• Skip to main content
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

বিষয়বস্তু অনুসারে

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

অন্যান্য সেকশন

  • লাইব্রেরি
  • ইবুক / PDF
  • জোকস
  • লিরিক
  • ডিকশনারি
  • ই-বাংলা

বাংলা লাইব্রেরি

Read Bangla Books (বাংলা বই) online FREE. No PDF download required for Bengali Books. Bangla Book Library is a Unicode based mobile friendly website.

Bangla Library

হোমিওপ্যাথির কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই… কথাটা কতটা সত্যি, এর স্বপক্ষে কী যুক্তি কাজ করছে?

You are here: Home / স্বাস্থ্য সংবাদ / হোমিওপ্যাথির কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই… কথাটা কতটা সত্যি, এর স্বপক্ষে কী যুক্তি কাজ করছে?
হোমিওপ্যাথির কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই... কথাটা কতটা সত্যি, এর স্বপক্ষে কী যুক্তি কাজ করছে?

হাইলাইটস

  • এই ধারণা আসলেই একটি মিথ। কিভাবে, তা বলি… হোমিওপ্যাথিতে যত ওষুধ ব্যবহার করা হয়, তাদের প্রতিটি সুস্থ মানবদেহে বারংবার পরীক্ষিত
  • প্রচুর মানুষের উপর লাগাতার পরীক্ষা করার দরুণ ওষুধের এমন প্রায় কোনও বৈশিষ্ট্যই আর অজানা থাকে না যার প্রয়োগে ক্ষতিকারক প্রতিক্রিয়া হতে পারে।

বিজ্ঞানী হ্যানিম্যান ১৭৯৬ সালে Homeopathy নামে একটি চিকিৎসা পদ্ধতি বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। রোগীকে অল্প ওষুধ দিয়ে সুস্থ করে তোলাই Homeopathy-র মূলমন্ত্র৷ Homeopath-র পার্শ্ব প্রতিক্রিয়া নেই কথাটা কতটা সত্যি। জানালেন বিশিষ্ট চিকিৎসক ডা: অর্চনা দাস RBSK MO (Ayush)।

এই ধারণা আসলেই একটি মিথ। কিভাবে, তা বলি… হোমিওপ্যাথিতে যত ওষুধ ব্যবহার করা হয়, তাদের প্রতিটি সুস্থ মানবদেহে বারংবার পরীক্ষিত। প্রচুর মানুষের উপর লাগাতার পরীক্ষা করার দরুণ ওষুধের এমন প্রায় কোনও বৈশিষ্ট্যই আর অজানা থাকে না যার প্রয়োগে ক্ষতিকারক প্রতিক্রিয়া হতে পারে। এই ওষুধগুলি এমনভাবে কৃত্রিম উপসর্গ তৈরি করতে সক্ষম, যা প্রাকৃতিক রোগের উপসর্গের অনুরূপ, অথচ অধিকতর শক্তিশালী ও কিছু সময়ের পরে আপনিই নিশ্চিহ্ন হয়ে যায়। সবচেয়ে বড় কথা, এদের উপসর্গ সৃষ্টি করতে পারার বৈশিষ্ট্য অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক মনোনয়ন করতে পারেন ও তার শক্তিমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন।

অর্থাৎ, এই ওষুধের নির্ধারণ ও প্রয়োগের প্রক্রিয়া একটি কন্ট্রোলড সিস্টেম, যার কারণে এই সমস্ত ওষুধ নিরাপদে ব্যবহার করা যায় সদ্যোজাত থেকে শুরু করে মৃত্যুপথযাত্রী পর্যন্ত সব রোগীর ক্ষেত্রে। তবে এই কন্ট্রোলড সিস্টেম কিছু শর্তের অধীনে কর্মক্ষম। যেমন…

১. জীবনীশক্তির নিজস্ব প্রাণশক্তি (Vitality), তার ক্রিয়া ও প্রতিক্রিয়ার ক্ষমতা। যে রোগী ভীষণ দুর্বল হয়ে পড়েছেন, প্রাণপ্রদীপ নিভুনিভু হয়ে এসেছে, তাকে উচ্চ শক্তিমাত্রা দেওয়া যায় না। তাতে ক্ষতিই ত্বরান্বিত হবে।

হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি কী ভাবে অ্যালোপ্যাথি থেকে আলাদা? পড়ুন, চিকিৎসকের পরামর্শ
২. যে রোগের দরুণ দেহে Irreversible Pathological Changes হয়ে গেছে, সেইসব ক্ষেত্রে হোমিওপ্যাথির প্রয়োগে নিরাময়ের সম্ভাবনা অতি সীমিত। ভুল শক্তিমাত্রার ওষুধ এই Pathological Phenomenon-কে আরও জটিল করে তুলতে পারে। যেমন, ক্যানসার বা সেরিব্রাল স্ট্রোকের Late Stage-এ Gross Pathological Changes চলে এলে নিরাময়ের সম্ভাবনা কমতে থাকে, ওষুধের প্রয়োগে সামান্যতম ভুল হলে জটিলতা বাড়ার সম্ভাবনা বাড়তে থাকে।

