• Skip to main content
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

বিষয়বস্তু অনুসারে

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

অন্যান্য সেকশন

  • লাইব্রেরি
  • ইবুক / PDF
  • জোকস
  • লিরিক
  • ডিকশনারি
  • ই-বাংলা

বাংলা লাইব্রেরি

Read Bangla Books (বাংলা বই) online FREE. No PDF download required for Bengali Books. Bangla Book Library is a Unicode based mobile friendly website.

Bangla Library

পুরুষের শারীরিক মিলন

You are here: Home / ১৮+ / পুরুষের শারীরিক মিলন

ইচ্ছা এবং উত্থান সংক্রান্ত সমস্যা-
শারীরিক মিলনের নানা সমস্যা থাকলেও শারীরিক মিলন থেরাপিস্টার ইদানীং নতুন এক সমস্যার ব্যাপকতা দেখতে পাচ্ছেন। এটি হলো শারীরিক মিলনের ইচ্ছার অভাব এবং পরবর্তীতে শারীরিক সমস্যা। এই ধরনের সমস্যা যেমন শারীরিক মিলন ক্ষুধার অভাব এবং শারীরিক মিলনকর্মের অনীহার বিষয় নিয়ে তারা বর্তমানে বেশ চিন্তিত। নতুন নতুন রোগীদের কেসহিস্ট্রিগুলো প্রায় একই ধরনের হচ্ছে। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে পুরুষেরা নিজেদের এই সমস্যা মেটানোর বিভিন্ন উপায় বাতলে দিচ্ছেন নিজেরাই। পরবর্তীতে তারা শারীরিক মিলনসুখ এবং সুখী শারীরিক মিলন জীবন উপভোগ করছে। তবে এই হার খুবই নগণ্য। ধারণা করা হচ্ছে অনুভূতির ব্যাপারে পুরুষেরা খুবই সন্তুষ্ট না হলেও শারীরিক মিলনে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে।

ইচ্ছা সংক্রান্ত সমস্যা-
দুই ধরনের ইচ্ছা এবং সমস্যা আলোচনায় আসে যেমন-

১. ব্যক্তিগত শারীরিক মিলনের ক্ষেত্রে। যেমন কোনো পুরুষের একা একা শারীরিক মিলনের ব্যাপারে অনীহা থাকতে পারে। সেই ক্ষেত্রে এটি হলো ব্যক্তিগত শারীরিক মিলনের ইচ্ছার অভাব।
২. দম্পতিদের ক্ষেত্রে। দম্পতিদের যে কোনো একজনের বিশেষ করে পুরুষের শারীরিক মিলন ইচ্ছার অভাব। যার ফলে শারীরিক মিলন সšত্তষ্টজনক হয় না।

উত্থানের ইচ্ছা-
উত্থান সংক্রান্ত ইচ্ছা এবং সমস্যার ব্যাপারে পাশ্চাত্যে নানা গভেষণা চলছে। চারটি মূল কনসেপ্ট এই ব্যাপারে সাহায্য করে যে, সমস্যাটা মূলত কোন পর্যায়ের। অনেক সময় মানসিক আবেগ, ভয়-ভীতির জন্য উত্থান দৃঢ় হয় না। অনেক সময় আবার এও দেখা যায় যে, অতি সুন্দরী রমণী দেখেও মৈথুন ইচ্ছা জাগ্রত হয় পরবর্তীতে আবার উত্থান স্তিমিত হতে পারে। অনেকের আবার শারীরিক মিলন ইচ্ছা খুব বেশি তীব্র থাকে না। এটা জন্ম থেকেই হতে পারে। অনেকে শৈশবকালীন সময়ে শারীরিক মিলন যে কোনো ভীতির জন্য পরবর্তী জীবনে অভ্যস্ত হতে পারে না। নারীদের ক্ষেত্রে উত্থান সমস্যা নেই। তবে সমস্যাটা হলো নারীর ভেতরে কোনো উত্তেজনা থাকে না তারা একেবারেই শারীরিক মিলন ইচ্ছা অনুভব করে না। আবার মাসিক চলাকালীন সময়ে নারীর কোনো কোনো সময় তীব্র শারীরিক মিলন ইচ্ছা জাগে পরবর্তীতে আবার তা ঝিমিয়ে পড়ে। তবে পুরুষ এবং নারী উভয়েই বয়সের সাথে সাথে শারীরিক মিলনের ব্যাপারে ন্যুব্জ হতে থাকে। এটা শারীরিক বা মানসিক কারণে হতে পারে। আবার মনোদৈহিক উভয় কারণেই হতে পারে। পাশ্চাত্যে এনিয়ে নতুন নতুন গবেষণা চলছে।

ইচ্ছা কেন-
মূলত খুবই মূল্যবান প্রশ্ন হলো ইচ্ছা কেন জাগবে। পুরুষের ক্ষেত্রে শারীরিক মিলন ইচ্ছা জাগবে নারীর সাথে মনের নানা সুখের কথা চিন্তা করে। কিন্তু এটা স্থিতিস্থাপক ব্যাপর নয়। পুরুষের এমনিতেও লিঙ্গ দৃঢ় হতে পারে। যেমন দীর্ঘক্ষণ প্রস্রাব জমে থাকলে কিংবা প্রাতঃকালীন সময়ে দেখা যায় যে লিঙ্গ শক্ত হয়ে আছে। এটা হলো পৌনপুনিকতা। পুরুষের ইচ্ছার সাথে এক্ষেত্রে পুরুষ সন্তুষ্ট হয় না, যার ফলে স্বমেহনের পথ বেছে নেয়। এতে করেও ইচ্ছার একটি বিষয় জড়িত থাকে। অনেক ক্ষেত্রে শারীরিক মিলনের ইচ্ছার শেষ কথা শারীরিক মিলন থাকে না। অন্য কারণেও ইচ্ছা প্রকাশ পেতে পারে। পাশ্চাত্যের শারীরিক মিলন থেরাপিস্টার মনে করেন, শারীরিক মিলন হলো মূলত ইচ্ছার ব্যাপার, তবে অনেক ক্ষেত্রেই মূলত ইচ্ছার উপরে নির্ভর করেই শারীরিক মিলন এগিয়ে চলে না।

নারী বা পুরুষের শারীরিক মিলনের তীব্রতা তাদের ইচ্ছার ওপর প্রভাব ফেলে। ব্যাপার স্বাভাবিক। তবে কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছা বেশি থাকলেও তীব্রতা ততোটা থাকে না যার ফলে য়ৌন সমস্যার উদ্ভব হতে পারে।

সঙ্গিনীর মাধ্যমে লিঙ্গের উত্তেজনা-
আপনার সঙ্গিনী হাতে পিচ্ছিল পদার্থ নিয়ে আপনার গোপনাঙ্গ স্পর্শ করবে। শরীরের অন্যান্য স্থানে মর্দন করা হলেও মূলত গোপনাঙ্গ হবে প্রধান টার্গেট। অনেক পুরুষ এইভাবে উত্তেজিত হতে পছন্দ করে। তারা নারীর একান্ত স্পর্শগুলো চায় তাদের গোপনাঙ্গে। মূলত চুমু কিংবা মুখের লেহন তাদেরকে অতিমাত্রায় উত্তেজিত করতে পারে। দেখুন এইভাবে যদি আপনার উত্তেজনা চূড়ান্ত না হয় তবে আপনার শারীরিক মিলন সমস্যা রয়েছে। মূলত সমস্যাটি শারীরিক মিলন অনুভূতি কেন্দ্রিক। চেষ্টা করুন কিংবা সঙ্গিনীর সাহায্য নিন। একবার অথবা বারবার। এভাবে করতে থাকলে শারীরিক মিলনের ইচ্ছা বেড়ে যাবে। আপনি এভাবে যদি স্পর্শকাতরতা অনুভব করেন এবং অধিক মাত্রায় তা অনুভব করেন তবে বুঝতে হবে আপনার উত্তেজনা একেবারে ফুরিয়ে যায়নি। আপনি শারীরিক মিলন সক্ষম এবং এটি শারীরিক মিলন সক্ষমতা বাড়ানোর একটি বিশেষ কৌশল।

