan large mone hoi sire asbe. kintu Ami kono doctor ke bolta pari na sorome/ kasr Manus Der o…pray aibe 12/13 year hoiya galo somosser ..r doctor bole ata naki kono somossa na kisu Hobe Aber bole jormo goto somossa kintu Ami Jani kmne ki hoisa tai Amer Valo lagle na..tantion hoi. Akon Amer boyos 23 bosor wight50 kg onk durbol lage r akta Kotha chamra joint fate linger gorar dike jawai linger sidro boro Hoya gasa jer karone posraper sprit kome gasa ..pls akon Ami ki Korte pari…

  7. uttam

    January 26, 2012 at 3:26 am

    Sir. Amar linger asepase daud er moto gha uthse gha gulo alpo betha abong chulkay, age charpas kalo chilo clovent n(aci) cream bebohare akhon kalo dag nei, doya kore bolben ki korbo. Boyos17.

    Reply
    • Bangla Health

      January 29, 2012 at 12:50 pm

      অবশ্যই ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নেবেন।

      Reply
  8. Fahmi

    January 30, 2012 at 4:20 pm

    amar boyos 25, weight 48 kg, ami 1 soptai 4/5 bar hostomoithun kori, na korle valo lage na.
    akhon ami jante chai ata ki amar jonno khub kharap hosse.pls bolben.

    Reply
    • Bangla Health

      February 1, 2012 at 2:56 am

      আপনার উচ্চতা অনুসারে ওজন অনেক কম। আপনার উচিত আগে স্বাস্থ্যের দিকে নজর দেয়া। জিমে গিয়ে ব্যায়াম করুন, তাহলে এত বেশি হস্তমৈথুন করা থেকে বিরত থাকতে পারবেন।

      Reply
  9. prince

    January 30, 2012 at 7:23 pm

    amar bal ki die kata ucit???porn movie dekha ki valo???nijer mal mal khele ki kono omossa ase?aids sex er maddhome kivabe hoy??

    Reply
    • Bangla Health

      February 1, 2012 at 3:07 am

      কাঁচি বা রেজার ব্যবহার করতে পারেন। তবে রেজার ব্যবহার করলে বেশি বাড়বে।
      পর্ণমুভি দেখা খারাপ কিছু নয়। তবে এডিক্টেড হয়ে গেলে সমস্যা।
      বীর্য খাওয়াতে সমস্যা কিছু নেই।
      এইডসে আক্রান্ত কারো সাথে ক*ন*ড*ম ছাড়া মিলিত হলে অন্যজনের দেহে এই জীবানু ছড়াতে পারে।

      Reply
    • prince

      February 1, 2012 at 7:20 pm

      aids kivabe hoy?sadharono kon meyder dud boro hoy?r ami sobsomoy amar maal khai

      Reply
      • Bangla Health

        February 2, 2012 at 11:38 pm

        এইডস আক্রান্ত কারো রক্তের সাথে অন্যের রক্তের সংস্পর্শ হলে এটা সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
        বিশেষ ভাবে বলা যায় না কাদের স্তন বড় থাকে। এটা জেনেটিকগত ব্যাপার, এবং হরমোনের তারতম্যের জন্য ছোট-বড় হয়ে থাকে।

    • prince

      February 4, 2012 at 7:46 pm

      ami amar maal khele ki kono khoti ase??r amar pasar bal ki dia kata uchit

      Reply
      • Bangla Health

        February 8, 2012 at 9:00 am

        বীর্যে জীবানু না থাকলে ক্ষতি নেই।
        যদি রেজার ব্যবহার করতে না চান তাহলে কাঁচি দিয়ে ছেঁটে দিতে পারেন। বাজারে মেশিনও পাওয়া যায় যা কাঁচির চেয়ে ভাল কাজ করে।

  10. jhilik

    February 1, 2012 at 2:38 pm

    Sir , amar boyos 17 , amar samir boyos 32 , amar sami লিঙ্গ 5.5″ ba 6″ she amar যোনী diye sex kore temon khushi hon na , kintu amar khub aram lage যোনী diye sex korle , tini amake proti-din sex kore but যোনী diye 1bar condom lagiye sex kore tar por amar মলদ্বার diye 1/2 bar condom sara sex kore, mashik hole O amake bole shuye ubut hoye মলদ্বার fak korte tar por thu thu linge lagiye jore jore kore মলদ্বার diye sex kore 2/3 bar , মলদ্বার diye sex korle amar betha lage , khub rag lage kintu kichu bolte pari na sami ke , amader notun biye hoyeche 2 mas holo , ami biyer age jantam যোনী diye sxy kora , kintu amar sami basor rate যোনী & মলদ্বার diye sex koreche , uni ek prokar jor kore মলদ্বার diye dhukiyche , amar prosno ami ekhon ki korbo ? apnader comments gulo pore bujlam মলদ্বার diye sex korle kono oshubidha nai but amar jan ta bahir hoye jaay jokhon মলদ্বার er vitor লিঙ্গ dhuke , লিঙ্গ dhukale amar মলদ্বার diye ghono ghono batas bahir hoy ar maje maje moyla (paykhana) bahir hoy tokhon amar khub lojja lage , plz ans me..

    Reply
    • Bangla Health

      February 2, 2012 at 12:10 pm

      আপনার সমস্যাটা শুনে খুব খারাপ লাগলো। তারচেয়ে বেশি খারাপ লাগছে আপনার এত কম বয়সে বিয়ে হয়েছে এবং স্বামীর সাথে বয়সের পার্থক্যটা একটু বেশি মনে হওয়াতে। যদিও এটা আপনাদের ব্যাপার, আপনারা মানিয়ে নিতে পারলেই হলো।
      মলদ্বারে সেক্স করলে সমস্যার কিছু নেই। তবে এখানেই প্রোটেকশন/ক*ন*ড*ম ব্যবহার করা উচিত বেশি। ময়লা, রোগজীবানু থাকে বলে ক*ন*ড*ম ছাড়া এটা একটু রিস্ক হয়ে যায়। এটা আপনার স্বামীর বোঝা বা জানা উচিত।
      আর একটা জিনিস বুঝতে পারছি- আপনাদের দুজনের মধ্যে ভালো একটা বোঝাপড়া এখনো গড়ে ওঠে নাই। বা গড়ে ওঠার আগেই শারীরিক সম্পর্কে বেশি জড়িয়ে পড়েছেন। সেক্স জিনিসটা মূলত দুজনের পূর্ণ সম্মতিক্রমে হওয়া উচিত এবং পুরোটাই ব্যথামুক্ত হওয়া উচিত। ব্যথা পাওয়া মাত্রই সেখানেই বন্ধ করা উচিত বা ধীরে ধীরে আগানো উচিত। আপনার উচিত হবে আপনার স্বামীকে বোঝানো যে মলদ্বারে আপনার আপত্তি নাই তবে ব্যথার ব্যাপারটা কনসিডার করতে। আপনার বয়স কম বা প্রথম দিকে সবারই মলদ্বার সংকুচিত থাকে বলে এরকম ব্যথা হয়। উচিত ধীরে ধীরে আগানো এবং পিচ্ছিল করে নেয়ার জন্য বিশেষ তৈলাক্ত পদার্থ (যেমন K-Y Jelly) ব্যবহার করা। এছাড়া বাজারে এক ধরনের বাট-প্লাগ সেট আকারে পাওয়া যায়, যার একেকটি ছোট থেকে বড়- বিভিন্ন সাইজের থাকে। ছোট থেকে বড়- এভাবে ব্যবহার করে পায়ুপথ ধীরে ধীরে প্রসারিত করে নিলে পরে ব্যথা কম লাগে। এটা আপনার স্বামীকে বলবেন ব্যবস্থা করতে।
      একটা কথা মনে রাখবেন, আপনি থামতে বলা মাত্রই আপনার স্বামী থামতে বাধ্য। কেননা সেক্স দুজনের এনজন করার একটা উপায় যেখানে ব্যথার কোন স্থান নেই। আর সেক্সের ক্ষেত্রে মেয়েদের চাওয়াটাই সবসময় বেশি প্রাধান্য পাবে।

      Reply
  11. jhilik

    February 3, 2012 at 2:29 pm

    apnake dhonnoban sir , apnar kotha moto amar sami ke esob bolle she ulto amake sondheo korbe , amar cousin er sahajo nia tar pc diye apnar kache poramisso nilam but ami amar soytan sami ke asob bolte parbo na karon je sami amar koste sex kore anondo paay she ki kore amar dukkho bujbe ulto amake bolbe ami eto kichu jani ki kore , jak ki ar korar , ovishap o dite pari na , parle kichu ans den plz…..

