• Skip to main content
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

বিষয়বস্তু অনুসারে

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

অন্যান্য সেকশন

  • লাইব্রেরি
  • ইবুক / PDF
  • জোকস
  • লিরিক
  • ডিকশনারি
  • ই-বাংলা

বাংলা লাইব্রেরি

Read Bangla Books (বাংলা বই) online FREE. No PDF download required for Bengali Books. Bangla Book Library is a Unicode based mobile friendly website.

Bangla Library

পর্যটকদের আকর্ষণ করছে পাথরের জটায়ু মূর্তি, ব্যাপারটা কাল্টিভেট করতে হচ্ছে মশাই!

You are here: Home / লাইফস্টাইল / পর্যটকদের আকর্ষণ করছে পাথরের জটায়ু মূর্তি, ব্যাপারটা কাল্টিভেট করতে হচ্ছে মশাই!
পর্যটকদের আকর্ষণ করছে পাথরের জটায়ু মূর্তি, ব্যাপারটা কাল্টিভেট করতে হচ্ছে মশাই!

হাইলাইটস

  • কেরলের জটায়ু পাহাড়ের পক্ষীরাজের অভূতপূর্ব পাথর খোদাই মূর্তির দেখে মুখ হাঁ হয়ে যেতে পারত জটায়ুর সৃষ্টিকর্তারও।
  • কথা হচ্ছে কেরলের কোল্লম জেলার জটায়ুপারা বা পাথরের জটায়ু মূর্তির।
  • আমরা বাঙালি।
  • তাই জটায়ু বললেই আমাদের মাথায় আগে চলে আসে রহস্য রোমাঞ্চ সিরিজের সেরা লেখক লালমোহন গাঙ্গুলির নাম।

এই সময় ডিজিটাল ডেস্ক: তিনি থাকলে মুগ্ধ হতেন। আনন্দে হাতে তালি দিয়ে উঠতে পারতেন। তারপর ডান হাতে কোমরে ধরে বাঁ হাত থুতনিতে ঠেকিয়ে হয়তো বলতেন, ‘নাঃ এ জিনিস ভাবা যায় না। গায়ে কী রকম কাঁটা দিচ্ছে মশাই। ব্যাপারটাকে কাল্টিভেট করতে হচ্ছে’।

তোপসে তো বটেই ফেলুদাও হয়তো এই নয়া প্রযুক্তি দেখে জটায়ুর মতোই অবাক হত। আগেকার দিনে ছেনি হাতুড়ির নয়, এই কাজ হয়েছে একেবারে আধুনিক প্রযুক্তির সাহায্যে। অবাক হওয়ারই কথা বটে। কেরলের জটায়ু পাহাড়ের পক্ষীরাজের অভূতপূর্ব পাথর খোদাই মূর্তির দেখে মুখ হাঁ হয়ে যেতে পারত জটায়ুর সৃষ্টিকর্তারও। কথা হচ্ছে কেরলের কোল্লম জেলার জটায়ুপারা বা পাথরের জটায়ু মূর্তির। আমরা বাঙালি। তাই জটায়ু বললেই আমাদের মাথায় আগে চলে আসে রহস্য রোমাঞ্চ সিরিজের সেরা লেখক লালমোহন গাঙ্গুলির নাম। কারণ তাঁর ছদ্মনাম জটায়ু। লালমোহনবাবুর কথা ‘জটায়ু, বঢ়িয়া পকশি মেরা ছদ্মনাম’।

ইতিহাস
সেই জটায়ুরই (পৌরানিক পাখি) এক বিশাল মূর্তি রয়েছে কোল্লমের চড়য়মঙ্গলম গ্রামে। স্থানীয় ভাষায় গ্রামের নাম চড়য়মঙ্গল হলেও সেটি জটায়ুমঙ্গলম নামে বেশি জনপ্রিয়। আনুমানিক খ্রিস্টিয় সপ্তম শতকে জটায়ুমঙ্গলম গ্রামের স্থাপন করা রাজ্যের রাজা ‘নেদিলা পরন্তক নেদুম সদয়ন’-এর নাম অনুসারে এই স্থানটি চড়য়মঙ্গলম নামে পরিচিতি পাচ্ছে বলে অনেকে মনে করে।