গোপনাঙ্গ স্পর্শ ছাড়া শরীর স্পর্শ-
এটি ব্যাপক উত্তেজনা বাড়ানোর কৌশল । সঙ্গিনী তার শরীর দিয়ে, চুল দিয়ে,হাত দিয়ে, মুখ দিয়ে আপনার শরীর উত্তেজিত করে তুলবে। কিন্তু আপনার গোপনাঙ্গে স্পর্শ করবে না। এতে করে আপনার শারীরিক মিলন উত্তেজনা চূড়ান্ত হবার সম্ভাবনা আছে। আপনি যদি দেখেন আপনার সঙ্গিনীর এসব স্পর্শে আপনার লিঙ্গ একাই দৃঢ় এবং শক্ত হচ্ছে, তবে বুঝতে হবে আপনি শারীরিক মিলন সামর্থ্য হারাননি। বিষয়টি কিন্তু খুবই ইতিবাচক। এভাবে সঙ্গিনীর মাধ্যমে শারীরিক মিলন স্পর্শের দ্বারা শারীরিক মিলনানুভূতি তুমুল করে তুলতে চেষ্টা করুন।

উত্থানকে বাড়ানো কমানো-
এটি অন্য একটি কৌশল যা সঙ্গিনীর দ্বারা বা আপনি নিজের হাতেই করতে পারেন। শরীরকে সম্পূর্ণ উত্তেজিত করে আবার অনুত্তেজনা অবস্থায় ফিরে আসতে হবে। এতে করে শরীরে উত্থান কমে যাবে। এরপর আবার শরীরকে উত্তেজিত করতে হবে। এটি স্বমেহনের মাধ্যমে বা সঙ্গিনীর স্পর্শের মাধ্যমে হতে পারে। শারীরিক মিলন অনুভূতি চূড়ান্ত হতে থাকলে আবার শরীরকে উত্তেজনাহীন করতে হবে। মনে হয় এটি সবচেয়ে স্মিক্স প্রক্রিয়া শরীরে শারীরিক মিলন বাড়ানোর কৌশল হিসেবে। অনেক ক্ষেত্রেই এটি খুব কষ্টকর হতে দেখা গেছে। আপনাকে সবসময় মনে রাখতে হবে শারীরিক মিলন এক ধরনের খেলা এতে হারজিতের কিছু নেই। সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারাই মূল বিষয়। চেষ্টা করুন এবং সফল হন। শারীরিক মিলনের ইচ্ছা বাড়ানোর জন্য এই কৌশলটি খুবই উপকারী।

আপনার লিঙ্গে উত্তেজনা কোথায়-
আপনাকে খুজে দেখতে হবে আপনার লিঙ্গে কোথায় উত্তেজনা লুকিয়ে আছে। অনেকে মনে করেন লিঙ্গের পুরোটাতেই উত্তেজনা থাকে। ব্যাপারটি কিন্তু পুরোপুরি সত্যি নয়। পরীক্ষা করে দেখুন, হাতে পিচ্ছিল পদার্থ নিয়ে লিঙ্গে ঘষতে থাকুন। লিঙ্গের কোনো এক অংশে তুমুল উত্তেজনা লুকিয়ে আছে। আপনি বুঝতে চেষ্টা করুন শারীরিক মিলনের সময় এই অংশটাতেই অধিক চাপ এবং স্পর্শ পাবার চেষ্টা করুন। এতে করে উত্তেজনা স্থায়ী হবে। এভাবে কৌশলটিকে রপ্ত করার চেষ্টা করুন।

লিঙ্গের মুখের লেহন-
অনেক দম্পতিই হয়তো এটি পছন্দ করেন না। বিশেষ করে নারীরা এটি অপছন্দ করেন বেশি। পুরুষ সঙ্গীর লিঙ্গ মুখে নিয়ে চুষে, চেটে দেয়া এবং আলতো কামড় দিতে থাকলে পুরুষের উত্তেজনা সীমাহীন পর্যায়ে পোঁছে যায়। অনেক দম্পতি অবশ্য একে অরুচিকর মনে করেন। আপনার সঙ্গিনী যদি এটি পছন্দনা করেন তবে জোরাজুরি করবার দরকার নেই। অনেক ক্ষেত্রেই তা সমস্যার সৃষ্টি করতে পারে। বুঝতে চেষ্টা করুন যে, শারীরিক মিলন হলো পারস্পারিক সৌহার্দ্য এবং সম্প্রীতির বিষয়ে যেমন তার হাতের সাহায্য নিতে পারে।

শারীরিক মিলনিতে আস্তে আস্তে লিঙ্গ সঞ্চালন-
শারীরিক মিলনের সময় প্রথমেই লিঙ্গ জননাঙ্গতে ঢোকানো উচিত নয়। এতে করে পুরো তৃপ্তি অনেক সময়ই পাওয়া যায় না। অন্যান্য শারীরিক মিলনক্রীড়ার পরে চূড়ান্ত উত্তেজনার পূর্বে পর্যন্ত জননাঙ্গতে লিঙ্গ প্রবেশের প্রয়োজন নেই। নারীকে উত্তেজিত করে তুলুন এবং নিজে উত্তেজিত হোন। তারপর জননাঙ্গতে ধীরে ধীরে লিঙ্গ সঞ্চালন করুন। এর ফলে শারীরিক মিলনতৃপ্তি ঘনীভূত হবে বেশি। লক্ষ্য রাখবেন শারীরিক মিলনের কোন আসনে বা কোন পর্যায়ে আপনার স্খলন দ্রুত হয়। সেই আসন বা পর্যায়গুলো পরিত্যাগ করুন। এতে করে শারীরিক মিলন অধিক সুখকর হবে।

শারীরিক মিলনিতে লিঙ্গ সঞ্চালন-
দেখা যেতে পারে জননাঙ্গর ভেতর আপনি কতক্ষণ অবস্থান করতে পারেন। প্রথমে আলতোভাবে আপনার লিঙ্গ তার জননাঙ্গতে স্থাপন করুন। চাপ দিন এবং ধীরে ধীরে সঞ্চালন শুরু করুন। খুব মৃদুভাবে লিঙ্গকে যাতায়াত করাতে থাকুন। এতে করে উত্তেজনার মাত্রাকে পর্যবেক্ষণ করা সহজ হবে। আস্তে আস্তে যাতায়াতের পরিমাণ বাড়াতে থাকুন এবং দ্রুতলয়ে লিঙ্গ যাতায়াত করাতে থাকুন। আপনি আপনার স্ত্রীর জননাঙ্গতে যত বেশি সময় অবস্থান করতে পারবেন ততো আপনার শারীরিক মিলন ক্ষমতা বেশি তা প্রমাণ হবে। এই কৌশলে প্রথম প্রথম ব্যর্থ হলেও এটিকে রপ্ত করতে থাকুন। লিঙ্গ দৃঢ় করার পরে তার জননাঙ্গতে কিছু সময় রাখার পরে তা বের করে আনুন। নিস্তেজ হোন, আবার সক্রিয় হোন। এই ভাবে দীর্ঘক্ষণ শারীরিক মিলনের কৌশল আয়ত্ত করুন।

জোর ইচ্ছা-
পূর্বের আলোচনারই ধাপ এটি। শারীরিক মিলনের ইচ্ছা হলো বিশেষ এক ধরনের শক্তি। ধারণা করা হয় ইচ্ছা ছাড়া শারীরিক মিলন সম্ভব নয়। শারীরিক মিলনের পূর্বে নানা রকম শারীরিক ক্রীড়া বা শারীরিক মিলনক্রীড়া পুরুষ এবং নারীকে অতি মাত্রায় উত্তেজিত করতে পারে। এগুলো হলো শারীরিক মিলন সহায়ক। আর শারীরিক মিলনের সহায়ক হলো ইচ্ছা। এটি ছাড়া মূলত শারীরিক মিলন কখনোই সম্ভব হতে পারে না।