    1/ ki kore amar samir sex komano jaay ?
    2/ মলদ্বারে সেক্স করলে ki moja paowa jaay & মলদ্বারে সেক্স ki khubi joruli ?
    3/ apnar keno মলদ্বারে সেক্স kora ke utshahito koren ? na bolte paren na ?
    4/ মলদ্বারে emon ki ache ja kina যোনী nai ? amar but যোনী khub sundon & poriskar , tar poreo keno amar sami যোনী posondo na ?
    5/ Sotitto proman koto prokar O ki ki ? ( Basor rate যোনী diye rokto bahir hoyechilo & যোনী fule giachilo tar poreo amar sami bole ami kokhono sex korechi ki na , amar sathe apnaro ek-mot hobe je amar sami pagol…. )
    6/ amar ki lojja sorom vule giye asob kake bolte pari ? amar kono vabi nai ar amar vai ra khubi ragi manush asob sunle take mere falbe , amar samir sob sundor but sex korar somoy amar kotha suna to durer kotha amar koste naki tar sex bare …

    jak ar kichu bolte cai na , sudhu bollo যোনী chara মলদ্বার diye sex kora ta uchit na sobay ke bollen , ar je sob meyera মলদ্বার dia sex anondo pay tader ke ami bolbo tara jeno cheleder bondo kora chokh khule na deay ………….

    Reply
    • কষ্ট

      February 4, 2012 at 9:50 am

      বোন ,
      যদিও আমি একজন পুরুষ তারপরেও আপনার কষ্ট কিসুটা হলেও বুজতে পারসি । সান্তনা দেবার ভাষা আমার নেই । তবে কিসু বুদ্ধি দিতে পারি । দেখোন কাজ হই কিনা ।

      প্রথমত, যদি আপনার সামী মুসলিম হওয়া থাকেন তাহলে তাকে বলুন পায়ুপথ দিয়া সঙ্গম না করতে । ইসলামে উহা সম্পূর্ণ হারাম . একমাত্র এনাল সেক্স ও পিরিয়ড এর সময় সেক্স করা ছাড়া স্বামী স্ত্রী র মধ্যে হারাম আর কিছু নেই। (http://en.wikipedia.org/wiki/Islamic_views_on_anal_sex )

      দিতীয়ত , আপনার সীমিকে বলুন আপনি তাকে খুব ভালবাসেন । তার কাছ থেকে জানতে চান সে আপনাকে কতটা ভালোবাসে ।আপনার কি কি তার ভাললাগে -তা জানতে চান । আপনার সামির কি কি আপনার ভালোলাগে তাকে বলুন । তার কিসু কিসু বেপার আপনাকে কষ্টদেয় তা ধীরে ধীরে বলুন।

      তিতিয়ত, আপনার সামী সংগম করার পূর্বে আপনি আপনার সামির সাথে আপনি তার সাথে Oral sex করুন ।মানে শুরুটা আপনি করতে চেষ্টা করবেন Oral sex এর মাধ্যমে আপনার সামীর দু – এক বার বীর্যপাত ঘটলে সে আর পায়ু দিয়া সংগম করার ইসসা কমে যাবে ।

      ।। আপনার সামির তুলনায় আপনি অনেক সচেতন , সুতরাং বুদ্ধি ও ধৈর্যর সাথে সকল সমসসা মুকাবেলা করুন । রাগ রাগী করবেন না । ধৈর্য ধরুন। আপনার প্রতি শুভো কামনা রইলো ।।

      Reply
      • Bangla Health

        February 6, 2012 at 5:54 am

        @কষ্ট, ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আশা করি আমাদের পাঠক এতে অনেক লাভবান হবেন। মানুষ মানুষের সমস্যায় এভাবেই এগিয়ে আসুক।
        তবে ধর্মীয় দৃষ্টিতে যখন কোন কিছু হারাম-হালাল করা হয় তখন সেটা একটা পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে করা হয়। এটা ওভারটেক করতে পারলে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মেনে নিতে সমস্যা হওয়ার কথা না। বর্তমানে দেখা গেছে, পিরিয়ডের সময় সেক্সের অনেক উপকারিতা আছে। শুধু একটু বাড়তি পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হয়। আর এনাল সেক্স দুজনের ইচ্ছা বা রুচির উপর নির্ভর করে। এখানেও যথেষ্ট প্রোটেকশন নেয়া উচিত।

    • সুমনা

      February 4, 2012 at 10:10 am

      আপু তোমার লেখা পড়ে খারাপ লাগলো, সেক্স একটা সমঝোতার ব্যপার , দু’জনে সমান ভাবে আনন্দ পাবার বিষয় । সব সেক্সুয়াল পদ্ধ‍তি আনন্দ নেওয়ার জন্য । তোমার মত আমার স্বামীও এ রূপ পায়ু পথে সেক্স নিতে চায় , আমি কৌশলে লিঙ্গ ঢুকাবার সুযোগ দি না , সে যখন লিঙ্গ চাপ দেয়, তখন আমি পায়খানা বন্ধ করার মত সংকোচন করি যাতে সে বুঝতে না পারে, বুঝায় দেখ তোমার লিঙ্গ মোটা আর আমার পায়ু পথ সুরু , তারপর *যৌ*ন*ী দিয়ে ডগী ভাবে দিবেন , স্বামীকে নিচে রেখে করবেন, ওরাল সেক্স বেশী করবেন, লিঙ্গের ছিদ্র দিয়ে ফাক করে জ্বিব্বা দিয়ে ঘসবেন আর চুসবেন , ‍মনে রাখবেন পুরুষেরা আমাদের চেয়ে বেশী সেক্স ধারন করে না , ‍দেখবেন আস্তে আস্তে কাবু হয়ে গেছে । আর বয়স ৪০ পর্যন্ত এরূপ করবে, তারপর শেষ । ধর্য্য ধর, সুখে থাক ।