হোমিওপ্যাথি

হোমিওপ্যাথি

৩. অস্ত্রোপচার লাগবেই মানে Surgical Management লাগবেই, এমন কেসে হোমিওপ্যাথির দ্বারা নিরাময় হয় না বলাই সঠিক। যেমন, Acute Appendicitis, Cholelithiasis (পিত্তাশয়ে পাথরী), Coronaey Artery Blockage, গর্ভাবস্থায় শিশু Breech অবস্থানে Engaged হয়ে গেছে, ইত্যাদি। এসব অবস্থায় হোমিওপ্যাথির ক্ষমতা সীমাবদ্ধ (Scope Is limited)।

৪. Idiosyncratic রোগী অর্থাৎ বিশেষ বিশেষ উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বনের প্রয়োজন হয়। যেমন, কেউ কেউ ফুলের গন্ধ সহ্য করতে পারেন না, অসুস্থ হয়ে পড়েন। কারোর চিনাবাদামে বা গমজাত খাবারে বা চারচিনিতে অ্যালার্জি আছে যা অন্য মানুষের ক্ষেত্রে কোনোই প্রতিক্রিয়া করে না। এগুলির চিকিৎসা গভীর জ্ঞান ও ধৈর্য্য দাবী করে।

৫. সর্বোপরি, প্রতিটি মানুষের নিজস্ব Susceptibility (প্রবণতা) ও Miasmatic character (ধাত) থাকে যা তাকে ‘একমেবাদ্বিতীয়ম’ (Individualized) করেছে প্রকৃত অর্থেই। হোমিওপ্যাথিতে সঠিক ওষুধের নির্বাচন ও তার শক্তিমাত্রার নির্ধারণ এর সাথে সরাসরি জড়িত। এর নিরিখে, একটি আরোগ্য প্রদানকারী ওষুধও ভুলভাবে প্রয়োগের দরুণ পরিস্থিতি অহেতুক জটিল করে তুলতে পারে। যদিও তা বেশীরভাগ ক্ষেত্রেই পরিমার্জনাযোগ্য।

হোমিওপ্যাথি

হোমিওপ্যাথি

সোজা কথায়, না জেনে না বুঝে আনাড়ি যদি কেবল মেটেরিয়া মেডিকা পড়ে হোমিওপ্যাথি করতে যায়, বা একজনের পেটখারাপে অমুক ওষুধে উপকার হয়েছে দেখে আরেকজন সেই ওষুধ পেটখারাপে খেয়ে বসে, তাতে আদৌ কতটুকু উপকার হবে সেই উত্তরে খটকা আছে। এমন কাজ না করাই বাঞ্ছনীয়।

অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে থাকলে হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করার আগে পাউডার দেওয়া হয় কেন? পড়ুন, চিকিৎসকের পরামর্শ

আর হ্যাঁ… ভুল ওষুধ দীর্ঘদিন ধরে লাগাতার ব্যবহার করতে থাকলে শরীরে কৃত্রিম রোগলক্ষণ দেখা দেয়। সেই কৃত্রিম অসুখ যদিও অধিকাংশ ক্ষেত্রেই নিরাময়যোগ্য, তবুও বাঞ্ছনীয় নয়। এককথায়, অভিজ্ঞ ও দক্ষ হোমিওপ্যাথের ব্যবস্থাপত্র ছাড়া এইসব ওষুধ নিজে নিজে ব্যবহার করে সুফল পাওয়ার সম্ভাবনা সীমিত।

ডা: অর্চনা দাস RBSK MO (Ayush)।
যোগাযোগ: 8670891848

Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-08-16 10:56:36
Source link

August 16, 2021
Category: স্বাস্থ্য সংবাদ

You May Also Like…

কানে পানি গেলে কি বের করে আনাটা জরুরি?

ব্যায়ামে আলসেমি কাজ করলে কিছু সহজ নিয়ম মেনে চলুন, মিলবে সমান উপকার

মুখের দুর্গন্ধ কি শুধু মুখ থেকেই আসে?

জিম শুরু করার ৭ উপায়

Previous Post:চোখের নীচে বা চোখের পাতায় ব্যথাহীন ফোলাঅংশ রয়েছে? এই উপায়ে মিলবে মুক্তি!চোখের নীচে বা চোখের পাতায় ব্যথাহীন ফোলাঅংশ রয়েছে? এই উপায়ে মিলবে মুক্তি!
Next Post:দেশে বেশ কিছুটা কমল করোনা সংক্রমণ, কেরলে ২০ হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ / Coronavirus India reports 32937 fresh cases 417 deaths in the last 24 hoursCorona Update: দেশে বেশ কিছুটা কমল করোনা সংক্রমণ, কেরলে ২০ হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips

Return to top