শারীরিক মিলনের ইচ্ছা বা আগ্রহের বিষয়ে কিছু বাধা-
কিছু কিছু সমস্যা এবং বাধা শারীরিক মিলনের ইচ্ছা বা আগ্রহের ব্যাপারে বিশাল কারন হয়ে দাঁড়ায়।

সঙ্গী বা সঙ্গিনীর সাথে শারীরিক মিলনের অসামঞ্জস্যতা-
অনেকক্ষেত্রে দেখা যায় যে, যে কোনো একজন অন্যজনের ওপর শারীরিক মিলনের ব্যাপারে সন্তুষ্ট। এর ফলে আগ্রহ বা শারীরিক মিলন ইচ্ছা কমে যেতে পারে। আবার অনেক স্বামীর অভিযোগ এমন থাকে যে, তার স্ত্রী খুব একটা আবেদনময়ী নয়, যার ফলে তার শারীরিক মিলনের ইচ্ছা জাগে না। এরকম অভিযোগ অনেক স্ত্রীদের কাছ থেকেও শোনা যেতে পারে।

অসন্তোষমূলক শারীরিক মিলন-
সঙ্গিনী অধিকাংশ সময় মনে করে এবং কার্যত দেখতে পায় যে, তার সঙ্গী তার প্রতি অধিক মনোযোগী নয়। যা আদৌ তার পছন্দ নয়। এর ফলে অসন্তোষ সৃষ্টি হয় শারীরিক মিলনের ক্ষেত্রে।

ওষুধ-
অনেক আছে যা গ্রহনের ফলে শারীরিক মিলনের ইচ্ছা হ্রাস পায়। এ সম্বন্ধে সচেতন হওয়া উচিত।

শারীরিক সমস্যা-
শারীরিক নানা সমস্যার জন্যও শারীরিক মিলনের ইচ্ছায় ভাটা পড়তে পারে। যেমন-অনেক ক্রমিক রোগ আছে যা দীর্ঘদিন ধরে চলতে থাকার ফলে শরীরের অন্যান্য অঙ্গ এবং ইন্দ্রয়গুলো দুর্বল হয়ে পড়ে। প্রায় ক্ষেত্রেই শারীরিক মিলনের আকাক্সক্ষা নিস্তেজ হয়ে পড়ে। হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের প্রকোপ ইত্যাদি কারণে শারীরিক মিলন ইচ্ছা দূরীভূত হতে পারে। নারীদের ক্ষেত্রে মাসটেকটোমি ভয়ের কারণ হয়ে দাঁড়ায় এবং তারা শারীরিক মিলনে অনাগ্রহী হয়।

ডিপ্রেশন-
পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ লোক এই সমস্যায় ভোগে এবং এর ফলে শারীরিক মিলনের ইচ্ছা হারায় অনেকে। যদি কেউ ডিপ্রেশনের জন্য শারীরিক মিলনের ইচ্ছা হারায় তবে শারীরিক মিলন থেরাপির পরিবর্তে আগে ডিপ্রেশনের চিকিৎসা করা উচিত।

মনোদৈহিক চাপ-
অতিরিক্ত কাজের চাপ এবং মনোদৈহিক চাপের কারণে অনেকে শারীরিক মিলনের ইচ্ছা হারায়। তারা কোনো কিছুতেই মন বসাতে পারে না এমনকি শারীরিক মিলনতেও নয়।

অতিরিক্ত কাছাকাছি থাকার ভয়-
অনেক নারী এবং পুরুষ বেশি মাত্রায় কাছাকাছি চলে আসার পর দেখা যায় যে তারা শারীরিক মিলনে স্পৃহ হারায়। এই রকম ভীতির জন্য তারা শারীরিক মিলনে অপারগতা হয় । এটি এক ধরনের মানসিক রোগ। থেরাপি এবং শারীরিক মিলনের কৌশল পরিবর্তনে এ থেকে মুক্তি পাওয়া যায়।

শারীরিক মিলন ভীতি-
অনেক নারী বা শিশু নানা রকম নির্যাতনের মুখোমুখি হবার পর শারীরিক মিলনের ব্যাপারে ভীতি, ভয়ে ভুগতে থাকে। ফলে শারীরিক মিলনে তারা কখনোই সঠিকভাবে অংশগ্রহণ করতে পারে না। এটিও এক ধরনের মানসিক সমস্যা। উঁচু মাত্রার থেরাপিতে এটি আরোগ্য হতে পারে।

Source: blogspot.com

August 3, 2009
Category: ১৮+Tag: মাসিক

You May Also Like…

স্বাস্থ্যকর সম্পর্কই সুন্দরভাবে বেঁচে থাকার সবচেয়ে বড় ‘মোটিভেশন’

দাম্পত্য সম্পর্ক উন্নয়নে ঘনিষ্ঠতা কেন জরুরি

এই সাত অভ্যাস বলে দেবে আপনারা দুজন দুজনার

এই সাত অভ্যাস বলে দেবে আপনারা দুজন দুজনার

ছবির বিষয় যৌনতা আর গুপ্তরোগ নিয়ে সচেতনতা

Previous Post:উভকামী
Next Post:একান্ত গোপন অপরাধ

Reader Interactions

Comments

  1. RATUL

    June 17, 2011 at 10:53 am

    আমার বয়স এখন ২৯ ।আমি এই পড়োজোণ্টো কারো সাথে মীলোণ করীই।আমি ছোট কাল থেকে (১৯৯৫ সাল) নিযে নিযে হাণ্ডেলীঞ করি ।কিন্তু এখন আমি আগের মত কোণো এনাজি পাইনা

    Reply
  2. rakesh

    June 17, 2011 at 2:16 pm

    my panies is 4″ but i want is 6″without medicin, only natural event

    Reply
    • akash ghosh

      March 24, 2012 at 1:46 am

      unfit lingo kake bole ?
      ki kore ami bujhbo amar unfit lingo ?

      Reply
      • Bangla Health

        March 25, 2012 at 10:51 am

        অল্পতেই এবং ঘনঘন একটু করে উত্তেজিত হয়ে যাওয়া, তাড়াতাড়ি বীর্যপাত করে ফেলা, সেক্সের এক পর্যায়ে নুইয়ে পড়া, তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাওয়া- এরকম সব কিছু মিলিয়েই লিঙ্গ তথা ঐ লিঙ্গধারীকে “আনফিট” বলা যেতে পারে।

  3. labu

    June 25, 2011 at 10:33 am

    sex r bhalo lagena keno

    Reply
    • Bangla Health

      June 29, 2011 at 9:59 am

      টায়ার্ডনেশ অন্যতম একটা কারণ হতে পারে।

      Reply
  4. অনিল

    December 20, 2011 at 5:53 pm

    আমার সমস্যা হল আমার লিঙ্গ একা একা দারাই না।আমার বয়স ২৪।আমি কিছুদিন আগে প্রথম sex করতে যাই কিন্তু করতে পারি নাই কারন আমার লিঙ্ দারাই নাই,আমি বিগত ৬/৭ বছর হইথুমইথুন করি আমি ভাবছি এর জন্য আমার লিঙ্ দুর্বল মৈথুন বাদ দিলে ঠিক হয়ে যাবে এবং আমি প্রাই ১ বছর হল বাদ দিয়েছি তার পর আবার যখন sex করতে যাই তখন আবার একি সমস্যা এর কারন কি? এবং কি ভাবে আমি এর হাত থেকে মুক্তি পেতে পারি? ও আঁকটি কথা আমি যখন পিসি তে পরন/এক্স মুভি দেখি তখনঠিকমত দাঁরাই।

    Reply
    • Bangla Health

      December 22, 2011 at 6:39 am

      সেক্সের সময় লিঙ্গ উত্থিত না হওয়ার অন্যতম প্রধান কারণ হলো মানসিক দুশ্চিন্তা এবং ভয়। আপনার এটাই হয়েছে মনে হয়। এরপর আসবে শারীরিক ফিটনেসের ব্যাপার। একেবারে বাদ দিলেই ভালো হবে না। দেখতে হবে শরীর ঠিক থাকছে কিনা, খাওয়া ঠিক হচ্ছে কিনা, রাতে নিয়মিন পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা।

      Reply
  5. শ

    December 22, 2011 at 11:44 am

    স্যার আমি আমার স্ত্রীর সাথে সঙ্গমের সময় বিজ্য বের হওয়ার আগে আমার লিঙ্গ চেপে ধরে রাখি এতে কি আমার লিঙ্গের কোন ক্ষতি হবে? শুনলাম চাপে রগ ফেটে যেতে পারে এটা কি ঠিক? আমি বিয়ে করেছি ৪ মাস আর ক*ন*ড*ম দিয়ে করলে আমার স্ত্রীর ভাল লাগেনা সে পিলও খায় না আমি কি করতে পারি?