      Reply
      • Bangla Health

        February 6, 2012 at 5:54 am

        ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।

    • Bangla Health

      February 6, 2012 at 5:48 am

      আপনাকে আগেই বলেছিলাম যে আপনার ব্যাপারটা শুনে খারাপ লাগল। এখন আরো খারাপ লাগছে। আপনার স্বামীর নিশ্চয়ই কোন মানসিক সমস্যা আছে, নইলে ব্যথা পাবার পরও কেউ সেক্স চালিয়ে যেতে পারেন না। আরেকটা বড় কথা হলো, কারো অসম্মতিতে জোর করে সেক্স করাটা ধর্ষণের পর্যায়ে পড়ে, সে যতই বিয়ে করা সম্পর্ক হোক না কেন।
      তবে দেখুন আপনার সমস্যা শুনে আরো দুজন কিছু পরামর্শ দিয়েছেন। (ধন্যবাদ কষ্ট এবং সুমনাকে।) আশা করি তাদের দেখানো পথে কিছুটা উপকৃত হয়েছেন।
      ১. সেক্স কমানোর দিকে না গিয়ে উচিত তার যথাযথ ব্যবহার, অর্থাৎ সোনার ডিম পাড়া হাঁসের গল্প তো শুনেছেন। লোভের বশে একবারেই সব ডিম হস্তগত করার জন্য হাঁসটাকেই কোরবানি দেয়ার কোন মানে হয় না। যদিও এটা আপনার চেয়ে আপনার স্বামীরই বোঝা উচিত বেশি। আপনার বয়স অনেক কম। এখন আপনি মজা পাচ্ছেন। তবে এটাও বুঝতে পারছেন যে মাত্রাতিরিক্ত ভাল নয়। একটা সময় পরে (সেটা সুমনা উল্লেখ করেছেন) আপনার স্বামীর এনার্জী কমে আসবে, কিন্তু তখন আপনার ইচ্ছা আরো বেড়ে যেতে পারে। তখন আপনাদের সম্পর্ক নিয়ে খুব সমস্যায় পড়বেন।
      ২. এটা জরুরী নয়; এটা পুরুষদের এক ধরনের ফ্যান্টাসী বলতে পারেন।
      ৩. আমরা সেক্সকে পূর্ণরূপে এনজয় করতে উৎসাহিত করি। তার মানে এই নয় যে ইচ্ছার বিরুদ্ধে সেক্স করতে হবে। সুমনা বলেছেন, ”সেক্স একটা সমঝোতার ব্যপার।”
      ৪. আবারো বলছি, আপনাকে একটু কৌশলী হতে হবে। এবং ধীরে ধীরে স্বামীকে বোঝাতে হবে।
      ৫. বর্তমান যুগে সেই আদি কালের “সতীত্বের” ধারনা পুরাটাই ভুল। এই যুগে বিজ্ঞানের দিক থেকে এটা অচল। এই ছেলে বিয়ে আগে যদি এরকম কিছু বলত, তাহলে আপনাকে অনুরোধ করতাম তাকে বিয়ে না করার জন্য। এদের আসলেই মানসিক সমস্যা আছে।
      ৬. অন্তত স্বামীর কাছে লজ্জা না পাওয়াই ভালো। সারা জীবন যার সাথে চলবেন তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। এতে দুজনেরই মঙ্গল।

      Reply
  12. হোসেন

    February 3, 2012 at 7:59 pm

    স্যার, কয়েক জন অভিজ্ঞ ও জ্ঞানী হারবাল চিকিৎসকের ঠিকানা দিলে উপকৃত হব।

    Reply
    • Bangla Health

      February 6, 2012 at 7:46 am

      দুঃখিত, এই মুহূর্তে আমাদের কাছে এরকম তথ্য নেই।

      Reply
  13. লাভার

    February 11, 2012 at 11:36 pm

    How can i control masturbate?
    Plz ans me.

    Reply
    • Bangla Health

      February 15, 2012 at 10:37 am

      মাত্রাতিরিক্ত না করলে ক্ষতিকর কিছু নয়।
      যে সময়টাতে এটা বেশি করেন, ঐ সময়টা আগে থেকে অন্য কিছু করার প্লান করে রাখবেন এবং সেটা করার চেষ্টা করবেন। দরকার হলে বন্ধুবান্ধব বা পরিবারের লোকজনের সাহায্য নিন যাতে ঐ সময়টাতে আপনাকে সঙ্গ দেয়। লাইফে কিছু পরিবর্তন আনুন। নতুন কোন হবি শুরু করুন। সবচেয়ে ভালো হয় যদি ব্যায়াম করা শুরু করতে পারেন।

      Reply
      • লাভার

        February 21, 2012 at 1:01 am

        Hello Bro, I stay at out of BD(bachelor). Everyday i would like to exercise. Whenever, i start my computer after few minutes i used to watch porn movies. After that i used to masturbate.per day 1-2-3 times at least. Other, what kind of method should i apply ?plz suggest me..
        Oh..if i masturbate regularly ,,,will it dangerous for me ? whenever will i get married ?

      • Bangla Health

        February 24, 2012 at 6:02 am

        মাত্রাতিরিক্ত হস্তমৈথুন করলে এক সময় সেক্সের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন। এটা বিবাহিত জীবনে সমস্যা হতে পারে।
        ব্যায়াম করলে বাড়তি কিছু শক্তির প্রয়োজন হয়। কিন্তু এভাবে হস্তমৈথুন করলে শারীরিক ভাবে কিছুটা দূর্বলতা আসবে। তখন ব্যায়াম করতে সমস্যা হবে। এসব ভেবেই নিয়মিত যারা ব্যায়াম করেন তারা মাত্রাতিরিক্ত হস্তমৈথুন থেকে দূরে থাকেন। আপনাকে একা একা যাতে না থাকা লাগে, সেই ব্যবস্থা করতে হবে। বন্ধুবান্ধব বা পরিবারের লোকজনদের সাথে বেশি সময় দেবেন।

  14. লাভার

    February 25, 2012 at 11:04 pm

    Thanks for suggestion …I will try my best….But i thing that , i will fail….

    Reply
    • Bangla Health

      March 1, 2012 at 8:12 am

      আগেই ফলের আশা না করে নিজের সাধ্যমত চেষ্টা করে যাওয়া উচিত।

      Reply
  15. লাভার

    February 25, 2012 at 11:09 pm

    OH BRO,
    Suppose from today i have given up masturbation . I m 22.I want to know that , if i get married after 5 years, will it (masturbate) impact on my sex power?
    I will grateful to u if i …

    Reply
    • Bangla Health

      March 1, 2012 at 8:17 am

      আপনি হস্তমৈথুন ত্যাগ করলেও স্বপ্নদোষ তো এড়াতে পারবেন না। যদিও সেটা স্বাভাবিক নিয়মে হবে। তাই এখানে কোন ধরাধরির ব্যাপার নাই। এটা না করে থাকতে পারবেন না। ব্যাপারটা স্বাভাবিকও না। পরিমিত ভাবে এসব করা শরীরের পক্ষে খারাপ কিছু নয়। এতে বিয়ের পর কোন খারাপ প্রভাব পড়বে না, যদি আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকে।

      Reply
  16. লাভার

    March 3, 2012 at 10:42 pm

    Brother…Thx a lot for suggestion, You told me that if i get married it will not impact on my sex power. But Now a days if i <> with any girls ,i can’t keep up more than 1 or 2 minute. So???

    Reply
    • Bangla Health

      March 10, 2012 at 8:33 am

      দেখুন, আমাদের যে সমাজ ব্যবস্থা এবং যে মানসিক অবস্থা, তাতে খুব কম মানুষই বিয়ের আগে সম্পূর্ণ ভয় ও দুশ্চিন্তামুক্ত হয়ে পূর্ণ মনোযোগ সহকারে সেক্স করতে পারেন। এছাড়া খুব সম্ভবত এখন সম্পর্কের প্রতি পরিপূর্ণভাবে ডেডিকেটেড নন বলে পার্টনারের সুখের দিকটাও অবচেতন ভাবে এড়িয়ে যাচ্ছেন। পার্টনার সন্তুষ্ট হলো কিনা, সেটা মাথায় থাকছে না। তাছাড়া কেউ দেখে ফেলল কিনা টাইপের সামাজিক ভয় তো আছেই। তাই সবার চেষ্টা করে কোন রকমে কাজটি সেরে ফেলতে। বিয়ের পরে এই সমস্যাটা হয় না। তাই মানসিক দিকের কথা বিবেচনা করেই এই কথাটি বলা আপনাকে।
      বিয়ের পরে অনেক সময় পাবেন। তখন সেক্সের বিভিন্ন কৌশল, আসন- এসব ব্যবহার করে সময় বাড়াতে পারবেন।

      Reply
  17. লাভার

    March 16, 2012 at 10:44 pm

    Thx a lot bro

    Reply
    • Isma

      March 17, 2012 at 9:10 pm

      Sir,ami sex somporkito kono katha ba cinta korle amar linggo dia patla pani ber hoy,1-2min ar moddhe bisjo pore jay.ar kono somadhan thakle plz janaben sir.