পৌরাণিক বিশ্বাস
বাঙালির কাছে জটায়ু মানেই লালমোহনবাবু হতে পারেন কিন্তু হিন্দুধর্মীদের কাছে জটায়ু হল রামায়নের সেই সাহসী পাখি যে সীতাকে বাঁচাতে রাবণের সঙ্গে ভয়ানক যুদ্ধ করেছিলেন। জটায়ুর আক্রমণে নাস্তানাবুদ হয়েছিলেন স্বয়ং রাক্ষসরাজ রাবণও। কিন্তু শেষপর্যন্ত জটায়ুর একটি ডানা কেটে সীতাকে নিয়ে তিনি পালান। অর্ধমৃত অবস্থায় জটায়ু পড়ে যান একটি বড় পাথরের খণ্ডের উপর। মৃত্যু পথযাত্রী জটায়ুর মুখ থেকেই সীতাহরণের ঘটনা শোনেন রাম। কোনও কোনও ধর্মপ্রাণদের বিশ্বাস জটায়ু যেই পাথরে পড়েছিলেন সেটি ছিল চড়য়মঙ্গলম গ্রামে। লোকমুখে তার নাম হয় জটায়ুপারা। এই স্থান পর্যটক এবং তীর্থযাত্রীদের কাছে বেশ জনপ্রিয়। বর্তমানে সেই পাথরের উপর রয়েছে একটি পাথরের তৈরি জটায়ুর মূর্তি। এছাড়াও জটায়ুপারাতে রয়েছে একটি প্রায় ১৮ ফিট উঁচু একটি নির্মীয়মাণ রামমূর্তি।

আধুনিক বাস্তব
জটায়ুপারা নামের পাথরের উপর রয়েছে একটি পাথরের তৈরি জটায়ু মূর্তি। মূর্তিটি পৌরানিক জটায়ুর মতো ডানা কাটা জখম অবস্থায় পড়ে থাকার মতো করে গড়ে তোলা হয়েছে। আর এই বিশাল কার্যকলাপের প্রধান কারিগর স্থপতি, ভাস্কর এবং চিত্র পরিচালক রাজীব আঁচল পাথরের এই জটায়ু মূর্তির খবরে যে সব পর্যটকরা রাখেন তাঁরা একবার হলেও তা দর্শন করে আসেন। স্থাপত্য ভাস্কর্যের এক অসাধারণ উদাহরণ এই জটায়ু মূর্তি। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে পড় পাথরের পাখি মূর্তি এটি।

কোল্লমের চড়য়মঙ্গলমের জটায়ু আর্থ’স সেন্টার দারুণ জনপ্রিয়। এটি জটায়ু পরিবেশ উদ্যান বা জটায়ু রক নামেও পরিচিত। সমুদ্রতল থেকে এর উচ্চতা প্রায় ৩৫০ মিটার বা ১২০০ ফিট। রাজীব আঁচলের তৈরি পাথরের জটায়ুর দৈর্ঘ্য ২৫০ ফিট, প্রস্থ ১৫০ ফিট এবং উচ্চতা ৭০ ফিট। ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে এই জটায়ু উদ্যানটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়।

জটায়ু উদ্যানের আকর্ষণ

  1. আমাদের দেশের অনেক ঐতিহাসিক স্মৃতিসৌধতে লাইট-শো-এর ব্যবস্থা থাকে। যদিও রাজীব এখানে ব্যবস্থা রেখেছেন আরও অভিনব আকর্ষণের। এখানে 6D এফেক্টের মাধ্যমে রাবণের সীতাহরণ এবং জটায়ু পাখির বাধাদানের ঘটনা দেখানোর ব্যবস্থা রয়েছে দর্শকদের জন্য। সেই শো টিকিট কেটে দেখতে হয়।
  2. দিনে প্রায় ৪০০০টি টিকিট বিক্রির ব্যবস্থা আছে। অ্যাডভেঞ্চার উদ্যানটি সম্পূর্ণ করতে লেগেছে প্রায় দশ বছর।
  3. জটায়ু উদ্যান ঘুরে দেখতে দিনের বেলা নির্দিষ্ট ট্যুর প্যাকেজ রয়েছে।
  4. সেক্ষেত্রে জন প্রতি খরচ ৪০০ টাকা। অনলাইনে টিকিট বুক করা যায়।কেরলের কোল্লম জেলার এমসি রোড থেকে তিরুবনন্তপুরমের দিকে পড়ে জটায়ুগ্রাম বা চড়য়মঙ্গলম।
  5. চড়য়মঙ্গলম থেকে জটায়ু উদ্যানের মূল গেটের দূরত্ব মাত্র অর্ধেক কিলোমিটার।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-30 10:26:49
Source link

August 30, 2021
Category: লাইফস্টাইল

You May Also Like…

বিষাক্ত কিছু খেয়ে ফেললে কী করবেন

গর্ভাবস্থায় কী কী ওষুধ খেতে পারব আর কী কী খেতে পারব না

রাতে ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম না এলে

শামছুন্নাহার নাহিদ

মা হওয়ার পর ওজন বেড়েছে, এখন কমাতে কী করব

Previous Post:হোমিওপ্যাথি চিকিৎসাএকই অসুখে ভোগা দুই রোগীর ক্ষেত্রে হোমিওপ্যাথিতে আলাদা আলাদা প্রেসক্রিপশন হয় কেন?
Next Post:সপ্তাহের শুরুতে ৪০ হাজারের ওপরেই সংক্রমণ, কিছুটা কমল মৃত্যুCoronavirus: সপ্তাহের শুরুতে ৪০ হাজারের ওপরেই সংক্রমণ, কিছুটা কমল মৃত্যু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips

Return to top