    Reply
    • Bangla Health

      December 26, 2011 at 5:27 am

      বীর্যপাতের সময় লিঙ্গ চেপে রাখলে বীর্য প্রসাবের সাথে মিশে গিয়ে পরে প্রসাবের সাথে বেরিয়ে আসে। তবে এটা বেশী না করাই ভালো। রগ ফেটে না গেলেও পরে লিঙ্গে অযথা ব্যথা হতে পারে। তবে সঙ্গমের সময় কখন লিঙ্গ চেপে ধরেন সেটা ক্লিয়ার না। যেহেতু নতুন বিয়ে এবং বাচ্চা নিতে চান না তাই যদি জননাঙ্গ অভ্যন্তরে লিঙ্গ থাকা অবস্থায় চেপে রাখেন তাহলে এ পদ্ধতি সবসময় নাও কাজ করতে পারে। এছাড়া নিজেদের উপর কন্ট্রোল থাকলে অনেকে বীর্যপাতের সময় লিঙ্গ বের করে আনেন। তবে আপনাদের উচিত ক*ন*ড*ম বা পিলের যে কোনো একটা বেছে নেয়া।

      Reply
  6. sami

    December 23, 2011 at 11:23 am

    poti bar sex korar por,sorirer dorbolota katanor jonno amader ki doroner ki poriman khabar khata hoba.

    Reply
    • Bangla Health

      December 26, 2011 at 10:57 am

      প্রতিবার সেক্সে কত ক্যালরি শক্তি খরচ হয় সেটা সঠিক ভাবে নির্ণয় করা সম্ভব নয় কেননা সবার সময় এবং এক্টিভিটি সমান নয়। তবে গড়ে ৩০ মিনিটের একটা সেক্স সেশনে ১৪৪+ ক্যালরির মত শক্তি বার্ণ হয় যা আলাদা একগ্লাস দুধে পাওয়া যায়। সেক্সের পর মধু দিয়ে এক গ্লাস দুধ খেলে এনার্জিটা পূরণ হয়ে যাবে। এছাড়া শরীরের ওজন এবং শারীরিক এক্টিভিটি অনুসারে রেগুলার খাবার খাওয়া উচিত।

      Reply
  7. নাম প্রকাশে অনিচ্ছুক

    December 23, 2011 at 12:38 pm

    আমার বয়স ৩৩ বছর উচ্চতা ৫/১১ আর ওজন ৭২ কেজি। আমার বিয়ের প্রায় ৬ বছর হলো । বিয়ের পর থেকে কোন সমস্যা ছিল না , কিন্তু হঠাৎ করে এই বেশ কদিন থেকে একটি সমস্যা দেখা দিচ্ছে আমার স্ত্রীর সাথে যখন সারাদিন কোন রকম সেক্সুয়াল কিছু করি তখন লিঙ্গ উথ্থিত হয় কিন্তু যখন তার সাথে সহবাস করতে যাবো তখন লিঙ্গ উত্থিত হযে আবার নেমে যাচ্ছে । আমি বুঝতে পারছি না এটা আমার কোন সমস্যা হলো কিনা ? এছাড়া আমার আর কোন সমস্যা নেই , আমি এই ব্যাপারটি নিয়ে একটু দুঃশ্চিন্তায় আছি বিস্তারিত জানালে উপকৃত হতাম। এখানে একটা কথা আমি প্রায় দুই মাস থেকে বাসায বসা অবস্থায় আছি কর্মক্ষেত্রে যাচ্ছি না , সারাদিন বাসায আছি , এতে করে আমি সারা দিন আমার বউয়ের সংগ পাচ্ছি , । এমনিতে স্তীর সাথে কোন কিছু করলে লিঙগ দারা হচ্ছে কিন্তু কাজে যাবার সময কেন হচ্ছে না ? আমি কি কোন ডাক্তারের সরনাপন্ন হবো …অনুগ্রহ করে জানাবেন

    Reply
    • Bangla Health

      December 26, 2011 at 11:01 am

      ডাক্তারের কাছে যাবার মত কিছু হয়েছে বলে মনে হচ্ছে না। খুব সম্ভবত আপনাকে আলসেমিতে পেয়ে বসেছে। মানসিক দুশ্চিন্তা থাকলে সেগুলো ঝেড়ে ফেলুন। আর সারাদিন বাসায় না থেকে মাঝে মাঝে বাইরে থেকে ঘুরে আসুন। নিয়মিত কিছু শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন।

      Reply
  8. বা‍প্পি

    December 24, 2011 at 12:15 pm

    সাধারনতঃ কোন্‌ কোন্‌ স্বাবাভিক খাবার খেলে সেক্সস্‌ স্বায়ী থাকে । প্রতি দিন সেক্সস্‌ করলে কোন্‌ ক্ষতি হবে ? Target-100 +e-cap খেলে কোন্‌ ক্ষতি হবে ? আগে সেক্সস্‌ করার পরও
    শরীর গরম হয়ে যেত ও লিঙ্গ বেশ শক্ত থাক্‌তো , তখন স্ত্রীর আগ্রহ থাক্‌তো না বলে খারাপ লাগত । এখন তা কেন হয় না ?

    Reply
    • Bangla Health

      December 26, 2011 at 11:35 am

      কতবার এবং কতদিন অন্তত অন্তর সেক্স করতে পারবেন সেটা আপনার শরীরই বলে দেবে। শরীর ভালো থাকলে বেশী বার পারবেন। ঔষধ খেলে সাময়িক ভাবে ফল পাবেন তবে কিছু না কিছু সাইড এফেক্ট থাকবেই যা পরে সমস্যা করবে।
      আগে হত, এখন হয় না- আগের সাথে বর্তমান শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কি?

      Reply
  9. নাম প্রকাশে অনিচ্ছুক

    December 24, 2011 at 8:46 pm

    অতি সামান্ন উত্তেজনায় (কোন sexy song,movie দেখলে, কোন মেয়ের সাথে সংঘর্স লাগ্লে)আমার বীর্য বাহির হবার আগে পাতলা পিচ্চিল পদার্থ বাহির হয়ে যায়, তারপর বীর্য বাহির হয়।ভেরিকোসাল এর কারনে কি এমন হচ্ছে? আমার আর কোন প্রব্লেম হয় না।এটা যদি কোন সমসসা না হয় তাহলে আমার মনে হয় সব ঠিক আছে ।
    তাহলে আমি কিভাবে sure হব যে আমার ভেরিকোসাল হয়েছে?

    Reply
    • Bangla Health

      December 26, 2011 at 11:55 am

      ভেরিকোসালটা রক্তনালীর সাথে সম্পর্কযুক্ত। এতে শিরা প্রসারিত হয়ে স্ফিত হয়ে যায় অর্থাত দৈর্ঘ্য-প্রস্থ বেড়ে যায়। আর বীর্যপাতের আগে সেক্সুয়াল এক্টিভিটির সময় মাঝে মাঝে এমন পিচ্ছিল পদার্থ বের হওয়া স্বাভাবিক একটা ব্যাপার।

      Reply
      • নাম প্রকাশে অনিচ্ছুক

        December 28, 2011 at 6:25 pm

        তাহলে আমি কিভাবে sure / বুযবো হব যে আমার ভেরিকোসাল হয়েছে?