      Reply
      • Bangla Health

        March 21, 2012 at 1:37 am

        বয়স অল্প, নিজের উপর কন্ট্রোল কম, অত্যাধিক সেক্স ফ্যান্টাসিতে ভুগলে এমন হতে পারে। অনেক ক্ষেত্রে লিঙ্গে কোন ইনফেকশনের কারণেও হতে পারে। সঠিক কারণটা নির্ণয় করতে আগে ডাক্তার দিয়ে পরীক্ষা করে নিতে পারেন।

  18. Hasan

    March 16, 2012 at 11:32 pm

    Sir amar linger mathay golakar 1ta shada spot ache.ja 1/2″ moto hobe.ata ki kono somossa?janale upokrito hobo.

    Reply
    • Bangla Health

      March 19, 2012 at 9:23 am

      সাধারণত ব্যথা বা চুলকানি না হলে সমস্যা নেই। তবে দুশ্চিন্তা হলে আপনি একবার ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নিতে পারেন।

      Reply
  19. Hasan

    March 16, 2012 at 11:34 pm

    Sir amar linger mathay golakar 1ta shada spot ache.ja 1/2″ moto hobe.ata ki kono somossa?janale upokrito hobo.ai spot valo korar kono medicine ache kina?

    Reply
  20. shaju

    March 20, 2012 at 9:55 am

    amar lingo prai 7 inch but khubi chikon. jar karone amar lingo ta dekhte bibrotokor. amar lingo prai 2 inch mota. ami kiamr lingo arektu mota korte parbo?/ jodi kono way thake plz janaben…

    Reply
  21. SUVRO

    March 21, 2012 at 9:06 pm

    আমার বয়স ১৭ বছর
    আমি লম্বায় ৫ফিট৭ইঞ্চি
    আমার ৩০সেকেন্ডের মধ্যে বীর্যপাত ঘটে
    এবং আমার বীর্য পাতলা ধরনের।
    দয়া করে মরামর্শ দিলে খুশি হব।

    Reply
    • Bangla Health

      March 23, 2012 at 1:00 am

      বয়স বাড়ার সাথে সাথে মনের উপর কন্ট্রোল বাড়বে। তখন ঠিক হয়ে যাবে। আপাতত অযথা সেক্স নিয়ে বেশি চিন্তা করবেন না। ব্যায়াম করুন। শরীরের যত্ন নিন। রাত জাগবেন না। নেশা করবেন না।
      আর বীর্যের ঘনত্ব কোন ব্যাপার না।

      Reply
  22. hrn

    April 3, 2012 at 1:53 am

    period 6din age sex korle kono somossa??? 5din dore hoy gase period hocche na ki kora ucit?????????/

    Reply
    • Bangla Health

      April 3, 2012 at 6:51 am

      যে কোন সময়ই সেক্স করা যায়। শরীর সুস্থ্ থাকলে সেক্স করতে কোন সমস্যা নেই।
      মাঝে মাঝে আগে পরে হতে পারে। এজন্য দুশ্চিন্তা করা ঠিক হবে না। শরীরের প্রতি লক্ষ্য রাখুন।

      Reply
      • hrn

        April 5, 2012 at 1:33 am

        period 6din age sex korle kono somossa?condom chara sex korechi? 7din hoy gase period hocche na?akhon amar ki kora ucit?

  23. 123

    April 4, 2012 at 4:05 am

    আমার বয়স প্রায় ১৮,অনেক দিন থেকেই (1.5years)আমার লিঙ্গের চামরার নিচে ছোট ছোট অস্বাভাবিক দানা লক্ষ করছি ,চাপ দিলে আঠার মত বের হয় কিন্তু কোন চুলকানি হয় না।৷দয়া করে মরামর্শ দিলে খুশি হব ৷ধন্যবাদ

    Reply
    • Bangla Health

      April 5, 2012 at 3:19 am

      চামড়ার নিচে নাকি উপরে?
      উপরে ব্রণের মত কিছু হলে চিন্তিত হবেন না। আর ব্যথা বা চুলকানি না হলে তো কোন সমস্যাই থাকার কথা না। তবে যেহেতু অনেকদিন ধরে আছে, তাই একবার ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নিতে পারেন।

      Reply
      • 123

        April 6, 2012 at 2:14 am

        চামড়ার নিচে কিন্তু চামড়ার উপরে ব্রণের মত কিছু না,,চাপ দিলে আঠার মত বের হলেও কিছু কিছু দানা শক্ত থাকে ।আর আমি দৈনিক 2/3 বার হস্তমৈথুন করি মাঝে মাঝে 1 বার ,এটা কি খুব বেশি হচ্ছে ?জানাবেন ।আমার লিঙ্গের মাথা লিঙ্গের গোড়ার থেকে মোটা এবং ডান দিকে একটু বাকানো এজন্য হস্তমৈথুন এর সময় বাকানোর বিপরিত দিকে চাপ দিয়ে হস্তমৈথুন করি ,,এতে কি কোন সমস্যা আছে ? দয়া করে মরামর্শ দিলে খুশি হব ৷ধন্যবাদ

      • Bangla Health

        April 8, 2012 at 4:12 am

        ওগুলো নিয়ে খুব সম্ভবত চিন্তার কিছু নাই। তবে দৈনিক হস্তমৈথুনের অভ্যাস বাদ দিতে হবে। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে।
        অন্যগুলো কোন সমস্যা না।

  24. Suvro

    April 5, 2012 at 8:44 pm

    আমার বয়স ১৭ বছর,
    আমি লম্বায় ৫ফিট৭ইন্চি,
    আমার শরীরের ওজন ৫৬কেজী,
    আমার সমস্যা হলোঃ
    ১।সাপ্তাহে ১বার স্বপ্নদোস হয়।
    ২।আমার একটা বদ অবব্যাস আছে সেটা হলোঃ সাপ্তাহে দুইবার হস্তমৈথুন করি।
    ৩।আমার মাএ ৩০সেকেন্ডের মধ্যে বীর্যপাত ঘটে। এবং লিঙ্গ দাড়ালে আর কন্টোল রাখতে পারি না।
    এগুলো কি খুব খারাপ অবব্যাস,
    দয়া করে প্রশ্নো গুলোর উওর দিলে খুব উপকৃত হব।

    Reply
    • Bangla Health

      April 8, 2012 at 12:16 am

      হস্তমৈথুন করলে তো স্বপ্নদোষ হওয়ার কথা নয়।
      আপনার যা বয়স এবং শরীরের ওজন খুব কম হওয়ায় এসব আপনার জন্য আপাতত খারাপ। কন্ট্রোল করার চেষ্টা করুন। মেয়ে এবং সেক্স নিয়ে অত্যাধিক আজে বাজে ভাবনা বাদ দেবেন। আজে বাজে বই বা মুভি দেখবেন না। ব্যায়াম করুন। শরীরের প্রতি যত্ন নিন।

      Reply
  25. hrn

    April 7, 2012 at 12:29 am

    jodi period na hoy bacca ashe jay bacca ki nosto kora jay?bacca nosto korte hole ki tablet kawate hobe abong koto diner bitore tablet kawate hobe?tablet kawar koto din pore period hobe?plz uttor diben???

