• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

স্বাস্থ্য কথা

লাইফস্টাইল

শরীরচর্চা

১৮+

সঙ্গী হোক ছাতা

June 1, 2010

একবার ভাবুন তো আপনার প্রিয় সঙ্গীটির কথা; যে রোদ-বৃষ্টির হাত থেকে আপনাকে বাঁচায়, যার ছায়াতলে থেকে নিশ্চিন্তে পথ চলতে পারেন, যাকে ছাড়া গ্রীষ্ম-বর্ষার দিনগুলো একদমই চলে না। ঠিক ধরেছেন। প্রয়োজনের সেই সঙ্গী ছাতার কথাই বলছি।

কেমন ছাতা কিনবেন
‘দেশি ছাতার পাশাপাশি বিদেশি ছাতার চাহিদাও রয়েছে। বাজারে লম্বা ডাঁটওয়ালা (ছোট করে ভাঁজ করা যায় না), দুই ভাঁজ ও তিন ভাঁজের ছাতা পাওয়া যায়। আকৃতিতে ছোট, সহজে বহনযোগ্য ও নানা রঙের সম্ভার থাকায় ভাঁজ করা যায় এমন ছাতার জনপ্রিয়তা বেশি। এ ছাড়া ম্যানুয়াল ছাতা (হাত দিয়ে খুলতে ও বন্ধ করতে হবে) ও সুইচ ছাতা (সুইচ দিয়ে খুলবে, কিন্তু হাতে টেনে বন্ধ করতে হবে। সুইচ দিয়ে খুলবে এবং বন্ধ হবে এমন ছাতাও আছে)—দুই ধরনের ছাতা বাজারে পাওয়া যায়। শিশু ও বয়স্কদের জন্য লম্বা ধরনের ছাতাই ভালো। সুইচযুক্ত ছাতা না কিনে ম্যানুয়াল ছাতা কেনা ভালো। কারণ সুইচযুক্ত ছাতা ভেঙে গেলে সহজে মেরামত করা যায় না।’ জানান নিউমার্কেটের ছাতা বিক্রেতা নিয়ামুল।