      • Bangla Health

        December 29, 2011 at 9:25 pm

        সাধারণত ভেরিকোসাল হলে শিরাগুলো দৈর্ঘ্য-প্রস্থে বেড়ে গিয়ে স্ফিত হয়ে যায়, ফুলে যায়। তবে নিশ্চিত হওয়ার জন্য ডাক্তার দেখাতে হবে।

  10. mon kharap

    December 25, 2011 at 10:52 pm

    আমার বয়স ২২ বৎসর। আমার সমস্যা হল পেনিস সাইজ নিয়ে । নরম অবস্থায় ১ ইনচি আর শক্ত হলে ২.৫ ইনচি হয় , যা আমার কাছে বড় অসস্থির ব্যাপার হয়েছে। আর একটা সমস্যা হল বীযস্থলন খুব অল্প সময়ে হয়, ১ মিনিট বা ১.৩ । প্লিজ আমাকে একটা সমাধান দেন যাতে পেনিস বড় করা ও বীযস্থলন দেরিতে হয়। …পেনিস বড় করাই মূল…প্লিজ সাহায্য করুন…..

    Reply
    • Bangla Health

      December 26, 2011 at 12:40 pm

      আসলে পেনিস সাইজ স্থায়ী ভাবে বড় করার কোনো পদ্ধতি এখনো বের হয় নাই। তাই এ ব্যাপারে আপনাকে কোনো পথ দেখাতে পারছি না বলে দুঃখিত।
      বীর্যপাত ব্যাপারটার জন্য মনের উপর কন্ট্রোল আনতে হবে। সেক্সের সময় অনেক কৌশল অবলম্বন করতে হবে। যেমন, উত্তেজিত হয়ে গেলে তখন সামান্য বিরতি দিয়ে আবার উত্তেজনা কমিয়ে এনে পরে আবার শুরু করা।

      Reply
  11. প্রব্লেম ডট কম

    December 28, 2011 at 6:28 pm

    আমার বয়স ২১,উচ্চতা ৫’৮’’,ওজন ৫৪ কেজি।দেখতে অনেক স্লিম। আমি দীর্ঘদিন যাবত ব্রন সমস্যায় ভুগছি।আমি ডাক্তারের কাছে গেলে তিনি আমাকে Shafi,Tetracycline,Seboinex gel দিয়াছেন। আমি ৬ মাস যাবত ওষধ খাই,তারপর আমার ব্রন কমে গিয়াছিল।এখন ওষধ খাওয়া বন্ধ করেছি ।আমার আবার ও ব্রন উঠতেছে। আমার কোন বদ অভ্যাস নেই।আমি এখন কি করব? প্লিজ আমাকে পরামর্শ দিন।

    Reply
    • Bangla Health

      December 29, 2011 at 10:04 pm

      সত্যি কথা বলতে কি ব্রণের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নাই। এটা হওয়ার সঠিক কারণটাই এখনো কেউ ধরতে পারেন নাই। কেউ বলেন হজমের সমস্যার জন্য, কেউ বলেন ধূলোবালির জন্য, কেউ বলেন হরমোনের জন্য, কেউ বলেন বাজে চিন্তাভাবনার জন্য, ইত্যাদি। তবে এটা ঠিক যাদের সুন্দর সুস্থ্য লাইফস্টাইল থাকে তাদের এসব কম হয়।
      আপনি মুখে কখনোই তেল বা সাবান মাখবেন না। এমনকি মাথায় শ্যাম্পু মাখার সময়ও যেন ফেনা মুখে না লাগে। ফেসওয়াস দিয়ে ঘুমানোর আগে একবার মুখ ধুয়ে ফেলবেন। তবে ফেসওয়াসটা ফ্রাগ্রান্স ফ্রি অর্থাৎ এলকোহল ফ্রি হতে হবে। ধূলোবালি বা রোদের মধ্যে যাবেন না। প্রচুর পানি পান করবেন। অযথা রাত জাগবেন না। সময়মতো ঘুমাবেন, খাবেন।

      Reply
  12. PRINCE

    February 23, 2012 at 8:59 pm

    আমার লিঙগ বড় করতে চাই।এখন কী করব?

    Reply
    • Bangla Health

      February 27, 2012 at 4:33 am

      কিছু করার নাই। লিঙ্গ বড় করার কোন পদ্ধতি এখনো বের হয় নাই।

      Reply
  13. Kamal

    February 27, 2012 at 2:18 pm

    বীযস্থলন খুব অল্প সময়ে হয়, ১ মিনিট বা ১.৩

    Reply
    • Bangla Health

      March 1, 2012 at 9:14 am

      ভিন্ন ভিন্ন পজিশনে করে দেখুন। শারীরিক ফিটনেস বাড়ান। সেক্সের সময় কোন মানসিক দুশ্চিন্তা করা যাবে না।

      Reply
    • noyon

      March 2, 2012 at 2:59 am

      hamdard.com.bd/products/products-list/132-tila-jadeed

      i think it will be help everybody to incrase penis erection,size and more penis problem.

      Reply
  14. kamal

    March 19, 2012 at 11:46 am

    ভিন্ন ভিন্ন পজিশনে করে hoi na. 132-tila-jadeed ata diaou dekesi.

    Reply
    • Bangla Health

      March 21, 2012 at 3:06 am

      কিছুদিন কেজেল ব্যায়াম করেন।

      Reply
  15. নিলয় খান

    March 20, 2012 at 3:09 am

    স্যার,
    বাঙ্গালী মেয়েদের গড় উত্তেজনা অর্থাৎ মিলনের সময়কাল কতক্ষন হলে তারা তৃপ্ত হবে বলে আসা করা যায় ? মিলন শুরু করার পর গড় স্থাইত্য মোটামুটি কতক্ষন হওয়া উচিৎ , জানালে খুব উপকার হবে………………

    Reply
    • Bangla Health

      March 21, 2012 at 4:58 am

      নির্দিষ্ট সময় নেই। তবে মিলনে শুধু তৃপ্তিই নয়, আরো অনেক শারীরিক ব্যাপার জড়িত থাকে বলে আদর থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা সেশন মোটামুটি ৩০ মিনিট হওয়া উচিত।

      Reply
  16. যুবায়ের

    March 21, 2012 at 7:55 am

    ডিলডো কি? ডিলডো পরে বা ডিলডো ব্যবহার করে সেক্স করে স্ত্রীকে কতটুকু সন্তুষ্ট করা যায় ? বিশেষ করে যেসব পুরুষের SEXস্থায়ীত্ব কম তাদের জন্য কতটা উপকারি ?

    Reply
    • Bangla Health

      March 22, 2012 at 9:51 pm

      এটা কৃত্রিম লিঙ্গের মত একটা সেক্স টয়। অনেকটাই সন্তুষ্ট করা যায়। প্রথমে আদর করে এটার ব্যবহার করে নিয়ে পারেন। পরের দিকে মিলিত হতে পারেন।
      তবে এটা ব্যবহারে মেয়েদের ইচ্ছাটার ব্যাপারটাও দেখতে হবে।

      Reply
  17. তানভির

    March 25, 2012 at 4:11 pm

    স্যার,
    অামার বয়স ৩৩ বছর। ‍‍‍‍‍‍‍‍বি‍‍বাহ ক‍‍‍রে‍ছি ৮ বছর, প্রথম দি‍কে ‍*যৌ*ন* মিল‍নে অ‍‍নেক দে‍রি‍তে বীর্য বের হ‍তো। কিন্তু ‌ইদানিং দু্‌‍ই মি‍‍নি‍টের বে‍‍শি থাক‍তে পারিনা। অ‍নেক রকম চেষ্টা ক‍রা স‍ত্তেই হ‍চ্চেনা। অামি কি কোন ঔষধ সেবন কর‍ তে পা‍রি? দয়া ক‍রে ঔষ‍ধের নাম দি‍‍বেন।

    Reply
    • Bangla Health

      March 27, 2012 at 9:37 am

      ঔষধ না; আপনার শরীরের দিকে নজর দিন। ফিটনেস কমে গেছে।

      Reply
  18. kosto_jibon

    March 26, 2012 at 12:58 am

    আমার বয়স ৪৬ বসসর আমার সমসসা হল ।বিয়ে করেছি ৩৭ বসসর এ এখন আমার সমসসা হল আমি আমার বউ এর কাছে গেলে আমার লিঙ্গ গরম হয়না । এবং আমার ডায়াবেটিস সমসসা আছে একন আমাকে কি করতে হবে দয়া করে জানাবেন