    Reply
    • Bangla Health

      April 8, 2012 at 4:39 am

      বাচ্চা এসে গেলে না নেয়ার ব্যবস্থা আছে। এজন্য আগে ডাক্তার দেখিয়ে শরীর পরীক্ষা করে নেয়া উচিত যাতে এতে ভবিষ্যতে কোন সমস্যা না হয়। ডাক্তারের পরামর্শ মেনেই পদ্ধতি গ্রহণ করা উচিত।

      Reply
  26. rahul

    April 7, 2012 at 3:20 am

    amr ondokosa onek betha hoi. hostomoithun bondho korla ata hoi. abr hostomoithun korle ata thik hoi; ajonno amk 2 din por por ota korte hoi , ami akhon ki korbo??????

    Reply
    • Bangla Health

      April 8, 2012 at 6:15 am

      ব্যথা হলে একবার ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নিন।

      Reply
  27. ARIF

    April 7, 2012 at 8:39 pm

    সালাম আমি আরিফ হক আমার বয়স ২৩ ওজন ৬১ . আমার মাসে ৫-৬ বার সপ্নদস হয় .দয়া করা আমাকে বলবেন আমি কি ভাবে এই সপ্নদশ থিকা মুক্তি পেতে পারি . এমন কোনো অব্সদ আচে কি যে অব্সদ খেলে আমি এইটা থেকে মুক্তি পাব
    দয়া করা বললে আমি অনেক অপকৃত হব ..

    Reply
    • Bangla Health

      April 8, 2012 at 6:51 am

      সপ্তাহে একবার হস্তমৈথুন করতে পারেন। আজে বাজে মুভি বা বই পড়বেন না। মেয়েদের নিয়ে বা সেক্স নিয়ে বেশি কুচিন্তা করবেন না। বিকেলের পর উত্তেজক বা গুরুপাক খাবার খাবেন না। রাত জাগবেন না।

      Reply
  28. momen

    April 8, 2012 at 11:02 pm

    আসলে আমার সারা শরিল রাতে কেনো চুলকানি হয তা আমি বুজতে পারিনা অনেক ওষুদ খেযাচি কিনতু কমেনা তার কারন কি হতে পারে বলবেন plesae

    Reply
    • Bangla Health

      April 12, 2012 at 8:00 am

      বিছানা-পত্র, জামা-কাপড় এবং নিজে পরিস্কার-পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে। এছাড়া কিছু খাবারে এলার্জি থাকলে সেগুলো এড়িয়ে চলতে হবে। যেমন ইলিশ মাছ, বেগুন, ডিম, চিংড়ি মাছ ইত্যাদি। রাতে ভালো ঘুম হলে এটার প্রভাব কমে আসবে।
      অনেকদিন ধরে হলে বা খুব বেশি হলে ডাক্তার দেখান।

      Reply
  29. azad

    April 18, 2012 at 2:04 pm

    ke

    Reply
  30. নীল(ছদ্য)

    April 19, 2012 at 11:50 am

    আমার বয়স ২৫ বছর।সামনে আমার বিয়ে।আমি ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা।আমার ওজন ৬৪ কেজি।১০/১২ বছর আগ থেকে হস্তমিথুন এর অভ্যাস আছে ।এখন অনেক কম করি।আমার লিঙ্গ দাঁড়া হলে ৪ ইঞ্চি আর একটু বড় হয়। সকাল বেলা উদিত হয়।ভাইয়া আমি জানতে চাই আমি কি বিয়ে করে বউকে সুখ দিতে পারব?আর কীভাবে বুঝব আমার সঙ্গম করার মত যথেষ্ট capacity আছে?কীভাবে বুজবো আমি সঙ্গম এ কতক্ষণ থাকতে পারব? আমার ভয় হচেছ।

    আর একটা ব্যাপার হচ্ছে আমার প্রসব করার সময় দেখা যায় মাঝে মাঝে একটু একটু লোট লোট বের হচেছ এটা কি সমস্যা।কি করা উচিত? দয়া করে হেল্প করেন।অনেকের ই হেল্প হবে আমার মত।

    Reply
    • Bangla Health

      April 20, 2012 at 1:03 am

      আগেই উত্তর দেয়া হয়েছে।
      এখানে “লোট লোট” ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না।

      Reply
  31. নিলয়

    April 27, 2012 at 9:08 am

    ক*ন*ড*ম ছাড়া মলদ্বার এ সেক্স করলে কি কি ঝুঁকির সম্ভাবনা থাকে? আমি তো ক*ন*ড*ম ছাড়া মলদ্বার এ সেক্স করতে চাই। আর স্ত্রীর মলদ্বার চুষার প্রতি আমার ফ্যান্টাসি আছে, মলদ্বার চুষলে কি কোন সমস্যা আছে? মলদ্বার চুষার আগে সাবান দিয়ে ভাল করে পরিস্কার করে নিলে হবে না ???

    Reply
    • Bangla Health

      April 29, 2012 at 2:42 am

      হ্যাঁ, ঝুঁকির সম্ভাবনা থাকে। পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া উচিত। এছাড়া কোন সমস্যা নেই।

      Reply
      • নিলয়

        April 29, 2012 at 1:24 pm

        খুব ধন্যবাদ স্যার। এত তাড়াতাড়ি আমাকে রিপ্লাই দেওয়ার জন্য, মলদ্বার চুষার ব্যাপারে আরেকটু ডিটেইলস বলবেন কি? কিভাবে পরিস্কার পরিচ্ছন্ন হওয়া যায়? অনলাইন এ আপনাদের পরামর্শ গুলা আমাদের খুব কাজে লাগে, বিশেষত আমার পক্ষে এইসব সরাসরি কোন ডাক্তারের কাছ থেকে জিজ্ঞেস করা অনেক কঠিন হত, হয়ত সম্ভব এ হতনা…

      • Bangla Health

        April 29, 2012 at 8:35 pm

        সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন।

  32. জিয়া

    May 4, 2012 at 4:54 pm

    হোটেল *** চুষলে কোন সমস্যা আছে কী ? PLZ…

    Reply
    • Bangla Health

      May 5, 2012 at 3:02 am

      এটা না করাই ভালো। কেননা তাদের যদি কোন ইনফেকশন থেকে থাকে, তাহলে সেটা তারা বলবে না।
      সেক্স বিষয়ে যে কোন কথাই বলা যায়, তবে একটু শালীন ভাবে করলে সবার জন্য ভালো হয়। আশা করি আপনারা ব্যাপারটা খেয়াল রাখবেন।

      Reply
  33. niloy

    May 20, 2012 at 12:51 am

    ক*ন*ড*ম ছাড়া মলদ্বার এ সেক্স করার সময় মলদ্বার এর ভিতর বীর্য পড়লে কোন অসুবিধা আছে?

    Reply
    • Bangla Health

      May 20, 2012 at 9:18 pm

      না।

      Reply
  34. তৌসিফ

    May 20, 2012 at 4:31 pm

    আমি আমার বৌ এর সাথে মিলনের সময় ক*ন*ড*ম ব্যবহার করি না, সিমেন তার জননাঙ্গর বাইরে ফেলি আমার স্ত্রীর সন্তান হওয়ার কোন ঝুকি আছে কি?

