• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

স্বাস্থ্য কথা

লাইফস্টাইল

শরীরচর্চা

১৮+

কোলেস্টেরল কমাতে ব্যায়াম

January 6, 2007

কোলেস্টেরল বা রক্তে চর্বি নিয়ে ভাবেন না এমন লোক সম্ভবত কমই পাওয়া যায়। তবে বেশীরভাগ ক্ষেত্রে কোলেস্টেরল সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। কোলেস্টেরল বলতে টোটাল কোলেস্টেরল, এইচডিএল (হাই ডেনসিটি লাইপোপ্রোটিন) বা ভালো কোলেস্টেরল এলডিএর (লো ডেনসিটি লাইপোপ্রোটিন) বা মন্দ কোলেস্টেরল এবং টিজি (ট্রাইগিস্নসারাইড) বুঝায়। সাধারণতঃ কম চর্বিযুক্ত খাবার খাওয়া, মিষ্টি ও দুগ্ধজাত খাবার পরিহার অথবা কম খাওয়া, নিয়মিত ব্যয়াম করলে সার্বিকভাবে রক্তের কোলেস্টেরল কমানো যায়। ভালো কোলেস্টেরল এইচডিএল হার্টের রক্তনালীতে চর্বি জমতে বাধা দেয় এবং হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। অন্যদিকে এলডিএল বা মন্দ কোলেস্টেরল হার্টের রক্তনালীতে জমে হার্টে ব্লক সৃষ্টি করে। ফলশ্রুতিতে হার্ট এ্যাটাক হবার ঝুঁকি বাড়ে। বেশীরভাগ ক্ষেত্রে দেখা যায় ভালো কোলেস্টেরল রক্তে নির্ধারিত মাত্রার চেয়ে কম থাকে। এই অতি প্রয়োজনীয় কোলেস্টেরল বাড়ানোর তেমন কোন ওষুধ নেই। তবে নিয়মিত ব্যায়াম করলে রক্তের ভালো কোলেস্টেরল যেমন বাড়ে তেমনি মন্দ বা ক্ষতিকর কোলেষ্টেরল পরিমাপ হ্রাস পায়। তাই রক্তের কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্ততঃ ৩০ মিনিট ব্যায়াম করা উচিত।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক, ০৬ জানুয়ারী ২০০৮
লেখকঃ ডাঃ মোড়ল নজরুল ইসলাম
চর্মরোগ ও যৌন সমস্যা বিশেষজ্ঞ

Previous Post: « বয়স্কদের কোমর ব্যথা
Next Post: শীতে হাঁপানি থেকে সাবধান »

Reader Interactions

Comments

  1. পথিক

    April 24, 2012 at 3:22 pm

    আমার বয়স ১৮।উচ্চতা ৫ ফুট ৪ ইন্চি এবং ওজন ৪৮ কেজি।আমি আরো লম্বা হতে চাই|

    কী ভাবে আমার উচ্চতা ও ওজন বাড়ানো যাবে?
    আমি যদি এখন জিম করি তাহলে কী আমার উচ্চতা থমকে যাবে?
    অনেকের মুখে শুনেছি যে,এই বয়হ থেকে জিম করলে বৃদ্ধি Stop হয়ে যায়।এটা কী সত্যি?

    Reply
    • Bangla Health

      April 24, 2012 at 9:48 pm

      আপনার লম্বা হওয়ার বয়স পার হয়ে যায় নাই। আরো ৩/৪ বছর লম্বা হলেও হতে পারেন। জিম করার সাথে উচ্চতার সম্পর্ক নাই। জিম করতে পারলে খুবই ভালো হয়। তবে সেই সাথে খেতে হবে অনেক, রাত জাগা যাবে না, ঘুমাতে হবে।

      Reply
  2. মোঃ সোহেল রানা

    January 9, 2019 at 10:16 am

    আমি মোঃ সোহেল রানা আমার শরিরে কোলেস্টেরল এর সমস্যা আছে ১ বছর আগে ছিল এইচডিএল-২৬.00 , এলডিএর -৪৬ এবং টিজি-৪১০ তখন আমি উষধ খেতাম নিয়মিত ব্যাম এবং চর্বি যুক্কত খাবার পরিহার করার ফলে আমার কোলেস্টেরল এর মাত্রা দাড়ায় এইচডিএল-৪০.১০ , এলডিএর -৬৮ এবং টিজি-১৭০ টোটাল কোলেস্টেরল ১৪২.০০ এবং চিকিৎসক আমার উষধ বন্ধ করে দেন এবং আমাকে ডায়ের্ট কন্ট্রোল করার নিদের্শ দেন সেই অনুসারে বিগত ৬ মাস থেকে আমি কোন উষধ খায় না। বর্তমানে আমার এইচডিএল (হাই ডেনসিটি লাইপোপ্রোটিন) বা ভালো কোলেস্টেরল ৩২.৬০, এলডিএর (লো ডেনসিটি লাইপোপ্রোটিন) বা মন্দ কোলেস্টেরল ৮৩.০০ এবং টিজি (ট্রাইগিস্নসারাইড) ২৯০.০০ টোটাল কোলেস্টেরল ১৭৩.০০ আমি কি টিজির পরিমান বেশি থাকায় উষধ খাব কিনা জানতে চায় তবে আমার হার্টে বা সুগারের কোন সমস্যা নেই।

    Reply
  3. মাহমুদ

    January 24, 2019 at 7:14 am

    কোলেস্টেরল ২৯০ থেকে ২০০ আনতে চাই

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health – Bangla Library – Bangla PDF

Return to top