    Reply
    • Bangla Health

      March 30, 2012 at 1:46 am

      ইচ্ছেটা কি শারীরিক ভাবে নাকি মানসিক ভাবে হচ্ছে না? অবশ্য দুইভাবেই হতে পারে। যেমন স্বাস্থ্য খারাপ থাকলে বা শারীরিক দূর্বলতা অনুভব করলে মানসিক ভাবেও এসব এড়িয়ে থাকতে চাইবেন। আবার মানসিক ভাবে দুশ্চিন্তাযুক্ত থাকলেও তার প্রভাব শরীরে পড়বে এবং এসব করতে ইচ্ছে হবে না।
      যেহেতু ডায়াবেটিস আছে, তাই ধরে নিচ্ছি শারীরিক ভাবে পুরোপুরি ফিট নয়। সেই সাথে মিডল এজ ক্রাইসিস বলেও একটা ব্যাপার আছে। আপনার এখন শরীর ঠিক রাখতে যা করার দরকার, তাই করা উচিত আগে। অবশ্যই ব্যায়াম করতে পারলে খুব ভালো হয়। সেই সাথে খাওয়া-দাওয়ার দিকেও নজর দিতে হবে। দুশ্চিন্তা বাদ দিয়ে রাতে অনেক ঘুমাতে হবে। এতে করে শরীর বার চাঙ্গা হয়ে উঠবে।

      Reply
  19. ্সুমন২০১২

    March 26, 2012 at 2:15 pm

    ‍অ‍াম‍ার লিঙ্গ ছোট vimax খেলে কি ল‍াভ হবে?

    Reply
    • Bangla Health

      March 30, 2012 at 1:58 am

      লিঙ্গ বড় করার কোন উপায় নাই। কোন কিছুতেই এটা বড় করা যায় না।

      Reply
  20. তান‍ভীর

    March 27, 2012 at 4:19 pm

    স্যার,
    অামি যখন বি‍য়ে ক‍ ের ‍ছিলাম তখন অামার অ‍ য়ে ট ছিল ৫২ কে‍জি। কিন্তু অামার বর্তমান অ‍য়েট ৬২ কে‍জি। তাহ‍ লে কি অ‍ য়েট বাড়ার কার‍ নে এই সমস্যা তৈ‍ রি হ‍ য়ে‍ ছে?

    Reply
    • Bangla Health

      March 30, 2012 at 4:15 am

      আপনার উচ্চতা কত?
      ৬২ কেজি খুব বেশি মনে হয় না। ওজন বাড়া/কমা মানেই ফিটনেস নয়। ফিটনেস হলো শারীরিক ভাবে কাজ করার ক্ষমতা। আপনার ওজন বাড়লেও শারীরিক ভাবে দূর্বল থাকতে পারেন। ওজন যদি পেশীতে না বেড়ে ফ্যাটে বাড়ে, তাহলে শরীর দূর্বল হবে।
      খাওয়া-দাওয়া, ঘুম- এসবের দিকে নজর রাখুন। দুশ্চিন্তা এড়িয়ে চলুন।

      Reply
  21. নিলয় খান

    April 3, 2012 at 2:56 pm

    আমার বয়স ২৫,কিছুদিন আগে আমার গার্লফ্রেণ্ডের সাথে সেক্স করতে যাই।এটাইছিল আমার জীবনের প্রথম সেক্স।কিন্তু সেক্সএর সময় একপর্যায় হঠাৎ করে আমার লিঙ্গ নিচতেজ হয়ে পরে।অনেক চেস্টা করার পর কিছুটা উত্তেজিত হয় কিন্তু স্বাবাভিক ছিলনা, ঐ অবস্থায় মিলন করার পর খুব আল্প সময়ের মধ্যেই বীর্যপাত হয়ে যায়।এ সময় আমার বামপাশের অন্ডোকোষ কিছুটা ব্যাথা করছিল।ঐ ঘটনার পর ওর কাছে যেতে সবসময় একটা ভয় কাজ করে।আমার ভিতরে কনফিডেন্স কমে গেছে।যদি আবারো একই ঘটনা ঘটে……………………………তাহলে আমাদের সম্পর্কের উপর একটা প্রভাব পরবে।তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ব্যাপারটা কে সাভাবিক করার জন্য ওর সাথে সেক্সএর অন্তত প্রথম ২/৩ দিন আমি ঔষধের সাহায্য নেব।যদিও আমি জানি এটা সাস্থের জন্য ভাল না তারপরো………………মাত্র ২/৩ বার।আমি কি ধরনের ঔষধে সাহায্য নিতে পারি এবং তার ব্যা্বহার বিধি সম্পরকে জানালে খুব উপোকার হয়।plz. sir helo me……………….plz

    Reply
    • Bangla Health

      April 4, 2012 at 8:47 pm

      খুব সম্ভবত শারীরিক দূর্বলতাই এর প্রধান কারন। এছাড়া প্রথম প্রথম সবার মনেই কিছু ভয়-দ্বিধা থাকে। এসব কাটিয়ে উঠলেই ঠিক হয়ে যাবে। ঔষধ লাগবে না।

      Reply
    • Shuvo

      June 15, 2017 at 4:16 pm

      Amar age 19 ami amar g.f er sate sex korechi. Amar 1ta bepar doubt feel korchi je ate pregnancy kono voi nai toh?? Amar birjo or joni te poreni….

      Reply
      • Bangla Health

        June 17, 2017 at 1:37 am

        লাস্ট পিরিয়ড কবে হয়েছিল এবং আপনারা কবে সেক্স করেছিলেন?

  22. ‍‍বিক্রম অাদিত্য

    April 4, 2012 at 1:21 pm

    অামার কয়েকটি প্রশ্ন- বিয়ে করেছি কয়েকমাস, একবার মিলিত হবার পর দ্বিতীয়বার উথ্যানে দেরী হয়, অাবার মাঝে মধ্যে সহবাস করাকালীন নিস্তেজ হয়ে যায়, স্ত্রীর যেৌন অাকাংখা বেশী। অামার বয়স ৩৯, দেরীতে বিবাহ, বিয়ের অাগে নিয়মিত স্বমেহন করতাম, এটা কি কোনো সমস্যা? কিভাবে সমাধান সম্ভব? সপ্তাহে বা দিনে কতবার যেৌন মিলন স্বাস্থকর? প্রেগন্যান্সির ক্ষেত্রে ক‍ত দিন ‍য‍ৌন মিলন বন্ধ রাখা উচিত? যে কোনো যেৌন অাচরন কি এক্ষেত্রে ক্ষ তিকর?

    Reply
    • Bangla Health

      April 5, 2012 at 3:29 am

      বিয়ের আগে স্বমেহনের কোন সমস্যা হবার কথা নয় যদি না তাতে শারীরিক ফিটনেসের অবনতি ঘটে থাকে।
      আর সহবাসের সময় বার বার না করতে যেয়ে একবারই বেশি সময় ধরে রাখার চেষ্টা করবেন। সপ্তাহে কে কতবার করবেন, তা নির্ভর করে শারীরিক অবস্থার উপর। এমনিতে আমাদের শরীর ৩/৪ দিন পর পর খুব উত্তেজিত হয়। তখন লিঙ্গও অনেক শক্ত থাকে। এসময়টাতে করার চেষ্টা করতে পারেন। অনেক সময় খুব সকালের দিকে ঘুম ভেঙে গেলে ঐ সময়টাতে অনেকে সেক্স করার জন্য মুখিয়ে থাকেন, এবং অনেকক্ষণ ধরে রাখতে পারেন। এসময়টাতে চেষ্টা করে দেখতে পারেন।
      আপনার শেষ প্রশ্ন দুটো দয়া করে আবার একটু খুলে বলুন। আমরা ঠিক বুঝতে পারিনি।

      Reply
  23. noyon

    April 5, 2012 at 1:31 am

    ami amar linger pic patate chy……..pls can u give me your site email address.???
    amar age 24.height 5’7′.weight 69kg.penis size 4.5inch.next year shadi korvoo…………ami ki saririk vave perfect…mainly penis size.pls janaven………………………………….