    Reply
    • Bangla Health

      May 20, 2012 at 9:35 pm

      না, নেই।

      Reply
  35. শারিফ জয়

    June 24, 2012 at 6:21 pm

    আমার ব্য়স ২৫।গতগতগত ৭ দিন দরে আমার লিঙ্গে পাতলা দাতু বিরতিহিন বাভে কিচুক্কন পর পর বের হচ্ছে। কুন জালাপুরা করে না ।সরিল দুরবল লাগে,দাক্তার দেকানুর পর অউসদ সেবন করার পর ধাতু পরে বন্দ হলেও অউশদ বন্ধ করার পর আবার ধাতু পরতেসে।কি কারনে এইটা হচ্ছে । আর প্রতিকার কি? প্রতিকার জানালে উপক্রিত হব।

    Reply
    • Bangla Health

      June 28, 2012 at 8:00 am

      এটা বীর্য নাকি প্রসাব, সেটা নিশ্চিত করে বলতে পারবেন? অনেক সময় মানসিক দুশ্চিন্তা থাকলে এমন চলতে থাকে।
      এমন না হলে হয়তো কোন লিঙ্গে বা নালিতে কোন ইনফেকশন হতে পারে। এটা ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে হবে। তারপর কারণটা জেনে সেই মতে চিকিৎসা করতে হবে।

      Reply
  36. CHOW JOYNAL

    July 10, 2012 at 1:49 am

    AMAR BOYOS 19 BOSOR AMI JOKON SEX MOVIE BA GOLPO PORI BA KONO MEYER KOTHA VABI JOKON LINGO KHUBE GOROM TOKHON AMAR LINGO DIYA PANIER MOTO KI BEYAR HOY ATA KONO PROBLEM PL,,,,,,,, BOLBEN SIR

    Reply
    • Bangla Health

      August 1, 2012 at 8:16 am

      না, কোন সমস্যা নয়। তবে নিজেকে আরো কন্ট্রোল করতে পারলে ভালো।

      Reply
  37. Rakib

    July 11, 2012 at 12:00 pm

    প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই অনলাইনে *যৌ*ন* সংক্রান্ত প্রশ্নের উত্তর দেয়ার জন্য। আমার কিছু প্রশ্ন ছিলো জানালে অনেক উপকৃত হব-

    ১. আমার বয়স ২২ বছর। আমার লিঙ্গের মাথার নিচে কুচকানো চামড়ার দুই পাশে ৪টা-৫টা ঘামচির মতো একদম ছোট-ছোট দানার মতো আছে। এটি আমি গত ২ বছর ধরে লক্ষ্য করছি। কিন্তু এতে আমার কোন ব্যথা,চুলকানী,পুজ কিংবা কোন রস নির্গত হয় না। এতে কি ভবিষ্যতে কোন সমস্যা হবে কিনা এবং আমার পর্টনারের কোন সমস্যা হবে কি না। উলেখ্য আমি গত ৫-৬ বছর ধরে দৈণিক হস্তমৈথুন করে আসছি।

    ২. যদি আমি আমার স্ত্রীর সাথে দৈণিক সহবাস করি তবে কোন ক্ষতি হবে নাকি।

    ৩. বাজারে যেসব হেয়ার রিমুভার ক্রীম পাওয়া যায় সেগুলো নিয়মিত ব্যবহার করলে পুরুষ এবং মহিলা উভযের *যৌ*ন*াঙ্গের ক্ষতি হবে কিনা এবং বাচ্চা হবার ক্ষেত্্রে কোন সমস্যা হবে কিনা।

    ৪. আপনার জানা ভালো হেয়ার রিমুভার ক্রীম নাম জানালে উপকৃত হব।
    ধন্যবাদ

    Reply
    • Bangla Health

      August 1, 2012 at 9:20 am

      ১. চিন্তিত হবার মত কিছু নয়।
      ২. নির্ভর করছে আপনার শরীর স্বাস্থ্যের উপর।
      ৩. না।
      ৪. এটা বাজারে গিয়ে যাচাই করে নিবেন।

      Reply
  38. bappa

    July 20, 2012 at 4:32 pm

    Dear sir/madam
    Amar age 25yrs samasa ta holo amar linga 5” lamba 2″mota are khub 5minute er modhe birjo pore jai amar linga ta dekhe khub lojja lage jodi eta baro korar kono valo kabar medicine thake tahole amake bolun plz ami khub chintito

    Reply
    • Bangla Health

      August 28, 2012 at 9:05 pm

      ২ ইঞ্চি মোটার ব্যাপারটা বুঝলাম না। লম্বা হিসাবে ৫ ইঞ্চি একেবারে ছোট নয়।
      এমনিতে লিঙ্গ বড় করা যায় না।

      Reply
  39. জানতে চাই

    July 21, 2012 at 10:10 pm

    ডাক্তার বাবু,
    আমি কিছুদিন আগে এক বেশ্যাপল্লিতে যায়।
    সেখানে একজন বেশ্যার সাথে কিছু ক্ষন থাকি।
    আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। আসলে আমি কিছুই করতে দেয়নি।
    জামা কাপড় পর্যন্ত খোলেনি। সে শুধু আমার লিঙ্গ ধরেছে আর আমি তার নগ্ন বুক টিপেছি।
    তারপর থেকেই আমি টেনশানে ভুগছি। ভাবছি হয়ত আমার *যৌ*ন* রোগ হয়ে যাবে।
    ঝামেলায় ফাসবো, বিয়ে হবে না, এইডস হবে আরো কত কিছু।
    আমার কি এসব হওয়ার সম্ভাবনা আছে?
    এখন আমাকে কি করা উচিত?

    Reply
    • Bangla Health

      August 28, 2012 at 10:35 pm

      সেক্স না করলে কিছু হবে না।
      সেক্স করতে গেলে অবশ্যই ক*ন*ড*ম ব্যবহার করবেন।

      Reply
  40. রুপক সাহা

    July 24, 2012 at 3:52 pm

    আমার নাম রুপক। আমি অনার্স দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। আমি এক জন হিন্দু ছেলে। কিছু দিন যাবত আমার লিঙের মাথার যে গোল অংশ আছে এবং যা লিংঙের মাথার লাল গোল অংশ যে চামরা দিয়ে ঢাকা থাকে তাকে চুলকানি হয়েছে। এটা সব সময় চুলকায় না মাঝে মাঝে অনেক বেশি চুলকায়। আর চুলকালে ছুলে যায়। পানি লাগালে জ্বালাপোড়া করে। আমার শারীরীক আর কোন সমস্যা নেই আমি প্রতিদিন ঐ অংশ টুকু ডেটল সাবান দিয়ে ধুয়ে পরিস্কার করি তার পড়ও এটা ভাল হচ্ছে না। আমি মাঝে মধ্যো হস্তমৈথুন করি। কিন্তু এটা এখন বন্ধ আছে। আমার যে সমস্যা টা আমি আপনাকে বোললাম এটা কি ধরনের সমস্যা?….আমি কিভাবে এ সমস্যা থেকে পরিত্রান পেতে পারি…..পরিত্রান পাওয়ার জন্য কি কোন ঔষদ সেবন করা ও কোন প্রকার মলম ব্যবহার করতে পারি। আর যদি কোন সেবন করার ঔষদ ও কোন ব্যবহার করার মলম থাকে তাহলে ঔষদের নাম ব্যবহারের নিয়ম টা আমাকে অনুহ্যগ কর আমাকে জানাবেন ধন্যবাদ।

    Reply
    • Bangla Health

      September 1, 2012 at 12:42 am

      এলার্জি থেকে হচ্ছে নাকি অন্য কোর ইনফেকশন, সেটা পরীক্ষা করে দেখা দরকার।

      Reply
  41. monir

    August 9, 2012 at 5:04 pm

    meyeder…joni..chusle…ki gunah hobe?

    Reply
    • Bangla Health

      September 7, 2012 at 1:54 am

      মেডিক্যালের দিক দিয়ে কোন সমস্যা নাই।

      Reply
  42. Rakib

    August 16, 2012 at 1:09 pm

    আমার প্রশ্নের উত্তরগুলো দেবার জন্য আপনাকে ধন্যবাদ , কিন্তু আমি এই ঘামচির মতো একদম ছোট-ছোট দানাগুলো ভেনিশ করতে চাই । কি ধরনের ওষুধ খেলে ঘামচির মতো একদম ছোট-ছোট দানাগুলো ভেনিশ হয়ে যাবে ? এই দানাগুলো কি কারনে হয় এবং কিভাবে এটি প্রতিরোধ করা যায় ?