ছাতার দরদাম
নানা রং ও নকশার বিভিন্ন ব্র্যান্ডের ছাতা পাওয়া যায় বাজারে। দামদরেও ভিন্নতা দেখা যায়। দেশি ছাতার মধ্যে শরীফ ও এটলাসের ছাতার জনপ্রিয়তা বেশি। এ ছাড়া রহমান, ফিলিপস, চেরি, র‌্যালি ব্রাদার্স, মার্টিন, স্ট্যামফোর্ড, দত্ত, মুন, অ্যাপেক্স, নওয়াব, গোল্ডফিশ ইত্যাদি ব্র্যান্ডের ছাতা পাওয়া যায়। বাজারে দুই রকমের শরীফ ছাতা পাওয়া যায়। বড় কালো ছাতা ১৮০০ টাকা ডজন এবং ভাঁজযুক্ত ছাতার দাম প্রতিটি ২৩০ টাকা। এই ছাতাগুলো বেশ টেকসই। এটলাস তৈরি করে বড় ছাতা (২৬ ইঞ্চি), যার দাম প্রতিটি ২৫০-৪৫০ টাকা এবং ডজন ৩০০০-৬০০০ টাকার মধ্যে। ভাঁজযুক্ত ছাতার দাম পড়বে ১৫০-৩৫০ টাকা। শিশুদের জন্য উজ্জ্বল রং ও নকশার ছাতা রয়েছে, দাম ৯০-২৫০ টাকা। এ ছাড়া এটলাস পিবিসি নামে এক বিশেষ ধরনের ছাতা তৈরি করে। অনেকক্ষণ ধরে বৃষ্টি হলেও এই ছাতা সুরক্ষা দেয়। এ ছাড়া এটলাস বাগানের জন্য বিভিন্ন মাপের রঙিন ছাতা তৈরি করে; যার দাম ৩২ ইঞ্চি ৭০০ টাকা, ৩৪ ইঞ্চি ৮০০ টাকা, ৩৬ ইঞ্চি ৯০০ টাকা, ৪২ ইঞ্চি ১২০০ টাকা, ৪৫ ইঞ্চি ১৬০০ টাকা ও ৪৮ ইঞ্চি ২২০০ টাকা। তরুণীদের কাছে চেরি ছাতার জনপ্রিয়তা বেশি। ফ্যাশনেবল এই ছাতার দাম ২৪০-৩০০ টাকা। ডোভ ছাতার চাহিদাও রয়েছে। বাইরে রঙিন হলেও ভেতরে রুপালি প্রলেপ দেওয়া দুই রঙা এই ছাতা রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা দেয়। রহমান ছাতার দাম পড়বে ৩০০-৪৫০ টাকা। এর কালো ও রঙিন দুই ধরনের ছাতা পাবেন। নওয়াব ছাতা কলকাতা থেকে এলেও সারা দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। নওয়াবের বড় ছাতা ১০০-২৫০ টাকা, দুই ভাঁজের দাম পড়বে ১২০-৩৫০ টাকা, তিন ভাঁজ ১৫০-৪০০ টাকা এবং টিপ বা অটো ছাতা পাবেন ১২০ টাকায়। বাচ্চাদের ছাতার দাম ৯০-১৫০ টাকার মধ্যে। এই ব্র্যান্ডের ২৬ ইঞ্চি ছাতার দাম পড়বে ডজনপ্রতি ১৮০০ টাকা। রহমানের ভাঁজযুক্ত ছাতা পাবেন যেকোনো বিক্রয়কেন্দ্রে। রোল ব্রাদার্সের বড় কালো ছাতার দাম পড়বে ১০০০-১৫০০ টাকা। মার্টিন ২২০-৩০০ টাকা এবং গোল্ডফিশ ১৭০০ টাকা ডজনে বিক্রি হয়। দত্তর ২৬ ইঞ্চি অর্থাৎ বড় কালো ছাতার দাম ১০০-২৫০ টাকা, স্ট্যামফোর্ড ব্র্যান্ডের ফোল্ডিং ছাতা ১৫০-৫০০ টাকা। ফিলিপস অটো ছাতার দাম ২৫০-৪০০ টাকা এবং অ্যাপেক্স প্রিন্টের ছাতার দাম ১৫০-২০০ টাকা। বিবি প্রোডাকশনের লম্বা ডাঁটওয়ালা ছাতার দাম পড়বে ৪০০-৫০০ টাকা। চন্দনের ছাতা পাবেন ১৫০০-৩০০০ টাকায়। দেশীয় নকশায় সজ্জিত এ ছাতা অবশ্য সব সময় ব্যবহারের উপযোগী নয়।

কোথায় পাবেন
ঢাকার গুলিস্তান, নিউমার্কেট, বায়তুল মোকাররম, মিরপুর ১ ও ২ নম্বর, ফ্যাশন হাউস বিবি প্রোডাকশনস, বনানীর ফ্যাশন হাউস চন্দনসহ ছোট-বড় সব বাজারে দেশি-বিদেশি এসব ছাতা পাওয়া যায়। তবে ঢাকার চকবাজারের ইমামগঞ্জ, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার, নারায়ণগঞ্জ, কুমিল্লার চান্দিনা, বগুড়ার চাঁদনী বাজারে পাইকারি ছাতা বিক্রি হয়। যে জায়গা থেকেই ছাতা কেনেন না কেন, অপেক্ষাকৃত ভালো ব্র্যান্ডের ছাতা কিনবেন। আর দোকানেই বারবার ছাতা খুলে ও বন্ধ করে পরীক্ষা করে নিতে ভুলবেন না।

সতর্কতা
 ছাতার ওপরের দিক রঙিন হলেও নিচের দিক যেন সাদা বা ধূসর হয়। কারণ এটি তাপ ও বৃষ্টি রোধ করে।
 আট শিকের ছাতা না কিনে ১০ শিকের ছাতা কেনা ভালো। এটি দীর্ঘস্থায়ী।
 অ্যালুমিনিয়াম শিকের ছাতায় সহজে মরচে পড়ে না।
 ভেজা ছাতা ভালোভাবে শুকিয়ে ভাঁজ করে রাখা উচিত। এতে অনেক দিন ছাতা ব্যবহার করা যায়।
 ছাতা কখনোই এলোমেলোভাবে ভাঁজ করা উচিত নয়।

তৌহিদা শিরোপা
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০১, ২০১০

Previous Post: « ভিনদেশি ফলের রস
Next Post: ভেজা দিনের বসন »

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health – Bangla Library – Bangla PDF

Return to top