    Reply
  24. প্যারাডাইস

    April 10, 2012 at 3:37 pm

    স্যার,
    আমার বরতমান বয়স ২৪ বছর আমি ক্লাস সিক্স থেকে হস্ত মইথুন শুরু করি এখন স্নাতক প্রথম বরষে পরি বছর দু’এক হল হস্ত মইথুন ছেড়ে দিয়াছি,এখন আমার সমস্যা সেক্স করলে ৫-১০ সেকেন্ড এর মধ্যে বীর্য আউট হয়ে যায় আমি এই সমস্যার জন্য ডাক্তারের পরামরশে অনেক ঔষদ খেয়েছি কোনও সুফল পাইনি সর্বশেষ হরমোন টেস্ট করেছি (FT4,TSH) FT4 এর মাত্রা একটু সর্বশেষ আমি homeo pathi চালিয়ে যাচ্ছি কি করলে আমার বীর্য ধারন ক্ষমতা বাড়বে জানালে খুশি হব

    Reply
    • প্যারাডাইস

      April 10, 2012 at 3:42 pm

      মাফ করবেন FT4 এর মাত্রা একটু বেশি ডাক্তার বলছে এটা বর্ডার এর কাছাকাছি সমস্যা না (আমি অ বিবাহিত)

      Reply
    • Bangla Health

      April 14, 2012 at 3:37 am

      শারীরিক ফিটনেসের দিক নজর দিন। খাওয়া-দাওয়া আর ঘুমের দিকে খেয়াল রাখুন। যে কোন ধরনের নেশা থেকে দূরে থাকুন।

      Reply
  25. সফিক জামান

    April 28, 2012 at 2:15 am

    স্যার…।আমার age 21…. আমার লিঙ্গ টিক আসে তবে সেক্স টাইম টাকে লং করার
    উপায় বলেন।।যাতে ৩০ মিনিট থাকা যায়।। আমি ১০/১১ মিনিট পারি তবে লং টাইম দরকার…। প্লিজ

    Reply
    • Bangla Health

      April 29, 2012 at 4:13 am

      সেক্স সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। এর আসন, কৌশল, ইত্যাদি জেনে রাখা উচিত। সেই সাথে নিজের ফিটনেসও ভালো রাখতে হবে।

      Reply
  26. রিপন

    June 6, 2012 at 2:57 am

    স্যার,
    আমার বয়স ১৮ বছর।আমি ১৬ বছর বয়স থেকে হস্তমইথুন করি।ফলে বর্তমানে আমার লিঙ্গ আগের মত শক্ত হইনা+খুবই কম সময়ে out হয়ে জায়।আর আমি এখন এসব বদ অভ্যাস বাদ দিসি।আমি আমার energy ফিরে পেতে কি করতে পারি?

    Reply
    • Bangla Health

      June 6, 2012 at 8:47 pm

      বদ-অভ্যাস যখন বাদ দিতে পেরেছেন তখন কাজ অর্ধেক হয়ে গেল। বাকি অর্ধেক ব্যায়াম খাওয়া আর ঘুম দিয়ে ঠিক করে নিতে পারবেন। ৩ থেকে ৬ মাস ঠিক মতো লাইফস্টাইল ঠিক রাখলেই ফর্মে চলে আসবেন।

      Reply
  27. সঞ্জয়

    June 15, 2012 at 2:22 am

    প্রথমবার সেক্স ক রার পর দিতিও বার করার টাইমে পেনিস উটতে অনেক টাইম লাগে।কিভাবে মুক্তি পাওয়া যাই

    Reply
    • Bangla Health

      June 20, 2012 at 7:58 am

      শারীরিক ফিটনেস বাড়ান। আর চেষ্টা করা উচিত প্রথম বারেই বেশিক্ষণ মিলিত হতে।

      Reply
  28. Mohin

    June 20, 2012 at 6:49 pm

    এই এডমিন কোন ডাক্তার নই তাই ওনার কথা বিশ্বাস করে লাভ কি। এখানে অনেকে অনেক প্রবলেম এর কথা লিখলেন তাদের মধ্যে অনেক জটিল রোগ ও দেখতে পাচ্ছি।
    কল করুন সম্যসার সমাধান

    Reply
    • Bangla Health

      June 24, 2012 at 1:19 am

      আপনার ফেসবুক একাউন্ট বলছে আপনি দেশের বাইরে একটা কলেজে পড়েন। আর ফোন নাম্বার দিয়েছিলেন বাংলাদেশের।
      আমাদের কথা “বিশ্বাস” করতে হবে না। আমরা ঔষধ দেই না। মূলত সাধারণ জ্ঞান নিয়েই বেশি আলোচনা করি। এসব কথা অন্য মাধ্যমে আপনারা ভেরিফাই করে নিতে পারেন।

      Reply
      • tuhin

        September 7, 2012 at 9:38 pm

        bhai, Mohinre jorse ekta thabra den tho

  29. সামসু

    July 7, 2012 at 11:22 am

    স্যার আমি ক্লাস সেভেন থেকে হস্তমিথুন করি। বর্তমানে আমার বয়স ২১ ।হস্তমিথু এখন অনেকটা কমিয়ে দিয়েছি তবে ছারতে পারলামনা । আমার একটু গাল ভাঙ্গা । এর জন্য আমি অনেক চিন্তিত । হস্তমিথুনের করেনে কি এমন হয় বা কিভাবে আমি আমার গালভাঙ্গা আবস্তা দূর করতে পারব , অনুগ্রহ করে একটু বলবেন ….

    Reply
    • Bangla Health

      July 11, 2012 at 8:29 pm

      বেশি হস্তমৈথুনের জন্য এমন হতে পারে। একেবারে ছেড়ে দেয়ার দরকার নাই। সপ্তাহে একবার করতে পারেন।
      খাওয়া ঘুম আর ব্যায়াম চালিয়ে যান। গালভাঙা দূর হয়ে যাবে।

      Reply
  30. কামাল

    July 9, 2012 at 5:41 pm

    হস্তমৈথুনের ফলে কি গাল এবং শরীর ভেঙ্গে যায । এটা কি স্বাস্থের জন্য খারাপ । গাল ভাঙ্গা দূর এবং স্বাস্থ মোটা করতে কি করতে হবে please bolben

    Reply
    • Bangla Health

      July 18, 2012 at 3:02 am

      হস্তমৈথুনের সাথে গাল বা শরীর ভেঙে যাওয়ার কোন সরাসরি সম্পর্ক নাই। অতিরিক্ত হস্তমৈথুন করলে সেই অনুপাতে খাওয়া এবং বিশ্রাম না হলে শরীর খারাপ হতে পারে।
      ব্যায়াম, খাওয়া এবং ঘুম দরকার।

      Reply
  31. BKK

    July 19, 2012 at 1:25 pm

    sir, ami hastomoithun korar por amar linga te ekta pain anubhav kori, amar birja khub patla, hastomoithun korar por birja khub kom porimane ber hoi. daya kore ektu taratari answer deben….

    Reply
    • Bangla Health

      August 25, 2012 at 4:45 am

      দুইবার করার মাঝে বেশি সময় নিবেন। খাওয়া-দাওয়া ভালো করবেন। বেশি পানি পান করবেন।

      Reply
  32. প্রনব

    August 10, 2012 at 12:30 pm

    আমার লিঙ্গ তা দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে ওপরের চামড়া দিয়ে।ওপরের চামড়া টা টানলে ভিতরের আংশ টা বাইরে বেরাই না। কেন এই রকম হচ্ছে বুজতে পারছি না।দয়া করে বলবেন

    Reply
    • Bangla Health

      September 7, 2012 at 3:58 am

      খুব সমস্যা হলে চামড়া কেটে ফেলা যেতে পারে। ডাক্তারের সাথে পরামর্শ করুন।

      Reply
  33. আসদ্দ

    August 23, 2012 at 11:09 pm

    আমার বয়স ২০।আমার লিংগ ছুট।এটা কি বড় করা যাবে??????????