    দয়াকরে ওষুধের নাম এবং সেবনের নিয়ম জানালে অনেক উপকার হবে।
    ধন্যবাদ।

    Reply
    • Bangla Health

      September 13, 2012 at 4:08 am

      এইগুলা সাধারণত কোন ক্ষতি করে না। তবে বেশি চিন্তিত হলে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করতে পারেন।

      Reply
  43. সরোজ শর্মা

    August 20, 2012 at 4:34 am

    আমার বয়স ১৯ বছর । আমার সেক্স উঠলে নুনু দাঁড়ায় না আর রস কাটতে শুরু করে । আমার MUSTERBATE করা 5 বছর হচ্ছে । আমার বীর্য পাতলা হয়ে গেছে । 30 সেকেন্ডে বীর্য পরে যায় । ভাবছি আত্মহত্তা করেই নিই আর উপায় দেখছি না । আমি অনেক রাত জাগি ।

    Reply
    • Bangla Health

      September 18, 2012 at 2:41 am

      নিজেকে কন্ট্রোল করতে পারলে কয়েক মাসেই অবস্থার পরিবর্তন আনতে পারবেন। আপনার বয়স এখন অনেক কম। তাই হাতে অনেক সময় আছে সব ঠিক করে ফেলার। আপাতত এসব কম করেন, আজেবাজে দিকে নজর কম দেন। ধৈর্য ও একাগ্রতার সাথে কিছুদিন ঠিক মতো খাওয়া ঠিক রাখেন। রাত জাগা চলবে না। ৮-৯ ঘন্টা ঘুমাবেন। নেশা করবেন না। বিকেলে ব্যায়াম বা খেলাধূলা করবেন। এতেই কিছুদিনের মধ্যে দেখবেন অবস্থার উন্নতি হতে শুরু করেছে।

      Reply
  44. সরোজ শর্মা

    August 20, 2012 at 4:45 am

    আমি সেক্স সিনেমা দেখলে আমার নুনু উত্তেজিত হচ্ছেনা । কি করব সব শেষ হয়ে গেল আমার আমি কী করে বাঁচবো । আমার সামনে অন্ধকার যে ।

    Reply
  45. Mamun khan

    August 23, 2012 at 3:28 pm

    আমি লিঙ্গ যোনীর মধ্যে ঢোকালে ৩০ সেকেন্ডের মধ্যে দ্রুত বীর্য এসে পড়ে। কন্ট্রোল করতে পারিনা । কি করা যায়। হোটেল নারীদের *যৌ*ন* সংগম করি । এতে কি কোন সমস্যা হবে???

    Reply
    • Bangla Health

      August 23, 2012 at 10:19 pm

      সেক্স নিয়ে অত্যাধিক ফ্যান্টাসিতে ভোগা যাবে না। শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে। কেজেল ব্যায়াম করতে পারেন।
      কারো সাথে ডেডিকেটেড সম্পর্ক না থাকলে একাধিক নারীদের সাথে মিলিত হতে পারেন, তবে প্রোটেকশন ব্যবহার করা উচিত।

      Reply
  46. Hasan

    August 23, 2012 at 9:08 pm

    আমার লিঙ্গের মাথার বিপরীত কুচকানো চামড়ার পাশে ৫-৬ coronal papillae আছে এবং কোন ব্যাথা অনুভব করি না। এটি হয়েছে প্রায় ৩ বছর । বর্তমানে হস্তমৈথুন করার পর হুইল সবান দিয়ে লিঙ্গটি ভাল করে পরিস্কার করি যাতে coronal papillae আর না বাড়ে । ভবিষ্যতে আমার লিঙ্গের সব জায়গায় ছড়িয়ে পরবে না তো, এটা Prevent করার উপায় টা কি? যাতে আর না বাড়ে……..আর একটা কথা এটি কি নিজে নিজে ভাল হয়ে যাবে নাকি সরাজীবন থাকবে? কিন্তু এটা ভালো করার কি কোন উপায় আছে? যদি এর কোন ব্যবস্থাপত্র থাকে জানালে উপকৃত হব ।

    ধন্যবাদ।

    Reply
    • Bangla Health

      September 18, 2012 at 3:09 am

      এটা এমনিতেই কমে-বাড়তে পারে। চুলকানি বা ব্যথা না হলে চিন্তার কিছু নাই।

      Reply
  47. Hasan

    September 5, 2012 at 11:23 am

    I have some small corronal penil(4-5). I have no problem but I am not happy for that. How to remove it? Please give effective solution? I am muslim and I practice musterbate.
    Thanks.

    Reply
    • Bangla Health

      October 13, 2012 at 9:18 am

      কি “রিমুভ” করতে চাইছেন, ঠিক বোঝা গেল না।

      Reply
  48. সবুজ

    September 5, 2012 at 12:12 pm

    আমার বয়স ২১ |আমার প্রসাব করার সময় শুরুতে ২ থেকে ৫ সেকেন্ড দু নালে প্রসাব হয় পরে আবার এক নালে হয়|প্রসাবে কোন জ্বালা পোড়া হয় না তবে গতি কম|এটা কি কোন সমস্যা? যদি সমস্যা হয় তাহলে প্রতিকার বললে উপকৃত হব |

    Reply
    • Bangla Health

      October 13, 2012 at 9:15 am

      সমস্যা নয়, তবে আরো বেশি বেশি পানি পান করবেন।

      Reply
  49. Dj

    September 6, 2012 at 9:51 pm

    Sorry!amar bangla fort nai.amar lingo dan di k baka ata ki amar milon a samossa hobe.please replied my answer.thank you

    Reply
    • Bangla Health

      October 16, 2012 at 5:23 am

      হওয়ার কথা নয়।

      Reply
  50. শুভ

    September 15, 2012 at 7:41 pm

    আমার বয়স ১৮ বছর,
    আমি লম্বায় ৫ফিট ৭ ইন্ঞি
    আমার ওজন ৫৬কেজী।
    আমি ২মাস আগে সাপ্তাহে ১ বার করে হৈস্তমিথন করতাম তখন আমার ৩০থেকে ৪০সেকেন্টের মধ্যে বীর্যপাত গঠতো।
    কিন্তু এখন আর করি না।
    আমার সমস্যা হলো হৈস্তমিথন বাদ দেওয়ার পর থেকে সাপ্তাহে দু.বার স্বপ্নদোষ হয়।পরনের কাপড়গুলো নষ্ট হয়ে যায়।
    কি করলে আমি এ স্বপ্নদোষ থেকে মুক্ত পাবো।

    Reply
    • Bangla Health

      April 30, 2013 at 12:31 am

      সপ্তাহে একবার হস্তমৈথুন চালিয়ে যেতে পারেন। সেই সাথে নিয়মিত খেলাধূলা বা ব্যায়াম করুন।
      সেই সাথে এই লেখাটিও মাথায় রাখবেন- http://banglahealth.evergreenbangla.com/4516

      Reply
  51. নামহীন

    September 18, 2012 at 9:22 am

    ১. আমার বউকে ঠিক মতো সেক্স দিতে পারি না, ২/১ মিনটি সম্ভব হই। আমার ওজন ৭০/৭৫,
    লিঙ্গ ৫ ইঞ্চি মতো। <এটা কি কোন প্রব্লেম?

