• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

স্বাস্থ্য কথা

লাইফস্টাইল

শরীরচর্চা

১৮+

বছরশেষে বেড়ানোর প্ল্যান? Mira Rajput এর ট্রেন্ডি ফ্যাশনে সাজতে পারেন আপনিও

বছরশেষে বেড়ানোর প্ল্যান? Mira Rajput এর ট্রেন্ডি ফ্যাশনে সাজতে পারেন আপনিও
November 9, 2021
আজ থেকে ৬ বছর আগে দিল্লির ২১ বছরের তরুণীটি যখন পা রাখেন কাপুর পরিবারে তখন বেশ শোরগোলই পড়েছিল নেটমধ্যমে। তার আগে মেয়েটিকে অবশ্য দেখা গিয়েছিল বেশ কিছু চ্যাট শো আর বিজ্ঞাপনে। আর এখন তিনি বিখ্যাত তাঁর নিজ গুণে। সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়িং দেখবার মতো। তিনি হলেন শাহিদ পত্নী মীরা রাজপুত। বরাবরই মীরার ফ্যাশন, পোশাক নজরকাড়া। সেই সঙ্গে অসম্ভব বুদ্ধিমতীও তিনি। দিল্লির এক পঞ্জাবি পরিবারে মীরার বেড়ে ওঠা। মীরা এবং শাহিদ কাপুর একই গুরুজির শিষ্য। সেখান থেকেই তাঁদের আলাপ-পরিচয় এবং বিয়ে। পড়াশোনাতেও খুব ভালো ছিলেন তিনি। স্নাতক পর্যন্ত পড়াশোনা দিল্লিতেই, বিষয় ছিল ইংরেজি সাহিত্য। বিয়ের আগে থেকেই মডেলিং করতেন মীরা। এখন মিশা আর জেইনের মা তিনি। দুই সন্তান, সংসার এই সব কিছু সামলেও কিন্তু নিজের কাজ করেন। বর্তমানো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন তিনি। সঙ্গে যোগা, মডেলিং এসব তো আছেই। মীরার ফ্যাশন সেন্সের প্রশংসায় পঞ্চমুখ বলিউডও। ইন্সটাগ্রাম থেকে দেখে নিন মীরার বিশেষ এই কটি লুক।

সমুদ্র সফেন

ছুটি কাটানোর ঠিকানা হিসেবে অনেকেরই প্রথম পছন্দ সমুদ্র। সমুদ্রে ছুটি কাটাতে হেলে সেই রকম আউটফিট বাছুন। এখানে ঠান্ডা কম। কাজেই মনের মতো খোলামেলা পোশাক পরতে পারেন মীরার মতো। তবে চুল অবশ্যই বেঁধে রাখবেন।

ব্যান্ডেনা এখন স্টাইল

পাহাড় কিংবা জঙ্গল যেখানেই যান না কেন আপনি কিন্তু এই স্টাইল মেনে চলতে পারেন। ব্যান্ডেনা আর ওভার সাইজড সানগ্লাস এখন ট্রেন্ডিং। দেখতেও বেশ ভালো লাগে।

নীল রং ছিল ভীষণ প্রিয়

নীল এমন একটা রং যে রঙে সবাইকে ভালো লাগে। বিশেষ কোনও দিনের জন্য বেছে নিতে পারেন এমন গাউন। সঙ্গে হালকা সাজ। কানে দুল আর হাতে একটা বড় আংটি। ব্যাস আর কিছুই লাগবে না।

ব্যাচেলার্স পার্টি

সামনেই বিয়ে করছেন? তাহলে তো বন্ধুদের সঙ্গে নিয়ে ব্যাচেলার্স পার্টি একটা করতেই হবে। আর সেখানে আপনিই হলেন মুখ্য আকর্ষণ। আর তাই এদিন কিন্তু একেবারে হাটকে সাজতে ভুলবেন না। সমুদ্র কিংবা পুলের ধারে এমন পোশাক বেশ লাগে।

চলতে পারে শাড়িও

আজকাল অনেকেই নিজের বিশেষ দিন সেলিব্রেট করতে প্রিয়জনের সঙ্গে স্টেকেশনে যান। তা এনগেজমেন্ট হোক বা জন্মদিন। এরকম বিশেষ অনুষ্ঠানে শাড়ি পরলে কিন্তু দেখতে বেশ লাগে।

নি লেন্থ ড্রেস

নি লেন্থ ড্রেসে সকলকেই ভালো লাগে। যাঁরা রোগা আর লম্বা তাঁদের আরও বেশি ভালো লাগে। ঘুরতে গিয়ে ফুল স্লুভ এরকম ড্রেসে সাজতে পারেন আপনিও।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-11-09 13:26:38
Source link

Previous Post: « বয়সকালে ধীর পায়ে আসতে পারে ডিমেনশিয়া, জানাচ্ছে সমীক্ষা বয়সকালে ধীর পায়ে আসতে পারে ডিমেনশিয়া, জানাচ্ছে সমীক্ষা
Next Post: Chhath Puja 2021: ছট পুজো মানেই সুস্বাদু এই খাবার, নেহাতই জিভের টানে বানিয়ে ফেলুন ঠেকুয়া! Chhath Puja 2021: ছট পুজো মানেই সুস্বাদু এই খাবার, নেহাতই জিভের টানে বানিয়ে ফেলুন ঠেকুয়া! »

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health – Bangla Library – Bangla PDF

Return to top