    Reply
    • Bangla Health

      September 18, 2012 at 4:31 am

      লিঙ্গ বড় করার কোন উপায় নাই। যা আছে সেটারই সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

      Reply
  34. RUPAM

    August 27, 2012 at 11:37 am

    AMAR PENISER CHAMRA TA DIN DIN BANDO HOYE ASCHE…KI KORBO PLEASE BOLUN……….

    Reply
    • Bangla Health

      October 2, 2012 at 3:32 am

      ডাক্তার দেখিয়ে নিন।

      Reply
  35. babu

    September 1, 2012 at 5:19 pm

    আমার লিংঙ উত্তেজনা আবস্থায় ৫” কিন্তু আমি যোনিতে ডুকাতে গেলে নিস্তেজ হয়ে আসে । কি করলে ডুকাতে পারবো

    Reply
  36. চয়ন

    September 4, 2012 at 1:16 pm

    কালোজিরা অথবা মধু খেলে কি লিঙ্গের কোন উপকার লাভ করা যায়

    Reply
    • Bangla Health

      October 13, 2012 at 3:53 am

      দুইটাই ভালো খাবার। নিয়মিত খেলে অনেক সুবিধা।

      Reply
  37. parthiv

    September 18, 2012 at 1:10 pm

    sorry i can’t write in Bengali……..u advised to take a medicine “Melaril 5-10mg” 30 minutes ago before having sex if sexual duration does not take long time n out early. But I want to know the right spelling of Medicine n company name in English. I did not get it in farmecy.

    please send the name through my mail.
    thank you sir

    Reply
    • Bangla Health

      November 15, 2013 at 3:18 am

      Mellaril

      Reply
  38. jesika

    September 18, 2012 at 6:07 pm

    sir,amar period cholakalin somoya bet batha kare.ami ki karbo.

    Reply
    • Bangla Health

      November 15, 2013 at 3:20 am

      এখানে দেখুন- http://test.evergreenbangla.com/4024

      Reply
  39. ahsan habib

    September 18, 2012 at 8:03 pm

    Hi, i am 23 years old . i am working in security company . my Q. my penis 3″ , how i can big my penis ?

    Reply
    • Bangla Health

      November 15, 2013 at 3:22 am

      লিঙ্গ বড় করার কোন উপায় নাই।

      Reply
  40. monmonia

    September 19, 2012 at 12:26 pm

    Amer sex khob bashe kinto Amer friend r shatha sex(panis a panis a doladoli are chata chati) korar somoi amer 1st a khob taratare birzo bar hoya jai.tar por 2nd & 3rd bar akto moner control chola asha.ata ki roog ? a vaba 4-5 bar 7-15 din a 2-3 din korla somosha acha ki?please janaban sir.
    ar aga amaka somadhan dayar jonno dhonnobad.
    Ame http://banglahealth.evergreenbangla.com ar regular visitor..
    Thank you for sir………….

    Reply
    • Bangla Health

      November 15, 2013 at 3:45 am

      অনেকেরই প্রথম বার তাড়াতাড়ি হয়ে গেলেও পরের বার বেশিক্ষণ থাকতে পারে। এটা রোগ নয়।
      পরের প্রশ্নটা ঠিক বুঝতে পারছি না। খুব ঘনঘন না করাই শরীরের পক্ষে ভালো।

      Reply
  41. রবিন

    September 19, 2012 at 1:24 pm

    লীঙ্গ ছোট ও চেকন থেকে উত্তরনের উপায় কি?

    Reply
    • Bangla Health

      November 15, 2013 at 3:47 am

      আপাতত কোন উপায় বের হয় নাই।

      Reply
  42. Twinkle

    September 19, 2012 at 10:51 pm

    আমার বয়স ২১,আমার সম্মসা হচ্ছে আমি মোবাইল এ কারো সাথে সেক্স বিষয় নিয়ে আলোচনা করলে আমার পেনিস দাঁড়িয়ে যায়।আর পেনিস তেকে পানির মত ১ ধরনের রস বের হয়।
    ১.এটা কি কোনো সমস্যা?
    ২.আমার পেনিস লম্বা ৫” আরে মতা ৫” এটা কি ছোট?

    Reply
    • Bangla Health

      November 15, 2013 at 3:38 am

      ১. সমস্যা নয়। তবে নিজেকে আরো কন্ট্রোল করুন। সেক্স ব্যাপারটাকে সহজ ভাবে নিন। তাতে পরে সেক্স করার সময় উপকার পাবেন।
      ২. না।

      Reply
  43. আলামগির

    September 30, 2012 at 1:49 pm

    আমার বয়স ২৯।আমি ৭ বসর বয়স থেকে হস্ত মউথুন করি আখন আমার লিঙ্গ আর খারা হয়না জদিও খারা হয় ১ মিনিত পর তা নিস্তেজ হয়া জায় আখন বারি থাকায় আমাক বিয়া করতায় বলায় আমি সাহস পাসসি না আখন আমি কি কন ডাক্তার এর কাসায় জাব নাকি আমি ত ভাবসি যে আমি আর বিয়া করতায় পারব না এক্তা ভাল পরা মরস দিবেন কি?

    Reply
    • Bangla Health

      October 6, 2012 at 3:08 am

      প্রথমেই ভয় পাওয়ার কিছু নাই। কিছুদিন ব্যায়াম, ভালো খাওয়া আর রাতে অনেক ঘুমিয়ে শরীর ঠিক করে ফেলতে পারবেন।

      Reply
  44. সম্রাট

    October 3, 2012 at 12:29 pm

    জনাব,
    দুর্বলদের আনন্দময়ী সেক্স করার জন্য কি ভায়াগ্রা খাওয়া জেতে পারে? এতে কি সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে? অনুগ্রহ পূর্বক জানাবেন।

    Reply
    • Bangla Health

      October 4, 2012 at 12:33 am

      হ্যাঁ খেতে পারেন ডাক্তার দেখিয়ে আগে। সাইড এফেক্ট থাকবে অনেক।

      Reply
  45. JITU

    December 21, 2012 at 2:32 am

    মধু খেলে কি লিঙ্গ বড় এবং মোটা হবে ?????????

    Reply
    • Bangla Health

      December 28, 2012 at 4:52 am

      না, এমন কোন কথা নেই।

      Reply
  46. Nazmul

    June 18, 2017 at 9:46 pm

    আমি সেক্স করার সময়. মিলনে আগে আমার বির্য হয় কারন কী. বেশি সময় সেক্স করার কোন ঔষুধ আছ কী…

    Reply
    • Bangla Health

      June 19, 2017 at 7:06 am

      সেক্সের সময় বীর্যপাতের আগে পিচ্ছিলাকারের এক ধরনের বর্ণহীন তরল পদার্থ বের হয়, এটা ঠিক বীর্য নয়, বরং জননাঙ্গ পিচ্ছিল করতে এটা সাহায্য করে।
      ভায়াগ্রা জাতীয় ওষুধ আছে। ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। তবে না খেয়ে থাকতে পারলে ভালো। আগে চেষ্টা করা উচিত ন্যাচারাল ভাবে সময় বাড়ানোর। শরীর স্বাস্থ্য ঠিক থাকলে, সেক্সের কৌশল অবলম্বন করে সময় বাড়ানো যায়।

      Reply
  47. রিফাত

    January 4, 2021 at 10:26 pm

    গার্ল ফ্রেন্ডের সাথে সেক্স বিষয়ে কথা বলতে গেলে লিঙ্গ দাঁড়িয়ে যায়,,,প্রায় ১০ থেকে ১২ মিনিট একটানা দাড়িয়ে থাকার পর আপনা আপনি বীর্যপাত হয়,,, এটা কি ধারনের সমস্যা

    Reply
    • Bangla Health

      January 6, 2021 at 3:26 pm

      বিষয়টা স্বাভাবিক। তবে চেষ্টা করবে নিজের উপর আরো কন্ট্রোল আনতে।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips

Return to top