    ২. আমার বউ বলে "তোমার লিঙ্গ যদি আর বড় হত তাহলে আর ভাল হত" এখন আমি কি করব? বড় করতে

    ৩. আমার বউয়ের পাশে মাঝে মাঝে থাকা হই না, তাই নিজে নিজে অর যনি তে আঙ্গুল দেই কোন প্রব্লেম হবে?

    ৪. আমার বউ স্তন অন্য দের তুলনাই ছোট। অ ব্রা পরতে চাই না। আমি জানতে চাই অর স্তন বড় করতে হলে কি করা যাই? আর ব্রা পরানোর বেবস্তা কি করা যাই? (আমি অর স্তনে খুব বেশি খেলা করি)

    Reply
    • Bangla Health

      November 15, 2013 at 3:15 am

      ১. ২/১ মিনিট হলে অবশ্যই সমস্যা।
      ২. সাইজ নয়, সময় বাড়াতে হবে।
      ৩. না।
      ৪. ধীরে ধীরে বড় হতে পারে।

      Reply
  52. রাকিব

    October 12, 2012 at 10:24 am

    ১. আমার বয়স ২৭। ৩ বছর হল বিয়ে করেছি। আমি শুনেছি সপ্তাহে ৫-৬ বার নিয়মিত হস্তমৈথুন্য করা শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু আমার বউ সপ্তাহে ১৫-২০ আমার সাথে সহবাস করে, তা না হলে অভিমান করে। এতে কি শরীরের কোন ক্ষতি হবে? উল্লেখ্য আমাদের দুজনের স্বাস্থ্য ঠিক আছে কথনও দুর্বল লাগে না।

    ২. অতিরিক্ত সহবাসে নাকি পুরুষরা তাড়াতাড়ি বুড়া হয়ে যায়? কথাটা কি ঠিক?
    ৩. সহবাসের জন্য কি সুর্নিদিষ্ট কোন নিয়ম কানুন আছে?

    ধন্যবাদ

    Reply
    • Bangla Health

      October 12, 2012 at 11:15 pm

      ১. স্বাস্থ্য ঠিক রাখতে পারলে সমস্যা কম হবে।
      ২. অনেকটা ঠিক। তবে স্বাস্থ্য ঠিক রাখবেন।
      ৩. আছে, আবার নাই। কামসূত্রসহ যত পারেন এসব ব্যাপারে জেনে নিন।

      Reply
    • সুশিল

      September 2, 2013 at 8:20 pm

      ১. আমার বয়স 3৭। 9 বছর হল বিয়ে করেছি। আমি শুনেছি সপ্তাহে ৫-৬ বার নিয়মিত হস্তমৈথুন্য করা শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু আমার বউ সপ্তাহে ১৫-২০ আমার সাথে সহবাস করে, তা না হলে অভিমান করে ।
      ১৫-২০ করতে পারি জানাবেন।

      ২. অতিরিক্ত সহবাসে নাকি পুরুষরা তাড়াতাড়ি বুড়া হয়ে যায়? কথাটা কি ঠিক?
      ৩. সহবাসের জন্য কি সুর্নিদিষ্ট কোন নিয়ম কানুন আছে?

      ধন্যবাদ

      Reply
      • Bangla Health

        September 5, 2013 at 2:16 am

        ১. আপনার যদি ক্ষমতা থাকে এবং শরীরে কুলায় তাহলে করতে পারেন। তবে অবশ্যই শরীরের দিকে নজর রাখবেন।
        আর এই সময়টা হয়তো কিছুদিন পরে কেটে যাবে। মানে কিছুদিন পর হয়তো তিনি আর এত ঘনঘন চাইবেন না।
        ২. অতিরিক্তটা আপেক্ষিক শব্দ। যার যেমন ক্ষমতা, সেই অনুসারেই করা উচিত। আপনি যদি না পারেন তাহলে বুঝিয়ে সুজিয়ে এড়িয়ে যাবেন। আরো অনেক ভাবেই তৃপ্তি দেয়া যায়। সেগুলো এপ্লাই করতে পারেন।
        ৩. সুর্নিদিষ্ট নিয়ম কানুন বলতে আপনাকে কামসূত্র ভালো করে জানতে হবে।

  53. বাধন

    January 9, 2014 at 12:52 am

    *যৌ*ন* সমস্যা ১. স্থায়িত্ব ‌১-২ মিনিট বেশি সহবাস করতে পারি না দয়া করেএকটা সমাধান দিবেন ।

    Reply
    • Bangla Health

      January 9, 2014 at 9:26 pm

      কেজেল ব্যায়াম করুন।

      Reply
      • বাধন

        January 11, 2014 at 3:18 am

        কেজেল ব্যায়াম কি ? বিস্তারিত আকারে বলেন এবং চিকিৎসা সেবা বা ঔষধের নাম বলেন দয়া করে ।

      • Bangla Health

        January 15, 2014 at 6:09 am

        এখানে দেখুন- http://www.ebanglahealth.com/3517

  54. hassan

    August 16, 2017 at 2:10 am

    ক*ন*ড*ম ছাড়া এইডস মুক্ত কারো সাথে *যৌ*ন* মিলন করলে কি এইডস হবে????

    Reply
    • Bangla Health

      August 26, 2017 at 7:18 am

      না।

      Reply
  55. মো:আলমগীর আহমদ

    September 26, 2017 at 2:10 am

    আমার লিঙ্গতে প্রশাব করার সময় এবং তার পরও অনেক যন্ত্রণা হয়,,,,,
    এখন কি করব প্লিজ বলেন।

    Reply
    • Bangla Health

      September 28, 2017 at 6:54 am

      প্রচুর পানি পান করে দেখতে পারেন। এছাড়া রাত জাগা বা কোনো নেশা করা চলবে না। এতে ভালো না হলে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করাতে হবে।

      Reply
  56. MD shahadot

    September 12, 2022 at 3:55 am

    Sir ,Amer ak kotin somossa pls bolben ki koro jai bongobondudu madicale porikha kora dilam kono somossa Doro pore nai onk kisu porikha koro hosilo..jemon andoscopy..altra…x re..blad..posrab..etc . Jai hok somossa ta holo akdom sotti kotha..Amer somossa Ami Valo Jani sata dake doctor ra ki bollo Ami sata bissas kori na Tara bole ata kono somossa na kintu Amer onk kosto hoi…jemon lingo gorom hole/ darale & Ami hat Diya sex/ hostumethun Korte parina lingo chamra tan large sunnote khatna er joyant fate chamra linger gorar dika astase …..Aber Valo kore bole Amer somossa ta asa kori buje amake Valo kono pora morsho diben …pls .Amer Soto balai jokhon musolmani koraisilo thokon Amer linger joyant Valo kore nicer dike kata chamra ta linger Sathe Mise nai .pore chamrata oikhane ga ta sukhalo na onk din pore oi somossa dire dire barai chollo but tokhon Ami kawra dakhata pari nai pora chamrai kisu goti goti ki jeno linger matha/ linger joint e utlo & daut pore Ami ota somossa komanor jonno fermacy thake fulogal/ derma osut khaya balo korlam pore Aber kicu din pore Aber oi gula ota .
    .r oi ga te geme chamra khose jai …r chamra fate opore dika asa jer karone lingo gorom/ darale chamrai tan large mone hoi sire asbe. kintu Ami kono doctor ke bolta pari na sorome/ kasr Manus Der o…pray aibe 12/13 year hoiya galo somosser ..r doctor bole ata naki kono somossa na kisu Hobe Aber bole jormo goto somossa kintu Ami Jani kmne ki hoisa tai Amer Valo lagle na..tantion hoi. Akon Amer boyos 23 bosor wight50 kg onk durbol lage r akta Kotha chamra joint fate linger gorar dike jawai linger sidro boro Hoya gasa jer karone posraper sprit kome gasa ..pls akon Ami ki Korte pari…

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips

Return to top