• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

স্বাস্থ্য কথা

লাইফস্টাইল

শরীরচর্চা

১৮+

Benign Tumors Symptoms: শরীরে ব্যথাহীন ফোলা মাংসপিণ্ড দেখা দিলে উপেক্ষা করবেন না, সতর্ক হোন আজই!

Benign Tumors Symptoms: শরীরে ব্যথাহীন ফোলা মাংসপিণ্ড দেখা দিলে উপেক্ষা করবেন না, সতর্ক হোন আজই!
June 16, 2021

হাইলাইটস

  • বেশির ভাগ টিউমারের (tumor) ক্যানসারের (Cancer) লক্ষণ থাকে।
  • সমস্যা হল, প্রথম দিকে অনেকেই সেগুলোকে পাত্তা দিতে চান না।
  • অনেকের ধারণা থাকে খারাপ জিনিস অন্য লোকের হবে, আমার হবে না।
  • সেখান থেকেই মুশকিলটা শুরু হয়। ব্যথাহীন মাংসপিণ্ড (tumor) মানেই কিন্তু ক্যানসার(Cancer) নয়।

এই সময় ডিজিটাল ডেস্ক: বেশির ভাগ টিউমারের (tumor) ক্যানসারের (Cancer) লক্ষণ থাকে। সমস্যা হল, প্রথম দিকে অনেকেই সেগুলোকে পাত্তা দিতে চান না। অনেকের ধারণা থাকে খারাপ জিনিস অন্য লোকের হবে, আমার হবে না। সেখান থেকেই মুশকিলটা শুরু হয়। ব্যথাহীন মাংসপিণ্ড (tumor) মানেই কিন্তু ক্যানসার(Cancer) নয়। তবে হওয়ার একটা আশঙ্কা থাকে। তাই এ রকম কিছু বুঝলেই দেরি না করে ডাক্তার দেখিয়ে নিতে হবে। তাতে আপনিও নিশ্চিন্ত হবেন।

শরীরের কোন অংশে টিউমারের (tumor) মতো ফোলা মাংসপিণ্ড দেখা দিলেই আঁতকে ওঠার কিছু নেই। তেমনই অবহেলাও করবেন না। ফেলে রাখবেন না। চিকিৎসকের পরামর্শমতো পরীক্ষা করিয়ে রোগ শনাক্ত করুন। তবে, আমরা এখানে বিনাইন টিউমার (tumor) সম্পর্কে বলা হচ্ছে। যদিও এই টিউমারটি (tumor) শরীরের অন্যান্য অংশগুলিকে প্রভাবিত করে না। তবে, উপেক্ষা করা হলে এই রোগটি বিপজ্জনক হিসাবে প্রমাণিত হতে পারে। আসুন, জেনে নিন এই রোগের লক্ষণ ও কারণগুলি।

বিনাইন টিউমার (Benign tumor) কী?
টিউমার দু’ধরনের হয়। এক ধরনের টিউমার শুধু এক জায়গাতে বৃদ্ধি পেয়ে এক জায়গাতেই বসে থাকে। এদের বলে বিনাইন টিউমার। এরা তেমন ক্ষতিকারক নয়। আরেক প্রকার টিউমারের ভেতর থাকা অস্বাভাবিক কোষগুলো রক্ত কিংবা লিম্ফ্ নামক কিছু রাসায়নিক পদার্থের মাধ্যমে শরীরের অন্য কোনো অংশে গিয়ে জমা হয়ে সেই অংশের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটায়, নতুন কোনো টিউমার তৈরি করে সেখানে, তখন তাদের বলে ম্যালিগন্যান্ট টিউমার। এ ম্যালিগন্যান্ট টিউমারকে অন্যভাবে বলে ক্যান্সারাস টিউমার। কাজের সুবিধায় সংক্ষেপে ক্যানসার বলে।

বিনাইন টিউমার (Benign Tumor) কারণ কী?
শরীরে এর উৎপত্তি হওয়ার কারণ থাকতে পারে যেমন শরীরের যে কোনও অংশে আঘাত লাগা, প্রদাহ, সংক্রমণ, জীবনযাত্রা, জেনেটিক অর্থাৎ জিনগত এবং বিকিরণের সংস্পর্শ ইত্যাদি।

বিনাইন টিউমারের (Benign tumor) লক্ষণ
দৃষ্টি সমস্যা
শীতল
অস্বস্তি বা ব্যথা
ক্লান্তি
জ্বর
ক্ষুধামান্দ্য
রাতের ঘাম
ওজন কমে যাওয়া
মাথা ব্যথা

বিনাইন টিউমারের (Benign tumor) লক্ষণ
চিকিত্সকরা বিভিন্ন কৌশল ব্যবহার করেন। এই টিউমারটি ম্যালিগন্যান্ট কিনা তা কেবল পরীক্ষার পরে জানা যায়। এটি আপনার দীর্ঘস্থায়ী রোগের ডেটা মাথায় রেখে পরীক্ষা করা হয়। এর জন্য, চিকিৎসক আপনাকে এই জাতীয় কিছু পরীক্ষা করানোর পরামর্শ দেয়।
সিটি স্ক্যান
এম, আর আই স্ক্যান,
ম্যামোগ্রাম
এক্স-রে।

এই টিউমারটি (Benign tumor) কোথায় থাকতে পারে?
এটি আপনার শরীরের যে কোনও অংশে ঘটতে পারে।
মস্তিষ্ক
স্তন
ঘাড়
নাক
পেট
শ্বাসযন্ত্র

কখন চিকিৎসকের দরকার?
যখনই আপনি শরীরের কোনও অংশে অস্বস্তি বোধ করেন, তবে দেরি না করে আপনার পরীক্ষা করা উচিত। যাতে এটি সময় বাড়তে বাধা দেওয়া যায়। শরীরে অতিরিক্ত কোষগুলি গঠন শুরু করলে এর লক্ষণগুলিও দেখা শুরু হয়। এই লক্ষণগুলি মাথায় রেখে, আপনি আপনার ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-16 13:24:38
Source link

Previous Post: « Black Foods:করোনাকালে ডায়েটে রাখুন এই রঙের ফল-সবজি! রুখবে সংক্রমণ, বাড়বে প্রতিরোধ শক্তি... Black Foods:করোনাকালে ডায়েটে রাখুন এই রঙের ফল-সবজি! রুখবে সংক্রমণ, বাড়বে প্রতিরোধ শক্তি…
Next Post: করোনাকালে বাড়িতেই বাচ্চাদের সঙ্গে কাটান মজার মুহূর্ত, রইল টিপস করোনাকালে বাড়িতেই বাচ্চাদের সঙ্গে কাটান মজার মুহূর্ত, রইল টিপস »

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health – Bangla Library – Bangla PDF

Return to top