• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

  • স্বাস্থ্য সংবাদ
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • ১৮+

স্বাস্থ্য কথা

লাইফস্টাইল

শরীরচর্চা

১৮+

হার্ট এ্যাটাক কাদের বেশী হয়

November 24, 2009

হার্ট এটাকের যেসব উপসর্গ সেগুলো অনেকেই এখন জানেন, চিনতেও পারেন।

০ বুকব্যথা ০ শ্বাসকষ্ট

০ ঘাড়, পিঠ, চোয়াল ও হাত দিয়ে বেয়ে যাওয়া ব্যথা।

এরপরও কথা আছে।

উপসর্গের বেলাতেও নারী পুরুষ তারতম্য আছে। ব্যক্তি বিশেষে উপসর্গ তারতম্য ঘটে বটে, তবে গবেষণা করে দেখা গেছে, পুরুষদের মধ্যে বৈশিষ্টসূচক উপসর্গ দেখাযায় বেশি। নারীদের উপসর্গ অনেক সময় এমন হয় যা হার্ট এটাকের ঠিক আগে ঘটলোনা। হার্ট এটাক যাকে ডাক্তারি ভাষায় বলে ‘একিউট মায়োকার্ডিয়াল ইনকারকশন’ সেই ঘটনার কয়েক সপ্তাহ আগেই দেখা দিলো উপসর্গ। কিছু গবেষক বলেন, ১৯৮০ সাল পর্যন-, হৃদরোগকে মনে করা হতো পুরুষের সমস্যা। ফলে, গবেষণাগুলো যা হতো তাও পুরুষদের উপরই করা হতো তাই হার্ট এটাকের লক্ষণ উপসর্গ সম্বন্ধে পাওয়া যেত অস্পষ্ট ধারনা। ইদানীং ন্যাশনাল ইনস্টিটিউট অব্‌ হেল্‌থের অর্থায়নে পরিচালিত গবেষণার নজর ছিলো ৫১৫ জন মহিলা হৃদরোগীর উপর। বিজ্ঞানীরা দেখলেন, হার্ট এটাকের কয়েক সপ্তাহ আগেই ৭০ শতাংশ রোগী অভিযোগ করলেন, ক্লানি- লাগছে খুব, অথচ ব্যাথ্যা পাওয়া যাচ্ছেনা। অকারণে ক্লানি-। ৪৮ শতাংশ রোগী বললেন ঘুমাতে সমস্যা হচ্ছে। অর্ধেকের চেয়ে কিছু কম রোগী বললেন, স্বাসকষ্ট হচ্ছে, বদহজম এবং দুশ্চিন-াও হচ্ছে। হার্টএটাকের সময় শতকরা ৫০ ভাগের বেশী রোগীর ছিলো স্বাসকষ্ট এবং দুর্বলতা আর অর্ধেকের চেয়ে কিছু কম রোগীর হল প্রবল ক্লানি-, শীতল ঘাম এবং মাথা ঝিমঝিম হওয়ার মত উপসর্গ। অন্যান্য গবেষণাতেও একই রকম ফলাফল পাওয়া গেলো। আমেরিকান হার্ট এসোসিয়েশনের মতে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বুক ব্যথা হলো সবচেয়ে সচরাচর সতর্ক সংকেত। পুরুষদের বৈশিষ্টসূচক উপসর্গ নয় এমন লক্ষণও হতে পারে, নারীদের সতর্ক হতে হবে বেশি। হৃদরোগের বৈশিষ্টসূচক নয় এমন উপসর্গ নারীদের হয় বেশি।

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
সূত্র: দৈনিক ইত্তেফাক, নভেম্বর ২১, ২০০৯

শেয়ার করুন :

Share on Facebook Share on Twitter Share on WhatsApp Share on Email
Previous Post: « আহার এবং ডায়াবেটিস
Next Post: লিভারের যত অসুখ »

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health – Bangla Library – Bangla PDF

Return to top